Ajker Patrika

‘পাখিকে’ বিদায় জানাচ্ছে টুইটার, আসছে নতুন লোগো

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৫: ৫৭
‘পাখিকে’ বিদায় জানাচ্ছে টুইটার, আসছে নতুন লোগো

বিদ্যমান ‘পাখি’ লোগোকে বিদায় জানাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। আজ রোববার টুইটারের মালিক ইলন মাস্ক নিজেই একাধিক টুইটে বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটি টুইটারের জন্য নতুন লোগো খুঁজছে। এমনকি তিনি একটি সম্ভাব্য লোগোর প্রস্তাবও করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে—ইলন মাস্ক তাঁর এক টুইটে প্রতিষ্ঠানটির নতুন করে ব্যান্ডিং করা হবে উল্লেখ করে লিখেছেন, ‘খুব শিগগিরই আমরা টুইটারের বর্তমান ব্যান্ডিংকে বিদায় জানাব এবং ধীরে ধীরে টুইটারের সব পাখিকেও (লোগো) বিদায় জানানো হবে।’ 

ইলন মাস্ক জানান, টুইটারের নতুন লোগো হতে পারে ‘এক্স’-এর মতো। শনিবার দিবাগত রাতে করা এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘যদি আজ রাতেই কেউ “এক্স”-এর মতো কোনো ভালো লোগো পোস্ট করতে পারেন, তবে আমরা আগামীকালই তা ছড়িয়ে দেব বিশ্বজুড়ে।’ 

সেই টুইটের একটু পর মাস্ক আরও একটি শর্ট ভিডিও শেয়ার করেন। যেই ভিডিওতে একটি ‘এক্স’-এর মতো লোগো চমকিত হতে দেখা যায়। এর আগে টুইটারের স্পেস অডিওতে বলেছিলেন, ‘আমাকে অনেক আগেই জিজ্ঞেস করা হয়েছিল যে টুইটারের লোগো বদলানো উচিত কি না। আসলে আরও আগেই করা উচিত ছিল।’ 

গত বছরের অক্টোবরে মাস্ক টুইটার কেনার পর থেকেই প্রতিষ্ঠানটি বেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মাস্ক মালিকানা গ্রহণের পর কোম্পানিটি তাঁর মালিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে এক্স-কর্প রেখেছে। প্রতিষ্ঠানটি সেই তখন থেকেই একটি ‘সুপার অ্যাপ’ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

এদিকে মাস্ক টুইটারের লোগো পরিবর্তনের ইঙ্গিত দিলেও টুইটার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত