আইফোন ১৫ বাজারে আসার চার মাসও যায়নি, এর মধ্যেই আইফোন ১৬ নিয়ে মাতামাতি শুরু করেছে প্রযুক্তিপ্রেমীরা। নানা গুজব, প্রযুক্তি বিশ্লেষক ও কোম্পানির ভেতরের তথ্যদাতাদের ওপর ভিত্তি করে আইফোন ১৬-এর প্রোটোটাইপের কিছু প্রতিকী ছবি তৈরি করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার। ভার্টিক্যাল ক্যামেরা, অ্যাকশন বাটনের পরিবর্তনসহ মডেলটির সম্ভাব্য তিনটি ডিজাইন সম্পর্কে ম্যাকরিউমারের প্রতিবেদনে বলা হয়েছে।
আইফোন ১৬-এর বেজ মডেলের ডিজাইনে সামান্য পরিবর্তন দেখা যায়। যেমন–ভার্টিক্যাল ক্যামেরা ও অ্যাকশন বাটন। তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এসব প্রোটোটাইপের নকশাই ফোনের চূড়ান্ত সংস্করণের দেখা যেতে পারে।
প্রতিটি মডেল উৎপাদনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। এর মধ্যে হয়তো কোনোটিই আইফোন ১৬-এর চূড়ান্ত নকশা হবে না।
তিন মডেলের মধ্যে একটি হলুদ রঙের হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ছবিতে এগুলো সবুজ রঙের মতো মনে হয়। হলুদ মডেলটি আইফোন ১৬-এর সর্বপ্রথম প্রোটোটাইপ। এতে এক পাশে ভলিউম বাটনগুলো লাগোয়াভাবে রয়েছে এবং এর ওপরে অ্যাকশন বাটন সুসজ্জিত রয়েছে। এর ক্যামেরা বাম্পটি আইফোন এক্সের মতো।
আইফোনের গোলাপি মডেলের অ্যাকশন বাটনটি দেখা যায়। ভলিউম বাটনগুলো আলাদাভাবে রয়েছে। আর ক্যামেরা বাম্পটি আইফোনের ১২ মডেলের মতো।
মিডনাইট ও কালো রঙের মডেলগুলোতে আরও বড় আকারের অ্যাকশন বাটন থাকবে। সেই সঙ্গে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। আর এমএমওয়েভ অ্যানটেনার অবস্থানেরও পরিবর্তন করা হয়েছে।
স্পেশাল ভিডিও ক্যাপচারের মতো অ্যাপল আইফোনে ১৬-এর বেসিক ফোন নতুন ভার্টিক্যাল ক্যামেরা নিয়ে আসছে। ব্যবহাকারীরা এর মাধ্যমে ৩ডি ভিডিও তৈরি করতে পারবেন, যা অ্যাপল ভিশন প্রো হেডসেটে দেখা যাবে। ক্যামেরা ফিচারটি আগে শুধু আইফোন ১৫ প্রো-এর গ্রাহকেরা ব্যবহার করতে পারতেন।
গোপনীয়তা রক্ষা করতে তথ্যদাতার নাম প্রকাশ করেনি ম্যাকরিউমার। এই বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যগুলো কতটুকু সঠিক তা স্পষ্ট নয়।
প্রো মডেলগুলোর তুলনায় আইফোনের বেস মডেলগুলোয় সাধারণত কম ফিচার থাকে। তাই এসব মডেলে এত পরিবর্তন না-ও আসতে পারে। বিশেষ করে ক্যাপচার বাটনটির ক্ষেত্রে। নতুন হার্ডওয়্যারগুলো সাধারণত প্রো মডেলগুলোর জন্য সংরক্ষিত থাকে।
আগামী বছরের সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজ উন্মোচন করা হবে। আগামী ৯ মাসের মধ্যে মডেলগুলো ডিজাইনে অনেক পরিবর্তন আসতে পারে।
আইফোন ১৫ বাজারে আসার চার মাসও যায়নি, এর মধ্যেই আইফোন ১৬ নিয়ে মাতামাতি শুরু করেছে প্রযুক্তিপ্রেমীরা। নানা গুজব, প্রযুক্তি বিশ্লেষক ও কোম্পানির ভেতরের তথ্যদাতাদের ওপর ভিত্তি করে আইফোন ১৬-এর প্রোটোটাইপের কিছু প্রতিকী ছবি তৈরি করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার। ভার্টিক্যাল ক্যামেরা, অ্যাকশন বাটনের পরিবর্তনসহ মডেলটির সম্ভাব্য তিনটি ডিজাইন সম্পর্কে ম্যাকরিউমারের প্রতিবেদনে বলা হয়েছে।
আইফোন ১৬-এর বেজ মডেলের ডিজাইনে সামান্য পরিবর্তন দেখা যায়। যেমন–ভার্টিক্যাল ক্যামেরা ও অ্যাকশন বাটন। তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এসব প্রোটোটাইপের নকশাই ফোনের চূড়ান্ত সংস্করণের দেখা যেতে পারে।
প্রতিটি মডেল উৎপাদনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। এর মধ্যে হয়তো কোনোটিই আইফোন ১৬-এর চূড়ান্ত নকশা হবে না।
তিন মডেলের মধ্যে একটি হলুদ রঙের হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ছবিতে এগুলো সবুজ রঙের মতো মনে হয়। হলুদ মডেলটি আইফোন ১৬-এর সর্বপ্রথম প্রোটোটাইপ। এতে এক পাশে ভলিউম বাটনগুলো লাগোয়াভাবে রয়েছে এবং এর ওপরে অ্যাকশন বাটন সুসজ্জিত রয়েছে। এর ক্যামেরা বাম্পটি আইফোন এক্সের মতো।
আইফোনের গোলাপি মডেলের অ্যাকশন বাটনটি দেখা যায়। ভলিউম বাটনগুলো আলাদাভাবে রয়েছে। আর ক্যামেরা বাম্পটি আইফোনের ১২ মডেলের মতো।
মিডনাইট ও কালো রঙের মডেলগুলোতে আরও বড় আকারের অ্যাকশন বাটন থাকবে। সেই সঙ্গে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। আর এমএমওয়েভ অ্যানটেনার অবস্থানেরও পরিবর্তন করা হয়েছে।
স্পেশাল ভিডিও ক্যাপচারের মতো অ্যাপল আইফোনে ১৬-এর বেসিক ফোন নতুন ভার্টিক্যাল ক্যামেরা নিয়ে আসছে। ব্যবহাকারীরা এর মাধ্যমে ৩ডি ভিডিও তৈরি করতে পারবেন, যা অ্যাপল ভিশন প্রো হেডসেটে দেখা যাবে। ক্যামেরা ফিচারটি আগে শুধু আইফোন ১৫ প্রো-এর গ্রাহকেরা ব্যবহার করতে পারতেন।
গোপনীয়তা রক্ষা করতে তথ্যদাতার নাম প্রকাশ করেনি ম্যাকরিউমার। এই বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যগুলো কতটুকু সঠিক তা স্পষ্ট নয়।
প্রো মডেলগুলোর তুলনায় আইফোনের বেস মডেলগুলোয় সাধারণত কম ফিচার থাকে। তাই এসব মডেলে এত পরিবর্তন না-ও আসতে পারে। বিশেষ করে ক্যাপচার বাটনটির ক্ষেত্রে। নতুন হার্ডওয়্যারগুলো সাধারণত প্রো মডেলগুলোর জন্য সংরক্ষিত থাকে।
আগামী বছরের সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজ উন্মোচন করা হবে। আগামী ৯ মাসের মধ্যে মডেলগুলো ডিজাইনে অনেক পরিবর্তন আসতে পারে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১১ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৫ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৬ ঘণ্টা আগে