একটি আইফোনে বেশ কয়েক বছর সফটওয়্যার ও নিরাপত্তার আপডেট দেয় অ্যাপল। তাই ব্যবহারকারীরা অনেক দিন একটি আইফোন ব্যবহার করতে পারে। তবে ব্যাটারির ক্ষেত্রে অ্যাপলের বদনাম আছে। এক বছর ব্যবহারের মধ্যে ব্যাটারির কার্যক্ষমতা কমে যায় ও প্রসেসরে পর্যাপ্ত শক্তি সরবরাহ করতে ব্যর্থ হয়। ফলে ফোনের গতি ধীর হয়ে যায়। তাই ব্যাটারির হেলথ পরীক্ষা করে দেখতে চান অনেকেই।
আইফোনে ব্যাটারির হেলথ খুব সহজেই দেখা যায়। ব্যাটারি হেলথ, চার্জ সাইকেল দেখেই আপনি বুঝতে পারবেন কখন আইফোনের ব্যাটারি পরিবর্তন করা উচিত।
আইফোন দুই বা তার অধিক ব্যবহার করলে ব্যাটারির হেলথ কমে যাওয়াই স্বাভাবিক। কেমিক্যাল এজিং বা রাসায়নিক বার্ধক্য এবং ব্যাটারিটি কতগুলো চার্জ সাইকেলের মধ্য দিয়ে গেছে এর ওপর ভিত্তি করে ব্যাটারি হেলথ কমে যায়।
আইফোনের ব্যাটারি হেলথ দেখবেন যেভাবে
১. আইফোনের সেটিংস অ্যাপ চালু করুন।
২. নিচের দিকে স্ক্রল করে ব্যাটারি অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৩. এখন ‘ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং’ অপশন নির্বাচন করুন।
৪. ফোনের বর্তমান ব্যাটারি ক্যাপাসিটি পেজের একদম ওপরে দেখা যাবে।
আইফোনের ব্যাটারি বদলাবেন যখন
ফোনের কর্মক্ষমতার ওপর ভিত্তি করে ব্যাটারি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে হয়। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যাটারি ক্ষমতা ৮০ শতাংশে নিচে নেমে গেলে ব্যাটারি পরিবর্তন করা প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এ ছাড়া ব্যাটারি ক্ষমতা কমে যাওয়ার বিষয়ে আইফোনে সতর্কতা দেখানো হলে ও চার্জ দ্রুত ফুরিয়ে গেলেও ব্যাটারি পরিবর্তনে কথা বিবেচনা করা উচিত।
ব্যাটারির হেলথের অবনতি হলে, অপ্রত্যাশিত ফোন বন্ধ হলে অথবা সর্বোচ্চ পারফরম্যান্স বজায় রাখতে না পারলে ‘ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং’ অপশনে একটি সতর্কবার্তা দেখানো হবে।
অ্যাপল দাবি করে, আইফোনের ব্যাটারি এমনভাবে নকশা করা হয়েছে, এটি স্বাভাবিক পরিস্থিতিতে কাজ করলে, ৫০০ চার্জ সাইকেল বা ৫০০ বার সম্পূর্ণ চার্জ দেওয়ার পর মূল ক্ষমতার ৮০ শতাংশ ধরে রাখবে। আর আইফোন ১৫ ডিভাইসের ক্ষেত্রে ১ হাজার চার্জ সাইকেল সম্পূর্ণ হওয়া পরও ব্যাটারি ক্ষমতা ৮০ শতাংশ থাকবে।
ব্যাটারি হেলথ ৮০ শতাংশের নিচে নেমে গেলে ‘পারফরম্যান্স ম্যানেজমেন্ট’ নামের ফিচার স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করতে পারে আইফোন। ফিচারটি অপ্রত্যাশিত ফোন বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে সাহায্য করে।
আইফোনে ব্যাটারি হেলথের অবনতির সতর্কবার্তা দেখালে অ্যাপল স্টোর, অ্যাপল সেন্টার বা অন্য কোনো নির্ভরযোগ্য দোকান থেকে পুরোনো ব্যাটারি পরিবর্তন করতে হবে।
চার্জ সাইকেল কি
ব্যাটারি ক্ষমতা ১০০ শতাংশ পুরোপুরি একবার শেষ করলে তাকে একটি চার্জ সাইকেল বলে। তবে একবার চার্জ দিলেই একটি চার্জ সাইকেল সম্পূর্ণ হয় না। ধরুন, আপনি একবার চার্জ দিয়ে ব্যাটারি ৭৫ শতাংশ ব্যাটারির শক্তি শেষ করলেন এবং এরপর আবার রাতে ফোনটি সম্পূর্ণ চার্জ দিলেন। এখন পরের দিন ২৫ শতাংশ ব্যাটারি শক্তি শেষ করলে সব মিলিয়ে একটি চার্জ সাইকেল শেষ হবে। একদিন বা একাধিক দিনে একটি চার্জ সাইকেল সম্পূর্ণ হতে পারে।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
