চীনা প্রযুক্তি কোম্পানি আলিবাবা বাজারে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট বাজারে এনেছে। তাদের এই চ্যাটবটের ভার্সন বা সংস্করণের নাম কুয়েন ২.৫। স্থানীয় সময় আজ বুধবার আলিবাবা এই ঘোষণা দেয়। তাদের দাবি, এটি বহুল প্রশংসিত এআই চ্যাটবট ডিপসিক ভি-৩ এর চেয়েও উন্নত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েন ২.৫ ম্যাক্স এক অস্বাভাবিক সময়ে প্রকাশ করা হয়েছে। কারণ, এটি যখন বাজারে আনার ঘোষণা দেওয়া হয় সেদিন ছিল চীনের চান্দ্র নববর্ষের প্রথম দিন। এই সময়ে পুরো দেশই ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এই বিষয়টি ইঙ্গিত করে যে, গত তিন সপ্তাহে চীনা এআই স্টার্টআপ ডিপসিকের অভূতপূর্ব উত্থান কেবল বিদেশি প্রতিদ্বন্দ্বীদেরই নয়, বরং দেশীয় প্রতিযোগীদের ওপরও ব্যাপক চাপ সৃষ্টি করেছে।
আলিবাবার ক্লাউড ইউনিট চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে তাদের অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা এক ঘোষণায় বলেছে, ‘কুয়েন ২.৫ ম্যাক্স পারফরম্যান্সের দিক থেকে প্রায় সব ক্ষেত্রেই জিপিটি-৪ ও ডিপসিক ভি-৩ এবং লামা-৩.১-৪০৫ বিকে ছাড়িয়ে গেছে।’ উল্লেখ্য, লামা মেটার সর্বাধুনিক ওপেন-সোর্স এআই মডেল এবং জিপিটি-৪ ওপেনএআইয়ের।
ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্ট ডিপসিক-ভি ৩ গত ১০ জানুয়ারি বাজারে আসার ঘোষণা দেয় এবং ২০ জানুয়ারি এটি আর-১ মডেলের উন্মোচন করে। এরপরই এটি মার্কিন প্রযুক্তি ঘাঁটি হিসেবে পরিচিত সিলিকন ভ্যালিতে আলোড়ন সৃষ্টি করে এবং প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার ধসিয়ে দেয়। ডিপসিকের তুলনামূলক খরচে উন্নয়ন ও পরিচালন ব্যয়ের দাবি বিনিয়োগকারীদের যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর বিপুল ব্যয় পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছে।
পাশাপাশি ডিপসিকের সাফল্য দেশীয় প্রতিদ্বন্দ্বীদের মধ্যেও নিজেদের এআই মডেল উন্নত করার প্রতিযোগিতা তীব্র করে তুলেছে। ডিপসিক আর-১ প্রকাশের দুই দিন পর টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের শীর্ষস্থানীয় এআই মডেলের একটি আপডেট প্রকাশ করে এবং দাবি করে যে, এটি মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই-এর ও১ কে পারফরম্যান্সের দিক থেকে ছাড়িয়ে গেছে। এআই মডেলের জটিল নির্দেশনা বোঝা এবং সঠিকভাবে সাড়া দেওয়ার দক্ষতা পরিমাপের জন্য ব্যবহৃত এআইএমই বেঞ্চমার্ক পরীক্ষায় তারা এই দাবি করে।
ডিপসিক ভি৩-এর পূর্বসূরি ডিপসিক-ভি ২ গত মে মাসে চীনের বাজারে আসে। ডিপসিক-ভি ২ ওপেন-সোর্স ছিল এবং নজিরবিহীনভাবে সস্তা। এর জেরে আলিবাবার ক্লাউড ইউনিটও তাদের বিভিন্ন মডেলের দাম সর্বোচ্চ ৯৭ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা দেয়। অন্য চীনা প্রযুক্তি কোম্পানিগুলোও এই পথে হাঁটে, যার মধ্যে বাইডু এবং চীনের সবচেয়ে মূল্যবান ইন্টারনেট কোম্পানি টেনসেন্ট অন্যতম।
ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং গত জুলাইয়ে চীনা সংবাদমাধ্যম ওয়েভসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাঁর স্টার্টআপ ‘মূল্যযুদ্ধ নিয়ে চিন্তিত নয়’ এবং তাদের মূল লক্ষ্য হলো এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা অর্জন করা। ওপেনএআই এজিআইকে সংজ্ঞায়িত করেছে এমন স্বয়ংক্রিয় ব্যবস্থা হিসেবে, যা অধিকাংশ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কাজে মানুষের দক্ষতাকে ছাড়িয়ে যেতে সক্ষম।
আলিবাবার মতো বড় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মীসংখ্যা কয়েক লাখ। বিপরীতে ডিপসিক একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান, যেখানে চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে আসা তরুণ স্নাতক ও পিএইচডি শিক্ষার্থীরা কাজ করে।
লিয়াং ওয়েনফেং জুলাই সাক্ষাৎকারে আরও বলেন, তিনি মনে করেন, চীনের বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই শিল্পের ভবিষ্যতের সঙ্গে মানানসই নাও হতে পারে। কারণ, সেগুলোর উচ্চ ব্যয় ও কেন্দ্রীভূত ব্যবস্থাপনা কাঠামো রয়েছে। এই বিষয়টি ডিপসিকের স্বল্প খরচের নমনীয় ব্যবস্থাপনা মডেলের বিপরীত।
