অনলাইন ডেস্ক
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে গুগলের বহুল প্রতীক্ষিত বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ শহরে অবস্থিত শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এই ইভেন্টের সূচনাপর্ব শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
দুই দিনব্যাপী এই সম্মেলনে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইসহ প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস।
এ বছরের আই/ও সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ঘিরে নতুন ফিচার ও সেবার ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, অ্যান্ড্রয়েড ১৬, ওয়্যার ওএস ৬ ও এক্সআর হেডসেট ডিভাইসের জন্য তৈরি অ্যান্ড্রয়েড এক্সআর অপারেটিং সিস্টেমের দিকেই নজর থাকবে প্রযুক্তি বিশ্লেষকদের।
এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দু হবে গুগলের নিজস্ব এআই প্রযুক্তিগুলো। বিশেষ করে ‘জেমিনি’ নামের পরিচিত এআই প্ল্যাটফর্মের সর্বশেষ সংস্করণ তুলে ধরা হতে পারে অনুষ্ঠানে। গুগলের এআইভিত্তিক অন্যান্য প্রকল্প, যেমন ডিপমাইন্ডের ‘প্রজেক্ট অ্যাস্ট্রা’ ও ভাষাভিত্তিক মডেল ‘লার্নএলএম’ নিয়েও থাকতে পারে বিস্তারিত আলোচনা।
এ ছাড়া ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তিকে সামনে রেখে তৈরি এক্সআর হেডসেট নিয়ে নতুন চমক দেখাতে পারে গুগল। গুঞ্জন রয়েছে, স্যামসাংয়ের সহযোগিতায় তৈরি এই হেডসেটের একটি প্রাথমিক সংস্করণ উন্মুক্ত করা হতে পারে সম্মেলনে।
এই সম্মলেন সরাসরি দেখা যাবে গুগলের ইউটিউব চ্যানেলে। মূল বক্তব্যের পর রাত ২টায় এআই প্রযুক্তি নিয়ে আলোচনা করবেন ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস । সম্মেলনের প্রতিটি সেশন সরাসরি সম্প্রচার করা হবে এবং পরে আবার দেখার সুযোগও থাকবে।
তথ্যসূত্র: ইএনগ্যাজেট
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে গুগলের বহুল প্রতীক্ষিত বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৫’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ শহরে অবস্থিত শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এই ইভেন্টের সূচনাপর্ব শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
দুই দিনব্যাপী এই সম্মেলনে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইসহ প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস।
এ বছরের আই/ও সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ঘিরে নতুন ফিচার ও সেবার ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, অ্যান্ড্রয়েড ১৬, ওয়্যার ওএস ৬ ও এক্সআর হেডসেট ডিভাইসের জন্য তৈরি অ্যান্ড্রয়েড এক্সআর অপারেটিং সিস্টেমের দিকেই নজর থাকবে প্রযুক্তি বিশ্লেষকদের।
এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দু হবে গুগলের নিজস্ব এআই প্রযুক্তিগুলো। বিশেষ করে ‘জেমিনি’ নামের পরিচিত এআই প্ল্যাটফর্মের সর্বশেষ সংস্করণ তুলে ধরা হতে পারে অনুষ্ঠানে। গুগলের এআইভিত্তিক অন্যান্য প্রকল্প, যেমন ডিপমাইন্ডের ‘প্রজেক্ট অ্যাস্ট্রা’ ও ভাষাভিত্তিক মডেল ‘লার্নএলএম’ নিয়েও থাকতে পারে বিস্তারিত আলোচনা।
এ ছাড়া ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তিকে সামনে রেখে তৈরি এক্সআর হেডসেট নিয়ে নতুন চমক দেখাতে পারে গুগল। গুঞ্জন রয়েছে, স্যামসাংয়ের সহযোগিতায় তৈরি এই হেডসেটের একটি প্রাথমিক সংস্করণ উন্মুক্ত করা হতে পারে সম্মেলনে।
এই সম্মলেন সরাসরি দেখা যাবে গুগলের ইউটিউব চ্যানেলে। মূল বক্তব্যের পর রাত ২টায় এআই প্রযুক্তি নিয়ে আলোচনা করবেন ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস । সম্মেলনের প্রতিটি সেশন সরাসরি সম্প্রচার করা হবে এবং পরে আবার দেখার সুযোগও থাকবে।
তথ্যসূত্র: ইএনগ্যাজেট
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
৩ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১২ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৬ ঘণ্টা আগে