অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা আনতে যাচ্ছে মেটা। অ্যান্ড্রয়েড অ্যাপে পরীক্ষা-নিরীক্ষাধীন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে নিজেদের প্রোফাইল ছবি ইমপোর্ট করতে পারবেন। ফলে প্রোফাইল সেটআপ আরও সহজ হবে। মেটার মালিকানাধীন বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে ক্রমবর্ধমান সংযুক্তিকরণের অংশ হিসেবে ফিচারটি আনা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী সাইট ডব্লিউএবেটাইনফো জানায়, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৫.২১.২৩-এ নতুন ফিচারটি যুক্ত করা হয়েছে। অ্যাপটির সেটিংস মেনুর প্রোফাইল সেকশনে এখন নতুন দুটি অপশন দেখা যাচ্ছে, ‘ফেসবুক’ ও ‘ইনস্টাগ্রাম’। এখন পর্যন্ত ব্যবহারকারীরা ফোনের ক্যামেরায় ছবি তুলে, গ্যালারি থেকে বেছে নিয়ে কিংবা মেটা অ্যাভাটার ব্যবহার করে প্রোফাইল ছবি সেট করতে পারতেন। সেখানে এবার যুক্ত হবে এ দুটি নতুন মাধ্যম।
ব্যবহারকারী যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম অপশনে ট্যাপ করবেন, তখন হোয়াটসঅ্যাপ সেই অ্যাকাউন্টে ব্যবহৃত প্রোফাইল ছবিটি নেবে। তবে এই সুবিধা পেতে হলে হোয়াটসঅ্যাপকে মেটা অ্যাকাউন্টস সেন্টারের সঙ্গে লিংক করাতে হতে পারে। এই সেন্টারের মাধ্যমে মেটার বিভিন্ন অ্যাপের সংযোগ ও ব্যবস্থাপনা সহজ হয়।
এর আগে যদি কেউ ফেসবুক বা ইনস্টাগ্রামের ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে চাইতেন, তবে তা ডাউনলোড করে আলাদাভাবে আপলোড করতে হতো। নতুন ফিচারটির মাধ্যমে সেই ঝামেলা আর থাকছে না। অ্যাকাউন্টগুলো সংযুক্ত থাকলে সরাসরি অন্য অ্যাপ থেকে ছবি নেওয়া যাবে।
তবে ব্যবহারকারীর সম্মতি ছাড়া এই ফিচার চালু হবে না। এটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচার হোয়াটসঅ্যাপের মূল ফিচার এন্ড টু এন্ড এনক্রিপশন বা গোপনীয়তা নীতির কোনো ব্যাঘাত ঘটাবে না।
ফিচারটি এখনো পরীক্ষা-নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং গুগল প্লে বেটা প্রোগ্রামের পরীক্ষামূলক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। পরে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হতে পারে।
তথ্যসূত্র: ম্যাশাবল
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা আনতে যাচ্ছে মেটা। অ্যান্ড্রয়েড অ্যাপে পরীক্ষা-নিরীক্ষাধীন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে নিজেদের প্রোফাইল ছবি ইমপোর্ট করতে পারবেন। ফলে প্রোফাইল সেটআপ আরও সহজ হবে। মেটার মালিকানাধীন বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে ক্রমবর্ধমান সংযুক্তিকরণের অংশ হিসেবে ফিচারটি আনা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী সাইট ডব্লিউএবেটাইনফো জানায়, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৫.২১.২৩-এ নতুন ফিচারটি যুক্ত করা হয়েছে। অ্যাপটির সেটিংস মেনুর প্রোফাইল সেকশনে এখন নতুন দুটি অপশন দেখা যাচ্ছে, ‘ফেসবুক’ ও ‘ইনস্টাগ্রাম’। এখন পর্যন্ত ব্যবহারকারীরা ফোনের ক্যামেরায় ছবি তুলে, গ্যালারি থেকে বেছে নিয়ে কিংবা মেটা অ্যাভাটার ব্যবহার করে প্রোফাইল ছবি সেট করতে পারতেন। সেখানে এবার যুক্ত হবে এ দুটি নতুন মাধ্যম।
ব্যবহারকারী যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম অপশনে ট্যাপ করবেন, তখন হোয়াটসঅ্যাপ সেই অ্যাকাউন্টে ব্যবহৃত প্রোফাইল ছবিটি নেবে। তবে এই সুবিধা পেতে হলে হোয়াটসঅ্যাপকে মেটা অ্যাকাউন্টস সেন্টারের সঙ্গে লিংক করাতে হতে পারে। এই সেন্টারের মাধ্যমে মেটার বিভিন্ন অ্যাপের সংযোগ ও ব্যবস্থাপনা সহজ হয়।
এর আগে যদি কেউ ফেসবুক বা ইনস্টাগ্রামের ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে চাইতেন, তবে তা ডাউনলোড করে আলাদাভাবে আপলোড করতে হতো। নতুন ফিচারটির মাধ্যমে সেই ঝামেলা আর থাকছে না। অ্যাকাউন্টগুলো সংযুক্ত থাকলে সরাসরি অন্য অ্যাপ থেকে ছবি নেওয়া যাবে।
তবে ব্যবহারকারীর সম্মতি ছাড়া এই ফিচার চালু হবে না। এটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচার হোয়াটসঅ্যাপের মূল ফিচার এন্ড টু এন্ড এনক্রিপশন বা গোপনীয়তা নীতির কোনো ব্যাঘাত ঘটাবে না।
ফিচারটি এখনো পরীক্ষা-নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং গুগল প্লে বেটা প্রোগ্রামের পরীক্ষামূলক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। পরে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হতে পারে।
তথ্যসূত্র: ম্যাশাবল
চলতি বছরের প্রথম ছয় মাসেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে রেকর্ড ১৫৫ বিলিয়ন ডলার বা ১৫ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ২০২৫ সালের যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক সেবা খাতে বরাদ্দকৃত বাজেটের চেয়েও বেশি এই ব্যয়।
৩৮ মিনিট আগেগত এক দশকে ইউটিউব শুধু বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে নয়; বরং স্বাধীনভাবে কাজ করার একটি বড় মাধ্যম হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। অসংখ্য তরুণ-তরুণী ও সৃজনশীল মানুষ এখানে নিজেদের ভাবনা, দক্ষতা ও জ্ঞান ছড়িয়ে দিয়ে আয় করার পথ গড়ে তুলেছেন।
৩ ঘণ্টা আগেসম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ভারতীয় অর্থনীতি।
১৭ ঘণ্টা আগেচীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এক হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছে। ‘শুয়েবা ০১’ নামের এই রোবট সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সাড়া ফেলেছে।
১৯ ঘণ্টা আগে