অনলাইন ডেস্ক
প্রযুক্তিবিশ্বের বহুল প্রতীক্ষিত সম্মেলনে ‘গুগল আইও ২০২৫’ শুরু হচ্ছে আগামী ২০ মে। দুই দিনব্যাপী এই সম্মেলনে গুগল তার বিভিন্ন পণ্যের হালনাগাদ, নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন তুলে ধরবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউর শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অ্যান্ড্রয়েড, ক্রোম, গুগল সার্চ, ইউটিউব এবং গুগলের এআই চ্যাটবট জেমেনি সম্পর্কে বিভিন্ন ঘোষণা আসতে পারে।
জেমেনি ও কৃত্রিম বুদ্ধিমত্তা
গুগলের এআই চ্যাটবট জেমিনি নিয়ে এবারও বড় কিছু ঘোষণা আসার ইঙ্গিত মিলেছে। গুঞ্জন রয়েছে, আরও শক্তিশালী মডেল ‘জেমেনি আলট্রা’ এই সম্মেলনে উন্মোচন করা হবে। এই মডেলের সঙ্গে যুক্ত হতে পারে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান—‘প্রিমিয়াম প্লাস’ ও ‘প্রিমিয়াম প্রো’। বর্তমানে ২০ ডলার মাসিক খরচে ‘জেমেনি অ্যাডভান্সড’ নামে একটি প্রিমিয়াম সেবা চালু রয়েছে।
এ ছাড়া ‘অ্যাস্ট্রা’ ও ‘প্রজেক্ট মেরিনার’ নামের দুটি এআই প্রকল্পও আলোচনায় থাকবে। অ্যাস্ট্রা হলো—গুগলের মাল্টিমোডাল রিয়েলটাইম এআই অ্যাপ প্রকল্প, আর মেরিনার হলো এমন এক এআই এজেন্ট, যা ব্যবহারকারীর পক্ষ থেকে ওয়েবে ঘুরে কাজ সম্পন্ন করতে পারবে।
অ্যান্ড্রয়েড ১৬
এবারই প্রথমবারের মতো অ্যান্ড্রয়েডের জন্য আলাদা একটি ইভেন্ট—‘দ্য অ্যান্ড্রয়েড শো’ আয়োজন করছে গুগল, যা আই/ওর এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হবে। এতে থাকবে আসবে আরও উন্নত নোটিফিকেশন ব্যবস্থা এবং একদম নতুন ডিজাইন ভাষা ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’। বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, এই অপারেটিং সিস্টেমে সবকিছুতে পরিবর্তন দেখা যাবে, যেখানে থাকবে আরও প্রতিক্রিয়াশীল ও অ্যাকশননির্ভর উপাদান।
অ্যান্ড্রয়েড ১৬-এ আরও যুক্ত হচ্ছে—অরাকাস্টের সমর্থন (যা ব্লুটুথ ডিভাইসের মধ্যে আরও সহজে সুইচ করতে সহায়তা করবে), লক স্ক্রিন উইজেট এবং কিছু গুরুত্বপূর্ণ অ্যাক্সেসিবিলিটি ফিচার।
এবারের সম্মেলনে গুগলের মিক্সড রিয়েলিটি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এক্স আর এবং পরিধানযোগ্য ডিভাইসের জন্য সফটওয়্যার ওয়্যারএক্সআর, এ দুই প্রযুক্তির সর্বশেষ সংস্করণ নিয়েও আলোচনা হতে পারে।
অন্যান্য ঘোষণা
গুগলের সময়সূচি অনুযায়ী, সম্মেলনে ক্রোম ব্রাউজার, গুগল ক্লাউড, গুগল প্লে এবং জেমা (ওপেন সোর্স এআই মডেল) নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
এ ছাড়া গতবারের মতো এবারও গুগল নিয়ে আসতে পারে এআইভিত্তিক কিছু চমক। এর মধ্যে রয়েছে লার্নএলএম (এআই ভাষা মডেল) মডেলের হালনাগাদ এবং নোটবুকএলএমের (এআইভিত্তিক গবেষণা সহকারী) নতুন সংস্করণ। এক সূত্র জানায়, এতে ‘ভিডিও ওভারভিউস’ নামের একটি টুল থাকতে পারে, যা ভিডিও সারাংশ তৈরি করতে পারবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
প্রযুক্তিবিশ্বের বহুল প্রতীক্ষিত সম্মেলনে ‘গুগল আইও ২০২৫’ শুরু হচ্ছে আগামী ২০ মে। দুই দিনব্যাপী এই সম্মেলনে গুগল তার বিভিন্ন পণ্যের হালনাগাদ, নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন তুলে ধরবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউর শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অ্যান্ড্রয়েড, ক্রোম, গুগল সার্চ, ইউটিউব এবং গুগলের এআই চ্যাটবট জেমেনি সম্পর্কে বিভিন্ন ঘোষণা আসতে পারে।
জেমেনি ও কৃত্রিম বুদ্ধিমত্তা
গুগলের এআই চ্যাটবট জেমিনি নিয়ে এবারও বড় কিছু ঘোষণা আসার ইঙ্গিত মিলেছে। গুঞ্জন রয়েছে, আরও শক্তিশালী মডেল ‘জেমেনি আলট্রা’ এই সম্মেলনে উন্মোচন করা হবে। এই মডেলের সঙ্গে যুক্ত হতে পারে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান—‘প্রিমিয়াম প্লাস’ ও ‘প্রিমিয়াম প্রো’। বর্তমানে ২০ ডলার মাসিক খরচে ‘জেমেনি অ্যাডভান্সড’ নামে একটি প্রিমিয়াম সেবা চালু রয়েছে।
এ ছাড়া ‘অ্যাস্ট্রা’ ও ‘প্রজেক্ট মেরিনার’ নামের দুটি এআই প্রকল্পও আলোচনায় থাকবে। অ্যাস্ট্রা হলো—গুগলের মাল্টিমোডাল রিয়েলটাইম এআই অ্যাপ প্রকল্প, আর মেরিনার হলো এমন এক এআই এজেন্ট, যা ব্যবহারকারীর পক্ষ থেকে ওয়েবে ঘুরে কাজ সম্পন্ন করতে পারবে।
অ্যান্ড্রয়েড ১৬
এবারই প্রথমবারের মতো অ্যান্ড্রয়েডের জন্য আলাদা একটি ইভেন্ট—‘দ্য অ্যান্ড্রয়েড শো’ আয়োজন করছে গুগল, যা আই/ওর এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হবে। এতে থাকবে আসবে আরও উন্নত নোটিফিকেশন ব্যবস্থা এবং একদম নতুন ডিজাইন ভাষা ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’। বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, এই অপারেটিং সিস্টেমে সবকিছুতে পরিবর্তন দেখা যাবে, যেখানে থাকবে আরও প্রতিক্রিয়াশীল ও অ্যাকশননির্ভর উপাদান।
অ্যান্ড্রয়েড ১৬-এ আরও যুক্ত হচ্ছে—অরাকাস্টের সমর্থন (যা ব্লুটুথ ডিভাইসের মধ্যে আরও সহজে সুইচ করতে সহায়তা করবে), লক স্ক্রিন উইজেট এবং কিছু গুরুত্বপূর্ণ অ্যাক্সেসিবিলিটি ফিচার।
এবারের সম্মেলনে গুগলের মিক্সড রিয়েলিটি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এক্স আর এবং পরিধানযোগ্য ডিভাইসের জন্য সফটওয়্যার ওয়্যারএক্সআর, এ দুই প্রযুক্তির সর্বশেষ সংস্করণ নিয়েও আলোচনা হতে পারে।
অন্যান্য ঘোষণা
গুগলের সময়সূচি অনুযায়ী, সম্মেলনে ক্রোম ব্রাউজার, গুগল ক্লাউড, গুগল প্লে এবং জেমা (ওপেন সোর্স এআই মডেল) নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
এ ছাড়া গতবারের মতো এবারও গুগল নিয়ে আসতে পারে এআইভিত্তিক কিছু চমক। এর মধ্যে রয়েছে লার্নএলএম (এআই ভাষা মডেল) মডেলের হালনাগাদ এবং নোটবুকএলএমের (এআইভিত্তিক গবেষণা সহকারী) নতুন সংস্করণ। এক সূত্র জানায়, এতে ‘ভিডিও ওভারভিউস’ নামের একটি টুল থাকতে পারে, যা ভিডিও সারাংশ তৈরি করতে পারবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
চীনা অ্যাকাডেমি অব সায়েন্সেসের গবেষকেরা সম্প্রতি ‘ডিফেস’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) টুল প্রকাশ করেছেন, যা শুধুমাত্র ডিএনএ-র তথ্য বিশ্লেষণ করে তৈরি করতে পারে মানুষের মুখচ্ছবি। গবেষকেরা বলছেন, এই প্রযুক্তি ফরেনসিক, চিকিৎসকদের এবং আইন প্রয়োগকারী সংস্থার কাজের ধরন বদলে দিতে পারে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া চীনের জন্য তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপ এইচ ২০–এর একটি পরিবর্তিত ও কম ক্ষমতাসম্পন্ন সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই এই সংস্করণ বাজারে আসবে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কোম্পানির ঘনিষ্ঠ তিনটি সূত্র।
৫ ঘণ্টা আগেসরকারি নির্দেশনায় জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কথা উল্লেখ করে ভারতে অন্তত চারটি বাংলাদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইউটিউব। চ্যানেলগুলো হলো—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি। ভারত থেকে এই চ্যানেলগুলো দেখতে গেলে ইউটিউবে একটি বার্তা দেখা যাচ্ছে—‘জাতীয় নিরাপত্তা বা...
১৬ ঘণ্টা আগেতথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন শুধু এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) গ্রহণ করতে চায় না, নেতৃত্ব দিতেও প্রস্তুত। আজ বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ এআই সামিটে ও হ্যাকাথনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
২ দিন আগে