অনলাইন ডেস্ক
মাইক্রোসফট তাদের এআই সহকারী ‘কোপাইলট’-এ যুক্ত করল নতুন এক ফিচার। এর ফলে লেখার পাশাপাশি ব্যবহারকারীর বর্ণনা অনুযায়ী ছবি তৈরি করে দিতে পারবে কোপাইলট। সর্বশেষ জিপিটি-৪ও মডেলের সাহায্যে এবার মাইক্রোসফট ৩৬৫-এর ওয়ার্ড, এক্সেল ও আউটলুকে বসেই তৈরি করা যাবে চোখধাঁধানো গ্রাফিকস বা বাস্তবভিত্তিক ছবি।
সোমবার এক ঘোষণায় মাইক্রোসফট জানায়, কোপাইলটে এই আপডেটের ফলে ব্যবহারকারীরা সরাসরি প্রম্পট দিয়ে ছবি তৈরি করতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নথিপত্রে, উপস্থাপনায় কিংবা ই-মেইলে যুক্ত করতে পারবেন নিজের পছন্দমতো ছবি কোনো আলাদা ডিজাইন টুল ছাড়াই।
মাইক্রোসফট কোপাইলট কী
মাইক্রোসফট ৩৬৫-এর অংশ হিসেবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক ও টিমসের মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশনে যুক্ত করা হয়েছে এই এআই সহকারী। এটি বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন—নথি তৈরি, ডেটা বিশ্লেষণ, উপস্থাপনা বানানো, ই-মেইল ও মিটিং ব্যবস্থাপনা। নতুন আপডেটের ফলে এখন থেকে ছবি তৈরিও করবে কোপাইলট।
কোপাইলটের ইমেজ জেনারেটরে যে সুবিধা পাওয়া যাবে
জিপিটি-৪ও মডেল ব্যবহারে কোপাইলট এখন আরও উন্নতমানের ছবি তৈরি করতে পারবে। ব্যবহারকারীর লিখিত বর্ণনা অনুযায়ী তৈরি হবে বাস্তবভিত্তিক চিত্র, গ্রাফিকস, ইলাস্ট্রেশন। এমনকি বিদ্যমান ছবিতেও পরিবর্তন আনা যাবে, স্টাইল বদলানো যাবে এবং ছবিতে টেক্সট যুক্ত করা যাবে সহজেই।
প্রথমে শুধু ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য চালু হলেও এখন সাধারণ ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন।
এদিকে, মাইক্রোসফট ডিজাইনার ও ইমেজ ক্রিয়েটরের মতো অন্য সৃষ্টিশীল টুলগুলো এখনো আগের ডাল-ই মডেল ব্যবহার করছে। সেখানে জিপিটি-৪ও ব্যবহার করে কোপাইলট আরও দ্রুত এবং নিখুঁত ছবি দিতে পারবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
এই আপডেটের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে গুগলের জেমিনি কিংবা ওপেনএআইয়ের অন্যান্য সেবার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায় মাইক্রোসফট।
তথ্যসূত্র: সিনেট
মাইক্রোসফট তাদের এআই সহকারী ‘কোপাইলট’-এ যুক্ত করল নতুন এক ফিচার। এর ফলে লেখার পাশাপাশি ব্যবহারকারীর বর্ণনা অনুযায়ী ছবি তৈরি করে দিতে পারবে কোপাইলট। সর্বশেষ জিপিটি-৪ও মডেলের সাহায্যে এবার মাইক্রোসফট ৩৬৫-এর ওয়ার্ড, এক্সেল ও আউটলুকে বসেই তৈরি করা যাবে চোখধাঁধানো গ্রাফিকস বা বাস্তবভিত্তিক ছবি।
সোমবার এক ঘোষণায় মাইক্রোসফট জানায়, কোপাইলটে এই আপডেটের ফলে ব্যবহারকারীরা সরাসরি প্রম্পট দিয়ে ছবি তৈরি করতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নথিপত্রে, উপস্থাপনায় কিংবা ই-মেইলে যুক্ত করতে পারবেন নিজের পছন্দমতো ছবি কোনো আলাদা ডিজাইন টুল ছাড়াই।
মাইক্রোসফট কোপাইলট কী
মাইক্রোসফট ৩৬৫-এর অংশ হিসেবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক ও টিমসের মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশনে যুক্ত করা হয়েছে এই এআই সহকারী। এটি বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন—নথি তৈরি, ডেটা বিশ্লেষণ, উপস্থাপনা বানানো, ই-মেইল ও মিটিং ব্যবস্থাপনা। নতুন আপডেটের ফলে এখন থেকে ছবি তৈরিও করবে কোপাইলট।
কোপাইলটের ইমেজ জেনারেটরে যে সুবিধা পাওয়া যাবে
জিপিটি-৪ও মডেল ব্যবহারে কোপাইলট এখন আরও উন্নতমানের ছবি তৈরি করতে পারবে। ব্যবহারকারীর লিখিত বর্ণনা অনুযায়ী তৈরি হবে বাস্তবভিত্তিক চিত্র, গ্রাফিকস, ইলাস্ট্রেশন। এমনকি বিদ্যমান ছবিতেও পরিবর্তন আনা যাবে, স্টাইল বদলানো যাবে এবং ছবিতে টেক্সট যুক্ত করা যাবে সহজেই।
প্রথমে শুধু ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য চালু হলেও এখন সাধারণ ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন।
এদিকে, মাইক্রোসফট ডিজাইনার ও ইমেজ ক্রিয়েটরের মতো অন্য সৃষ্টিশীল টুলগুলো এখনো আগের ডাল-ই মডেল ব্যবহার করছে। সেখানে জিপিটি-৪ও ব্যবহার করে কোপাইলট আরও দ্রুত এবং নিখুঁত ছবি দিতে পারবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
এই আপডেটের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে গুগলের জেমিনি কিংবা ওপেনএআইয়ের অন্যান্য সেবার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায় মাইক্রোসফট।
তথ্যসূত্র: সিনেট
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে