নওরোজ চৌধুরী
মোবাইল ফোনে ফ্রি ফায়ার, পাবজির মতো ব্যাটল রয়্যাল গেম বেশি খেলা হলেও রেসিং গেমের জনপ্রিয়তা এখনো আকাশছোঁয়া। আগে হাই কনফিগারেশনের গেমিং কম্পিউটার ছাড়া ভালো গ্রাফিকসের রেসিং গেম খেলা যেত না। মোবাইল ফোনে খেলার জন্য প্রথম জনপ্রিয় হওয়া গেমগুলোর বেশির ভাগই রেসিং গেম।এখন সস্তার অ্যান্ড্রয়েড ফোন সেটেও দুর্দান্ত রেসিং গেম খেলা সম্ভব। আপনিও যদি হন গেমিংয়ের পোকা, তাহলে অ্যান্ড্রয়েড ফোনের সেরা রেসিং গেমগুলো দেখে নিন। এগুলোর মধ্যে বেশির ভাগ গেম বিনা মূল্যে খেলা যাবে।
অ্যাসফল্ট ৯: লিজেন্ডস
অ্যাসফল্ট সিরিজের এ গেম মোবাইল গেমের জগতে একটি জনপ্রিয় রেসিং গেম। ফোর্জা হরাইজন টাইটেলের মতো একই অনুভূতি দিতে পারে এ গেম। দ্রুতগতির লাইসেন্স গাড়ি, যেমন ফেরারি, পোরশে, ল্যাম্বরগিনি ইত্যাদি নিয়ে এই গেমে রেসিং করতে পারবেন খেলোয়াড়েরা। অটো ও ম্যানুয়াল—দুই রেসিং কন্ট্রোলেই গেমটি খেলা যাবে। রয়েছে কেরিয়ার মুড, যাতে মোট ৬০টি সময়কাল পাওয়া যায়।
গ্র্যান্ড প্রিক্স স্টোরি
রেসিং গেমের জন্য গ্র্যান্ড প্রিক্স স্টোরি যদি ম্যানেজার মুডে চলে যায়, তাহলে কেমন হবে একবার ভেবে দেখুন। এই গেমে আপনার জয়ের কারিগর হতে পারে কিউট এবং পিক্সেলেটেড ড্রাইভাররা। মোবাইল প্ল্যাটফর্ম যাতে আপনাকে বোকা বানাতে না পারে, তাই এই গেমে রয়েছে ইন-ডেপথ কোচিং সিস্টেম। এর সাহায্যে আপনি একটি রিল্যাক্সিং হ্যান্ডস-অফ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। ড্রাইভারদের প্রশিক্ষিত করে স্পনসর জোগাড় করলে এবং তার সঙ্গেই আবার যানবাহন আপগ্রেডেশন করলে আপনার জন্য ভবিষ্যতে বড় সুযোগ তৈরি করে দিতে পারে এই গেম।
রিয়েল রেসিং ৩
বাস্তব দুনিয়ার মতো গ্রাফিকসে রেসিং গেম খেলতে চাইলে মোবাইল ফোনে ডাউনলোড করুন রিয়েল রেসিং ৩। মোবাইল রেসিং দুনিয়ার অন্যতম জনপ্রিয় গেম এটি। এই গেমে এক শর বেশি গাড়ি নিয়ে টান টান রেসিংয়ের মজা নিতে পারবেন। এ ছাড়া রয়েছে দুই হাজারের বেশি ইভেন্ট। এই গেমে বিভিন্ন ধরনের রেসিং করা যায়।
সিএসআর রেসিং ২
গেমিং দুনিয়ার অন্যতম জনপ্রিয় নাম সিএসআর রেসিং ২। এই গেমে ড্র্যাগ রেসিংয়ের মজা নিতে পারবেন। নতুন গাড়ি কেনার সঙ্গেই আপগ্রেড ইনস্টল করা যাবে। তারপর শুরু হবে রেসিং। ক্যাম্পেইন মুডে একাধিক রেসে অংশ নেওয়া যাবে। এ ছাড়া চাইলে অন্যান্য গেমারের বিরুদ্ধে রেস করা যাবে এতে। এর গ্রাফিকস দুর্দান্ত। সঙ্গে রয়েছে অনেক গাড়ি সংগ্রহ করার সুযোগ।
গ্রিড: অটোস্পোর্ট
এই গেমের ডেভেলপার কোডমাস্টার যেন গ্রিড অটোস্পোর্টের জন্য প্রথাগত রেসিং এলিমেন্ট ফিরিয়ে এনেছে। অনলাইন মাল্টিপ্লেয়ার থেকে অফলাইন ক্যারিয়ার মুডসহ একটা বিস্তৃত লেভেলের রেঞ্জে প্লেয়াররা প্রতিযোগিতা করতে পারবেন এতে। ১০০টি গাড়ি ও সার্কিটের মধ্যে প্রতিযোগিতা হবে। দুর্গম রাস্তায় কীভাবে গাড়ি চালানো যেতে পারে, তা নিয়েই মূলত গেমটি।
মারিও কার্ট ট্যুর
এই গেমে আপনাকে ৫০ শতাংশই এআই বোটের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। তবে মারিও কার্ট অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য এর থেকে ভালো বিকল্প আর কিছু নেই। মারিও কার্ট ট্যুরে নিনটেন্ডো ক্ল্যাসিক ট্র্যাক নতুন করে ঢেলে সাজিয়েছে, যাতে মোবাইল হার্ডওয়্যারের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হয়। মারিও ইউনিভার্স ক্যারেক্টারগুলোর একটি বড় অংশ তুলে ধরা হয়েছে গেমটিতে। রস্টারও বেশ বড়ই থাকছে।