একটি আইফোনে বেশ কয়েক বছর সফটওয়্যার ও নিরাপত্তার আপডেট দেয় অ্যাপল। তাই ব্যবহারকারীরা অনেক দিন একটি আইফোন ব্যবহার করতে পারে। তবে ব্যাটারির ক্ষেত্রে অ্যাপলের বদনাম আছে। এক বছর ব্যবহারের মধ্যে ব্যাটারির কার্যক্ষমতা কমে যায় ও প্রসেসরে পর্যাপ্ত শক্তি সরবরাহ করতে ব্যর্থ হয়। ফলে ফোনের গতি ধীর হয়ে যায়। তাই ব্যাটারির হেলথ পরীক্ষা করে দেখতে চান অনেকেই।
আইফোনে ব্যাটারির হেলথ খুব সহজেই দেখা যায়। ব্যাটারি হেলথ, চার্জ সাইকেল দেখেই আপনি বুঝতে পারবেন কখন আইফোনের ব্যাটারি পরিবর্তন করা উচিত।
আইফোন দুই বা তার অধিক ব্যবহার করলে ব্যাটারির হেলথ কমে যাওয়াই স্বাভাবিক। কেমিক্যাল এজিং বা রাসায়নিক বার্ধক্য এবং ব্যাটারিটি কতগুলো চার্জ সাইকেলের মধ্য দিয়ে গেছে এর ওপর ভিত্তি করে ব্যাটারি হেলথ কমে যায়।
আইফোনের ব্যাটারি হেলথ দেখবেন যেভাবে
১. আইফোনের সেটিংস অ্যাপ চালু করুন।
২. নিচের দিকে স্ক্রল করে ব্যাটারি অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৩. এখন ‘ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং’ অপশন নির্বাচন করুন।
৪. ফোনের বর্তমান ব্যাটারি ক্যাপাসিটি পেজের একদম ওপরে দেখা যাবে।
আইফোনের ব্যাটারি বদলাবেন যখন
ফোনের কর্মক্ষমতার ওপর ভিত্তি করে ব্যাটারি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে হয়। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যাটারি ক্ষমতা ৮০ শতাংশে নিচে নেমে গেলে ব্যাটারি পরিবর্তন করা প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এ ছাড়া ব্যাটারি ক্ষমতা কমে যাওয়ার বিষয়ে আইফোনে সতর্কতা দেখানো হলে ও চার্জ দ্রুত ফুরিয়ে গেলেও ব্যাটারি পরিবর্তনে কথা বিবেচনা করা উচিত।
ব্যাটারির হেলথের অবনতি হলে, অপ্রত্যাশিত ফোন বন্ধ হলে অথবা সর্বোচ্চ পারফরম্যান্স বজায় রাখতে না পারলে ‘ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং’ অপশনে একটি সতর্কবার্তা দেখানো হবে।
অ্যাপল দাবি করে, আইফোনের ব্যাটারি এমনভাবে নকশা করা হয়েছে, এটি স্বাভাবিক পরিস্থিতিতে কাজ করলে, ৫০০ চার্জ সাইকেল বা ৫০০ বার সম্পূর্ণ চার্জ দেওয়ার পর মূল ক্ষমতার ৮০ শতাংশ ধরে রাখবে। আর আইফোন ১৫ ডিভাইসের ক্ষেত্রে ১ হাজার চার্জ সাইকেল সম্পূর্ণ হওয়া পরও ব্যাটারি ক্ষমতা ৮০ শতাংশ থাকবে।
ব্যাটারি হেলথ ৮০ শতাংশের নিচে নেমে গেলে ‘পারফরম্যান্স ম্যানেজমেন্ট’ নামের ফিচার স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করতে পারে আইফোন। ফিচারটি অপ্রত্যাশিত ফোন বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে সাহায্য করে।
আইফোনে ব্যাটারি হেলথের অবনতির সতর্কবার্তা দেখালে অ্যাপল স্টোর, অ্যাপল সেন্টার বা অন্য কোনো নির্ভরযোগ্য দোকান থেকে পুরোনো ব্যাটারি পরিবর্তন করতে হবে।
চার্জ সাইকেল কি
ব্যাটারি ক্ষমতা ১০০ শতাংশ পুরোপুরি একবার শেষ করলে তাকে একটি চার্জ সাইকেল বলে। তবে একবার চার্জ দিলেই একটি চার্জ সাইকেল সম্পূর্ণ হয় না। ধরুন, আপনি একবার চার্জ দিয়ে ব্যাটারি ৭৫ শতাংশ ব্যাটারির শক্তি শেষ করলেন এবং এরপর আবার রাতে ফোনটি সম্পূর্ণ চার্জ দিলেন। এখন পরের দিন ২৫ শতাংশ ব্যাটারি শক্তি শেষ করলে সব মিলিয়ে একটি চার্জ সাইকেল শেষ হবে। একদিন বা একাধিক দিনে একটি চার্জ সাইকেল সম্পূর্ণ হতে পারে।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে