নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আকর্ষণীয় নকশা, চমৎকার ক্যামেরা, মাঝারি দামের ফোন হিসেবে মন জয় করতে বাজারে এসেছে টেকনো ফ্যানটম এক্স২ ৫জি মোবাইল ফোন। প্রযুক্তির জগতে নতুন জোয়ারে সম্প্রতি যোগ হয়েছে নতুন এই ফোন।
টেকনোর এই নতুন ফোনে রয়েছে কার্ভড ডিসপ্লে। মুনলাইট সিলভার ও স্টারডাস্ট গ্রে—দুটি রঙে পাওয়া যাবে। এ ছাড়া এর সিলভার কালার ভেরিয়েন্টের গ্লসি ও শাইনি লুকও আকর্ষণীয়। এর ডান পাশে মাউন্ট করা রয়েছে ভলিউম ও পাওয়ার বাটন। নিচে রয়েছে স্পিকার, ইউএসবি টাইপ-সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন ও সিম ট্রে। এর ভিডিও রেজল্যুশন এইচডি। এ ছাড়া আছে ৬ দশমিক ৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে ৩৬০ হার্টজ পর্যন্ত। ২০: ৯ আসপেক্ট রেশিওর ডিসপ্লে, যাতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস সুরক্ষা। ফলে হাত থেকে পড়ে গেলেও স্ক্রিন ভাঙার ঝুঁকি কম।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে টেকনো ফ্যানটম এক্স২ ৫জি ৪ এমএম ৩.০৫ গিগাহার্টজ। ডাইমেনসিটি ৯০০০ এসওসি ইতিমধ্যেই টেক্কা দিচ্ছে প্রসেসরের দুনিয়ায় কোয়ালকম, স্ন্যাপড্রাগন ৮ জেন-১ ও ৮ +জেন-১-র মতো ভারী ভারী নামকে। স্টোরেজের দিক থেকেও ফোনটি কোনো অংশে কম নয়। রয়েছে ৮ জিবি এলপিডিডিআর র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফ্যানটম এক্স২তে রয়েছে ৫জি ব্যান্ডস সাপোর্ট। এর জেরে সেটিংস থেকে গিয়ে এনাবল করা যাবে স্মার্ট ৫জি।
মোবাইল ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা, আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, এফআই দশমিক ৬৫ অ্যাপারচার, সেভেন জেন আইএমএজিআইকিউ ৭৯০ আইএসপির পাশাপাশি ৫ জেন আইপি প্রসেসর এপিইউ ৫৯০। এর সঙ্গে আছে কোয়াড ফ্ল্যাশলাইটও। ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাতেও রয়েছে ৩২ মেগাপিক্সেল। এ ছাড়া ছবি তুলতে যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য রয়েছে একগুচ্ছ মুড। এগুলোর পাশাপাশি রয়েছে ফিল্টার ব্যবহার করার অপশনও।
যেকোনো ৫জি ফোনের ক্ষেত্রে ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, মোবাইল ফোনের যত বড় ডিসপ্লে, যত দ্রুত ডেটা ট্রান্সফার, ততই দ্রুত ফুরিয়ে যায় চার্জ। বিষয়টি বিবেচনায় রেখে এই ফোনে রয়েছে ৫১৬০ এমএএইচ ব্যাটারি। এটি মাত্র ২০ মিনিটে ৫৯ শতাংশ চার্জ হয়ে যাবে।
আকর্ষণীয় নকশা, চমৎকার ক্যামেরা, মাঝারি দামের ফোন হিসেবে মন জয় করতে বাজারে এসেছে টেকনো ফ্যানটম এক্স২ ৫জি মোবাইল ফোন। প্রযুক্তির জগতে নতুন জোয়ারে সম্প্রতি যোগ হয়েছে নতুন এই ফোন।
টেকনোর এই নতুন ফোনে রয়েছে কার্ভড ডিসপ্লে। মুনলাইট সিলভার ও স্টারডাস্ট গ্রে—দুটি রঙে পাওয়া যাবে। এ ছাড়া এর সিলভার কালার ভেরিয়েন্টের গ্লসি ও শাইনি লুকও আকর্ষণীয়। এর ডান পাশে মাউন্ট করা রয়েছে ভলিউম ও পাওয়ার বাটন। নিচে রয়েছে স্পিকার, ইউএসবি টাইপ-সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন ও সিম ট্রে। এর ভিডিও রেজল্যুশন এইচডি। এ ছাড়া আছে ৬ দশমিক ৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে ৩৬০ হার্টজ পর্যন্ত। ২০: ৯ আসপেক্ট রেশিওর ডিসপ্লে, যাতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস সুরক্ষা। ফলে হাত থেকে পড়ে গেলেও স্ক্রিন ভাঙার ঝুঁকি কম।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে টেকনো ফ্যানটম এক্স২ ৫জি ৪ এমএম ৩.০৫ গিগাহার্টজ। ডাইমেনসিটি ৯০০০ এসওসি ইতিমধ্যেই টেক্কা দিচ্ছে প্রসেসরের দুনিয়ায় কোয়ালকম, স্ন্যাপড্রাগন ৮ জেন-১ ও ৮ +জেন-১-র মতো ভারী ভারী নামকে। স্টোরেজের দিক থেকেও ফোনটি কোনো অংশে কম নয়। রয়েছে ৮ জিবি এলপিডিডিআর র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফ্যানটম এক্স২তে রয়েছে ৫জি ব্যান্ডস সাপোর্ট। এর জেরে সেটিংস থেকে গিয়ে এনাবল করা যাবে স্মার্ট ৫জি।
মোবাইল ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা, আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, এফআই দশমিক ৬৫ অ্যাপারচার, সেভেন জেন আইএমএজিআইকিউ ৭৯০ আইএসপির পাশাপাশি ৫ জেন আইপি প্রসেসর এপিইউ ৫৯০। এর সঙ্গে আছে কোয়াড ফ্ল্যাশলাইটও। ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাতেও রয়েছে ৩২ মেগাপিক্সেল। এ ছাড়া ছবি তুলতে যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য রয়েছে একগুচ্ছ মুড। এগুলোর পাশাপাশি রয়েছে ফিল্টার ব্যবহার করার অপশনও।
যেকোনো ৫জি ফোনের ক্ষেত্রে ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, মোবাইল ফোনের যত বড় ডিসপ্লে, যত দ্রুত ডেটা ট্রান্সফার, ততই দ্রুত ফুরিয়ে যায় চার্জ। বিষয়টি বিবেচনায় রেখে এই ফোনে রয়েছে ৫১৬০ এমএএইচ ব্যাটারি। এটি মাত্র ২০ মিনিটে ৫৯ শতাংশ চার্জ হয়ে যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
১৪ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
১৬ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
১৭ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
১৮ ঘণ্টা আগে