Ajker Patrika

চুরি করা ফোন অকার্যকর করে তুলবে গুগলের নতুন সুরক্ষাব্যবস্থা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৫ মে ২০২৫, ১৪: ৫১
এই উন্নত ফিচারটি চলতি বছরের মধ্যেই চালু হবে বলে জানিয়েছে গুগল। ছবি: ফ্রি পিক
এই উন্নত ফিচারটি চলতি বছরের মধ্যেই চালু হবে বলে জানিয়েছে গুগল। ছবি: ফ্রি পিক

চুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষাব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম ‘ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন’।

বর্তমানেও অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসে চুরি প্রতিরোধের ব্যবস্থা থাকলেও নতুন এই ফিচার ডিভাইসকে পুরোপুরি অকার্যকর করে দেবে। যদি কেউ জোরপূর্বক ফ্যাক্টরি রিসেট করার চেষ্টা করে, তাহলে ফোন লক হয়ে যাবে।

গুগল জানায়, ফোন চুরি হয়ে গেলে বা সন্দেহজনকভাবে ফ্যাক্টরি রিসেট করা হলে নতুন ফিচার ফোনটিকে পুরোপুরি লক করে ফেলবে। তখন সেটআপের সময় সঠিক পাসকোড বা সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টের তথ্য ছাড়া ফোনটি আর চালু করা যাবে না।

যদিও এই ফিচারের কীভাবে কাজ করবে তার বিস্তারিত তথ্য গুগল এখনো জানায়নি। তবে প্রকাশিত একটি স্ক্রিনশটে দেখা গেছে, ফোনটি লক হওয়ার পর একটি বার্তা দেখা যাবে। সেখানে লেখা থাকবে—ফ্যাক্টরি রিসেটের সময় যাচাইকরণে ব্যর্থ হওয়ায় ডিভাইসটি লক হয়েছে।

এই উন্নত ফিচার চলতি বছরের মধ্যেই চালু হবে বলে জানিয়েছে গুগল। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ অথবা কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজের (কিউপিআর) সঙ্গে এটি উন্মুক্ত করা হবে।

এ ছাড়া, গুগল অ্যান্ড্রয়েড ১৬তে নতুন একটি ডিজাইন ভাষা—মেটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ উপস্থাপন করেছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সহজ ও রঙিন করে তুলবে। নতুন ডিজাইনে ঘড়ি অ্যাপসহ সব নেটিভ অ্যাপের ইন্টারফেসে পরিবর্তন আসবে।

এই আপডেট আগামী জুন মাসে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে গুগল জানিয়েছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত