চলতি বছর দেশে যাত্রার সাত বছর পূর্ণ করল চীনের গ্লোবাল ব্র্যান্ড ভিভো। এখন পর্যন্ত নিজেদের বিশেষত্ব দিয়ে গ্রাহকদের আস্থার জায়গা তৈরি করেছে মোবাইল ফোন ব্র্যান্ডটি। এর বিভিন্ন দিক নিয়ে আজকের পত্রিকা মুখোমুখি হয়েছিল ভিভোর কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদের।সাক্ষাৎকার নিয়েছেন মোস্তাফিজ মিঠু।
মোস্তাফিজ মিঠু, ঢাকা
ভিভো বাংলাদেশে সাত বছর পার করল। এ যাত্রার বিষয়ে আপনার মূল্যায়ন কী?
তানজীব আহমেদ: গ্লোবাল ব্র্যান্ড হিসেবে ভিভো সব সময় দেশ এবং অঞ্চলভেদে গ্রাহকের চাহিদাকে গুরুত্ব দেয়। সাত বছর আগে যখন বাংলাদেশে আমাদের যাত্রা শুরু হয়, তত দিনে এখানকার স্মার্টফোনের বাজারে অনেক প্রতিষ্ঠিত ব্র্যান্ড বেশ এগিয়ে গেছে। তবু এ দেশের গ্রাহকদের সঙ্গে ভিভোর সম্পর্কটা দ্রুত তৈরি হয়েছে। কারণ, বাংলাদেশে আসার আগেই অনেকে ভিভো সম্পর্কে জানতেন এবং ব্যবহারও করেছেন। এটি আমাদের জন্য বেশ ইতিবাচক দিক ছিল। এ ছাড়া আমরা এখনকার ব্যবহারকারীদের নিয়ে ভেবেছি। তাঁরা যে ধরনের স্মার্টফোন পছন্দ করেন, সেগুলোই এখানকার বাজারে আনার চেষ্টা করেছি। এর সুফল হিসেবে এই কয়েক বছরে আমরা অনেক রিটার্ন কাস্টমার পেয়েছি।
বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদা কী ধরনের মনে করেন?
তানজীব আহমেদ: সাধারণত বাজেট ও স্থায়িত্বের বিষয়টিতে বরাবর সবাই আস্থা খোঁজেন। গত কয়েক বছরে অনেক রিটার্ন কাস্টমার ব্র্যান্ডটি পেয়েছে। আমরা বিশ্বাস করি, ব্যবহারকারীদের সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি। এর সঙ্গে আমাদের এখানে স্মার্টফোনের ক্যামেরা নিয়েও সচেতন। নিজের বাজেটের মধ্যে অন্য সবকিছুর সঙ্গে ক্যামেরা পারফরম্যান্স কেমন, সেটাও ব্যবহারকারীরা যাচাই করে কেনেন। ভিভো সেই আস্থার জায়গা থেকে সব সময় ক্রেতাদের চাহিদা পূরণের চেষ্টা করে যাচ্ছে। এমনকি পেশাদার ফটোগ্রাফাররাও ভিভোর ক্যামেরা পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট।
পুরো বিশ্ব বিবেচনায় এ দেশ মোবাইল ফোনের বাজার হিসেবে কতটা এগিয়ে আছে?
তানজীব আহমেদ: স্মার্টফোনের প্রয়োজনীয়তার পরিধি এখন বেড়েছে। বিশেষ করে, করোনা মহামারির কারণে এই প্রয়োজনীয়তা আরও বেড়েছে। এখন অনেকে তাঁদের স্মার্টফোনের মাধ্যমে পড়াশোনা বা অফিসের কাজ সারেন। তাই অনেক দেশের মতো বাংলাদেশেও ব্র্যান্ডটির বাজার বেড়েছে। আর ব্যবহারকারীর সংখ্যা থেকে তো বাংলাদেশ বরাবরই গুরুত্বপূর্ণ বাজার।
প্রায় সব প্রযুক্তিপ্রতিষ্ঠান এখন এআই প্রযুক্তি নিয়ে এগোচ্ছে। ভিভোর বিষয়টি জানতে চাই।
তানজীব আহমেদ: এআই কিন্তু একেবারে নতুন কিছু নয়। তবে হ্যাঁ, এর ব্যাপ্তি এখন ব্যাপক বাড়ছে। বড় পরিসরে এখন এআই নিয়ে কাজ করছে অনেকে। ভিভো ফোনের ক্যামেরাগুলোতে শুরু থেকে স্বল্প পরিসরে এআই যুক্ত ছিল। যেমন ছবির কালার পরিবর্তন বা ফিল্টার পরিবর্তনের বিষয়গুলো। আর এখন সময়ের সঙ্গে এই বিষয়গুলো আরও উন্নত হয়েছে। বাজারে যত প্রতিষ্ঠান স্মার্টফোনে এআইয়ের ব্যবহার নিয়ে কাজ করছে, ভিভো সেগুলোর মধ্যে অন্যতম।
স্মার্টফোনের স্থায়িত্ব নিয়ে একটা সংশয় গ্রাহকের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে ভিভোর বিষয়ে গ্রাহকের প্রতিক্রিয়া কেমন?
