আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা পর চীনের জন্য সাশ্রয়ী মূল্যের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে আনতে যাচ্ছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির সর্বশেষ ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের আওতায় নির্মিত এই নতুন জিপিইউ বা গ্রাফিকস প্রসেসিং ইউনিটটির দাম পড়বে ৬ হাজার ৫০০ থেকে ৮ হাজার মার্কিন ডলারের মধ্যে, যা এইচ ২০ মডেলের ১০ হাজার থেকে ১২ হাজার ডলার দামের চেয়ে অনেক কম।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, নতুন এই চিপটির উৎপাদন জুন মাস থেকেই শুরু হতে পারে। এটি হবে আরটিএক্স প্রো ৬০০০ডি ভিত্তিক একটি সার্ভার ক্লাস জিপিইউ। নিষেধাজ্ঞা এড়াতে এখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন এইচবিএম বা হাই ব্যান্ডউইথ মেমোরির পরিবর্তে ব্যবহৃত হবে জিডিডিআর ৭ মেমোরি প্রযুক্তি। এ ছাড়া, এটি তৈরিতে ব্যবহৃত হবে না টিএসএমসি এর উন্নত ‘চিপ-ওন-ওয়েফর-ওন সাবস্ট্রেট’ প্যাকেজিং প্রযুক্তিও।
মূল্য কম রাখার পেছনে চিপটির কম শক্তিশালী স্পেসিফিকেশন এবং সহজ উৎপাদন প্রক্রিয়া অন্যতম কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই প্রতিবেদনের জন্য রয়টার্সের সঙ্গে কথা বলা তিনটি সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন, কারণ তারা গণমাধ্যমে কথা বলার অনুমতি পাননি।
এনভিডিয়ার এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি এখনো তাদের সীমিত কিছু বিকল্প পর্যালোচনা করছে। নতুন ডিজাইনের অনুমোদন না পাওয়া পর্যন্ত চীনের ৫০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার বাজার আমাদের জন্য কার্যত বন্ধ।
চীন এখনো এনভিডিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক বছরে চীন থেকে এসেছে মোট বিক্রির প্রায় ১৩ শতাংশ। তবে মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার ফলে এনভিডিয়া এখন চীনে আগের মতো বাজার দখল রাখতে পারছে না। ২০২২ সালের আগে যেখানে কোম্পানিটি প্রায় ৯৫ শতাংশ বাজার নিয়ন্ত্রণ করত, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫০ শতাংশে।
চিপটির চূড়ান্ত নাম এখনো নির্ধারিত না হলেও, চীনা ব্রোকারেজ প্রতিষ্ঠান জিএফ সিকিউরিটিজ জানায়, এটি ‘৬০০০ ডি’ অথবা ‘বি ৪০’ নামে বাজারে আসতে পারে।
আরও একটি নতুন ব্ল্যাকওয়েলভিত্তিক চিপের কাজও করছে এনভিডিয়া, যার উৎপাদন সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে বলে জানা গেছে।
অন্যদিকে, উৎপাদন প্রক্রিয়ায় সম্পৃক্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি সরবরাহকারী একটি প্রতিষ্ঠান এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
প্রসঙ্গত, এইচ ২০ মডেল নিষিদ্ধ হওয়ার পর এনভিডিয়া প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের চিপ স্টক বাতিল করে এবং ১৫ বিলিয়ন ডলারের সম্ভাব্য বিক্রি থেকে পিছিয়ে যায়।
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী, জিপিইউ মেমোরি ব্যান্ডউইথের সীমা নির্ধারণ করা হয়েছে প্রতি সেকেন্ডে ১ দশমিক ৭ থেকে ১ দশমিক ৮ টেরাবাইট। যেখানে ইইচ ২০-এর ক্ষমতা ছিল ৪ টেরাবাইট। জিএফ সিকিউরিটিজের মতে, নতুন চিপটি ঠিক ১ দশমিক ৭ টেরাবাইট পারফরম্যান্স দেবে, যা নিষেধাজ্ঞার সীমার মধ্যে থাকে।
চীনে এনভিডিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন হুয়াওয়ে, যারা উৎপাদন করছে অ্যাসেন্ড ৯১০বি চিপ। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং সতর্ক করেছেন, রপ্তানি বিধিনিষেধ চালু থাকলে, চীনের আরও গ্রাহক হুয়াওয়ের চিপেই ঝুঁকবে।
যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা পর চীনের জন্য সাশ্রয়ী মূল্যের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে আনতে যাচ্ছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির সর্বশেষ ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের আওতায় নির্মিত এই নতুন জিপিইউ বা গ্রাফিকস প্রসেসিং ইউনিটটির দাম পড়বে ৬ হাজার ৫০০ থেকে ৮ হাজার মার্কিন ডলারের মধ্যে, যা এইচ ২০ মডেলের ১০ হাজার থেকে ১২ হাজার ডলার দামের চেয়ে অনেক কম।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, নতুন এই চিপটির উৎপাদন জুন মাস থেকেই শুরু হতে পারে। এটি হবে আরটিএক্স প্রো ৬০০০ডি ভিত্তিক একটি সার্ভার ক্লাস জিপিইউ। নিষেধাজ্ঞা এড়াতে এখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন এইচবিএম বা হাই ব্যান্ডউইথ মেমোরির পরিবর্তে ব্যবহৃত হবে জিডিডিআর ৭ মেমোরি প্রযুক্তি। এ ছাড়া, এটি তৈরিতে ব্যবহৃত হবে না টিএসএমসি এর উন্নত ‘চিপ-ওন-ওয়েফর-ওন সাবস্ট্রেট’ প্যাকেজিং প্রযুক্তিও।
মূল্য কম রাখার পেছনে চিপটির কম শক্তিশালী স্পেসিফিকেশন এবং সহজ উৎপাদন প্রক্রিয়া অন্যতম কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই প্রতিবেদনের জন্য রয়টার্সের সঙ্গে কথা বলা তিনটি সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন, কারণ তারা গণমাধ্যমে কথা বলার অনুমতি পাননি।
এনভিডিয়ার এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি এখনো তাদের সীমিত কিছু বিকল্প পর্যালোচনা করছে। নতুন ডিজাইনের অনুমোদন না পাওয়া পর্যন্ত চীনের ৫০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার বাজার আমাদের জন্য কার্যত বন্ধ।
চীন এখনো এনভিডিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক বছরে চীন থেকে এসেছে মোট বিক্রির প্রায় ১৩ শতাংশ। তবে মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার ফলে এনভিডিয়া এখন চীনে আগের মতো বাজার দখল রাখতে পারছে না। ২০২২ সালের আগে যেখানে কোম্পানিটি প্রায় ৯৫ শতাংশ বাজার নিয়ন্ত্রণ করত, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫০ শতাংশে।
চিপটির চূড়ান্ত নাম এখনো নির্ধারিত না হলেও, চীনা ব্রোকারেজ প্রতিষ্ঠান জিএফ সিকিউরিটিজ জানায়, এটি ‘৬০০০ ডি’ অথবা ‘বি ৪০’ নামে বাজারে আসতে পারে।
আরও একটি নতুন ব্ল্যাকওয়েলভিত্তিক চিপের কাজও করছে এনভিডিয়া, যার উৎপাদন সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে বলে জানা গেছে।
অন্যদিকে, উৎপাদন প্রক্রিয়ায় সম্পৃক্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি সরবরাহকারী একটি প্রতিষ্ঠান এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
প্রসঙ্গত, এইচ ২০ মডেল নিষিদ্ধ হওয়ার পর এনভিডিয়া প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের চিপ স্টক বাতিল করে এবং ১৫ বিলিয়ন ডলারের সম্ভাব্য বিক্রি থেকে পিছিয়ে যায়।
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী, জিপিইউ মেমোরি ব্যান্ডউইথের সীমা নির্ধারণ করা হয়েছে প্রতি সেকেন্ডে ১ দশমিক ৭ থেকে ১ দশমিক ৮ টেরাবাইট। যেখানে ইইচ ২০-এর ক্ষমতা ছিল ৪ টেরাবাইট। জিএফ সিকিউরিটিজের মতে, নতুন চিপটি ঠিক ১ দশমিক ৭ টেরাবাইট পারফরম্যান্স দেবে, যা নিষেধাজ্ঞার সীমার মধ্যে থাকে।
চীনে এনভিডিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন হুয়াওয়ে, যারা উৎপাদন করছে অ্যাসেন্ড ৯১০বি চিপ। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং সতর্ক করেছেন, রপ্তানি বিধিনিষেধ চালু থাকলে, চীনের আরও গ্রাহক হুয়াওয়ের চিপেই ঝুঁকবে।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১৭ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১৭ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১৭ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১৯ ঘণ্টা আগে