টি এইচ মাহির
এআই টুল সহজলভ্য হওয়ার ফলে ছবি সম্পাদনা করা এখন বেশ সহজ হয়ে গেছে। যেকোনো স্মার্ট ফোনে তোলা ছবির কালার ও নয়েজ এখন খুব সহজে সম্পাদনা করা যায়। ফলে সাধারণ ব্যবহারকারীদের তোলা ছবিও এখন ঝকঝকে তকতকে। তবে এ জন্য পরিচয় থাকতে হবে এআই-ভিত্তিক ফটো এডিটর অ্যাপ, সফটওয়্যারগুলোর সঙ্গে। আর জানতে হবে এগুলোর সঠিক ব্যবহার।
ক্লিপড্রপ
একসঙ্গে একাধিক ফিচার নিয়ে কাজ করছে ক্লিপড্রপ। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করার কাজ করবে এটি। আবার যেকোনো ছবি থেকে স্কেচে রূপান্তর করার কাজও করবে এর এআই টুল। তা ছাড়া ছবির ফেস সোয়্যাপ, আনক্রপ, ক্লিনআপের মতো ফিচারগুলোর কাজ করবে ক্লিপড্রপের এআই। প্রম্পট লিখে কল্পনাকে ছবিতে রূপান্তর করার মতো ফিচারও আছে এতে। ক্লিপড্রপের ওয়েবসাইট থেকে সহজে ব্যবহার করা যাবে এই এআই টুলগুলো। ব্যবহার করা যাবে ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড ভার্সনে।
লেন্সা
লেন্সা একটি সাধারণ ফটো এডিটর অ্যাপ। সাধারণ ফটো এডিটর অ্যাপগুলোর মতো এখানেও বেশ কিছু ফিচার আছে। কিন্তু লেন্সা জনপ্রিয় হওয়ার কারণ তার বেশ কিছু এআই ফিচার। এখানে ম্যাজিক রিটাচ ও ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো কিছু ফিচার আছে। বিশেষ করে এই অ্যাপে ছবিকে পেইন্টিংয়ে রূপান্তর করার ফিচার বেশ জনপ্রিয়। লেন্সা ফ্রি ডাউনলোড করা যাবে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে।
ফটোরুম
এআই-ভিত্তিক আরেক জনপ্রিয় অ্যাপ ফটোরুম। এই অ্যাপ প্লে স্টোর এবং অ্যাপ স্টোর—দুই জায়গায় অর্জন করেছে এডিটর চয়েজ স্বীকৃতি। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, ছবি থেকে কোনো অবজেক্ট সরানোর কাজ করতে পারে এআই টুল। আবার ছবির ব্যাকগ্রাউন্ড সরিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড বসানোর কাজও করা যায় এতে। সোশ্যাল মিডিয়ায় যারা প্রোডাক্ট বিক্রি করে, তাদের জন্য পণ্যের বিজ্ঞাপন তৈরিতে এই ফিচার কাজে দেবে। তা ছাড়া এআই দিয়ে কোনো ছবিকে আরও প্রসারিত করা যাবে। এগুলোর বাইরেও কিছু ফ্রি এআই ফিচার-সুবিধা আছে ফটোরুমে।
টোপাজ ল্যাব
ছবির কোয়ালিটি উন্নত করতে অনেকে এডিটিং অ্যাপের খোঁজ করেন। কিন্তু ফটো এডিটর অ্যাপগুলোর টুল সম্পর্কে তেমন ধারণা না থাকায় ছবি এডিট করতে পারেন না। তাঁদের জন্য আছে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি। ছবির রং আরও উন্নত করা, নয়েজ সরানো, ফেস রিকভারসহ ঝাপসা ছবিকে উন্নত করার ফিচার আছে এতে। এআই টুল দিয়ে এক ক্লিকেই এখানে ছবি এডিট করা যাবে। তবে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি পাওয়া যাবে উইন্ডোজ ও ম্যাকের জন্য।
হটপট
মিডজার্নি কিংবা ডলই-এর মতো হটপটও প্রম্পট থেকে ছবি জেনারেট করে। কিন্তু এখানে ফটো এডিট করার ফিচারও আছে। ছবির গুণমান উন্নত করা, অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সরানোর মতো ফিচার আছে এতে। তবে এখানকার দরকারি ফিচার হলো, ছবি থেকে আর্টে রূপান্তর করা, ছবির রং পরিবর্তন এবং এআই দিয়ে লোগো জেনারেট করা। তা ছাড়া আরও বিভিন্ন ধরনের ফটো এডিট করার ফিচার আছে হটপটে, যা সহজে এআই দিয়ে করা যাবে। হটপট ব্যবহার করা যাবে ওয়েবে।
এআই টুল সহজলভ্য হওয়ার ফলে ছবি সম্পাদনা করা এখন বেশ সহজ হয়ে গেছে। যেকোনো স্মার্ট ফোনে তোলা ছবির কালার ও নয়েজ এখন খুব সহজে সম্পাদনা করা যায়। ফলে সাধারণ ব্যবহারকারীদের তোলা ছবিও এখন ঝকঝকে তকতকে। তবে এ জন্য পরিচয় থাকতে হবে এআই-ভিত্তিক ফটো এডিটর অ্যাপ, সফটওয়্যারগুলোর সঙ্গে। আর জানতে হবে এগুলোর সঠিক ব্যবহার।
ক্লিপড্রপ
একসঙ্গে একাধিক ফিচার নিয়ে কাজ করছে ক্লিপড্রপ। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করার কাজ করবে এটি। আবার যেকোনো ছবি থেকে স্কেচে রূপান্তর করার কাজও করবে এর এআই টুল। তা ছাড়া ছবির ফেস সোয়্যাপ, আনক্রপ, ক্লিনআপের মতো ফিচারগুলোর কাজ করবে ক্লিপড্রপের এআই। প্রম্পট লিখে কল্পনাকে ছবিতে রূপান্তর করার মতো ফিচারও আছে এতে। ক্লিপড্রপের ওয়েবসাইট থেকে সহজে ব্যবহার করা যাবে এই এআই টুলগুলো। ব্যবহার করা যাবে ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড ভার্সনে।
লেন্সা
লেন্সা একটি সাধারণ ফটো এডিটর অ্যাপ। সাধারণ ফটো এডিটর অ্যাপগুলোর মতো এখানেও বেশ কিছু ফিচার আছে। কিন্তু লেন্সা জনপ্রিয় হওয়ার কারণ তার বেশ কিছু এআই ফিচার। এখানে ম্যাজিক রিটাচ ও ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো কিছু ফিচার আছে। বিশেষ করে এই অ্যাপে ছবিকে পেইন্টিংয়ে রূপান্তর করার ফিচার বেশ জনপ্রিয়। লেন্সা ফ্রি ডাউনলোড করা যাবে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে।
ফটোরুম
এআই-ভিত্তিক আরেক জনপ্রিয় অ্যাপ ফটোরুম। এই অ্যাপ প্লে স্টোর এবং অ্যাপ স্টোর—দুই জায়গায় অর্জন করেছে এডিটর চয়েজ স্বীকৃতি। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, ছবি থেকে কোনো অবজেক্ট সরানোর কাজ করতে পারে এআই টুল। আবার ছবির ব্যাকগ্রাউন্ড সরিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড বসানোর কাজও করা যায় এতে। সোশ্যাল মিডিয়ায় যারা প্রোডাক্ট বিক্রি করে, তাদের জন্য পণ্যের বিজ্ঞাপন তৈরিতে এই ফিচার কাজে দেবে। তা ছাড়া এআই দিয়ে কোনো ছবিকে আরও প্রসারিত করা যাবে। এগুলোর বাইরেও কিছু ফ্রি এআই ফিচার-সুবিধা আছে ফটোরুমে।
টোপাজ ল্যাব
ছবির কোয়ালিটি উন্নত করতে অনেকে এডিটিং অ্যাপের খোঁজ করেন। কিন্তু ফটো এডিটর অ্যাপগুলোর টুল সম্পর্কে তেমন ধারণা না থাকায় ছবি এডিট করতে পারেন না। তাঁদের জন্য আছে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি। ছবির রং আরও উন্নত করা, নয়েজ সরানো, ফেস রিকভারসহ ঝাপসা ছবিকে উন্নত করার ফিচার আছে এতে। এআই টুল দিয়ে এক ক্লিকেই এখানে ছবি এডিট করা যাবে। তবে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি পাওয়া যাবে উইন্ডোজ ও ম্যাকের জন্য।
হটপট
মিডজার্নি কিংবা ডলই-এর মতো হটপটও প্রম্পট থেকে ছবি জেনারেট করে। কিন্তু এখানে ফটো এডিট করার ফিচারও আছে। ছবির গুণমান উন্নত করা, অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সরানোর মতো ফিচার আছে এতে। তবে এখানকার দরকারি ফিচার হলো, ছবি থেকে আর্টে রূপান্তর করা, ছবির রং পরিবর্তন এবং এআই দিয়ে লোগো জেনারেট করা। তা ছাড়া আরও বিভিন্ন ধরনের ফটো এডিট করার ফিচার আছে হটপটে, যা সহজে এআই দিয়ে করা যাবে। হটপট ব্যবহার করা যাবে ওয়েবে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে