গত জুন মাস থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মল্লযুদ্ধ নিয়ে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক পরস্পরের সঙ্গে রসিকতা চালিয়ে যাচ্ছেন। গতকাল জাকারবার্গ বলেন, তিনি মল্লযুদ্ধ নিয়ে বিচলিত নন। বিট্রিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টুইটারের (এক্স) প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের তৈরি প্ল্যাটফর্ম থ্রেডের এক পোস্টে জাকারবার্গ জানান, তিনি মল্লযুদ্ধে নামতে এখনই প্রস্তুত।
জাকারবার্গ মল্লযুদ্ধের জন্য ২৬ আগস্টকে বেছে নিয়েছেন। কিন্তু মাস্ক এ বিষয়ে কিছু জানাননি। মল্লযুদ্ধটি এক্স প্ল্যাটফর্মে সরাসরি দেখানো হবে বলে মাস্ক জানিয়েছেন। এ নিয়ে ঠাট্টা করে জাকারবার্গ বলেন, মানবহিতৈষী কাজে অর্থ সংগ্রহের জন্য এর চেয়ে ‘নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম’ ব্যবহার করা উচিত কি না।
এক্স প্ল্যাটফর্মে সরাসরি মল্লযুদ্ধ দেখানোর বিষয়টি দুজনের সম্মতিতে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে একজনের প্রশ্নের উত্তরে জাকারবার্গ বলেন, এটা আসলে তহবিল সংগ্রহের উদ্যোগ। এ কথার মধ্য দিয়ে জাকারবার্গ ২০১৮ সালে টেসলা অধিগ্রহণের সময় মাস্ককে যে ২০০ লাখ ডলার জরিমানা দিতে হয়েছিল, সেদিকে ইঙ্গিত করেন বলে অনেকে মনে করছেন।
গত রোববার সকালে মাস্ক বলেন, মল্লযুদ্ধ থেকে পাওয়া সমস্ত আয় দাতব্য প্রতিষ্ঠানে যাবে।
এর আগে মাস্ক এক্সে এসে বলেন, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সারা দিন তিনি ভারোত্তোলন করছেন। সময় না পাওয়ায় তিনি ব্যায়ামের সরঞ্জাম অফিসেও নিয়ে এসেছেন। এক্স প্ল্যাটফর্মে এক ভিডিওতে মাস্ককে ভারোত্তোলন করতেও দেখা যায়।
এক্স প্ল্যাটফর্মের এক ব্যবহারকারীর ‘মল্লযুদ্ধ’ নিয়ে প্রশ্নের জবাবে মাস্ক বলেন, ‘এটি যুদ্ধের চেয়েও সভ্য। আর মানুষ যুদ্ধ পছন্দ করে।’
জুন মাসে জাকারবার্গকে ‘কেজ ফাইট’ বা মল্লযুদ্ধে আহ্বান করেন মাস্ক। জাকারবার্গ তাঁকে মল্লযুদ্ধের ঠিকানা পাঠাতে বলেন। মাস্ক ‘ভেগাস অক্টাগনে’ লড়বেন বলে জানান।
অক্টোবরে ঠাট্টা করে মাস্ক বলেন, ‘আমার লড়াইয়ের জন্য “দ্য ওয়ালরিস” নামের কৌশল আছে। যেখানে আমি প্রতিদ্বন্দ্বীর ওপর শুয়ে পড়ি এবং আর কিছু করি না।’ তিনি বলেন, তিনি কখনো ব্যায়াম করেন না, শুধু বাচ্চাদের নিয়ে ছোড়াছুড়ি করেন।
অপরদিকে জাকারবার্গ জুজুৎসুতে (জাপানের মার্শাল আর্ট) গত মাসে সোনা ও রূপার মেডেল জিতেন।
গত জুন মাস থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মল্লযুদ্ধ নিয়ে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক পরস্পরের সঙ্গে রসিকতা চালিয়ে যাচ্ছেন। গতকাল জাকারবার্গ বলেন, তিনি মল্লযুদ্ধ নিয়ে বিচলিত নন। বিট্রিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টুইটারের (এক্স) প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের তৈরি প্ল্যাটফর্ম থ্রেডের এক পোস্টে জাকারবার্গ জানান, তিনি মল্লযুদ্ধে নামতে এখনই প্রস্তুত।
জাকারবার্গ মল্লযুদ্ধের জন্য ২৬ আগস্টকে বেছে নিয়েছেন। কিন্তু মাস্ক এ বিষয়ে কিছু জানাননি। মল্লযুদ্ধটি এক্স প্ল্যাটফর্মে সরাসরি দেখানো হবে বলে মাস্ক জানিয়েছেন। এ নিয়ে ঠাট্টা করে জাকারবার্গ বলেন, মানবহিতৈষী কাজে অর্থ সংগ্রহের জন্য এর চেয়ে ‘নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম’ ব্যবহার করা উচিত কি না।
এক্স প্ল্যাটফর্মে সরাসরি মল্লযুদ্ধ দেখানোর বিষয়টি দুজনের সম্মতিতে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে একজনের প্রশ্নের উত্তরে জাকারবার্গ বলেন, এটা আসলে তহবিল সংগ্রহের উদ্যোগ। এ কথার মধ্য দিয়ে জাকারবার্গ ২০১৮ সালে টেসলা অধিগ্রহণের সময় মাস্ককে যে ২০০ লাখ ডলার জরিমানা দিতে হয়েছিল, সেদিকে ইঙ্গিত করেন বলে অনেকে মনে করছেন।
গত রোববার সকালে মাস্ক বলেন, মল্লযুদ্ধ থেকে পাওয়া সমস্ত আয় দাতব্য প্রতিষ্ঠানে যাবে।
এর আগে মাস্ক এক্সে এসে বলেন, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সারা দিন তিনি ভারোত্তোলন করছেন। সময় না পাওয়ায় তিনি ব্যায়ামের সরঞ্জাম অফিসেও নিয়ে এসেছেন। এক্স প্ল্যাটফর্মে এক ভিডিওতে মাস্ককে ভারোত্তোলন করতেও দেখা যায়।
এক্স প্ল্যাটফর্মের এক ব্যবহারকারীর ‘মল্লযুদ্ধ’ নিয়ে প্রশ্নের জবাবে মাস্ক বলেন, ‘এটি যুদ্ধের চেয়েও সভ্য। আর মানুষ যুদ্ধ পছন্দ করে।’
জুন মাসে জাকারবার্গকে ‘কেজ ফাইট’ বা মল্লযুদ্ধে আহ্বান করেন মাস্ক। জাকারবার্গ তাঁকে মল্লযুদ্ধের ঠিকানা পাঠাতে বলেন। মাস্ক ‘ভেগাস অক্টাগনে’ লড়বেন বলে জানান।
অক্টোবরে ঠাট্টা করে মাস্ক বলেন, ‘আমার লড়াইয়ের জন্য “দ্য ওয়ালরিস” নামের কৌশল আছে। যেখানে আমি প্রতিদ্বন্দ্বীর ওপর শুয়ে পড়ি এবং আর কিছু করি না।’ তিনি বলেন, তিনি কখনো ব্যায়াম করেন না, শুধু বাচ্চাদের নিয়ে ছোড়াছুড়ি করেন।
অপরদিকে জাকারবার্গ জুজুৎসুতে (জাপানের মার্শাল আর্ট) গত মাসে সোনা ও রূপার মেডেল জিতেন।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১০ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৩ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৪ ঘণ্টা আগে