চীনা প্রযুক্তি কোম্পানি আলিবাবা বাজারে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট বাজারে এনেছে। তাদের এই চ্যাটবটের ভার্সন বা সংস্করণের নাম কুয়েন ২.৫। স্থানীয় সময় আজ বুধবার আলিবাবা এই ঘোষণা দেয়। তাদের দাবি, এটি বহুল প্রশংসিত এআই চ্যাটবট ডিপসিক ভি-৩ এর চেয়েও উন্নত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েন ২.৫ ম্যাক্স এক অস্বাভাবিক সময়ে প্রকাশ করা হয়েছে। কারণ, এটি যখন বাজারে আনার ঘোষণা দেওয়া হয় সেদিন ছিল চীনের চান্দ্র নববর্ষের প্রথম দিন। এই সময়ে পুরো দেশই ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এই বিষয়টি ইঙ্গিত করে যে, গত তিন সপ্তাহে চীনা এআই স্টার্টআপ ডিপসিকের অভূতপূর্ব উত্থান কেবল বিদেশি প্রতিদ্বন্দ্বীদেরই নয়, বরং দেশীয় প্রতিযোগীদের ওপরও ব্যাপক চাপ সৃষ্টি করেছে।
আলিবাবার ক্লাউড ইউনিট চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে তাদের অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা এক ঘোষণায় বলেছে, ‘কুয়েন ২.৫ ম্যাক্স পারফরম্যান্সের দিক থেকে প্রায় সব ক্ষেত্রেই জিপিটি-৪ ও ডিপসিক ভি-৩ এবং লামা-৩.১-৪০৫ বিকে ছাড়িয়ে গেছে।’ উল্লেখ্য, লামা মেটার সর্বাধুনিক ওপেন-সোর্স এআই মডেল এবং জিপিটি-৪ ওপেনএআইয়ের।
ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্ট ডিপসিক-ভি ৩ গত ১০ জানুয়ারি বাজারে আসার ঘোষণা দেয় এবং ২০ জানুয়ারি এটি আর-১ মডেলের উন্মোচন করে। এরপরই এটি মার্কিন প্রযুক্তি ঘাঁটি হিসেবে পরিচিত সিলিকন ভ্যালিতে আলোড়ন সৃষ্টি করে এবং প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার ধসিয়ে দেয়। ডিপসিকের তুলনামূলক খরচে উন্নয়ন ও পরিচালন ব্যয়ের দাবি বিনিয়োগকারীদের যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর বিপুল ব্যয় পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছে।
পাশাপাশি ডিপসিকের সাফল্য দেশীয় প্রতিদ্বন্দ্বীদের মধ্যেও নিজেদের এআই মডেল উন্নত করার প্রতিযোগিতা তীব্র করে তুলেছে। ডিপসিক আর-১ প্রকাশের দুই দিন পর টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের শীর্ষস্থানীয় এআই মডেলের একটি আপডেট প্রকাশ করে এবং দাবি করে যে, এটি মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই-এর ও১ কে পারফরম্যান্সের দিক থেকে ছাড়িয়ে গেছে। এআই মডেলের জটিল নির্দেশনা বোঝা এবং সঠিকভাবে সাড়া দেওয়ার দক্ষতা পরিমাপের জন্য ব্যবহৃত এআইএমই বেঞ্চমার্ক পরীক্ষায় তারা এই দাবি করে।
ডিপসিক ভি৩-এর পূর্বসূরি ডিপসিক-ভি ২ গত মে মাসে চীনের বাজারে আসে। ডিপসিক-ভি ২ ওপেন-সোর্স ছিল এবং নজিরবিহীনভাবে সস্তা। এর জেরে আলিবাবার ক্লাউড ইউনিটও তাদের বিভিন্ন মডেলের দাম সর্বোচ্চ ৯৭ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা দেয়। অন্য চীনা প্রযুক্তি কোম্পানিগুলোও এই পথে হাঁটে, যার মধ্যে বাইডু এবং চীনের সবচেয়ে মূল্যবান ইন্টারনেট কোম্পানি টেনসেন্ট অন্যতম।
ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং গত জুলাইয়ে চীনা সংবাদমাধ্যম ওয়েভসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাঁর স্টার্টআপ ‘মূল্যযুদ্ধ নিয়ে চিন্তিত নয়’ এবং তাদের মূল লক্ষ্য হলো এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা অর্জন করা। ওপেনএআই এজিআইকে সংজ্ঞায়িত করেছে এমন স্বয়ংক্রিয় ব্যবস্থা হিসেবে, যা অধিকাংশ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কাজে মানুষের দক্ষতাকে ছাড়িয়ে যেতে সক্ষম।
আলিবাবার মতো বড় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মীসংখ্যা কয়েক লাখ। বিপরীতে ডিপসিক একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান, যেখানে চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে আসা তরুণ স্নাতক ও পিএইচডি শিক্ষার্থীরা কাজ করে।
লিয়াং ওয়েনফেং জুলাই সাক্ষাৎকারে আরও বলেন, তিনি মনে করেন, চীনের বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই শিল্পের ভবিষ্যতের সঙ্গে মানানসই নাও হতে পারে। কারণ, সেগুলোর উচ্চ ব্যয় ও কেন্দ্রীভূত ব্যবস্থাপনা কাঠামো রয়েছে। এই বিষয়টি ডিপসিকের স্বল্প খরচের নমনীয় ব্যবস্থাপনা মডেলের বিপরীত।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১০ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১০ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৩ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৪ ঘণ্টা আগে