প্রযুক্তি ডেস্ক
মার্কিন প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান রিক্টর বিশ্বে এই প্রথম এনেছে উড়ন্ত বৈদ্যুতিক বাইক স্কাইরাইডার এক্স১। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে সম্প্রতি এই উড়ন্ত বাইক দেখানোর ব্যবস্থা করা হয়। রিক্টর জানিয়েছে, স্কাইরাইডার এক্স১ মাটি ও আকাশ—উভয় পথেই চলাচল করতে সক্ষম। আশা করা হচ্ছে, বাহনটি ব্যস্ত শহরগুলোর যানজট অনেকটাই কমিয়ে আনতে পারবে।
প্রযুক্তিগত বৈশিষ্ট্য
এই উড়ন্ত বৈদ্যুতিক বাইকের প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে ৪০ মিনিট পর্যন্ত আকাশে ওড়ার সক্ষমতা রয়েছে। এতে রয়েছে ৫০ কিলোওয়াটের অনবোর্ড ডিসি চার্জিং স্টেশন। এটি দীর্ঘ পথযাত্রাকে আরও সহজ ও নির্ভরযোগ্য করে তুলবে।
আধুনিক প্রযুক্তির সংযোজন
ব্যবহারকারীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে স্কাইরাইডার এক্স১-এ ত্রিমুখী রিডানড্যান্ট ফ্লাইট কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে। এতে একটি ইঞ্জিন ব্যর্থ হলেও বাইকটি নিরাপদে পরিচালিত হতে পারবে। এতে রয়েছে উন্নত মানের ব্যাটারি সুরক্ষাব্যবস্থা এবং ইমার্জেন্সি প্যারাসুট। এগুলো যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে।
স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল নিয়ন্ত্রণব্যবস্থা
বাইকটিতে স্বয়ংক্রিয় রুট পরিকল্পনাব্যবস্থা সংযোজন করা হয়েছে। এ ব্যবস্থা গন্তব্য অনুযায়ী সবচেয়ে কার্যকর উড়ালপথ নির্ধারণ করে দেবে। এটি স্বয়ংক্রিয়ভাবে ওড়ার উচ্চতা, গতি এবং দিক নিয়ন্ত্রণ করতে পারে। এ ছাড়া বাইকটি পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম। ব্যবহারকারীদের সুবিধার্থে এতে স্বয়ংক্রিয় টেক-অফ এবং ল্যান্ডিং সুবিধা রয়েছে। পাশাপাশি যাঁরা ম্যানুয়ালি বাইকটি নিয়ন্ত্রণ করতে চান, তাঁদের জন্য রয়েছে জয়স্টিকসহ ম্যানুয়াল অপশন।
মার্কিন প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান রিক্টর বিশ্বে এই প্রথম এনেছে উড়ন্ত বৈদ্যুতিক বাইক স্কাইরাইডার এক্স১। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে সম্প্রতি এই উড়ন্ত বাইক দেখানোর ব্যবস্থা করা হয়। রিক্টর জানিয়েছে, স্কাইরাইডার এক্স১ মাটি ও আকাশ—উভয় পথেই চলাচল করতে সক্ষম। আশা করা হচ্ছে, বাহনটি ব্যস্ত শহরগুলোর যানজট অনেকটাই কমিয়ে আনতে পারবে।
প্রযুক্তিগত বৈশিষ্ট্য
এই উড়ন্ত বৈদ্যুতিক বাইকের প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে ৪০ মিনিট পর্যন্ত আকাশে ওড়ার সক্ষমতা রয়েছে। এতে রয়েছে ৫০ কিলোওয়াটের অনবোর্ড ডিসি চার্জিং স্টেশন। এটি দীর্ঘ পথযাত্রাকে আরও সহজ ও নির্ভরযোগ্য করে তুলবে।
আধুনিক প্রযুক্তির সংযোজন
ব্যবহারকারীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে স্কাইরাইডার এক্স১-এ ত্রিমুখী রিডানড্যান্ট ফ্লাইট কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে। এতে একটি ইঞ্জিন ব্যর্থ হলেও বাইকটি নিরাপদে পরিচালিত হতে পারবে। এতে রয়েছে উন্নত মানের ব্যাটারি সুরক্ষাব্যবস্থা এবং ইমার্জেন্সি প্যারাসুট। এগুলো যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে।
স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল নিয়ন্ত্রণব্যবস্থা
বাইকটিতে স্বয়ংক্রিয় রুট পরিকল্পনাব্যবস্থা সংযোজন করা হয়েছে। এ ব্যবস্থা গন্তব্য অনুযায়ী সবচেয়ে কার্যকর উড়ালপথ নির্ধারণ করে দেবে। এটি স্বয়ংক্রিয়ভাবে ওড়ার উচ্চতা, গতি এবং দিক নিয়ন্ত্রণ করতে পারে। এ ছাড়া বাইকটি পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম। ব্যবহারকারীদের সুবিধার্থে এতে স্বয়ংক্রিয় টেক-অফ এবং ল্যান্ডিং সুবিধা রয়েছে। পাশাপাশি যাঁরা ম্যানুয়ালি বাইকটি নিয়ন্ত্রণ করতে চান, তাঁদের জন্য রয়েছে জয়স্টিকসহ ম্যানুয়াল অপশন।
বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
১১ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
১২ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
১৩ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
১৪ ঘণ্টা আগে