আজকের পত্রিকা ডেস্ক
প্রযুক্তি জগতে বড়সড় এক পরিবর্তনের পথে হাঁটছে গুগল। কোম্পানিটি তাদের দুটি অপারেটিং সিস্টেম—ক্রোমওএস ও অ্যান্ড্রয়েড—একত্রিত করার পরিকল্পনা করছে এমন গুঞ্জন অনেকে আগেই ছিল। এবার সেই সম্ভাবনার সুনির্দিষ্ট ইঙ্গিত দিলেন গুগলের এক শীর্ষ নির্বাহী।
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকরেডারের এক সাংবাদিকের সঙ্গে আলোচনা করেন অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম বিভাগের প্রেসিডেন্ট সামির সমাৎ। আলোচনার সময় প্রথমে তিনিই সাংবাদিককে প্রশ্ন করেন—‘কেন তিনি (সাংবাদিক) অ্যাপল ওয়াচ, আইফোন এবং ম্যাকবুক ব্যবহার করছেন?’ এ প্রশ্ন করার কারণও তিনি ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘আমি এই প্রশ্ন করেছি; কারণ, আমরা ক্রোমওএস ও অ্যান্ড্রয়েডকে একত্রিত করে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে যাচ্ছি। আমি জানতে চাই মানুষ আজকাল কীভাবে তাদের ল্যাপটপ ব্যবহার করছে এবং কী ধরনের কাজ করছে।’
সমাতের এই বক্তব্যকে গুগলের তরফ থেকে প্রথমবারের মতো ক্রোমওএস ও অ্যান্ড্রয়েড একীভূত করার পরিকল্পনার প্রকাশ্য স্বীকৃতি হিসেবে ধরা যেতে পারে।
গুগলের এই পরিকল্পনার সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, বর্তমানে অ্যান্ড্রয়েডে বড় স্ক্রিনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—পূর্ণাঙ্গ ডেস্কটপ মোড, ডেস্কটপ উইন্ডো ব্যবস্থা, বাহ্যিক মনিটর ব্যবস্থাপনার উন্নয়ন এবং স্ক্রিন আকার অনুযায়ী অ্যাপগুলোর ফিচার ও আইকোন মানিয়ে নেওয়ার ক্ষমতা। এই ফিচারগুলো অ্যান্ড্রয়েডকে ল্যাপটপ বা বড় ডিসপ্লে ডিভাইসের জন্য আরও উপযোগী করে তুলছে।
এদিকে, পাঠকদের একাংশ গুগলের এই পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছেন। এক জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক পাঠক মনে করেছেন যে ক্রোমওএসকে অ্যান্ড্রয়েডে একীভূত করা উচিত। তবে, অনেকেই মনে করছেন এটি ভুল সিদ্ধান্ত এবং গুগল প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করতে পারবে না।
আরও কিছু পাঠক উদ্বেগ প্রকাশ করেছেন, এই একীভূতকরণ ক্রোমবুকের সফটওয়্যার আপডেটে প্রভাব ফেলতে পারে এবং হার্ডওয়্যারের জন্য বাড়তি চাহিদা সৃষ্টি করতে পারে।
তাই আপডেট নিশ্চয়তা এবং হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা—এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় সুনির্দিষ্টভাবে সমাধান করা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
প্রযুক্তি জগতে বড়সড় এক পরিবর্তনের পথে হাঁটছে গুগল। কোম্পানিটি তাদের দুটি অপারেটিং সিস্টেম—ক্রোমওএস ও অ্যান্ড্রয়েড—একত্রিত করার পরিকল্পনা করছে এমন গুঞ্জন অনেকে আগেই ছিল। এবার সেই সম্ভাবনার সুনির্দিষ্ট ইঙ্গিত দিলেন গুগলের এক শীর্ষ নির্বাহী।
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকরেডারের এক সাংবাদিকের সঙ্গে আলোচনা করেন অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম বিভাগের প্রেসিডেন্ট সামির সমাৎ। আলোচনার সময় প্রথমে তিনিই সাংবাদিককে প্রশ্ন করেন—‘কেন তিনি (সাংবাদিক) অ্যাপল ওয়াচ, আইফোন এবং ম্যাকবুক ব্যবহার করছেন?’ এ প্রশ্ন করার কারণও তিনি ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘আমি এই প্রশ্ন করেছি; কারণ, আমরা ক্রোমওএস ও অ্যান্ড্রয়েডকে একত্রিত করে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে যাচ্ছি। আমি জানতে চাই মানুষ আজকাল কীভাবে তাদের ল্যাপটপ ব্যবহার করছে এবং কী ধরনের কাজ করছে।’
সমাতের এই বক্তব্যকে গুগলের তরফ থেকে প্রথমবারের মতো ক্রোমওএস ও অ্যান্ড্রয়েড একীভূত করার পরিকল্পনার প্রকাশ্য স্বীকৃতি হিসেবে ধরা যেতে পারে।
গুগলের এই পরিকল্পনার সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, বর্তমানে অ্যান্ড্রয়েডে বড় স্ক্রিনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—পূর্ণাঙ্গ ডেস্কটপ মোড, ডেস্কটপ উইন্ডো ব্যবস্থা, বাহ্যিক মনিটর ব্যবস্থাপনার উন্নয়ন এবং স্ক্রিন আকার অনুযায়ী অ্যাপগুলোর ফিচার ও আইকোন মানিয়ে নেওয়ার ক্ষমতা। এই ফিচারগুলো অ্যান্ড্রয়েডকে ল্যাপটপ বা বড় ডিসপ্লে ডিভাইসের জন্য আরও উপযোগী করে তুলছে।
এদিকে, পাঠকদের একাংশ গুগলের এই পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছেন। এক জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক পাঠক মনে করেছেন যে ক্রোমওএসকে অ্যান্ড্রয়েডে একীভূত করা উচিত। তবে, অনেকেই মনে করছেন এটি ভুল সিদ্ধান্ত এবং গুগল প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করতে পারবে না।
আরও কিছু পাঠক উদ্বেগ প্রকাশ করেছেন, এই একীভূতকরণ ক্রোমবুকের সফটওয়্যার আপডেটে প্রভাব ফেলতে পারে এবং হার্ডওয়্যারের জন্য বাড়তি চাহিদা সৃষ্টি করতে পারে।
তাই আপডেট নিশ্চয়তা এবং হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা—এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় সুনির্দিষ্টভাবে সমাধান করা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
কনটেন্ট নির্মাতাদের জন্য এখন দারুণ সব এআই টুলস ও ফিচার আছে অনলাইনে। যে কনটেন্ট তৈরি করতে আগে ব্যাপক আয়োজন করতে হতো, একই কাজ এখন অল্প পরিশ্রমে সম্ভব করে দিচ্ছে বিভিন্ন এআই টুল। তবে বলে রাখা ভালো, এআই টুলের সর্বোচ্চ ব্যবহার করতে চাইলে আপনাকে সেটি মাস বা বছরের জন্য কিনতে হবে।
৫ মিনিট আগেমাত্র ২৮ বছর বয়সে ফ্রিল্যান্সিং জগতে শক্ত অবস্থান গড়েছেন মো. ফারুক হোসেন। কোরআনে হাফেজ এই তরুণ বর্তমানে মাসে গড়ে ১০ লাখ টাকা আয় করেন। শুধু তা-ই নয়, প্রায় ৫ হাজার মানুষকে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন তিনি, যাঁদের মধ্যে ৩ হাজার এরই মধ্যে আয় করছেন।
১ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা এনভিডিয়া ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান (এআই) ওপেনএআইতে। পাশাপাশি, প্রতিষ্ঠানটিকে এআই ডেটা সেন্টারের জন্য চিপ সরবরাহও করবে বলে গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে দুই কোম্পানি।
১ ঘণ্টা আগেসম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ইউটিউবের বার্ষিক ‘মেড অন ইউটিউব’। এই আয়োজনে কনটেন্ট নির্মাতাদের জন্য একাধিক নতুন ফিচার ও টুলের ঘোষণা করা হয়েছে। এগুলো কনটেন্ট নির্মাণের কাজকে আরও সহজ করবে।
২ ঘণ্টা আগে