ধর্মবিদ্বেষী এক টুইটের সঙ্গে একাত্মতা পোষণ করায় ইলন মাস্ক কড়া প্রতিবাদের মুখে পড়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে তাঁর বক্তব্যের নিন্দার পর মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) বিজ্ঞাপন বন্ধ করার ঘোষণা দিয়েছে ডিজনি, অ্যাপল ও আইবিএমের মতো প্রতিষ্ঠান। এর আগেই মাস্কের অধীনে আসার পর এক্সে বিদ্বেষের ছড়িয়ে পড়ার আলামত মিলেছে।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে অনেক পরিবর্তন নিয়ে এসেছেন ইলন মাস্ক। এতে সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করা হয়েছে। ফলে এখন বিনা পয়সায় এক্সের বেশির ভাগ ফিচার আর ব্যবহার করা যাবে না। এমন পরিস্থিতিতে অনেকে এক্স ব্যবহার না করতে চাইতে পারেন। কেউ কেউ অ্যাকাউন্ট ডিলিট করার কথা ভাবতে পারেন। এক্স অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার ধাপগুলো তুলে ধরা হলো।
এক্স অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার আগে অ্যাকাউন্টের পোস্টগুলোর একটি আর্কাইভ তৈরি করা যায়। আর এসব পোস্ট ডাউনলোড করেও রাখা যাবে।
ফোন থেকে এক্স অ্যাকাউন্ট ডিলিট যেভাবে–
১. এক্স অ্যাকাউন্টে সাইন ইন করুন এবং প্রোফাইল আইকোনে ট্যাপ করুন
২. প্রোফাইলে সাইড মেনুতে স্ক্রল ডাউন করুন এবং ‘সেটিংস ও সাপোর্ট’ ট্যাপ করুন। এরপর সেটিংস ও প্রাইভেসি নির্বাচন করুন।
৩. নিজের অ্যাকাউন্ট সিলেক্ট করুন ও ডিঅ্যাকটিভ অপশনটি খুঁজে বের করুন
৪. ডিঅ্যাকটিভ করতে ট্যাপ করুন
৫. নিজের পাসওয়ার্ড দিয়ে ডিঅ্যাকটিভ প্রক্রিয়া নিশ্চিত করুন।
পুরোপুরিভাবে অ্যাকাউন্ট ডিলিট করার জন্য ৩০ দিন সময় লাগবে। এর মধ্যে চাইলে সাইন ইন করে পুনরায় অ্যাকাউন্টটি সক্রিয় করা যাবে। ৩০ দিনের মধ্যে সাইন ইন না করলে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে।
কম্পিউটার থেকে এক্স ডিলিট করবেন যেভাবে
১. ওয়েব ব্রাউজার থেকে এক্স অ্যাকাউন্টে সাইন ইন করুন।
২. বাঁ পাশের মেনু থেকে ‘মোর’ অপশন সিলেক্ট করুন এরপর ‘সেটিংস ও প্রাইভেসি’তে ক্লিক করুন।
৩. নিজের অ্যাকাউন্ট সেকশন থেকে ‘ডিঅ্যাকটিভ ইউওর অ্যাকাউন্ট’ খুঁজে বের করুন।
৪. ডিঅ্যাকটিভ বাটনে ক্লিক করুন।
৫. ডিঅ্যাকটিভ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য নিজের পাসওয়ার্ড দেন।
এক্ষেত্রেও পুরোপুরিভাবে অ্যাকাউন্ট ডিলিট করার জন্য ৩০ দিন সময় লাগবে। এর মধ্যে চাইলে সাইন ইন করে পুনরায় অ্যাকাউন্টটি সক্রিয় করা যাবে।
থার্ড পার্টি অ্যাপ থেকে এক্স অ্যাকাউন্ট আনলিংক করবেন যেভাবে
ডিঅ্যাকটিভের জন্য নির্দেশনা দেওয়া হলেও এক্সের সঙ্গে লিংক করা থার্ড পার্টি অ্যাপে সাইন ইন করলেও পুনরায় অ্যাকাউন্টটি সচল হতে পারে। এ ঘটনা যেন না ঘটে, এ জন্য এক্স অ্যাকাউন্ট থেকে থার্ড পার্টি অ্যাপের অ্যাকসেস বন্ধ করতে হবে।
ডিঅ্যাকটিভ করার আগেই এসব অ্যাকাউন্ট থেকে আনলিংক করতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করে কাজটি করা যাবে।
১. এক্স অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
২. অ্যাকাউন্টের সেটিংস ও প্রাইভেসি থেকে সিকিউরিটি ও অ্যাকাউন্ট অ্যাকসেস এ প্রবেশ করুন।
৩. এরপর অ্যাপস অ্যান্ড সেশন থেকে কানেক্টেড অ্যাপসে গিয়ে লিংক করা থার্ড পার্টি অ্যাপগুলো দেখুন।
৪ প্রতিটি অ্যাপে ক্লিক করে অ্যাপের পারমিশন বন্ধ করে দিন।
এক্স অ্যাকাউন্ট রিঅ্যাকটিভ করবেন যেভাবে
৩০ দিনের মধ্যে অ্যাকাউন্ট রিঅ্যাকটিভ করা যাবে। এজন্য যা করতে হবে–
১. এক্স অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. অ্যাকাউন্টে লগ ইন করার পর একটি রিঅ্যাকটিভ করার নোটিশ দেখানো হবে। এই নোটিশে ‘ইয়েস’ অপশন নির্বাচন করলে এক্সের হোম পেজে নিয়ে যাওয়া হবে। তবে অ্যাকাউন্টের পোস্ট ও ফলোয়ার সম্পূর্ণভাবে লোড হতে কিছু সময় লাগবে।
ইহুদিরা সাদাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে বলে গত বুধবার এক্স প্ল্যাটফর্মের এক পোস্ট শেয়ার করে তার সঙ্গে একমত পোষণ করেন ইলন মাস্ক। ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ নামে যে ষড়যন্ত্র তত্ত্বের কথা পোস্টদাতা বলছিলেন, সেটাকে মাস্ক ‘প্রকৃত সত্য’ হিসেবে বর্ণনা করেন।
ওই ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী, ইহুদি জনগোষ্ঠী ও বামপন্থীরা মিলে সাদা মানুষদের সরিয়ে দিয়ে অশ্বেতাঙ্গ অভিবাসনের পুনর্বাসনের জন্য জাতিগত ও সাংস্কৃতিক নীলনকশা তৈরি করছে। এটাকে ‘শ্বেতাঙ্গ গণহত্যা’ বলা হয়।
ধর্মবিদ্বেষী এক টুইটের সঙ্গে একাত্মতা পোষণ করায় ইলন মাস্ক কড়া প্রতিবাদের মুখে পড়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে তাঁর বক্তব্যের নিন্দার পর মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) বিজ্ঞাপন বন্ধ করার ঘোষণা দিয়েছে ডিজনি, অ্যাপল ও আইবিএমের মতো প্রতিষ্ঠান। এর আগেই মাস্কের অধীনে আসার পর এক্সে বিদ্বেষের ছড়িয়ে পড়ার আলামত মিলেছে।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে অনেক পরিবর্তন নিয়ে এসেছেন ইলন মাস্ক। এতে সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করা হয়েছে। ফলে এখন বিনা পয়সায় এক্সের বেশির ভাগ ফিচার আর ব্যবহার করা যাবে না। এমন পরিস্থিতিতে অনেকে এক্স ব্যবহার না করতে চাইতে পারেন। কেউ কেউ অ্যাকাউন্ট ডিলিট করার কথা ভাবতে পারেন। এক্স অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার ধাপগুলো তুলে ধরা হলো।
এক্স অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার আগে অ্যাকাউন্টের পোস্টগুলোর একটি আর্কাইভ তৈরি করা যায়। আর এসব পোস্ট ডাউনলোড করেও রাখা যাবে।
ফোন থেকে এক্স অ্যাকাউন্ট ডিলিট যেভাবে–
১. এক্স অ্যাকাউন্টে সাইন ইন করুন এবং প্রোফাইল আইকোনে ট্যাপ করুন
২. প্রোফাইলে সাইড মেনুতে স্ক্রল ডাউন করুন এবং ‘সেটিংস ও সাপোর্ট’ ট্যাপ করুন। এরপর সেটিংস ও প্রাইভেসি নির্বাচন করুন।
৩. নিজের অ্যাকাউন্ট সিলেক্ট করুন ও ডিঅ্যাকটিভ অপশনটি খুঁজে বের করুন
৪. ডিঅ্যাকটিভ করতে ট্যাপ করুন
৫. নিজের পাসওয়ার্ড দিয়ে ডিঅ্যাকটিভ প্রক্রিয়া নিশ্চিত করুন।
পুরোপুরিভাবে অ্যাকাউন্ট ডিলিট করার জন্য ৩০ দিন সময় লাগবে। এর মধ্যে চাইলে সাইন ইন করে পুনরায় অ্যাকাউন্টটি সক্রিয় করা যাবে। ৩০ দিনের মধ্যে সাইন ইন না করলে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে।
কম্পিউটার থেকে এক্স ডিলিট করবেন যেভাবে
১. ওয়েব ব্রাউজার থেকে এক্স অ্যাকাউন্টে সাইন ইন করুন।
২. বাঁ পাশের মেনু থেকে ‘মোর’ অপশন সিলেক্ট করুন এরপর ‘সেটিংস ও প্রাইভেসি’তে ক্লিক করুন।
৩. নিজের অ্যাকাউন্ট সেকশন থেকে ‘ডিঅ্যাকটিভ ইউওর অ্যাকাউন্ট’ খুঁজে বের করুন।
৪. ডিঅ্যাকটিভ বাটনে ক্লিক করুন।
৫. ডিঅ্যাকটিভ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য নিজের পাসওয়ার্ড দেন।
এক্ষেত্রেও পুরোপুরিভাবে অ্যাকাউন্ট ডিলিট করার জন্য ৩০ দিন সময় লাগবে। এর মধ্যে চাইলে সাইন ইন করে পুনরায় অ্যাকাউন্টটি সক্রিয় করা যাবে।
থার্ড পার্টি অ্যাপ থেকে এক্স অ্যাকাউন্ট আনলিংক করবেন যেভাবে
ডিঅ্যাকটিভের জন্য নির্দেশনা দেওয়া হলেও এক্সের সঙ্গে লিংক করা থার্ড পার্টি অ্যাপে সাইন ইন করলেও পুনরায় অ্যাকাউন্টটি সচল হতে পারে। এ ঘটনা যেন না ঘটে, এ জন্য এক্স অ্যাকাউন্ট থেকে থার্ড পার্টি অ্যাপের অ্যাকসেস বন্ধ করতে হবে।
ডিঅ্যাকটিভ করার আগেই এসব অ্যাকাউন্ট থেকে আনলিংক করতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করে কাজটি করা যাবে।
১. এক্স অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
২. অ্যাকাউন্টের সেটিংস ও প্রাইভেসি থেকে সিকিউরিটি ও অ্যাকাউন্ট অ্যাকসেস এ প্রবেশ করুন।
৩. এরপর অ্যাপস অ্যান্ড সেশন থেকে কানেক্টেড অ্যাপসে গিয়ে লিংক করা থার্ড পার্টি অ্যাপগুলো দেখুন।
৪ প্রতিটি অ্যাপে ক্লিক করে অ্যাপের পারমিশন বন্ধ করে দিন।
এক্স অ্যাকাউন্ট রিঅ্যাকটিভ করবেন যেভাবে
৩০ দিনের মধ্যে অ্যাকাউন্ট রিঅ্যাকটিভ করা যাবে। এজন্য যা করতে হবে–
১. এক্স অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. অ্যাকাউন্টে লগ ইন করার পর একটি রিঅ্যাকটিভ করার নোটিশ দেখানো হবে। এই নোটিশে ‘ইয়েস’ অপশন নির্বাচন করলে এক্সের হোম পেজে নিয়ে যাওয়া হবে। তবে অ্যাকাউন্টের পোস্ট ও ফলোয়ার সম্পূর্ণভাবে লোড হতে কিছু সময় লাগবে।
ইহুদিরা সাদাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে বলে গত বুধবার এক্স প্ল্যাটফর্মের এক পোস্ট শেয়ার করে তার সঙ্গে একমত পোষণ করেন ইলন মাস্ক। ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ নামে যে ষড়যন্ত্র তত্ত্বের কথা পোস্টদাতা বলছিলেন, সেটাকে মাস্ক ‘প্রকৃত সত্য’ হিসেবে বর্ণনা করেন।
ওই ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী, ইহুদি জনগোষ্ঠী ও বামপন্থীরা মিলে সাদা মানুষদের সরিয়ে দিয়ে অশ্বেতাঙ্গ অভিবাসনের পুনর্বাসনের জন্য জাতিগত ও সাংস্কৃতিক নীলনকশা তৈরি করছে। এটাকে ‘শ্বেতাঙ্গ গণহত্যা’ বলা হয়।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৮ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৯ ঘণ্টা আগে