অলকানন্দা রায়
আজকাল ফোন ব্যবহার করে না এমন কেউ নেই। হররোজ ব্যবহার করতে করতে ফোনের সঙ্গেই গড়ে ওঠে সখ্য। সেই ফোন যদি একদিন হারিয়ে যায় কিংবা হয় চুরি, মন খারাপ তো হয়ই, হয় নানা রকম ক্ষতিও। প্রিয় ফোনটি হারিয়ে গেলে বা চুরি হলেও যাতে ফিরে পাওয়া যায় এবং ব্যক্তিগত তথ্য হারিয়ে যাওয়ার ক্ষতির হাত থেকে বাঁচা যায়, তার জন্য আছে কিছু উপায়। ফোন হারালে করনীয়:
আপনার ফোনকল
একটি ফোন হারিয়ে গেলে সেই ফোন খোঁজার সহজ উপায় হলো, অন্য ফোন থেকে নিজ ফোন নম্বরে কল করা। একটি কম্পিউটার থেকে আপনার নম্বর ডায়াল করতে ‘হয়ার মাই সেল ফোন ডটকম’ বা ফ্রি কল ডটকমের মতো বিনা মূল্যের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।
নিরাপত্তা
যাঁরা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা ব্যক্তিগত অনেক ছবি, ডকুমেন্টসহ অন্যান্য যেসব তথ্য জমা রাখেন তা হারিয়ে গেলে সমস্যা অনেক। এ সমস্যা থেকে বাঁচতে গুগল দিয়েছে ‘সিকিউর ডিভাইস’ ফিচার। মোবাইলের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারলে এই ফিচারের সাহায্যে খুব সহজেই মোবাইল ফোন পুরোপুরি লক করে ফেলা যায়। ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকলে এটি কার্যকরী হয়। ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত না থাকলে যখনই সংযুক্ত হবে, তখনই ফিচারটি কার্যকর হবে। ফলে মোবাইলটি আর কেউ ব্যবহার করতে পারবে না। এই ফিচারের সাহায্যে সহজেই মোবাইলের লক স্ক্রিনে আপনার তরফ থেকে একটি মেসেজ দিয়ে রাখতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১০০টি বর্ণ লিখতে পারবেন। হারানো মোবাইলটি যতবারই কেউ চালু করবে, সে এই মেসেজ দেখবে। একই সঙ্গে আপনার মোবাইল নম্বরও দিয়ে দিতে পারেন।
অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পাওয়ার উপায়
একটি হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট খুঁজে পাওয়ার সহজ উপায় হলো ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি ব্যবহার করা। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। অ্যাপটির ফাইন্ড মাই ডিভাইস অপশনটি হারানো ফোন খুঁজে দেবে।
গুগলের এই সার্ভিসে ফোনে বেশ কয়েকটি অপশন চালু রাখতে হয়। প্রথমে নিজস্ব গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। আপনার একাধিক ফোন থাকলে স্ক্রিনের ওপরের লস্ট ফোন বাটনে ক্লিক করুন। হারিয়ে যাওয়া ফোনে একাধিক ইউজার প্রোফাইল থাকলে মূল প্রোফাইলের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। তাহলে হারিয়ে যাওয়া ফোনটিতে একটি নোটিফিকেশন আসবে। যদি ফোনটি গুগলের সঙ্গে যুক্ত থাকে তাহলে গুগল ডট কম অপশনটিতে গিয়ে ফাইন্ড মাই ফোন অপশনে সার্চ করে ফোনটি খুঁজে বের করা বা রিমোটলি ফোনের রিং অন করা যাবে।
সূত্র: বিভিন্ন ওয়েবসাইট
প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন:
আজকাল ফোন ব্যবহার করে না এমন কেউ নেই। হররোজ ব্যবহার করতে করতে ফোনের সঙ্গেই গড়ে ওঠে সখ্য। সেই ফোন যদি একদিন হারিয়ে যায় কিংবা হয় চুরি, মন খারাপ তো হয়ই, হয় নানা রকম ক্ষতিও। প্রিয় ফোনটি হারিয়ে গেলে বা চুরি হলেও যাতে ফিরে পাওয়া যায় এবং ব্যক্তিগত তথ্য হারিয়ে যাওয়ার ক্ষতির হাত থেকে বাঁচা যায়, তার জন্য আছে কিছু উপায়। ফোন হারালে করনীয়:
আপনার ফোনকল
একটি ফোন হারিয়ে গেলে সেই ফোন খোঁজার সহজ উপায় হলো, অন্য ফোন থেকে নিজ ফোন নম্বরে কল করা। একটি কম্পিউটার থেকে আপনার নম্বর ডায়াল করতে ‘হয়ার মাই সেল ফোন ডটকম’ বা ফ্রি কল ডটকমের মতো বিনা মূল্যের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।
নিরাপত্তা
যাঁরা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা ব্যক্তিগত অনেক ছবি, ডকুমেন্টসহ অন্যান্য যেসব তথ্য জমা রাখেন তা হারিয়ে গেলে সমস্যা অনেক। এ সমস্যা থেকে বাঁচতে গুগল দিয়েছে ‘সিকিউর ডিভাইস’ ফিচার। মোবাইলের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারলে এই ফিচারের সাহায্যে খুব সহজেই মোবাইল ফোন পুরোপুরি লক করে ফেলা যায়। ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকলে এটি কার্যকরী হয়। ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত না থাকলে যখনই সংযুক্ত হবে, তখনই ফিচারটি কার্যকর হবে। ফলে মোবাইলটি আর কেউ ব্যবহার করতে পারবে না। এই ফিচারের সাহায্যে সহজেই মোবাইলের লক স্ক্রিনে আপনার তরফ থেকে একটি মেসেজ দিয়ে রাখতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১০০টি বর্ণ লিখতে পারবেন। হারানো মোবাইলটি যতবারই কেউ চালু করবে, সে এই মেসেজ দেখবে। একই সঙ্গে আপনার মোবাইল নম্বরও দিয়ে দিতে পারেন।
অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পাওয়ার উপায়
একটি হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট খুঁজে পাওয়ার সহজ উপায় হলো ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি ব্যবহার করা। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। অ্যাপটির ফাইন্ড মাই ডিভাইস অপশনটি হারানো ফোন খুঁজে দেবে।
গুগলের এই সার্ভিসে ফোনে বেশ কয়েকটি অপশন চালু রাখতে হয়। প্রথমে নিজস্ব গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। আপনার একাধিক ফোন থাকলে স্ক্রিনের ওপরের লস্ট ফোন বাটনে ক্লিক করুন। হারিয়ে যাওয়া ফোনে একাধিক ইউজার প্রোফাইল থাকলে মূল প্রোফাইলের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। তাহলে হারিয়ে যাওয়া ফোনটিতে একটি নোটিফিকেশন আসবে। যদি ফোনটি গুগলের সঙ্গে যুক্ত থাকে তাহলে গুগল ডট কম অপশনটিতে গিয়ে ফাইন্ড মাই ফোন অপশনে সার্চ করে ফোনটি খুঁজে বের করা বা রিমোটলি ফোনের রিং অন করা যাবে।
সূত্র: বিভিন্ন ওয়েবসাইট
প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন:
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৭ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১০ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১১ ঘণ্টা আগে