অনলাইন ডেস্ক
টিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এর জন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
টিকটকের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, ‘একটি ছবি হাজার শব্দের সমান—আমরা সেই ভিজ্যুয়াল গল্প বলার ক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চাই। এআই অ্যালাইভের মাধ্যমে এখন থেকে যে কেউ খুব সহজেই তাঁদের ছবি দিয়ে অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবে। আর এভাবে কমিউনিটিকে আরও আকর্ষণীয় গল্প শোনাতে পারবেন।’
ফিচারটি ব্যবহার করবেন যেভাবে
এআই অ্যালাইভ ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে প্রথমে ইনবক্স পেজের ওপরের বাম কোনায় প্রোফাইল ছবির ওপরে থাকা নীল রঙের প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। এর ফলে টিকটকের স্টোরি ক্যামেরা চালু হবে। এরপর স্ক্রিনের ওপরের ডান পাশে থাকা ‘অ্যালাইভ’ অপশন চালু করতে হবে।
এরপর ব্যবহারকারীর একটি ছবি তোলা হবে। এরপর ছবিটি কীভাবে পরিবর্তন করা হবে, তার জন্য টেক্সট বক্সে প্রম্পট টাইপ করতে হবে। যেমন—নিজের একটি স্থির ছবি দিয়ে তা নাচানো, চোখ টেপানো বা সামনে-পেছনের দিকে ঝুঁকে পড়া ইত্যাদি। এ ছাড়া গ্যালারি থেকে ছবি নির্বাচন করেও ডান পাশের বারে থাকা এআই অ্যালাইভ আইকনে ক্লিক করেও একই কাজ করা যাবে।
কিছুক্ষণ অপেক্ষার পর ছবিটি একটি এআই ভিডিওতে পরিণত হবে, যা দেখতে প্রায় বাস্তবের মতোই।
এই ফিচারের ক্ষেত্রে টিকটক নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে। কোম্পানিটি জানায়, ব্যবহারকারীর আপলোড করা ছবি, প্রম্পট এবং তৈরি হওয়া এআই ভিডিও—সবকিছুই মডারেশন টেকনোলজির মাধ্যমে পর্যালোচনা করা হয়। কনটেন্ট পোস্ট করার আগে এর চূড়ান্ত নিরাপত্তাও যাচাই করা হয়।
এআই অ্যালাইভ দিয়ে তৈরি ভিডিওগুলোতে ‘এআই জেনারেটেড’ লেবেল যুক্ত থাকবে, যাতে এটি সহজেই শনাক্তযোগ্য হয়। সেই সঙ্গে এতে সংযুক্ত থাকবে ‘সি ২ পিএ’ মেটাডেটা। ফলে ভিডিওটি ডাউনলোড করে অন্যত্র শেয়ার করলেও এর এআই উৎস শনাক্ত করা সম্ভব করা যাবে।
ছবিকে ভিডিওতে রূপান্তরের এমন প্রযুক্তি প্রথমবারের মতো অ্যাপে সরাসরি যুক্ত করল টিকটক। তবে এআই ব্যবহার নতুন নয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটে ইতিমধ্যে টেক্সট থেকে ছবি তৈরির সুবিধা রয়েছে। স্ন্যাপচ্যাট এমন একটি টুল তৈরির কাজ করছে, যা ছবি থেকে ভিডিও তৈরি করবে বলে জানিয়েছে।
এদিকে, প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানিয়েছে, টিকটক এমন একটি ফিচার আনতে পারে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ডাইরেক্ট মেসেজে ছবি ও ভয়েস মেসেজ পাঠাতে পারবেন। বর্তমানে টিকটকের মেসেজে কেবল ভিডিও, স্টিকার ও লেখা পাঠানো যায় এবং এর জন্য ব্যবহারকারীর বয়স হতে হয় কমপক্ষে ১৬ বছর।
ব্যবহারকারীদের আরও বেশি সময় ধরে প্ল্যাটফর্মে ধরে রাখা এবং অ্যাপে সম্পৃক্ততা বাড়ানোর জন্য এই ফিচার চালু করেছে টিকটক।
তথ্যসূত্র: ম্যাশাবল
টিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এর জন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
টিকটকের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, ‘একটি ছবি হাজার শব্দের সমান—আমরা সেই ভিজ্যুয়াল গল্প বলার ক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চাই। এআই অ্যালাইভের মাধ্যমে এখন থেকে যে কেউ খুব সহজেই তাঁদের ছবি দিয়ে অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবে। আর এভাবে কমিউনিটিকে আরও আকর্ষণীয় গল্প শোনাতে পারবেন।’
ফিচারটি ব্যবহার করবেন যেভাবে
এআই অ্যালাইভ ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে প্রথমে ইনবক্স পেজের ওপরের বাম কোনায় প্রোফাইল ছবির ওপরে থাকা নীল রঙের প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। এর ফলে টিকটকের স্টোরি ক্যামেরা চালু হবে। এরপর স্ক্রিনের ওপরের ডান পাশে থাকা ‘অ্যালাইভ’ অপশন চালু করতে হবে।
এরপর ব্যবহারকারীর একটি ছবি তোলা হবে। এরপর ছবিটি কীভাবে পরিবর্তন করা হবে, তার জন্য টেক্সট বক্সে প্রম্পট টাইপ করতে হবে। যেমন—নিজের একটি স্থির ছবি দিয়ে তা নাচানো, চোখ টেপানো বা সামনে-পেছনের দিকে ঝুঁকে পড়া ইত্যাদি। এ ছাড়া গ্যালারি থেকে ছবি নির্বাচন করেও ডান পাশের বারে থাকা এআই অ্যালাইভ আইকনে ক্লিক করেও একই কাজ করা যাবে।
কিছুক্ষণ অপেক্ষার পর ছবিটি একটি এআই ভিডিওতে পরিণত হবে, যা দেখতে প্রায় বাস্তবের মতোই।
এই ফিচারের ক্ষেত্রে টিকটক নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে। কোম্পানিটি জানায়, ব্যবহারকারীর আপলোড করা ছবি, প্রম্পট এবং তৈরি হওয়া এআই ভিডিও—সবকিছুই মডারেশন টেকনোলজির মাধ্যমে পর্যালোচনা করা হয়। কনটেন্ট পোস্ট করার আগে এর চূড়ান্ত নিরাপত্তাও যাচাই করা হয়।
এআই অ্যালাইভ দিয়ে তৈরি ভিডিওগুলোতে ‘এআই জেনারেটেড’ লেবেল যুক্ত থাকবে, যাতে এটি সহজেই শনাক্তযোগ্য হয়। সেই সঙ্গে এতে সংযুক্ত থাকবে ‘সি ২ পিএ’ মেটাডেটা। ফলে ভিডিওটি ডাউনলোড করে অন্যত্র শেয়ার করলেও এর এআই উৎস শনাক্ত করা সম্ভব করা যাবে।
ছবিকে ভিডিওতে রূপান্তরের এমন প্রযুক্তি প্রথমবারের মতো অ্যাপে সরাসরি যুক্ত করল টিকটক। তবে এআই ব্যবহার নতুন নয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটে ইতিমধ্যে টেক্সট থেকে ছবি তৈরির সুবিধা রয়েছে। স্ন্যাপচ্যাট এমন একটি টুল তৈরির কাজ করছে, যা ছবি থেকে ভিডিও তৈরি করবে বলে জানিয়েছে।
এদিকে, প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানিয়েছে, টিকটক এমন একটি ফিচার আনতে পারে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ডাইরেক্ট মেসেজে ছবি ও ভয়েস মেসেজ পাঠাতে পারবেন। বর্তমানে টিকটকের মেসেজে কেবল ভিডিও, স্টিকার ও লেখা পাঠানো যায় এবং এর জন্য ব্যবহারকারীর বয়স হতে হয় কমপক্ষে ১৬ বছর।
ব্যবহারকারীদের আরও বেশি সময় ধরে প্ল্যাটফর্মে ধরে রাখা এবং অ্যাপে সম্পৃক্ততা বাড়ানোর জন্য এই ফিচার চালু করেছে টিকটক।
তথ্যসূত্র: ম্যাশাবল
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে