প্রযুক্তি ডেস্ক
ল্যাপটপ, ট্যাবলেট, ব্যক্তিগত কম্পিউটার, অতি ক্ষুদ্র কম্পিউটার এবং সার্ভার আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে ভারত। বিক্রির উদ্দেশ্যে কোনো কোম্পানি যদি ভারতে ল্যাপটপ বা কম্পিউটার আনতে চায় তবে সরকারের কাছ থেকে অনুমতি বা লাইসেন্স নিতে হবে। বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের (ডিজিএফটি) মহাপরিচালক আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। এইচএসএন কোড ৮৪৭১–এর অধীনে সাত ধরনের ইলেকট্রনিক গ্যাজেটের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
কী আছে এইচএসএন কোড ৮৪৭১–এ?
হারমোনাইজড সিস্টেম অব নোমেনক্লেচার (এইচএসএন) কোড হলো—করের উদ্দেশ্যে পণ্য চিহ্নিত করার একটি শ্রেণিবিন্যাস ব্যবস্থা। ডেটা প্রসেসিং মেশিনগুলো এইচএসএন কোড ৮৪৭১–এর অধীনে শ্রেণিবিন্যাস করা হয়। ডেটা প্রসেসিংয়ের জন্য তৈরি করা ডিভাইস চিহ্নিত করতে এই কোড ব্যবহার করা হয়।
কেন এই বিধিনিষেধ?
দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি দেশটিতে আইটি হার্ডওয়্যার উৎপাদনে প্রণোদনা (পিএলআই) প্রকল্প নবায়ন করা হয়েছে। এই পণ্য বিভাগে উৎপাদন ক্ষেত্রে প্রণোদনার জন্য আবেদন করার শেষ সময় আগামী ৩০ আগস্ট। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এই নিষেধাজ্ঞায় চীন ও কোরিয়ার মতো দেশের পণ্যও অভ্যন্তরীণভাবে সরবরাহ করা যাবে না।
এক সরকারি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন কারণে এই বিধিনিষেধ দেওয়া হয়েছে। তবে, প্রধান কারণ হলো ‘নাগরিকের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা’।
ওই কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘কিছু হার্ডওয়্যারের নিরাপত্তাজনিত সমস্যা থাকতে পারে। এর ফলে সংবেদনশীল ও ব্যক্তিগত ডেটা ক্ষতিগ্রস্ত হতে পারে—আমরা এমন কিছু পণ্য বিবেচনায় নিয়েছি।’
কোনো ছাড় আছে কি?
বিদেশি বাণিজ্য নীতির (এফটিপি) স্থানান্তর বিধান অনুসারে, বিল অব ল্যাডিং ও লেটার অব ক্রেডিট (এলসি) ৩ আগস্টের আগে খোলা থাকলে আমদানি করা যাবে।
আর একজন আমদানিকারক ৪ আগস্ট থেকে নতুন বিধি অনুযায়ী লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তবে লাইসেন্সের জন্য ব্যবসায়ীকে নিয়মিত আমদানিকারক হতে হবে।
ল্যাপটপ, ট্যাবলেট, ব্যক্তিগত কম্পিউটার বা অতি ক্ষুদ্র কম্পিউটারের একটি ইউনিট আনার ক্ষেত্রে ছাড় রয়েছে। এ ছাড়া ই–কমার্স থেকে কেনা পণ্য ডাক বা কুরিয়ারের মাধ্যমে আনা হলে সে ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে পণ্যের বিপরীতে নিয়মিত শুল্ক প্রযোজ্য হবে।
পিটিআই জানিয়েছে, গবেষণা ও উন্নয়ন, পরীক্ষা, বেঞ্চমার্কিং ও মূল্যায়ন, মেরামত ও ফেরত এবং পণ্য উন্নয়নের উদ্দেশ্যে সর্বোচ্চ ২০টি ইউনিট আমদানির ক্ষেত্রে লাইসেন্স নিতে হবে না।
এই নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাব
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, সরকারের এই ঘোষণার পরপরই ভারতে চুক্তিভিত্তিক স্থানীয় উৎপাদকদের শেয়ার দর বেড়ে গেছে। এর মধ্যে অ্যাম্বার এন্টারপ্রাইজেস ইন্ডিয়া লিমিটেডের শেয়ার দর ৩ দশমিক ৩ শতাংশ, ডিক্সন টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেডের ৫ দশমিক ৫ শতাংশ এবং পিজি ইলেক্ট্রোপাস্ট লিমিটেডের ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
নতুন বিধিনিষেধের কারণে অ্যাপলের মতো টেক জায়ান্টকেও এখন তাদের ল্যাপটপ ভারতেই তৈরি করতে হবে। অথবা তাদের গ্যাজেট ভারতে আমদানি করা বন্ধ করতে হবে। একই নিয়ম লেনোভো, এইচপি, আসুস, স্যামসাং, এসারের মতো কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।
ভারতে বিক্রীত বেশির ভাগ ল্যাপটপ এবং পারসোনাল কম্পিউটার চীনে তৈরি বা সংযোজন করা। নতুন বিধির আওতায় সরকার তৈরি ও সংযোজন দুটোই ভারতে করার পরিকল্পনা করছে।
ল্যাপটপ, ট্যাবলেট, ব্যক্তিগত কম্পিউটার, অতি ক্ষুদ্র কম্পিউটার এবং সার্ভার আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে ভারত। বিক্রির উদ্দেশ্যে কোনো কোম্পানি যদি ভারতে ল্যাপটপ বা কম্পিউটার আনতে চায় তবে সরকারের কাছ থেকে অনুমতি বা লাইসেন্স নিতে হবে। বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের (ডিজিএফটি) মহাপরিচালক আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। এইচএসএন কোড ৮৪৭১–এর অধীনে সাত ধরনের ইলেকট্রনিক গ্যাজেটের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
কী আছে এইচএসএন কোড ৮৪৭১–এ?
হারমোনাইজড সিস্টেম অব নোমেনক্লেচার (এইচএসএন) কোড হলো—করের উদ্দেশ্যে পণ্য চিহ্নিত করার একটি শ্রেণিবিন্যাস ব্যবস্থা। ডেটা প্রসেসিং মেশিনগুলো এইচএসএন কোড ৮৪৭১–এর অধীনে শ্রেণিবিন্যাস করা হয়। ডেটা প্রসেসিংয়ের জন্য তৈরি করা ডিভাইস চিহ্নিত করতে এই কোড ব্যবহার করা হয়।
কেন এই বিধিনিষেধ?
দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি দেশটিতে আইটি হার্ডওয়্যার উৎপাদনে প্রণোদনা (পিএলআই) প্রকল্প নবায়ন করা হয়েছে। এই পণ্য বিভাগে উৎপাদন ক্ষেত্রে প্রণোদনার জন্য আবেদন করার শেষ সময় আগামী ৩০ আগস্ট। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এই নিষেধাজ্ঞায় চীন ও কোরিয়ার মতো দেশের পণ্যও অভ্যন্তরীণভাবে সরবরাহ করা যাবে না।
এক সরকারি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন কারণে এই বিধিনিষেধ দেওয়া হয়েছে। তবে, প্রধান কারণ হলো ‘নাগরিকের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা’।
ওই কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘কিছু হার্ডওয়্যারের নিরাপত্তাজনিত সমস্যা থাকতে পারে। এর ফলে সংবেদনশীল ও ব্যক্তিগত ডেটা ক্ষতিগ্রস্ত হতে পারে—আমরা এমন কিছু পণ্য বিবেচনায় নিয়েছি।’
কোনো ছাড় আছে কি?
বিদেশি বাণিজ্য নীতির (এফটিপি) স্থানান্তর বিধান অনুসারে, বিল অব ল্যাডিং ও লেটার অব ক্রেডিট (এলসি) ৩ আগস্টের আগে খোলা থাকলে আমদানি করা যাবে।
আর একজন আমদানিকারক ৪ আগস্ট থেকে নতুন বিধি অনুযায়ী লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তবে লাইসেন্সের জন্য ব্যবসায়ীকে নিয়মিত আমদানিকারক হতে হবে।
ল্যাপটপ, ট্যাবলেট, ব্যক্তিগত কম্পিউটার বা অতি ক্ষুদ্র কম্পিউটারের একটি ইউনিট আনার ক্ষেত্রে ছাড় রয়েছে। এ ছাড়া ই–কমার্স থেকে কেনা পণ্য ডাক বা কুরিয়ারের মাধ্যমে আনা হলে সে ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে পণ্যের বিপরীতে নিয়মিত শুল্ক প্রযোজ্য হবে।
পিটিআই জানিয়েছে, গবেষণা ও উন্নয়ন, পরীক্ষা, বেঞ্চমার্কিং ও মূল্যায়ন, মেরামত ও ফেরত এবং পণ্য উন্নয়নের উদ্দেশ্যে সর্বোচ্চ ২০টি ইউনিট আমদানির ক্ষেত্রে লাইসেন্স নিতে হবে না।
এই নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাব
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, সরকারের এই ঘোষণার পরপরই ভারতে চুক্তিভিত্তিক স্থানীয় উৎপাদকদের শেয়ার দর বেড়ে গেছে। এর মধ্যে অ্যাম্বার এন্টারপ্রাইজেস ইন্ডিয়া লিমিটেডের শেয়ার দর ৩ দশমিক ৩ শতাংশ, ডিক্সন টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেডের ৫ দশমিক ৫ শতাংশ এবং পিজি ইলেক্ট্রোপাস্ট লিমিটেডের ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
নতুন বিধিনিষেধের কারণে অ্যাপলের মতো টেক জায়ান্টকেও এখন তাদের ল্যাপটপ ভারতেই তৈরি করতে হবে। অথবা তাদের গ্যাজেট ভারতে আমদানি করা বন্ধ করতে হবে। একই নিয়ম লেনোভো, এইচপি, আসুস, স্যামসাং, এসারের মতো কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।
ভারতে বিক্রীত বেশির ভাগ ল্যাপটপ এবং পারসোনাল কম্পিউটার চীনে তৈরি বা সংযোজন করা। নতুন বিধির আওতায় সরকার তৈরি ও সংযোজন দুটোই ভারতে করার পরিকল্পনা করছে।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
৯ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগে