Ajker Patrika

বাজারে আসছে নাথিং ফোন!

বাজারে আসছে নাথিং ফোন!

নাথিং ফোন কোনো ব্র্যান্ডের নাম হতে পারে? হ্যাঁ হতে পারে এবং হয়েছেও। বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান প্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই তাঁর আগের প্রতিষ্ঠান ছেড়ে শুরু করেছেন নতুন উদ্যোগ। আর তাঁর নতুন উদ্যোগের নাম নাথিং ফোন। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ জুন ভারতে নাথিং ফোন তাদের প্রথম ফোন বাজারে ছেড়েছে। দারুণ ডিজাইন ও আউটলুক নিয়ে বাজারে আসছে বলে দাবি প্রতিষ্ঠানটির। 

অনেকটা আইফোনের মতো শার্প এজড এই ফোনটি দেখতে স্বচ্ছ। প্রতিষ্ঠানটির দাবি, বাজারে নতুন কিছু আনার দর্শন থেকেই এমন ফোনের এমন নকশা করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। ফোনটিতে রাখা হয়েছে দুটি ক্যামেরা। এ ছাড়া এর স্বচ্ছ আবরণের কারণে ফোনটির ভেতরে থাকা সব নাট-স্ক্রু দেখা যাবে বাইরে থেকে। 

এই ফোনটির একটি দারুণ ফিচার হলো—ফোনটির ব্যাক পার্টে নোটিফিকেশন জানান দিতে রাখা হয়েছে এলইডি লাইট। নাথিং ফোন কর্তৃপক্ষ এই এলইডি লাইটের নাম রেখেছে, গ্লিফ ইন্টারফেস। ফোনটিতে নোটিফিকেশন আসা মাত্র পেছনের এই এলইডি লাইটটি জ্বলে উঠবে। আবার এই ফোনটিকে যখন কোনো ওয়ারলেস চার্জার দিয়ে চার্জ করা হবে তখনো এই এলইডি লাইটটি জ্বলে উঠবে। এ ছাড়া প্রতিবার ছবি তোলার সময়ও এই এলইডি লাইটি জ্বলবে জানানো হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। 

এ ছাড়া, ফোনটির ব্যাক পার্টের নিচের দিকে রয়েছে আরও একটি ছোট এলইডি লাইট। যখন কোনো ব্যবহারকারী তারযুক্ত চার্জার দিয়ে ফোনটি চার্জ করবেন তখন নিচের ছোট এলইডি লাইটটি জ্বলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত