Ajker Patrika

১০ বছর পূর্তি উপলক্ষে নতুন এআই এডিটর যুক্ত করল গুগল ফটোজ

আজকের পত্রিকা ডেস্ক­
২০১৫ সালে চালু হয় গুগল ফটোজ। ছবি: পেটা পিক্সেল
২০১৫ সালে চালু হয় গুগল ফটোজ। ছবি: পেটা পিক্সেল

গুগল ফটোজের ১০ বছর পূর্তি উপলক্ষে অ্যাপে যুক্ত হয়েছে নতুন ডিজাইনের এডিটর। বরাবরের মতো এবারও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রয়েছে মূল ভূমিকায়।

নতুনভাবে সাজানো গুগল ফটোজ অ্যাপে যুক্ত হয়েছে সেসব এডিটিং টুল, যা এত দিন শুধু পিক্সেল ৯ ফোনে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে আছে ম্যাজিক এডিটর, অটো ফ্রেম এবং রিইম্যাজিন।

অটো ফ্রেম ফিচার ছবি ক্রপ করতে সাহায্য করে। প্রয়োজনে ছবির মূল বিষয়বস্তুর বাইরে থাকা অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করে ফেলে। এর ফলে ছবির ফ্রেমিং আরও সুন্দর হয়।

পিক্সেল থেকে আসা আরেকটি ফিচার রিইম্যাজিন, যা দিয়ে ছবিতে অনুপস্থিত উপাদান—যেমন: পাতা বা সবুজ ঘাস ইত্যাদি ছবিতে জুড়ে দেওয়া যায়। এটি একদিকে যেমন মুগ্ধ করে, অন্যদিকে কিছুটা অস্বস্তিও জাগায়। কারণ, কোনটি বাস্তব স্মৃতি আর কোনটি কৃত্রিম, সেটি বোঝা কঠিন হয়ে পড়ে। এ কারণে গুগল এখন থেকে এ ধরনের এডিটেড ছবিতে ‘এআই জেনারেটেড’ জলছাপ যুক্ত করে দিচ্ছে।

নতুন এডিটরে আরও যুক্ত হয়েছে এআই এনহান্স নামের একটি ফিচার। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, এই ফিচার বেছে নিলে এটি তিনটি সম্ভাব্য এডিট তৈরি করে দেয়। এগুলো তৈরি হয় বিদ্যমান শার্পেনিং, অবজেক্ট রিমুভাল ইত্যাদি টুলের সমন্বয়ে। এরপর ব্যবহারকারী পছন্দমতো একটি চূড়ান্ত সংস্করণ বেছে নিতে পারেন। এআই ইনহ্যান্সড বাটনটি এডিট মেনুর মধ্যে আগের ইনহ্যান্সড ও ডায়নামিক বাটনের পাশে থাকবে।

ছবি শেয়ার করাও সহজ করা হয়েছে। এখন থেকে অ্যালবামের জন্য একটি কিউআর কোড তৈরি করা যাবে। বন্ধুদের ফোনে স্ক্যান করলেই সরাসরি ছবি দেখা যাবে। চাইলে প্রিন্ট করে কোথাও ঝুলিয়ে দেওয়া যাবে।

গুগল জানায়, নতুন এডিটরটি আগামী জুনে অ্যান্ড্রয়েড ডিভাইসে চালু হচ্ছে। আইওএস সংস্করণটি আসবে বছরের শেষ দিকে।

২০১৫ সালে চালু হওয়ার পর থেকে গুগল ফটোজ বিশ্বের অন্যতম জনপ্রিয় ছবি সংরক্ষণের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, প্রতি মাসে ১৫০ কোটির বেশি মানুষ গুগল ফটোজ ব্যবহার করেন, আর এতে সংরক্ষিত হয়েছে ৯ ট্রিলিয়নেরও বেশি ছবি ও ভিডিও।

তথ্যসূত্র: ইএনগ্যাজেট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুটিং স্পটে মডেলকে দলবদ্ধ ধর্ষণ, পরিচালকসহ ৩ জনের নামে মামলা

যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন সোহেল তাজ, ফিরিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে

মামুনের কথা অসংগতিপূর্ণ, আরও জিজ্ঞাসাবাদ করা হবে: পুলিশ

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব

ইসরায়েলের সতর্কবার্তা উপেক্ষা করে আন্তর্জাতিক জলসীমায় গাজা অভিমুখী ৫০ নৌযান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত