বাজারে আসার দুই সপ্তাহের মধ্যেই রেডমি কে৭০ সিরিজের ১০ লাখেরও বেশি ইউনিট বিক্রি করল শাওমি। সিরিজটি গত ২৯ নভেম্বর উন্মোচন করা হয় এবং ১ ডিসেম্বর চীনের বাজারে ছাড়া হয়।
বাজারে আসার ৫ মিনিটের মধ্যেই ফোনটির প্রায় ৬ লাখ ইউনিট বিক্রি হয়ে যায় বলে দাবি করছে কোম্পানিটি। এই সংখ্যা রেডমি কে৬০ সিরিজের চেয়ে দ্বিগুণ। পাশাপাশি দ্রুততম সময়ে ১০ লাখ ইউনিট বিক্রি কে সিরিজের জন্য একটি নতুন মাইলফলক।
রেডমি কে সিরিজে রেডমি কে৭০ ই, রেডমি কে৭০ ও রেডমি কে৭০ প্রো—এই তিনটি মডেল রয়েছে। ফোনগুলোতে যথাক্রমে ডাইমেনসিটি ৮৩০০ আলট্রা, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ও স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া ২কে রেজুল্যুশন রেজ্যুলিউশনসহ ওলেড ডিসপ্লে, ৫ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার মডেলগুলোয় রয়েছে। এই সিরিজেই প্রথমবারের মতো হাইপার ওএস-ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৪-এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করা হয়েছে।
রেডমি কে৭০ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান, ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৬৯৯ চীনা ইউয়ান, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান এবং ১৬ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৩ হাজার ৩৯৯ চীনা ইউয়ান। এ হিসেবে ফোনগুলোর দাম বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার থেকে ৫২ হাজার টাকার মধ্যে।
রেডমি কে৭০ প্রো এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ হাজার ৫৬৯ টাকা। আর ২৪ জিবি র্যাম ও ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪ হাজার ৩৯৯ চীনা ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৭ হাজার ৪৩১ টাকা।
সিরিজটির লিমিটেড এডিশন মডেল ’রেডমি কে৭০ প্রো অটোমোবিলি ল্যাম্বরগিনি স্কোয়াড্রা কর্স’ আগামীকাল বাজারে আসবে। ডিভাইসটির মূল্য এখনো জানানো হয়নি।
বিশ্বের অন্যান্য বাজারের জন্য রেডমি কে৭০ই মডেলকে পোকো এক্স ৬ প্রো ৫জি মডেল হিসেবে রিব্র্যান্ডিং করা হবে। অন্যদিকে কে৭০ প্রো মডেলকে পোকো এফ ৬ প্রো ৫জি মডেল হিসেবে রিব্র্যান্ডিং করবে শাওমি।
তথ্যসূত্র: গিজমোচায়না
বাজারে আসার দুই সপ্তাহের মধ্যেই রেডমি কে৭০ সিরিজের ১০ লাখেরও বেশি ইউনিট বিক্রি করল শাওমি। সিরিজটি গত ২৯ নভেম্বর উন্মোচন করা হয় এবং ১ ডিসেম্বর চীনের বাজারে ছাড়া হয়।
বাজারে আসার ৫ মিনিটের মধ্যেই ফোনটির প্রায় ৬ লাখ ইউনিট বিক্রি হয়ে যায় বলে দাবি করছে কোম্পানিটি। এই সংখ্যা রেডমি কে৬০ সিরিজের চেয়ে দ্বিগুণ। পাশাপাশি দ্রুততম সময়ে ১০ লাখ ইউনিট বিক্রি কে সিরিজের জন্য একটি নতুন মাইলফলক।
রেডমি কে সিরিজে রেডমি কে৭০ ই, রেডমি কে৭০ ও রেডমি কে৭০ প্রো—এই তিনটি মডেল রয়েছে। ফোনগুলোতে যথাক্রমে ডাইমেনসিটি ৮৩০০ আলট্রা, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ও স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া ২কে রেজুল্যুশন রেজ্যুলিউশনসহ ওলেড ডিসপ্লে, ৫ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার মডেলগুলোয় রয়েছে। এই সিরিজেই প্রথমবারের মতো হাইপার ওএস-ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৪-এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করা হয়েছে।
রেডমি কে৭০ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান, ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৬৯৯ চীনা ইউয়ান, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান এবং ১৬ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৩ হাজার ৩৯৯ চীনা ইউয়ান। এ হিসেবে ফোনগুলোর দাম বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার থেকে ৫২ হাজার টাকার মধ্যে।
রেডমি কে৭০ প্রো এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ হাজার ৫৬৯ টাকা। আর ২৪ জিবি র্যাম ও ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪ হাজার ৩৯৯ চীনা ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৭ হাজার ৪৩১ টাকা।
সিরিজটির লিমিটেড এডিশন মডেল ’রেডমি কে৭০ প্রো অটোমোবিলি ল্যাম্বরগিনি স্কোয়াড্রা কর্স’ আগামীকাল বাজারে আসবে। ডিভাইসটির মূল্য এখনো জানানো হয়নি।
বিশ্বের অন্যান্য বাজারের জন্য রেডমি কে৭০ই মডেলকে পোকো এক্স ৬ প্রো ৫জি মডেল হিসেবে রিব্র্যান্ডিং করা হবে। অন্যদিকে কে৭০ প্রো মডেলকে পোকো এফ ৬ প্রো ৫জি মডেল হিসেবে রিব্র্যান্ডিং করবে শাওমি।
তথ্যসূত্র: গিজমোচায়না
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৪ দিন আগে