আজকের পত্রিকা ডেস্ক
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা আনতে যাচ্ছে মেটা। অ্যান্ড্রয়েড অ্যাপে পরীক্ষা-নিরীক্ষাধীন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে নিজেদের প্রোফাইল ছবি ইমপোর্ট করতে পারবেন। ফলে প্রোফাইল সেটআপ আরও সহজ হবে। মেটার মালিকানাধীন বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে ক্রমবর্ধমান সংযুক্তিকরণের অংশ হিসেবে ফিচারটি আনা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী সাইট ডব্লিউএবেটাইনফো জানায়, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৫.২১.২৩-এ নতুন ফিচারটি যুক্ত করা হয়েছে। অ্যাপটির সেটিংস মেনুর প্রোফাইল সেকশনে এখন নতুন দুটি অপশন দেখা যাচ্ছে, ‘ফেসবুক’ ও ‘ইনস্টাগ্রাম’। এখন পর্যন্ত ব্যবহারকারীরা ফোনের ক্যামেরায় ছবি তুলে, গ্যালারি থেকে বেছে নিয়ে কিংবা মেটা অ্যাভাটার ব্যবহার করে প্রোফাইল ছবি সেট করতে পারতেন। সেখানে এবার যুক্ত হবে এ দুটি নতুন মাধ্যম।
ব্যবহারকারী যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম অপশনে ট্যাপ করবেন, তখন হোয়াটসঅ্যাপ সেই অ্যাকাউন্টে ব্যবহৃত প্রোফাইল ছবিটি নেবে। তবে এই সুবিধা পেতে হলে হোয়াটসঅ্যাপকে মেটা অ্যাকাউন্টস সেন্টারের সঙ্গে লিংক করাতে হতে পারে। এই সেন্টারের মাধ্যমে মেটার বিভিন্ন অ্যাপের সংযোগ ও ব্যবস্থাপনা সহজ হয়।
এর আগে যদি কেউ ফেসবুক বা ইনস্টাগ্রামের ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে চাইতেন, তবে তা ডাউনলোড করে আলাদাভাবে আপলোড করতে হতো। নতুন ফিচারটির মাধ্যমে সেই ঝামেলা আর থাকছে না। অ্যাকাউন্টগুলো সংযুক্ত থাকলে সরাসরি অন্য অ্যাপ থেকে ছবি নেওয়া যাবে।
তবে ব্যবহারকারীর সম্মতি ছাড়া এই ফিচার চালু হবে না। এটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচার হোয়াটসঅ্যাপের মূল ফিচার এন্ড টু এন্ড এনক্রিপশন বা গোপনীয়তা নীতির কোনো ব্যাঘাত ঘটাবে না।
ফিচারটি এখনো পরীক্ষা-নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং গুগল প্লে বেটা প্রোগ্রামের পরীক্ষামূলক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। পরে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হতে পারে।
তথ্যসূত্র: ম্যাশাবল
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা আনতে যাচ্ছে মেটা। অ্যান্ড্রয়েড অ্যাপে পরীক্ষা-নিরীক্ষাধীন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে নিজেদের প্রোফাইল ছবি ইমপোর্ট করতে পারবেন। ফলে প্রোফাইল সেটআপ আরও সহজ হবে। মেটার মালিকানাধীন বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে ক্রমবর্ধমান সংযুক্তিকরণের অংশ হিসেবে ফিচারটি আনা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী সাইট ডব্লিউএবেটাইনফো জানায়, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৫.২১.২৩-এ নতুন ফিচারটি যুক্ত করা হয়েছে। অ্যাপটির সেটিংস মেনুর প্রোফাইল সেকশনে এখন নতুন দুটি অপশন দেখা যাচ্ছে, ‘ফেসবুক’ ও ‘ইনস্টাগ্রাম’। এখন পর্যন্ত ব্যবহারকারীরা ফোনের ক্যামেরায় ছবি তুলে, গ্যালারি থেকে বেছে নিয়ে কিংবা মেটা অ্যাভাটার ব্যবহার করে প্রোফাইল ছবি সেট করতে পারতেন। সেখানে এবার যুক্ত হবে এ দুটি নতুন মাধ্যম।
ব্যবহারকারী যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম অপশনে ট্যাপ করবেন, তখন হোয়াটসঅ্যাপ সেই অ্যাকাউন্টে ব্যবহৃত প্রোফাইল ছবিটি নেবে। তবে এই সুবিধা পেতে হলে হোয়াটসঅ্যাপকে মেটা অ্যাকাউন্টস সেন্টারের সঙ্গে লিংক করাতে হতে পারে। এই সেন্টারের মাধ্যমে মেটার বিভিন্ন অ্যাপের সংযোগ ও ব্যবস্থাপনা সহজ হয়।
এর আগে যদি কেউ ফেসবুক বা ইনস্টাগ্রামের ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে চাইতেন, তবে তা ডাউনলোড করে আলাদাভাবে আপলোড করতে হতো। নতুন ফিচারটির মাধ্যমে সেই ঝামেলা আর থাকছে না। অ্যাকাউন্টগুলো সংযুক্ত থাকলে সরাসরি অন্য অ্যাপ থেকে ছবি নেওয়া যাবে।
তবে ব্যবহারকারীর সম্মতি ছাড়া এই ফিচার চালু হবে না। এটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচার হোয়াটসঅ্যাপের মূল ফিচার এন্ড টু এন্ড এনক্রিপশন বা গোপনীয়তা নীতির কোনো ব্যাঘাত ঘটাবে না।
ফিচারটি এখনো পরীক্ষা-নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং গুগল প্লে বেটা প্রোগ্রামের পরীক্ষামূলক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। পরে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হতে পারে।
তথ্যসূত্র: ম্যাশাবল
করোনা মহামারি নিয়ে এবং নির্বাচন-সংক্রান্ত ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগে ২০২০ সালে নিষিদ্ধ করা চ্যানেলগুলোকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। গুগল ঘোষণা দিয়েছেন, পূর্বের এক কনটেন্ট মডারেশন সিদ্ধান্ত বাতিল করতে যাচ্ছে তারা। এই সিদ্ধান্তের মাধ্যমে ইউটিউব তার ‘স্বাধীন মত প্রকাশের প্রতি অঙ্গীকার’...
৮ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন অনুবাদ ফিচার চালু করেছে মেটা। লক্ষাধিক ব্যবহারকারীর ভাষাগত বাধা দূর করতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
১১ ঘণ্টা আগেচীনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক কানাডার শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্য ব্যবহার করে ব্যক্তিনির্দিষ্ট বিজ্ঞাপন ও কনটেন্ট দেখায়। কানাডার কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রাইভেসি কমিশনারদের এক যৌথ তদন্তে এ তথ্য উঠে এসেছে।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে ৫টি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্মাণে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে ওপেনএআই, ওরাকল ও সফটব্যাংক। ‘স্টারগেট’ নামের এই প্রকল্পে আগামী কয়েক বছরে মোট ব্যয় হতে পারে ৫০০ বিলিয়ন ডলার বা ৫০ হাজার কোটি ডলার পর্যন্ত।
১৪ ঘণ্টা আগে