মোবাইল ফোনে ফ্রি ফায়ার, পাবজির মতো ব্যাটল রয়্যাল গেম বেশি খেলা হলেও রেসিং গেমের জনপ্রিয়তা এখনো আকাশছোঁয়া। আগে হাই কনফিগারেশনের গেমিং কম্পিউটার ছাড়া ভালো গ্রাফিকসের রেসিং গেম খেলা যেত না। মোবাইল ফোনে খেলার জন্য প্রথম জনপ্রিয় হওয়া গেমগুলোর বেশির ভাগই রেসিং গেম।এখন সস্তার অ্যান্ড্রয়েড ফোন সেটেও দুর্দান্ত রেসিং গেম খেলা সম্ভব। আপনিও যদি হন গেমিংয়ের পোকা, তাহলে অ্যান্ড্রয়েড ফোনের সেরা রেসিং গেমগুলো দেখে নিন। এগুলোর মধ্যে বেশির ভাগ গেম বিনা মূল্যে খেলা যাবে।
অ্যাসফল্ট ৯: লিজেন্ডস
অ্যাসফল্ট সিরিজের এ গেম মোবাইল গেমের জগতে একটি জনপ্রিয় রেসিং গেম। ফোর্জা হরাইজন টাইটেলের মতো একই অনুভূতি দিতে পারে এ গেম। দ্রুতগতির লাইসেন্স গাড়ি, যেমন ফেরারি, পোরশে, ল্যাম্বরগিনি ইত্যাদি নিয়ে এই গেমে রেসিং করতে পারবেন খেলোয়াড়েরা। অটো ও ম্যানুয়াল—দুই রেসিং কন্ট্রোলেই গেমটি খেলা যাবে। রয়েছে কেরিয়ার মুড, যাতে মোট ৬০টি সময়কাল পাওয়া যায়।
গ্র্যান্ড প্রিক্স স্টোরি
রেসিং গেমের জন্য গ্র্যান্ড প্রিক্স স্টোরি যদি ম্যানেজার মুডে চলে যায়, তাহলে কেমন হবে একবার ভেবে দেখুন। এই গেমে আপনার জয়ের কারিগর হতে পারে কিউট এবং পিক্সেলেটেড ড্রাইভাররা। মোবাইল প্ল্যাটফর্ম যাতে আপনাকে বোকা বানাতে না পারে, তাই এই গেমে রয়েছে ইন-ডেপথ কোচিং সিস্টেম। এর সাহায্যে আপনি একটি রিল্যাক্সিং হ্যান্ডস-অফ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। ড্রাইভারদের প্রশিক্ষিত করে স্পনসর জোগাড় করলে এবং তার সঙ্গেই আবার যানবাহন আপগ্রেডেশন করলে আপনার জন্য ভবিষ্যতে বড় সুযোগ তৈরি করে দিতে পারে এই গেম।
রিয়েল রেসিং ৩
বাস্তব দুনিয়ার মতো গ্রাফিকসে রেসিং গেম খেলতে চাইলে মোবাইল ফোনে ডাউনলোড করুন রিয়েল রেসিং ৩। মোবাইল রেসিং দুনিয়ার অন্যতম জনপ্রিয় গেম এটি। এই গেমে এক শর বেশি গাড়ি নিয়ে টান টান রেসিংয়ের মজা নিতে পারবেন। এ ছাড়া রয়েছে দুই হাজারের বেশি ইভেন্ট। এই গেমে বিভিন্ন ধরনের রেসিং করা যায়।
সিএসআর রেসিং ২
গেমিং দুনিয়ার অন্যতম জনপ্রিয় নাম সিএসআর রেসিং ২। এই গেমে ড্র্যাগ রেসিংয়ের মজা নিতে পারবেন। নতুন গাড়ি কেনার সঙ্গেই আপগ্রেড ইনস্টল করা যাবে। তারপর শুরু হবে রেসিং। ক্যাম্পেইন মুডে একাধিক রেসে অংশ নেওয়া যাবে। এ ছাড়া চাইলে অন্যান্য গেমারের বিরুদ্ধে রেস করা যাবে এতে। এর গ্রাফিকস দুর্দান্ত। সঙ্গে রয়েছে অনেক গাড়ি সংগ্রহ করার সুযোগ।
গ্রিড: অটোস্পোর্ট
এই গেমের ডেভেলপার কোডমাস্টার যেন গ্রিড অটোস্পোর্টের জন্য প্রথাগত রেসিং এলিমেন্ট ফিরিয়ে এনেছে। অনলাইন মাল্টিপ্লেয়ার থেকে অফলাইন ক্যারিয়ার মুডসহ একটা বিস্তৃত লেভেলের রেঞ্জে প্লেয়াররা প্রতিযোগিতা করতে পারবেন এতে। ১০০টি গাড়ি ও সার্কিটের মধ্যে প্রতিযোগিতা হবে। দুর্গম রাস্তায় কীভাবে গাড়ি চালানো যেতে পারে, তা নিয়েই মূলত গেমটি।
মারিও কার্ট ট্যুর
এই গেমে আপনাকে ৫০ শতাংশই এআই বোটের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। তবে মারিও কার্ট অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য এর থেকে ভালো বিকল্প আর কিছু নেই। মারিও কার্ট ট্যুরে নিনটেন্ডো ক্ল্যাসিক ট্র্যাক নতুন করে ঢেলে সাজিয়েছে, যাতে মোবাইল হার্ডওয়্যারের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হয়। মারিও ইউনিভার্স ক্যারেক্টারগুলোর একটি বড় অংশ তুলে ধরা হয়েছে গেমটিতে। রস্টারও বেশ বড়ই থাকছে।
অ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
৬ ঘণ্টা আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
৭ ঘণ্টা আগে