প্রযুক্তি প্রতিবেদক
রাজধানী সিউলে মায়ের অ্যাপার্টমেন্টে ছাদের স্টোররুমকে স্টুডিও বানিয়ে ফেলেছেন কিম মিন ইয়ো। দিনে ১৫ ঘণ্টার বেশি সময় ব্যয় করেন ভিডিও গেমস খেলে। ২৪ বছর বয়সী এ তরুণ শুধু নিজে গেম খেলেন না, সেটি লাইভস্ট্রিমও করেন। ব্যাকগ্রাউন্ডে থাকে তার নিজের কণ্ঠে রসিকতাময় ধারাভাষ্য। এই লাইভ করেই মাসে ৫০ হাজার ডলারের বেশি আয় করেন কিম।
দক্ষিণ কোরিয়ার জাতীয় আয়ে (জিডিপি) লাইভ স্ট্রিমের অবদান এখন এক শতাংশ। বিশাল অংকের খাতটিতে ভূমিকা রয়েছে কিমেরও।
ছাদের ঘরে ছোট্ট স্টুডিওতেই খাওয়া, ঘুম এবং অন্যান্য জরুরি কাজ সারেন কিম। তিনি বলেন, আগে মা সংসারের সব ব্যয় বহন করতেন। ফলে নিজের জন্য যথেষ্ট টাকা কখনোই পেতাম না। আর এখন কিম নিজেই পরিবারকে আর্থিক সহযোগিতা করছেন।
দক্ষিণ কোরিয়ায় লাইভ সম্প্রচারকারী তরুণদের বলে ব্রডকাস্ট জকি। এই তরুণরা ভিডিওগেম, গান, খাওয়া এমনকি শুধু ঘুমও লাইভ দেখান। এটিই তাদের আয়ের উৎস। তাদের অনেকে এতোটা জনপ্রিয় যে রীতিমতো তারকা বনে গেছেন। অনেক তরুণই শুধু লাইভস্ট্রিম করে মাসে এক লাখ ডলার পর্যন্ত আয় করেন। এই কনটেন্ট তারা প্রচার করেন আফ্রিকাটিভি এবং ইউটিউবে।
করোনা মহামারী এই লাইভ সম্প্রচারকারীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। গত বছরের প্রথম চার মাস দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। ইউটিউবের পক্ষ থেকে বলা হয়, ওই সময় দক্ষিণ কোরিয়াসহ সারা বিশ্বে তাদের দর্শক ব্যাপকভাবে বেড়েছে।
অবশ্য দক্ষিণ কোরিয়ার এই তরুণ লাইভস্ট্রিমারদের বিরুদ্ধে বিতর্কিত কনটেন্ট তৈরি করার অভিযোগও রয়েছে। দর্শক বাড়লে আয়ও বাড়ে। এ কারণে অনেকে মরিয়া হয়ে আপত্তিকর কনটেন্ট তৈরি করেন।
ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটির মোনটেরো বে–এর গবেষক হোজিন সং বলেন, দক্ষিণ কোরিয়ার ব্রডকাস্ট জকিরা দর্শক টানার জন্য যৌন এবং সহিংস কনটেন্ট তৈরি করছে। এ ধরনের কনটেন্টের ভিউ এবং এঙ্গেজমেন্ট বেশি। ফলে আয়ও বাড়ে হু হু করে।
এএফপি অবলম্বনে ইয়াসিন আরাফাত
রাজধানী সিউলে মায়ের অ্যাপার্টমেন্টে ছাদের স্টোররুমকে স্টুডিও বানিয়ে ফেলেছেন কিম মিন ইয়ো। দিনে ১৫ ঘণ্টার বেশি সময় ব্যয় করেন ভিডিও গেমস খেলে। ২৪ বছর বয়সী এ তরুণ শুধু নিজে গেম খেলেন না, সেটি লাইভস্ট্রিমও করেন। ব্যাকগ্রাউন্ডে থাকে তার নিজের কণ্ঠে রসিকতাময় ধারাভাষ্য। এই লাইভ করেই মাসে ৫০ হাজার ডলারের বেশি আয় করেন কিম।
দক্ষিণ কোরিয়ার জাতীয় আয়ে (জিডিপি) লাইভ স্ট্রিমের অবদান এখন এক শতাংশ। বিশাল অংকের খাতটিতে ভূমিকা রয়েছে কিমেরও।
ছাদের ঘরে ছোট্ট স্টুডিওতেই খাওয়া, ঘুম এবং অন্যান্য জরুরি কাজ সারেন কিম। তিনি বলেন, আগে মা সংসারের সব ব্যয় বহন করতেন। ফলে নিজের জন্য যথেষ্ট টাকা কখনোই পেতাম না। আর এখন কিম নিজেই পরিবারকে আর্থিক সহযোগিতা করছেন।
