প্রযুক্তি ডেস্ক
শিশুদের মানসিক বিকাশের জন্য ছবি আঁকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞানী এবং শিশু বিশেষজ্ঞরা মনে করেন, আঁকাআঁকি শিশুর মস্তিষ্ক, বিশেষ করে সৃজনশীল চিন্তাভাবনার বিকাশের জন্য শক্তিশালী মাধ্যম। ছবি আঁকা শিশুদের যুক্তি শেখায়। এ ছাড়া স্থানিক কল্পনা ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার তুলনা ও বিকাশ করতে শেখায়। বিশ্বকে বুঝতে এবং তাদের নিজস্ব উপায়ে সেটি প্রকাশ করতে সহায়তা করে।
প্রযুক্তির এই দারুণ উৎকর্ষের সময়ে বাড়ির ছোট সদস্যটিও মোবাইল ফোন ব্যবহারে পিছিয়ে নেই। তবে শিশুটিকে যদি মোবাইল ফোন দিতেই হয়, তাহলে সেটিতে এমন কিছু রাখতে হবে, যা তাকে গ্যাজেটটির প্রতি আসক্ত না করে বরং নতুন জগতের সন্ধান দেবে। সে জন্য মোবাইল ফোনটিতে নামিয়ে নেওয়া যেতে পারে বেশ কিছু ছবি আঁকার অ্যাপস, যা শিশুদের আঁকার প্রতি মনোযোগী করে তুলবে।
শিশুদের নানান রকম রঙের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আরভি অ্যাপ স্টুডিও ডেভেলপ করেছে কালারিং গেমস নামের অ্যাপ।
সহজ কথায় বলা যায়, রং চেনা ও রং করার অ্যাপটি শিশুর জন্য ডিজিটাল ক্যানভাস হিসেবে কাজ করবে। ফান পেইন্ট, কালার ফিল, ড্রইং, গ্লোপেন, নম্বর পেইন্ট ইত্যাদি মজার গেম রয়েছে এই অ্যাপে। তুলি ও ড্রইং পেপারের বদলে টাচ স্ক্রিন এবং আঙুলের সাহায্যে অ্যানিমেটেড নানান ছবি রং করার সুবিধা আছে এতে। ১০০টির বেশি ছবি দেওয়া আছে রং করার জন্য। ছবির কোথায় কোন রং দিতে হবে, তার আলাদা আলাদা নম্বর দেওয়া থাকে এবং সেই নম্বরের রং দিয়ে ছবিতে রং করতে হয়।
তাই রং করার পাশাপাশি সংখ্যা চেনার পাঠের একটি পরীক্ষাও হয়ে যাবে। খালি পেজে শিশুরা নিজের ইচ্ছেমতো আঁকতে ও রং করতে পারবে। তাদের আঁকা ও রং করা মাস্টারপিস ছবিগুলো বাঁধাই করে ঝুলিয়েও রাখতে পারবে।
গাঢ় প্রেক্ষাপটের ওপর উজ্জ্বল রং দিয়ে ছবি আঁকা অ্যাপটির আরেক বিশেষ বৈশিষ্ট্য। এর মনকাড়া গ্রাফিকস ও শব্দশৈলী শিশুদের মন জয় করে নেবে সহজে। অ্যাপটির বিজ্ঞাপনবিহীন ফুল ভার্সন প্লে ও অ্যাপ স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে।
এ রকম আরেকটি অ্যাপ্লিকেশন হলো হাউ টু ড্র-ইজি লেসন।এটি ব্যবহার করে স্মার্টফোনেই জেনে নেওয়া যাবে ছবি আঁকার অনেক কিছু। স্কেচ নামের আরও একটি সহজ অ্যাপ আছে ছবি আঁকার। মাইক্রোসফট পেইন্টের মোটামুটি সব অপশন এখানে রয়েছে। সঙ্গে আরও কিছু মজার টুলসও আছে।কার্টুন আঁকার জন্য অ্যাপটি অসাধারণ সব অভিজ্ঞতা দেবে।
শিশুদের মানসিক বিকাশের জন্য ছবি আঁকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞানী এবং শিশু বিশেষজ্ঞরা মনে করেন, আঁকাআঁকি শিশুর মস্তিষ্ক, বিশেষ করে সৃজনশীল চিন্তাভাবনার বিকাশের জন্য শক্তিশালী মাধ্যম। ছবি আঁকা শিশুদের যুক্তি শেখায়। এ ছাড়া স্থানিক কল্পনা ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার তুলনা ও বিকাশ করতে শেখায়। বিশ্বকে বুঝতে এবং তাদের নিজস্ব উপায়ে সেটি প্রকাশ করতে সহায়তা করে।
প্রযুক্তির এই দারুণ উৎকর্ষের সময়ে বাড়ির ছোট সদস্যটিও মোবাইল ফোন ব্যবহারে পিছিয়ে নেই। তবে শিশুটিকে যদি মোবাইল ফোন দিতেই হয়, তাহলে সেটিতে এমন কিছু রাখতে হবে, যা তাকে গ্যাজেটটির প্রতি আসক্ত না করে বরং নতুন জগতের সন্ধান দেবে। সে জন্য মোবাইল ফোনটিতে নামিয়ে নেওয়া যেতে পারে বেশ কিছু ছবি আঁকার অ্যাপস, যা শিশুদের আঁকার প্রতি মনোযোগী করে তুলবে।
শিশুদের নানান রকম রঙের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আরভি অ্যাপ স্টুডিও ডেভেলপ করেছে কালারিং গেমস নামের অ্যাপ।
সহজ কথায় বলা যায়, রং চেনা ও রং করার অ্যাপটি শিশুর জন্য ডিজিটাল ক্যানভাস হিসেবে কাজ করবে। ফান পেইন্ট, কালার ফিল, ড্রইং, গ্লোপেন, নম্বর পেইন্ট ইত্যাদি মজার গেম রয়েছে এই অ্যাপে। তুলি ও ড্রইং পেপারের বদলে টাচ স্ক্রিন এবং আঙুলের সাহায্যে অ্যানিমেটেড নানান ছবি রং করার সুবিধা আছে এতে। ১০০টির বেশি ছবি দেওয়া আছে রং করার জন্য। ছবির কোথায় কোন রং দিতে হবে, তার আলাদা আলাদা নম্বর দেওয়া থাকে এবং সেই নম্বরের রং দিয়ে ছবিতে রং করতে হয়।
তাই রং করার পাশাপাশি সংখ্যা চেনার পাঠের একটি পরীক্ষাও হয়ে যাবে। খালি পেজে শিশুরা নিজের ইচ্ছেমতো আঁকতে ও রং করতে পারবে। তাদের আঁকা ও রং করা মাস্টারপিস ছবিগুলো বাঁধাই করে ঝুলিয়েও রাখতে পারবে।
গাঢ় প্রেক্ষাপটের ওপর উজ্জ্বল রং দিয়ে ছবি আঁকা অ্যাপটির আরেক বিশেষ বৈশিষ্ট্য। এর মনকাড়া গ্রাফিকস ও শব্দশৈলী শিশুদের মন জয় করে নেবে সহজে। অ্যাপটির বিজ্ঞাপনবিহীন ফুল ভার্সন প্লে ও অ্যাপ স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে।
এ রকম আরেকটি অ্যাপ্লিকেশন হলো হাউ টু ড্র-ইজি লেসন।এটি ব্যবহার করে স্মার্টফোনেই জেনে নেওয়া যাবে ছবি আঁকার অনেক কিছু। স্কেচ নামের আরও একটি সহজ অ্যাপ আছে ছবি আঁকার। মাইক্রোসফট পেইন্টের মোটামুটি সব অপশন এখানে রয়েছে। সঙ্গে আরও কিছু মজার টুলসও আছে।কার্টুন আঁকার জন্য অ্যাপটি অসাধারণ সব অভিজ্ঞতা দেবে।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
৯ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগে