অনলাইন ডেস্ক
প্রযুক্তি জায়ান্ট ডেল টেকনোলজিস গতকাল সোমবার এনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল আল্ট্রা চিপভিত্তিক এআই সার্ভার উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্তার আরও ত্বরান্বিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
নতুন এই সার্ভারগুলো বাজারে আসছে দুই ধরনের সংস্করণে—এয়ার-কুলড ও লিকুইড-কুলড। এতে সর্বোচ্চ ১৯২টি এনভিডিয়া ব্ল্যাকওয়েল আলট্রা চিপ সমর্থন করে। তবে কাস্টমাইজেশনের মাধ্যমে এই সংখ্যা ২৫৬ পর্যন্ত বাড়ানো যাবে।
ডেল জানিয়েছে, আগের মডেলগুলোর তুলনায় নতুন সার্ভারগুলো চার গুণ দ্রুতগতিতে এআই মডেল প্রশিক্ষণ দিতে পারবে।
ডেলের ইনফ্রাস্ট্রাকচার সলিউশন গ্রুপের প্রেসিডেন্ট আর্থার লুইস সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, এই পণ্যগুলোর মূল্য হবে ‘প্রতিযোগিতামূলক’। প্রযুক্তি জগতে পরবর্তীতে কী আসছে, সে ব্যাপারে অনেকের আগ্রহ রয়েছে।
উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই সার্ভারের চাহিদা বাড়লেও উৎপাদন খরচ ও প্রতিযোগিতার চাপে মুনাফা কমছে ডেল ও সুপার মাইক্রো কম্পিউটারে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ডেল জানিয়েছিল, ২০২৬ অর্থবছরে তাদের সমন্বিত মোট মুনাফার হার কমে যেতে পারে। অন্যদিকে, চলতি মাসের শুরুর দিকে সুপার মাইক্রো তাদের চতুর্থ প্রান্তিকের আয় প্রত্যাশার তুলনায় কম হতে পারে বলে পূর্বাভাস দেয়, যা যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব হিসেবে দেখা হচ্ছে।
ডেল বলছে, নেটওয়ার্কিং এবং স্টোরেজ পণ্যের বিক্রি বাড়ানোর দিকে জোর দেবে তারা, যাতে কোম্পানির লাভ নিশ্চিত করা যায়।
এনভিডিয়ার আসন্ন ভেরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকেও সমর্থন করবে ডেলের নতুন সার্ভারগুলোয়। এই প্রসেসর এনভিডিয়ার পূর্ববর্তী ‘গ্রেস’ সার্ভার প্রসেসরের উত্তরসূরি হবে। একই সঙ্গে ব্ল্যাকওয়েল সিরিজের পরবর্তী চিপ ‘ভেরা রুবিন’কেও সমর্থন করবে ডেলের নতুন সার্ভার।
এ ছাড়া, গতকাল সোমবার ডেল উন্মোচন করেছে নতুন ‘প্রো ম্যাক্স প্লাস’ ল্যাপটপ, যা বিশেষভাবে এআই ডেভেলপমেন্টের জন্য তৈরি। এতে থাকছে একটি নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ), যা ইঞ্জিনিয়ারদের বড় আকারের এআই মডেল ক্লাউড ছাড়া সরাসরি ল্যাপটপেই প্রক্রিয়াকরণ করতে দেবে।
প্রযুক্তি দুনিয়ায় এআই বিস্তারের এই দৌড়ে ডেলের এই পদক্ষেপকে বড়সড় অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে।
প্রযুক্তি জায়ান্ট ডেল টেকনোলজিস গতকাল সোমবার এনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল আল্ট্রা চিপভিত্তিক এআই সার্ভার উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্তার আরও ত্বরান্বিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
নতুন এই সার্ভারগুলো বাজারে আসছে দুই ধরনের সংস্করণে—এয়ার-কুলড ও লিকুইড-কুলড। এতে সর্বোচ্চ ১৯২টি এনভিডিয়া ব্ল্যাকওয়েল আলট্রা চিপ সমর্থন করে। তবে কাস্টমাইজেশনের মাধ্যমে এই সংখ্যা ২৫৬ পর্যন্ত বাড়ানো যাবে।
ডেল জানিয়েছে, আগের মডেলগুলোর তুলনায় নতুন সার্ভারগুলো চার গুণ দ্রুতগতিতে এআই মডেল প্রশিক্ষণ দিতে পারবে।
ডেলের ইনফ্রাস্ট্রাকচার সলিউশন গ্রুপের প্রেসিডেন্ট আর্থার লুইস সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, এই পণ্যগুলোর মূল্য হবে ‘প্রতিযোগিতামূলক’। প্রযুক্তি জগতে পরবর্তীতে কী আসছে, সে ব্যাপারে অনেকের আগ্রহ রয়েছে।
উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই সার্ভারের চাহিদা বাড়লেও উৎপাদন খরচ ও প্রতিযোগিতার চাপে মুনাফা কমছে ডেল ও সুপার মাইক্রো কম্পিউটারে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ডেল জানিয়েছিল, ২০২৬ অর্থবছরে তাদের সমন্বিত মোট মুনাফার হার কমে যেতে পারে। অন্যদিকে, চলতি মাসের শুরুর দিকে সুপার মাইক্রো তাদের চতুর্থ প্রান্তিকের আয় প্রত্যাশার তুলনায় কম হতে পারে বলে পূর্বাভাস দেয়, যা যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব হিসেবে দেখা হচ্ছে।
ডেল বলছে, নেটওয়ার্কিং এবং স্টোরেজ পণ্যের বিক্রি বাড়ানোর দিকে জোর দেবে তারা, যাতে কোম্পানির লাভ নিশ্চিত করা যায়।
এনভিডিয়ার আসন্ন ভেরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকেও সমর্থন করবে ডেলের নতুন সার্ভারগুলোয়। এই প্রসেসর এনভিডিয়ার পূর্ববর্তী ‘গ্রেস’ সার্ভার প্রসেসরের উত্তরসূরি হবে। একই সঙ্গে ব্ল্যাকওয়েল সিরিজের পরবর্তী চিপ ‘ভেরা রুবিন’কেও সমর্থন করবে ডেলের নতুন সার্ভার।
এ ছাড়া, গতকাল সোমবার ডেল উন্মোচন করেছে নতুন ‘প্রো ম্যাক্স প্লাস’ ল্যাপটপ, যা বিশেষভাবে এআই ডেভেলপমেন্টের জন্য তৈরি। এতে থাকছে একটি নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ), যা ইঞ্জিনিয়ারদের বড় আকারের এআই মডেল ক্লাউড ছাড়া সরাসরি ল্যাপটপেই প্রক্রিয়াকরণ করতে দেবে।
প্রযুক্তি দুনিয়ায় এআই বিস্তারের এই দৌড়ে ডেলের এই পদক্ষেপকে বড়সড় অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে