টি এইচ মাহির
এআই টুল সহজলভ্য হওয়ার ফলে ছবি সম্পাদনা করা এখন বেশ সহজ হয়ে গেছে। যেকোনো স্মার্ট ফোনে তোলা ছবির কালার ও নয়েজ এখন খুব সহজে সম্পাদনা করা যায়। ফলে সাধারণ ব্যবহারকারীদের তোলা ছবিও এখন ঝকঝকে তকতকে। তবে এ জন্য পরিচয় থাকতে হবে এআই-ভিত্তিক ফটো এডিটর অ্যাপ, সফটওয়্যারগুলোর সঙ্গে। আর জানতে হবে এগুলোর সঠিক ব্যবহার।
ক্লিপড্রপ
একসঙ্গে একাধিক ফিচার নিয়ে কাজ করছে ক্লিপড্রপ। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করার কাজ করবে এটি। আবার যেকোনো ছবি থেকে স্কেচে রূপান্তর করার কাজও করবে এর এআই টুল। তা ছাড়া ছবির ফেস সোয়্যাপ, আনক্রপ, ক্লিনআপের মতো ফিচারগুলোর কাজ করবে ক্লিপড্রপের এআই। প্রম্পট লিখে কল্পনাকে ছবিতে রূপান্তর করার মতো ফিচারও আছে এতে। ক্লিপড্রপের ওয়েবসাইট থেকে সহজে ব্যবহার করা যাবে এই এআই টুলগুলো। ব্যবহার করা যাবে ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড ভার্সনে।
লেন্সা
লেন্সা একটি সাধারণ ফটো এডিটর অ্যাপ। সাধারণ ফটো এডিটর অ্যাপগুলোর মতো এখানেও বেশ কিছু ফিচার আছে। কিন্তু লেন্সা জনপ্রিয় হওয়ার কারণ তার বেশ কিছু এআই ফিচার। এখানে ম্যাজিক রিটাচ ও ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো কিছু ফিচার আছে। বিশেষ করে এই অ্যাপে ছবিকে পেইন্টিংয়ে রূপান্তর করার ফিচার বেশ জনপ্রিয়। লেন্সা ফ্রি ডাউনলোড করা যাবে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে।
ফটোরুম
এআই-ভিত্তিক আরেক জনপ্রিয় অ্যাপ ফটোরুম। এই অ্যাপ প্লে স্টোর এবং অ্যাপ স্টোর—দুই জায়গায় অর্জন করেছে এডিটর চয়েজ স্বীকৃতি। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, ছবি থেকে কোনো অবজেক্ট সরানোর কাজ করতে পারে এআই টুল। আবার ছবির ব্যাকগ্রাউন্ড সরিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড বসানোর কাজও করা যায় এতে। সোশ্যাল মিডিয়ায় যারা প্রোডাক্ট বিক্রি করে, তাদের জন্য পণ্যের বিজ্ঞাপন তৈরিতে এই ফিচার কাজে দেবে। তা ছাড়া এআই দিয়ে কোনো ছবিকে আরও প্রসারিত করা যাবে। এগুলোর বাইরেও কিছু ফ্রি এআই ফিচার-সুবিধা আছে ফটোরুমে।
টোপাজ ল্যাব
ছবির কোয়ালিটি উন্নত করতে অনেকে এডিটিং অ্যাপের খোঁজ করেন। কিন্তু ফটো এডিটর অ্যাপগুলোর টুল সম্পর্কে তেমন ধারণা না থাকায় ছবি এডিট করতে পারেন না। তাঁদের জন্য আছে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি। ছবির রং আরও উন্নত করা, নয়েজ সরানো, ফেস রিকভারসহ ঝাপসা ছবিকে উন্নত করার ফিচার আছে এতে। এআই টুল দিয়ে এক ক্লিকেই এখানে ছবি এডিট করা যাবে। তবে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি পাওয়া যাবে উইন্ডোজ ও ম্যাকের জন্য।
হটপট
মিডজার্নি কিংবা ডলই-এর মতো হটপটও প্রম্পট থেকে ছবি জেনারেট করে। কিন্তু এখানে ফটো এডিট করার ফিচারও আছে। ছবির গুণমান উন্নত করা, অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সরানোর মতো ফিচার আছে এতে। তবে এখানকার দরকারি ফিচার হলো, ছবি থেকে আর্টে রূপান্তর করা, ছবির রং পরিবর্তন এবং এআই দিয়ে লোগো জেনারেট করা। তা ছাড়া আরও বিভিন্ন ধরনের ফটো এডিট করার ফিচার আছে হটপটে, যা সহজে এআই দিয়ে করা যাবে। হটপট ব্যবহার করা যাবে ওয়েবে।
এআই টুল সহজলভ্য হওয়ার ফলে ছবি সম্পাদনা করা এখন বেশ সহজ হয়ে গেছে। যেকোনো স্মার্ট ফোনে তোলা ছবির কালার ও নয়েজ এখন খুব সহজে সম্পাদনা করা যায়। ফলে সাধারণ ব্যবহারকারীদের তোলা ছবিও এখন ঝকঝকে তকতকে। তবে এ জন্য পরিচয় থাকতে হবে এআই-ভিত্তিক ফটো এডিটর অ্যাপ, সফটওয়্যারগুলোর সঙ্গে। আর জানতে হবে এগুলোর সঠিক ব্যবহার।
ক্লিপড্রপ
একসঙ্গে একাধিক ফিচার নিয়ে কাজ করছে ক্লিপড্রপ। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করার কাজ করবে এটি। আবার যেকোনো ছবি থেকে স্কেচে রূপান্তর করার কাজও করবে এর এআই টুল। তা ছাড়া ছবির ফেস সোয়্যাপ, আনক্রপ, ক্লিনআপের মতো ফিচারগুলোর কাজ করবে ক্লিপড্রপের এআই। প্রম্পট লিখে কল্পনাকে ছবিতে রূপান্তর করার মতো ফিচারও আছে এতে। ক্লিপড্রপের ওয়েবসাইট থেকে সহজে ব্যবহার করা যাবে এই এআই টুলগুলো। ব্যবহার করা যাবে ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড ভার্সনে।
লেন্সা
লেন্সা একটি সাধারণ ফটো এডিটর অ্যাপ। সাধারণ ফটো এডিটর অ্যাপগুলোর মতো এখানেও বেশ কিছু ফিচার আছে। কিন্তু লেন্সা জনপ্রিয় হওয়ার কারণ তার বেশ কিছু এআই ফিচার। এখানে ম্যাজিক রিটাচ ও ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো কিছু ফিচার আছে। বিশেষ করে এই অ্যাপে ছবিকে পেইন্টিংয়ে রূপান্তর করার ফিচার বেশ জনপ্রিয়। লেন্সা ফ্রি ডাউনলোড করা যাবে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে।
ফটোরুম
এআই-ভিত্তিক আরেক জনপ্রিয় অ্যাপ ফটোরুম। এই অ্যাপ প্লে স্টোর এবং অ্যাপ স্টোর—দুই জায়গায় অর্জন করেছে এডিটর চয়েজ স্বীকৃতি। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, ছবি থেকে কোনো অবজেক্ট সরানোর কাজ করতে পারে এআই টুল। আবার ছবির ব্যাকগ্রাউন্ড সরিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড বসানোর কাজও করা যায় এতে। সোশ্যাল মিডিয়ায় যারা প্রোডাক্ট বিক্রি করে, তাদের জন্য পণ্যের বিজ্ঞাপন তৈরিতে এই ফিচার কাজে দেবে। তা ছাড়া এআই দিয়ে কোনো ছবিকে আরও প্রসারিত করা যাবে। এগুলোর বাইরেও কিছু ফ্রি এআই ফিচার-সুবিধা আছে ফটোরুমে।
টোপাজ ল্যাব
ছবির কোয়ালিটি উন্নত করতে অনেকে এডিটিং অ্যাপের খোঁজ করেন। কিন্তু ফটো এডিটর অ্যাপগুলোর টুল সম্পর্কে তেমন ধারণা না থাকায় ছবি এডিট করতে পারেন না। তাঁদের জন্য আছে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি। ছবির রং আরও উন্নত করা, নয়েজ সরানো, ফেস রিকভারসহ ঝাপসা ছবিকে উন্নত করার ফিচার আছে এতে। এআই টুল দিয়ে এক ক্লিকেই এখানে ছবি এডিট করা যাবে। তবে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি পাওয়া যাবে উইন্ডোজ ও ম্যাকের জন্য।
হটপট
মিডজার্নি কিংবা ডলই-এর মতো হটপটও প্রম্পট থেকে ছবি জেনারেট করে। কিন্তু এখানে ফটো এডিট করার ফিচারও আছে। ছবির গুণমান উন্নত করা, অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সরানোর মতো ফিচার আছে এতে। তবে এখানকার দরকারি ফিচার হলো, ছবি থেকে আর্টে রূপান্তর করা, ছবির রং পরিবর্তন এবং এআই দিয়ে লোগো জেনারেট করা। তা ছাড়া আরও বিভিন্ন ধরনের ফটো এডিট করার ফিচার আছে হটপটে, যা সহজে এআই দিয়ে করা যাবে। হটপট ব্যবহার করা যাবে ওয়েবে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৭ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১০ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১১ ঘণ্টা আগে