আজকের পত্রিকা ডেস্ক
প্রযুক্তি জায়ান্ট ডেল টেকনোলজিস গতকাল সোমবার এনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল আল্ট্রা চিপভিত্তিক এআই সার্ভার উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্তার আরও ত্বরান্বিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
নতুন এই সার্ভারগুলো বাজারে আসছে দুই ধরনের সংস্করণে—এয়ার-কুলড ও লিকুইড-কুলড। এতে সর্বোচ্চ ১৯২টি এনভিডিয়া ব্ল্যাকওয়েল আলট্রা চিপ সমর্থন করে। তবে কাস্টমাইজেশনের মাধ্যমে এই সংখ্যা ২৫৬ পর্যন্ত বাড়ানো যাবে।
ডেল জানিয়েছে, আগের মডেলগুলোর তুলনায় নতুন সার্ভারগুলো চার গুণ দ্রুতগতিতে এআই মডেল প্রশিক্ষণ দিতে পারবে।
ডেলের ইনফ্রাস্ট্রাকচার সলিউশন গ্রুপের প্রেসিডেন্ট আর্থার লুইস সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, এই পণ্যগুলোর মূল্য হবে ‘প্রতিযোগিতামূলক’। প্রযুক্তি জগতে পরবর্তীতে কী আসছে, সে ব্যাপারে অনেকের আগ্রহ রয়েছে।
উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই সার্ভারের চাহিদা বাড়লেও উৎপাদন খরচ ও প্রতিযোগিতার চাপে মুনাফা কমছে ডেল ও সুপার মাইক্রো কম্পিউটারে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ডেল জানিয়েছিল, ২০২৬ অর্থবছরে তাদের সমন্বিত মোট মুনাফার হার কমে যেতে পারে। অন্যদিকে, চলতি মাসের শুরুর দিকে সুপার মাইক্রো তাদের চতুর্থ প্রান্তিকের আয় প্রত্যাশার তুলনায় কম হতে পারে বলে পূর্বাভাস দেয়, যা যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব হিসেবে দেখা হচ্ছে।
ডেল বলছে, নেটওয়ার্কিং এবং স্টোরেজ পণ্যের বিক্রি বাড়ানোর দিকে জোর দেবে তারা, যাতে কোম্পানির লাভ নিশ্চিত করা যায়।
এনভিডিয়ার আসন্ন ভেরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকেও সমর্থন করবে ডেলের নতুন সার্ভারগুলোয়। এই প্রসেসর এনভিডিয়ার পূর্ববর্তী ‘গ্রেস’ সার্ভার প্রসেসরের উত্তরসূরি হবে। একই সঙ্গে ব্ল্যাকওয়েল সিরিজের পরবর্তী চিপ ‘ভেরা রুবিন’কেও সমর্থন করবে ডেলের নতুন সার্ভার।
এ ছাড়া, গতকাল সোমবার ডেল উন্মোচন করেছে নতুন ‘প্রো ম্যাক্স প্লাস’ ল্যাপটপ, যা বিশেষভাবে এআই ডেভেলপমেন্টের জন্য তৈরি। এতে থাকছে একটি নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ), যা ইঞ্জিনিয়ারদের বড় আকারের এআই মডেল ক্লাউড ছাড়া সরাসরি ল্যাপটপেই প্রক্রিয়াকরণ করতে দেবে।
প্রযুক্তি দুনিয়ায় এআই বিস্তারের এই দৌড়ে ডেলের এই পদক্ষেপকে বড়সড় অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে।
প্রযুক্তি জায়ান্ট ডেল টেকনোলজিস গতকাল সোমবার এনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল আল্ট্রা চিপভিত্তিক এআই সার্ভার উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্তার আরও ত্বরান্বিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
নতুন এই সার্ভারগুলো বাজারে আসছে দুই ধরনের সংস্করণে—এয়ার-কুলড ও লিকুইড-কুলড। এতে সর্বোচ্চ ১৯২টি এনভিডিয়া ব্ল্যাকওয়েল আলট্রা চিপ সমর্থন করে। তবে কাস্টমাইজেশনের মাধ্যমে এই সংখ্যা ২৫৬ পর্যন্ত বাড়ানো যাবে।
ডেল জানিয়েছে, আগের মডেলগুলোর তুলনায় নতুন সার্ভারগুলো চার গুণ দ্রুতগতিতে এআই মডেল প্রশিক্ষণ দিতে পারবে।
ডেলের ইনফ্রাস্ট্রাকচার সলিউশন গ্রুপের প্রেসিডেন্ট আর্থার লুইস সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, এই পণ্যগুলোর মূল্য হবে ‘প্রতিযোগিতামূলক’। প্রযুক্তি জগতে পরবর্তীতে কী আসছে, সে ব্যাপারে অনেকের আগ্রহ রয়েছে।
উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই সার্ভারের চাহিদা বাড়লেও উৎপাদন খরচ ও প্রতিযোগিতার চাপে মুনাফা কমছে ডেল ও সুপার মাইক্রো কম্পিউটারে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ডেল জানিয়েছিল, ২০২৬ অর্থবছরে তাদের সমন্বিত মোট মুনাফার হার কমে যেতে পারে। অন্যদিকে, চলতি মাসের শুরুর দিকে সুপার মাইক্রো তাদের চতুর্থ প্রান্তিকের আয় প্রত্যাশার তুলনায় কম হতে পারে বলে পূর্বাভাস দেয়, যা যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব হিসেবে দেখা হচ্ছে।
ডেল বলছে, নেটওয়ার্কিং এবং স্টোরেজ পণ্যের বিক্রি বাড়ানোর দিকে জোর দেবে তারা, যাতে কোম্পানির লাভ নিশ্চিত করা যায়।
এনভিডিয়ার আসন্ন ভেরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকেও সমর্থন করবে ডেলের নতুন সার্ভারগুলোয়। এই প্রসেসর এনভিডিয়ার পূর্ববর্তী ‘গ্রেস’ সার্ভার প্রসেসরের উত্তরসূরি হবে। একই সঙ্গে ব্ল্যাকওয়েল সিরিজের পরবর্তী চিপ ‘ভেরা রুবিন’কেও সমর্থন করবে ডেলের নতুন সার্ভার।
এ ছাড়া, গতকাল সোমবার ডেল উন্মোচন করেছে নতুন ‘প্রো ম্যাক্স প্লাস’ ল্যাপটপ, যা বিশেষভাবে এআই ডেভেলপমেন্টের জন্য তৈরি। এতে থাকছে একটি নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ), যা ইঞ্জিনিয়ারদের বড় আকারের এআই মডেল ক্লাউড ছাড়া সরাসরি ল্যাপটপেই প্রক্রিয়াকরণ করতে দেবে।
প্রযুক্তি দুনিয়ায় এআই বিস্তারের এই দৌড়ে ডেলের এই পদক্ষেপকে বড়সড় অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১৭ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১৭ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১৭ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১৯ ঘণ্টা আগে