তানজীব আহমেদ: ভিভোর অন্যতম বৈশিষ্ট্য হলো এর স্থায়িত্ব। আমাদের এখানে গ্রাহকেরা বেশ যত্ন নিয়ে প্রযুক্তিপণ্য ব্যবহার করেন। এখন পর্যন্ত আমরা অনেক রিটার্ন কাস্টমার পেয়েছি। এ ছাড়া আমাদের ফোনগুলোর ব্যাটারির স্থায়িত্ব নিয়েও সবাই বেশ সন্তুষ্ট। ভিভো ব্যাটারির জন্য চার বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। এর মধ্যে কিছু হলে সেই দায় ভিভো নেবে।
ভিভোর টার্গেট কাস্টমার কারা?
তানজীব আহমেদ: আমরা আসলে সেভাবে টার্গেট কাস্টমার আলাদা করিনি। প্রায় সব বয়সী গ্রাহকের জন্য আমাদের ভাবনা রয়েছে। বাজেট থেকে শুরু করে বিভিন্ন চাহিদার কথা ভেবে ভিভোর মোবাইল ফোন বাজারে আসে।
বাংলাদেশে এখন ভিভোর মোবাইল ফোন উৎপাদিত হচ্ছে। বিদেশের সঙ্গে মানের দিকে কোনো পার্থক্য তৈরির সুযোগ আছে কি?
তানজীব আহমেদ: মানের দিক থেকে ভিন্ন হওয়ার আসলে সুযোগ নেই। কারণ, একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে ভিভোর সব গ্লোবাল ফোন সেট তৈরি হয়। এ ছাড়া বাংলাদেশে যারা অপারেটিংয়ের দায়িত্বে আছে, তাদের বিভিন্ন সময় চীনের প্রধান কার্যালয়ে ট্রেনিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। আবার চীন থেকে এখানে নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। তাই এখানে মান নিয়ে কোনো ধরনের সংশয়ের অবকাশ নেই।
গ্লোবাল প্রতিষ্ঠান হিসেবে ভিভো বাংলাদেশে সুনামের সঙ্গে কাজ করছে। সামাজিক কার্যক্রমে ভিভো কোনো ধরনের অবদান রাখছে কি না?
তানজীব আহমেদ: প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নে ভিভো
সব সময় যুক্ত থাকার চেষ্টা করে যাচ্ছে। এ বছর আমরা ‘ক্যাপচার দ্য ফিউচার’ নামে একটি প্রকল্প শুরু করেছি। এর লক্ষ্য হলো সৃজনশীলতা, কল্পনাশক্তি এবং ইমেজিং প্রযুক্তির মধ্য দিয়ে শিশুদের দক্ষতা বাড়িয়ে তোলা। এই উদ্যোগের অংশ হিসেবে আমরা এসওএস শিশু পল্লী বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছি; পাশাপাশি শিশুদের জন্য আয়োজন করা হয়েছে ভিভো ক্যাপচার দ্য ফিউচার ইমেজিং কোর্স। এখানে শিশুরা নিয়মিত ক্লাস করার সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে শিশুদের চিন্তাশক্তির বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়তা করা হচ্ছে।
ভিভো বাংলাদেশে সাত বছর পার করল। এ যাত্রার বিষয়ে আপনার মূল্যায়ন কী?
তানজীব আহমেদ: গ্লোবাল ব্র্যান্ড হিসেবে ভিভো সব সময় দেশ এবং অঞ্চলভেদে গ্রাহকের চাহিদাকে গুরুত্ব দেয়। সাত বছর আগে যখন বাংলাদেশে আমাদের যাত্রা শুরু হয়, তত দিনে এখানকার স্মার্টফোনের বাজারে অনেক প্রতিষ্ঠিত ব্র্যান্ড বেশ এগিয়ে গেছে। তবু এ দেশের গ্রাহকদের সঙ্গে ভিভোর সম্পর্কটা দ্রুত তৈরি হয়েছে। কারণ, বাংলাদেশে আসার আগেই অনেকে ভিভো সম্পর্কে জানতেন এবং ব্যবহারও করেছেন। এটি আমাদের জন্য বেশ ইতিবাচক দিক ছিল। এ ছাড়া আমরা এখনকার ব্যবহারকারীদের নিয়ে ভেবেছি। তাঁরা যে ধরনের স্মার্টফোন পছন্দ করেন, সেগুলোই এখানকার বাজারে আনার চেষ্টা করেছি। এর সুফল হিসেবে এই কয়েক বছরে আমরা অনেক রিটার্ন কাস্টমার পেয়েছি।
বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদা কী ধরনের মনে করেন?
তানজীব আহমেদ: সাধারণত বাজেট ও স্থায়িত্বের বিষয়টিতে বরাবর সবাই আস্থা খোঁজেন। গত কয়েক বছরে অনেক রিটার্ন কাস্টমার ব্র্যান্ডটি পেয়েছে। আমরা বিশ্বাস করি, ব্যবহারকারীদের সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি। এর সঙ্গে আমাদের এখানে স্মার্টফোনের ক্যামেরা নিয়েও সচেতন। নিজের বাজেটের মধ্যে অন্য সবকিছুর সঙ্গে ক্যামেরা পারফরম্যান্স কেমন, সেটাও ব্যবহারকারীরা যাচাই করে কেনেন। ভিভো সেই আস্থার জায়গা থেকে সব সময় ক্রেতাদের চাহিদা পূরণের চেষ্টা করে যাচ্ছে। এমনকি পেশাদার ফটোগ্রাফাররাও ভিভোর ক্যামেরা পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট।
পুরো বিশ্ব বিবেচনায় এ দেশ মোবাইল ফোনের বাজার হিসেবে কতটা এগিয়ে আছে?
তানজীব আহমেদ: স্মার্টফোনের প্রয়োজনীয়তার পরিধি এখন বেড়েছে। বিশেষ করে, করোনা মহামারির কারণে এই প্রয়োজনীয়তা আরও বেড়েছে। এখন অনেকে তাঁদের স্মার্টফোনের মাধ্যমে পড়াশোনা বা অফিসের কাজ সারেন। তাই অনেক দেশের মতো বাংলাদেশেও ব্র্যান্ডটির বাজার বেড়েছে। আর ব্যবহারকারীর সংখ্যা থেকে তো বাংলাদেশ বরাবরই গুরুত্বপূর্ণ বাজার।
প্রায় সব প্রযুক্তিপ্রতিষ্ঠান এখন এআই প্রযুক্তি নিয়ে এগোচ্ছে। ভিভোর বিষয়টি জানতে চাই।
তানজীব আহমেদ: এআই কিন্তু একেবারে নতুন কিছু নয়। তবে হ্যাঁ, এর ব্যাপ্তি এখন ব্যাপক বাড়ছে। বড় পরিসরে এখন এআই নিয়ে কাজ করছে অনেকে। ভিভো ফোনের ক্যামেরাগুলোতে শুরু থেকে স্বল্প পরিসরে এআই যুক্ত ছিল। যেমন ছবির কালার পরিবর্তন বা ফিল্টার পরিবর্তনের বিষয়গুলো। আর এখন সময়ের সঙ্গে এই বিষয়গুলো আরও উন্নত হয়েছে। বাজারে যত প্রতিষ্ঠান স্মার্টফোনে এআইয়ের ব্যবহার নিয়ে কাজ করছে, ভিভো সেগুলোর মধ্যে অন্যতম।
স্মার্টফোনের স্থায়িত্ব নিয়ে একটা সংশয় গ্রাহকের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে ভিভোর বিষয়ে গ্রাহকের প্রতিক্রিয়া কেমন?
তানজীব আহমেদ: ভিভোর অন্যতম বৈশিষ্ট্য হলো এর স্থায়িত্ব। আমাদের এখানে গ্রাহকেরা বেশ যত্ন নিয়ে প্রযুক্তিপণ্য ব্যবহার করেন। এখন পর্যন্ত আমরা অনেক রিটার্ন কাস্টমার পেয়েছি। এ ছাড়া আমাদের ফোনগুলোর ব্যাটারির স্থায়িত্ব নিয়েও সবাই বেশ সন্তুষ্ট। ভিভো ব্যাটারির জন্য চার বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। এর মধ্যে কিছু হলে সেই দায় ভিভো নেবে।
ভিভোর টার্গেট কাস্টমার কারা?
তানজীব আহমেদ: আমরা আসলে সেভাবে টার্গেট কাস্টমার আলাদা করিনি। প্রায় সব বয়সী গ্রাহকের জন্য আমাদের ভাবনা রয়েছে। বাজেট থেকে শুরু করে বিভিন্ন চাহিদার কথা ভেবে ভিভোর মোবাইল ফোন বাজারে আসে।
বাংলাদেশে এখন ভিভোর মোবাইল ফোন উৎপাদিত হচ্ছে। বিদেশের সঙ্গে মানের দিকে কোনো পার্থক্য তৈরির সুযোগ আছে কি?
তানজীব আহমেদ: মানের দিক থেকে ভিন্ন হওয়ার আসলে সুযোগ নেই। কারণ, একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে ভিভোর সব গ্লোবাল ফোন সেট তৈরি হয়। এ ছাড়া বাংলাদেশে যারা অপারেটিংয়ের দায়িত্বে আছে, তাদের বিভিন্ন সময় চীনের প্রধান কার্যালয়ে ট্রেনিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। আবার চীন থেকে এখানে নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। তাই এখানে মান নিয়ে কোনো ধরনের সংশয়ের অবকাশ নেই।
গ্লোবাল প্রতিষ্ঠান হিসেবে ভিভো বাংলাদেশে সুনামের সঙ্গে কাজ করছে। সামাজিক কার্যক্রমে ভিভো কোনো ধরনের অবদান রাখছে কি না?
তানজীব আহমেদ: প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নে ভিভো
সব সময় যুক্ত থাকার চেষ্টা করে যাচ্ছে। এ বছর আমরা ‘ক্যাপচার দ্য ফিউচার’ নামে একটি প্রকল্প শুরু করেছি। এর লক্ষ্য হলো সৃজনশীলতা, কল্পনাশক্তি এবং ইমেজিং প্রযুক্তির মধ্য দিয়ে শিশুদের দক্ষতা বাড়িয়ে তোলা। এই উদ্যোগের অংশ হিসেবে আমরা এসওএস শিশু পল্লী বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছি; পাশাপাশি শিশুদের জন্য আয়োজন করা হয়েছে ভিভো ক্যাপচার দ্য ফিউচার ইমেজিং কোর্স। এখানে শিশুরা নিয়মিত ক্লাস করার সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে শিশুদের চিন্তাশক্তির বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়তা করা হচ্ছে।
তরুণ প্রজন্মের অনেকে এখন আর ‘চাকরি খুঁজছি’ বলে কথা শুরু করেন না; বরং বলেন, আমি কনটেন্ট ক্রিয়েটর! একসময় বিনোদনের মাধ্যম ছিল চলচ্চিত্র, টেলিভিশন বা পত্রিকায় সীমাবদ্ধ; এখন সেটি আমাদের হাতে থাকা মোবাইল ফোনের স্ক্রিনে চলে এসেছে।
৫ ঘণ্টা আগেঅনেক কারণে চীনের চালকবিহীন গাড়ির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে পারছে না। তাই দেশটি এখন ইউরোপকে নতুন বাজার হিসেবে বেছে নিচ্ছে। তারা ইউরোপে অফিস খুলছে, তথ্য ভাগাভাগির চুক্তি করছে এবং রাস্তায় তাদের চালকবিহীন গাড়ির প্রযুক্তি পরীক্ষার কাজ করছে।
৬ ঘণ্টা আগেযুক্তরাজ্যে উদ্বোধন করা হলো এআই সুপার কম্পিউটার। নাম ইসামবার্ড-এআই। প্রায় ২২৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ে তৈরি এই সুপার কম্পিউটার অসুস্থ গাভি শনাক্ত করা থেকে শুরু করে মানুষের ত্বকের ক্যানসার চিহ্নিত করা পর্যন্ত নানান কাজে ব্যবহৃত হবে। এমনকি এটি পুলিশকে বিপদ শনাক্তে সহায়তা করবে।
৭ ঘণ্টা আগেবিশ্বজুড়ে কৃষিক্ষেত্রে পানির ব্যবহার বেশি। পরিসংখ্যান বলছে, পৃথিবীর সুপেয় পানির প্রায় ৭০ শতাংশ ব্যবহৃত হয় কৃষিতে। আবার ভারত বা চিলির মতো দেশে এই হার ৯০ শতাংশের বেশি। তাই পানির সংকট কৃষকদের জীবনে সরাসরি প্রভাব ফেলে। চিলির কৃষক মারিও বুস্তামান্ত এটি কাছ থেকে অনুভব করেছেন।
৮ ঘণ্টা আগে