বন্ধু, পরিবার, অফিসের কলিগসহ বিভিন্ন মানুষের সঙ্গে বার্তা আদান প্রদানে ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ। এত বিপুল বার্তার মাঝে অনেক সময় প্রয়োজনীয় মেসেজ খুঁজে পাওয়া কষ্টকর। হোয়াটসঅ্যাপের সার্চ ফিচার ব্যবহার করে নির্দিষ্ট মেসেজ সহজেই খুঁজে পাওয়া যায়।
কোনো নির্দিষ্ট তথ্য কিংবা কোনো আলোচনার কিছু অংশ এই ফিচারের মাধ্যমে বের করা যাবে। এই ফিচার সম্পর্কে জানা থাকলে দীর্ঘ সময় ধরে স্ক্রল করে মেসেজ খুঁজে বের করতে হবে না।
হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট মেসেজ যেভাবে খুঁজবেন
মেসেজটি কোন থ্রেডে রয়েছে তা জানতে হোয়াটসঅ্যাপের সার্চ অপশনটি ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েড ও আইফোনে নির্দিষ্ট মেসেজ যেভাবে খুলবেন তার ধাপগুলো তুলে ধরা হলো—
অ্যান্ড্রয়েড
১. অ্যান্ড্রয়েডে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. অ্যাপটির ওপরের সার্চ আইকোনে ট্যাপ করুন।
৩. যে শব্দ বা বাক্য খুঁজে পেতে চান তা সার্চ বারে টাইপ করুন।
৪. সার্চের ফলাফলে মেসেজ সংবলিত চ্যাটটি দেখা যাবে। চ্যাট থ্রেডটিতে ট্যাপ করুন। তাহলেই কাঙ্ক্ষিত মেসেজটি খুঁজে পাবেন।
আইফোন
১. আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. সার্চ বার বের করা জন্য ‘সোয়াইপ আপ’ করুন।
৩. যে শব্দ বা বাক্য খুঁজে পেতে চান তা সার্চ বারে টাইপ করুন।
৪. সার্চের ফলাফলে মেসেজ সংবলিত চ্যাটটি দেখা যাবে। চ্যাট থ্রেডটিতে ট্যাপ করুন। তাহলেই কাঙ্ক্ষিত মেসেজটি খুঁজে পাবেন।
চ্যাটথ্রেড থেকে নির্দিষ্ট মেসেজ যেভাবে খুঁজবেন
অ্যান্ড্রয়েড
১. অ্যান্ড্রয়েডে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. স্বতন্ত্র চ্যাট বা গ্রুপ চ্যাটে ট্যাপ করুন।
৩. চ্যাটের ডান পাশের ওপরে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে ‘সার্চ’ অপশনটি নির্বাচন করুন।
৫. সার্চ বার চালু হলে এতে নির্দিষ্ট শব্দ বা বাক্য টাইপ করুন।
৬. এরপর ম্যাগনিফাইং আইকোনের মতো সার্চ বাটনে ট্যাপ করুন।
৭. সার্চের ফলাফলে নির্দিষ্ট মেসেজটি দেখা যাবে।
আইফোন
১. আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. স্বতন্ত্র চ্যাট বা গ্রুপ চ্যাটে ট্যাপ করুন।
৩. স্বতন্ত্র চ্যাট বা গ্রুপ চ্যাটের নাম বা শিরোনামে ট্যাপ করুন।
৪. চ্যাট সার্চ বা সার্চ অপশনে ট্যাপ করুন।
৫. সার্চ বারে নির্দিষ্ট শব্দ বা বাক্য টাইপ করুন।
৬. এরপর সার্চের ফলাফলে নির্দিষ্ট মেসেজটি দেখা যাবে।
বন্ধু, পরিবার, অফিসের কলিগসহ বিভিন্ন মানুষের সঙ্গে বার্তা আদান প্রদানে ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ। এত বিপুল বার্তার মাঝে অনেক সময় প্রয়োজনীয় মেসেজ খুঁজে পাওয়া কষ্টকর। হোয়াটসঅ্যাপের সার্চ ফিচার ব্যবহার করে নির্দিষ্ট মেসেজ সহজেই খুঁজে পাওয়া যায়।
কোনো নির্দিষ্ট তথ্য কিংবা কোনো আলোচনার কিছু অংশ এই ফিচারের মাধ্যমে বের করা যাবে। এই ফিচার সম্পর্কে জানা থাকলে দীর্ঘ সময় ধরে স্ক্রল করে মেসেজ খুঁজে বের করতে হবে না।
হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট মেসেজ যেভাবে খুঁজবেন
মেসেজটি কোন থ্রেডে রয়েছে তা জানতে হোয়াটসঅ্যাপের সার্চ অপশনটি ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েড ও আইফোনে নির্দিষ্ট মেসেজ যেভাবে খুলবেন তার ধাপগুলো তুলে ধরা হলো—
অ্যান্ড্রয়েড
১. অ্যান্ড্রয়েডে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. অ্যাপটির ওপরের সার্চ আইকোনে ট্যাপ করুন।
৩. যে শব্দ বা বাক্য খুঁজে পেতে চান তা সার্চ বারে টাইপ করুন।
৪. সার্চের ফলাফলে মেসেজ সংবলিত চ্যাটটি দেখা যাবে। চ্যাট থ্রেডটিতে ট্যাপ করুন। তাহলেই কাঙ্ক্ষিত মেসেজটি খুঁজে পাবেন।
আইফোন
১. আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. সার্চ বার বের করা জন্য ‘সোয়াইপ আপ’ করুন।
৩. যে শব্দ বা বাক্য খুঁজে পেতে চান তা সার্চ বারে টাইপ করুন।
৪. সার্চের ফলাফলে মেসেজ সংবলিত চ্যাটটি দেখা যাবে। চ্যাট থ্রেডটিতে ট্যাপ করুন। তাহলেই কাঙ্ক্ষিত মেসেজটি খুঁজে পাবেন।
চ্যাটথ্রেড থেকে নির্দিষ্ট মেসেজ যেভাবে খুঁজবেন
অ্যান্ড্রয়েড
১. অ্যান্ড্রয়েডে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. স্বতন্ত্র চ্যাট বা গ্রুপ চ্যাটে ট্যাপ করুন।
৩. চ্যাটের ডান পাশের ওপরে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে ‘সার্চ’ অপশনটি নির্বাচন করুন।
৫. সার্চ বার চালু হলে এতে নির্দিষ্ট শব্দ বা বাক্য টাইপ করুন।
৬. এরপর ম্যাগনিফাইং আইকোনের মতো সার্চ বাটনে ট্যাপ করুন।
৭. সার্চের ফলাফলে নির্দিষ্ট মেসেজটি দেখা যাবে।
আইফোন
১. আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. স্বতন্ত্র চ্যাট বা গ্রুপ চ্যাটে ট্যাপ করুন।
৩. স্বতন্ত্র চ্যাট বা গ্রুপ চ্যাটের নাম বা শিরোনামে ট্যাপ করুন।
৪. চ্যাট সার্চ বা সার্চ অপশনে ট্যাপ করুন।
৫. সার্চ বারে নির্দিষ্ট শব্দ বা বাক্য টাইপ করুন।
৬. এরপর সার্চের ফলাফলে নির্দিষ্ট মেসেজটি দেখা যাবে।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১৬ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১৬ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১৬ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১৮ ঘণ্টা আগে