পুরোনো মডেলের আরও তিনটি স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করল শাওমি। প্রযুক্তি বিষয়ক কোম্পানি গিজমোচায়নার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইওএল (এন্ড অব লাইফ) ডিভাইস অর্থাৎ যেসব ডিভাইসের সফটওয়্যারের সমর্থন বন্ধ করে দেওয়া হবে তার তালিকা প্রকাশ করতে অফিশিয়াল ওয়েবসাইটে একটি আলাদা পেজ তৈরি করছে শাওমি।
এই তিনটি ফোনের তালিকা পেজটিতে প্রকাশ করেছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে- পোকো এক্স ৩ এবং এমআই ১০টি সিরিজের এমআই ১০টি ও এমআই টি প্রো মডেল।
২০২০ সালের মাঝামাঝি সময়ে এই তিনটি ফোন বাজারে আসে। কোম্পানির পুরোনো নীতি অনুসারে ফোনগুলো তিন বছরের সফটওয়্যার সমর্থন পাওয়ার কথা। তাই তিনটি ফোনের সফটওয়্যার সমর্থনের মেয়াদ এখন শেষ হল।
অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক মিআইইউআই ১২ নিয়ে ডিভাইসগুলো বাজারে আসল। তিন বছরে ফোনগুলো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মিআইইউআই ১৪ পর্যন্ত সফটওয়্যার আপডেটের সমর্থন পেয়েছে।
পোকো এক্স ৩ একটি বাজেট মডেল। তবে এমআই ১০টি ও এমআই টি প্রো স্মার্টফোন দুটি সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ফোন। ফোন দুটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ব্যবহার করা হয়।
চীনে দুই দিন আগে শাওমি ১৪ সিরিজের উন্মোচন হয়। সিরিজটি অনেকগুলো সফটওয়্যার আপডেট পাবে বলে কোম্পানি থেকে দাবি করা হয়। সম্প্রতি বাজারে আসা শাওমি ১৩টি সিরিজের মত ডিভাইসগুলো চার জেনারেশন পর্যন্ত অ্যান্ড্রয়েড সমর্থন এবং ৫ বছরের নিরাপত্তার আপডেট পাবে।
এত দিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে না পুরোনো মডেলগুলো। তবে ২০২১ সালে বাজারে আসা নির্দিষ্ট কিছু মডেলকে ৪ বছর পর্যন্ত ও ২০২৩ সালের কয়েকটি মডেলকে ৫ বছর পর্যন্ত সফটওয়্যারের সমর্থন দেবে শাওমি।
সফটওয়্যার আপডেটের শাওমির এই নতুন নীতি শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য প্রযোজ্য। তবে স্যামসাং মিড–রেঞ্জ ও বাজেট স্মার্টফোনেও এই সুবিধা দেয়।
পুরোনো মডেলের আরও তিনটি স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করল শাওমি। প্রযুক্তি বিষয়ক কোম্পানি গিজমোচায়নার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইওএল (এন্ড অব লাইফ) ডিভাইস অর্থাৎ যেসব ডিভাইসের সফটওয়্যারের সমর্থন বন্ধ করে দেওয়া হবে তার তালিকা প্রকাশ করতে অফিশিয়াল ওয়েবসাইটে একটি আলাদা পেজ তৈরি করছে শাওমি।
এই তিনটি ফোনের তালিকা পেজটিতে প্রকাশ করেছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে- পোকো এক্স ৩ এবং এমআই ১০টি সিরিজের এমআই ১০টি ও এমআই টি প্রো মডেল।
২০২০ সালের মাঝামাঝি সময়ে এই তিনটি ফোন বাজারে আসে। কোম্পানির পুরোনো নীতি অনুসারে ফোনগুলো তিন বছরের সফটওয়্যার সমর্থন পাওয়ার কথা। তাই তিনটি ফোনের সফটওয়্যার সমর্থনের মেয়াদ এখন শেষ হল।
অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক মিআইইউআই ১২ নিয়ে ডিভাইসগুলো বাজারে আসল। তিন বছরে ফোনগুলো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মিআইইউআই ১৪ পর্যন্ত সফটওয়্যার আপডেটের সমর্থন পেয়েছে।
পোকো এক্স ৩ একটি বাজেট মডেল। তবে এমআই ১০টি ও এমআই টি প্রো স্মার্টফোন দুটি সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ফোন। ফোন দুটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ব্যবহার করা হয়।
চীনে দুই দিন আগে শাওমি ১৪ সিরিজের উন্মোচন হয়। সিরিজটি অনেকগুলো সফটওয়্যার আপডেট পাবে বলে কোম্পানি থেকে দাবি করা হয়। সম্প্রতি বাজারে আসা শাওমি ১৩টি সিরিজের মত ডিভাইসগুলো চার জেনারেশন পর্যন্ত অ্যান্ড্রয়েড সমর্থন এবং ৫ বছরের নিরাপত্তার আপডেট পাবে।
এত দিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে না পুরোনো মডেলগুলো। তবে ২০২১ সালে বাজারে আসা নির্দিষ্ট কিছু মডেলকে ৪ বছর পর্যন্ত ও ২০২৩ সালের কয়েকটি মডেলকে ৫ বছর পর্যন্ত সফটওয়্যারের সমর্থন দেবে শাওমি।
সফটওয়্যার আপডেটের শাওমির এই নতুন নীতি শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য প্রযোজ্য। তবে স্যামসাং মিড–রেঞ্জ ও বাজেট স্মার্টফোনেও এই সুবিধা দেয়।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২০ ঘণ্টা আগে