আজকের পত্রিকা ডেস্ক
চীনের ভিডিও-নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করতে গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন পাস হয়েছে। এই আইনের কারণে চলতি বছর জানুয়ারি থেকে টিকটক বন্ধ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র এক দিনের জন্যই বন্ধ ছিল অ্যাপটি। তবে শিগগিরই সমস্যার সমাধান হতে পারে বলে জানিয়েছে প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকারের শর্ত মেনে টিকটক বিক্রির একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। এ চুক্তির আওতায় অ্যাপটির একটি নতুন, আলাদা সংস্করণ বাজারে আসবে।
তবে চূড়ান্ত চুক্তিটি কার্যকর করতে হলে চীনা সরকারের অনুমোদন লাগবে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের চলমান শুল্ক-সংক্রান্ত টানাপোড়েনও এতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দ্য ইনফরমেশন জানায়, বিক্রির এই চুক্তির আওতায় ওরাকলসহ একদল বিনিয়োগকারীর কাছে টিকটক হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স অবশ্য সীমিত অংশীদার হিসেবে রয়ে যাবে, যা যুক্তরাষ্ট্রের নতুন ‘প্রোটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভাইজরি কন্ট্রোলড অ্যাপলিকেন্টস অ্যাক্ট’ আইনের শর্ত পূরণ করবে।
এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানায়, ওরাকল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে, যেখানে সরকারি বিভিন্ন সংস্থাকে ক্লাউড পরিকাঠামো ব্যবহারে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এটি এই ধরনের প্রথম কোনো চুক্তি।
এদিকে টিকটকের কর্মীরা এরই মধ্যে অ্যাপটির নতুন সংস্করণ তৈরিতে ব্যস্ত। অভ্যন্তরীণভাবে বর্তমান অ্যাপকে বলা হয় ‘এম’, আর নতুন অ্যাপটির কোডনেম রাখা হয়েছে ‘এম২ ’। এটি অ্যাপ স্টোরে আসবে আগামী ৫ সেপ্টেম্বর।
উল্লেখ্য, গত মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো টিকটক নিষিদ্ধের সময়সীমা আরও বাড়ান, যদিও সেই সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন আছে। বর্তমান সময়সীমা অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পুরোনো টিকটক অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হবে এবং নতুন অ্যাপটি চালু হবে। পুরোনো অ্যাপটি পুরোপুরি বন্ধ হবে মার্চ ২০২৬ সালে।
চীনের ভিডিও-নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করতে গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন পাস হয়েছে। এই আইনের কারণে চলতি বছর জানুয়ারি থেকে টিকটক বন্ধ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র এক দিনের জন্যই বন্ধ ছিল অ্যাপটি। তবে শিগগিরই সমস্যার সমাধান হতে পারে বলে জানিয়েছে প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকারের শর্ত মেনে টিকটক বিক্রির একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। এ চুক্তির আওতায় অ্যাপটির একটি নতুন, আলাদা সংস্করণ বাজারে আসবে।
তবে চূড়ান্ত চুক্তিটি কার্যকর করতে হলে চীনা সরকারের অনুমোদন লাগবে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের চলমান শুল্ক-সংক্রান্ত টানাপোড়েনও এতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দ্য ইনফরমেশন জানায়, বিক্রির এই চুক্তির আওতায় ওরাকলসহ একদল বিনিয়োগকারীর কাছে টিকটক হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স অবশ্য সীমিত অংশীদার হিসেবে রয়ে যাবে, যা যুক্তরাষ্ট্রের নতুন ‘প্রোটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভাইজরি কন্ট্রোলড অ্যাপলিকেন্টস অ্যাক্ট’ আইনের শর্ত পূরণ করবে।
এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানায়, ওরাকল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে, যেখানে সরকারি বিভিন্ন সংস্থাকে ক্লাউড পরিকাঠামো ব্যবহারে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এটি এই ধরনের প্রথম কোনো চুক্তি।
এদিকে টিকটকের কর্মীরা এরই মধ্যে অ্যাপটির নতুন সংস্করণ তৈরিতে ব্যস্ত। অভ্যন্তরীণভাবে বর্তমান অ্যাপকে বলা হয় ‘এম’, আর নতুন অ্যাপটির কোডনেম রাখা হয়েছে ‘এম২ ’। এটি অ্যাপ স্টোরে আসবে আগামী ৫ সেপ্টেম্বর।
উল্লেখ্য, গত মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো টিকটক নিষিদ্ধের সময়সীমা আরও বাড়ান, যদিও সেই সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন আছে। বর্তমান সময়সীমা অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পুরোনো টিকটক অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হবে এবং নতুন অ্যাপটি চালু হবে। পুরোনো অ্যাপটি পুরোপুরি বন্ধ হবে মার্চ ২০২৬ সালে।
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
১ দিন আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
১ দিন আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
২ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৪ দিন আগে