দক্ষিণ কোরিয়ায় লাইভ সম্প্রচারকারী তরুণদের বলে ব্রডকাস্ট জকি। এই তরুণরা ভিডিওগেম, গান, খাওয়া এমনকি শুধু ঘুমও লাইভ দেখান। এটিই তাদের আয়ের উৎস। তাদের অনেকে এতোটা জনপ্রিয় যে রীতিমতো তারকা বনে গেছেন। অনেক তরুণই শুধু লাইভস্ট্রিম করে মাসে এক লাখ ডলার পর্যন্ত আয় করেন। এই কনটেন্ট তারা প্রচার করেন আফ্রিকাটিভি এবং ইউটিউবে।
করোনা মহামারী এই লাইভ সম্প্রচারকারীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। গত বছরের প্রথম চার মাস দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। ইউটিউবের পক্ষ থেকে বলা হয়, ওই সময় দক্ষিণ কোরিয়াসহ সারা বিশ্বে তাদের দর্শক ব্যাপকভাবে বেড়েছে।
অবশ্য দক্ষিণ কোরিয়ার এই তরুণ লাইভস্ট্রিমারদের বিরুদ্ধে বিতর্কিত কনটেন্ট তৈরি করার অভিযোগও রয়েছে। দর্শক বাড়লে আয়ও বাড়ে। এ কারণে অনেকে মরিয়া হয়ে আপত্তিকর কনটেন্ট তৈরি করেন।
ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটির মোনটেরো বে–এর গবেষক হোজিন সং বলেন, দক্ষিণ কোরিয়ার ব্রডকাস্ট জকিরা দর্শক টানার জন্য যৌন এবং সহিংস কনটেন্ট তৈরি করছে। এ ধরনের কনটেন্টের ভিউ এবং এঙ্গেজমেন্ট বেশি। ফলে আয়ও বাড়ে হু হু করে।
এএফপি অবলম্বনে ইয়াসিন আরাফাত
ব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল পরিচয় চুরির নতুন এক কৌশলে প্রতারণার শিকার হচ্ছেন বহু ব্যবহারকারী। প্রতারণার এই নতুন রূপটি পরিচিত হচ্ছে ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং প্রতারণা’ নামে। সরল এই কৌশলেই প্রতারকেরা ব্যবহারকারীর একান্ত ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাক্সেস হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন সাইবার
৭ মিনিট আগেবর্তমান সময়ে প্রযুক্তি জগতে অ্যাপল সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত এবং প্রভাবশালী একটি প্রতিষ্ঠান। উদ্ভাবনী শক্তি, সাধারণ ডিজাইন এবং উচ্চমানের পণ্যের জন্য অ্যাপলের আলাদা একটি খ্যাতি রয়েছে। আজকের দিনে অ্যাপল শুধু একটি হার্ডওয়্যার নির্মাতা নয়, বরং এটি একটি সাংস্কৃতিক প্রতীক। প্রতিটি নতুন আইফোন বা ম্যাকবুকের
২ ঘণ্টা আগেদীর্ঘ সময়ের মহাকাশ অভিযানে অনেক সমস্যার মুখে পড়তে হয় নভোচারীদের। তার মধ্যে সবচেয়ে বড় একটি সমস্যা হলো, পৃথিবীর সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা যায় না। যেমন—মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে একবার বার্তা পাঠাতে বা পেতে সময় লাগতে পারে প্রায় ৪৫ মিনিট। এমন পরিস্থিতিতে হঠাৎ কেউ অসুস্থ হলে পৃথিবীর চিকিৎসকের সঙ্গে দ্রুত
৪ ঘণ্টা আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেটের মালিকানাধীন গুগলের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে অ্যান্টিট্রাস্ট মামলা দায়ের করেছে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা ও ভোক্তা কমিশন (এসিসিসি)। অভিযোগে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার টেলিকম অপারেটর টেলস্ট্রা এবং সিঙ্গাপুর টেলিকমিউনিকেশনসের মালিকানাধীন অপটাসের সঙ্গে...
৫ ঘণ্টা আগে