অনলাইন ডেস্ক
চুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষাব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম ‘ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন’।
বর্তমানেও অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসে চুরি প্রতিরোধের ব্যবস্থা থাকলেও নতুন এই ফিচার ডিভাইসকে পুরোপুরি অকার্যকর করে দেবে। যদি কেউ জোরপূর্বক ফ্যাক্টরি রিসেট করার চেষ্টা করে, তাহলে ফোন লক হয়ে যাবে।
গুগল জানায়, ফোন চুরি হয়ে গেলে বা সন্দেহজনকভাবে ফ্যাক্টরি রিসেট করা হলে নতুন ফিচার ফোনটিকে পুরোপুরি লক করে ফেলবে। তখন সেটআপের সময় সঠিক পাসকোড বা সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টের তথ্য ছাড়া ফোনটি আর চালু করা যাবে না।
যদিও এই ফিচারের কীভাবে কাজ করবে তার বিস্তারিত তথ্য গুগল এখনো জানায়নি। তবে প্রকাশিত একটি স্ক্রিনশটে দেখা গেছে, ফোনটি লক হওয়ার পর একটি বার্তা দেখা যাবে। সেখানে লেখা থাকবে—ফ্যাক্টরি রিসেটের সময় যাচাইকরণে ব্যর্থ হওয়ায় ডিভাইসটি লক হয়েছে।
এই উন্নত ফিচার চলতি বছরের মধ্যেই চালু হবে বলে জানিয়েছে গুগল। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ অথবা কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজের (কিউপিআর) সঙ্গে এটি উন্মুক্ত করা হবে।
এ ছাড়া, গুগল অ্যান্ড্রয়েড ১৬তে নতুন একটি ডিজাইন ভাষা—মেটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ উপস্থাপন করেছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সহজ ও রঙিন করে তুলবে। নতুন ডিজাইনে ঘড়ি অ্যাপসহ সব নেটিভ অ্যাপের ইন্টারফেসে পরিবর্তন আসবে।
এই আপডেট আগামী জুন মাসে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে গুগল জানিয়েছে।
আরও খবর পড়ুন:
চুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষাব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম ‘ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন’।
বর্তমানেও অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসে চুরি প্রতিরোধের ব্যবস্থা থাকলেও নতুন এই ফিচার ডিভাইসকে পুরোপুরি অকার্যকর করে দেবে। যদি কেউ জোরপূর্বক ফ্যাক্টরি রিসেট করার চেষ্টা করে, তাহলে ফোন লক হয়ে যাবে।
গুগল জানায়, ফোন চুরি হয়ে গেলে বা সন্দেহজনকভাবে ফ্যাক্টরি রিসেট করা হলে নতুন ফিচার ফোনটিকে পুরোপুরি লক করে ফেলবে। তখন সেটআপের সময় সঠিক পাসকোড বা সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টের তথ্য ছাড়া ফোনটি আর চালু করা যাবে না।
যদিও এই ফিচারের কীভাবে কাজ করবে তার বিস্তারিত তথ্য গুগল এখনো জানায়নি। তবে প্রকাশিত একটি স্ক্রিনশটে দেখা গেছে, ফোনটি লক হওয়ার পর একটি বার্তা দেখা যাবে। সেখানে লেখা থাকবে—ফ্যাক্টরি রিসেটের সময় যাচাইকরণে ব্যর্থ হওয়ায় ডিভাইসটি লক হয়েছে।
এই উন্নত ফিচার চলতি বছরের মধ্যেই চালু হবে বলে জানিয়েছে গুগল। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ অথবা কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজের (কিউপিআর) সঙ্গে এটি উন্মুক্ত করা হবে।
এ ছাড়া, গুগল অ্যান্ড্রয়েড ১৬তে নতুন একটি ডিজাইন ভাষা—মেটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ উপস্থাপন করেছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সহজ ও রঙিন করে তুলবে। নতুন ডিজাইনে ঘড়ি অ্যাপসহ সব নেটিভ অ্যাপের ইন্টারফেসে পরিবর্তন আসবে।
এই আপডেট আগামী জুন মাসে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে গুগল জানিয়েছে।
আরও খবর পড়ুন:
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে মধ্যে তুমুল প্রতিযোগিতায় বেশ পিছিয়ে রয়েছে অ্যাপল। কারণ, এখন পর্যন্ত এআইভিত্তিক কোনো উল্লেখযোগ্য ফিচার আনতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি সেই ধারা বদলাতে উদ্যোগী হয়েছে অ্যাপল। চ্যাটজিপিটির মতো একটি এআই অ্যাপ তৈরির লক্ষ্য নিয়ে নতুন একটি বিশেষ দল গঠন করেছে..
৭ ঘণ্টা আগেইনস্টাগ্রাম ও টিকটকের মতো কোলাব ফিচার আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ভিডিওতে সরাসরি কোলাবোরেটরদের ট্যাগ করা যাবে। ইউটিউবের হেল্প ফোরামে এ তথ্য জানান গুগলের এক কর্মী।
৮ ঘণ্টা আগেক্যারিয়ার পরামর্শ, মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলাপ করেন অনেকেই। তবে সম্প্রতি জানা যায়, প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ব্যক্তিগত কথোপকথন গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছিল। সমস্যাটি বর্তমানে ঠিক করা হলেও ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা..
১১ ঘণ্টা আগে