অনলাইন ডেস্ক
প্রযুক্তিবিশ্বের বহুল প্রতীক্ষিত সম্মেলনে ‘গুগল আইও ২০২৫’ শুরু হচ্ছে আগামী ২০ মে। দুই দিনব্যাপী এই সম্মেলনে গুগল তার বিভিন্ন পণ্যের হালনাগাদ, নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন তুলে ধরবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউর শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অ্যান্ড্রয়েড, ক্রোম, গুগল সার্চ, ইউটিউব এবং গুগলের এআই চ্যাটবট জেমেনি সম্পর্কে বিভিন্ন ঘোষণা আসতে পারে।
জেমেনি ও কৃত্রিম বুদ্ধিমত্তা
গুগলের এআই চ্যাটবট জেমিনি নিয়ে এবারও বড় কিছু ঘোষণা আসার ইঙ্গিত মিলেছে। গুঞ্জন রয়েছে, আরও শক্তিশালী মডেল ‘জেমেনি আলট্রা’ এই সম্মেলনে উন্মোচন করা হবে। এই মডেলের সঙ্গে যুক্ত হতে পারে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান—‘প্রিমিয়াম প্লাস’ ও ‘প্রিমিয়াম প্রো’। বর্তমানে ২০ ডলার মাসিক খরচে ‘জেমেনি অ্যাডভান্সড’ নামে একটি প্রিমিয়াম সেবা চালু রয়েছে।
এ ছাড়া ‘অ্যাস্ট্রা’ ও ‘প্রজেক্ট মেরিনার’ নামের দুটি এআই প্রকল্পও আলোচনায় থাকবে। অ্যাস্ট্রা হলো—গুগলের মাল্টিমোডাল রিয়েলটাইম এআই অ্যাপ প্রকল্প, আর মেরিনার হলো এমন এক এআই এজেন্ট, যা ব্যবহারকারীর পক্ষ থেকে ওয়েবে ঘুরে কাজ সম্পন্ন করতে পারবে।
অ্যান্ড্রয়েড ১৬
এবারই প্রথমবারের মতো অ্যান্ড্রয়েডের জন্য আলাদা একটি ইভেন্ট—‘দ্য অ্যান্ড্রয়েড শো’ আয়োজন করছে গুগল, যা আই/ওর এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হবে। এতে থাকবে আসবে আরও উন্নত নোটিফিকেশন ব্যবস্থা এবং একদম নতুন ডিজাইন ভাষা ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’। বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, এই অপারেটিং সিস্টেমে সবকিছুতে পরিবর্তন দেখা যাবে, যেখানে থাকবে আরও প্রতিক্রিয়াশীল ও অ্যাকশননির্ভর উপাদান।
অ্যান্ড্রয়েড ১৬-এ আরও যুক্ত হচ্ছে—অরাকাস্টের সমর্থন (যা ব্লুটুথ ডিভাইসের মধ্যে আরও সহজে সুইচ করতে সহায়তা করবে), লক স্ক্রিন উইজেট এবং কিছু গুরুত্বপূর্ণ অ্যাক্সেসিবিলিটি ফিচার।
এবারের সম্মেলনে গুগলের মিক্সড রিয়েলিটি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এক্স আর এবং পরিধানযোগ্য ডিভাইসের জন্য সফটওয়্যার ওয়্যারএক্সআর, এ দুই প্রযুক্তির সর্বশেষ সংস্করণ নিয়েও আলোচনা হতে পারে।
অন্যান্য ঘোষণা
গুগলের সময়সূচি অনুযায়ী, সম্মেলনে ক্রোম ব্রাউজার, গুগল ক্লাউড, গুগল প্লে এবং জেমা (ওপেন সোর্স এআই মডেল) নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
এ ছাড়া গতবারের মতো এবারও গুগল নিয়ে আসতে পারে এআইভিত্তিক কিছু চমক। এর মধ্যে রয়েছে লার্নএলএম (এআই ভাষা মডেল) মডেলের হালনাগাদ এবং নোটবুকএলএমের (এআইভিত্তিক গবেষণা সহকারী) নতুন সংস্করণ। এক সূত্র জানায়, এতে ‘ভিডিও ওভারভিউস’ নামের একটি টুল থাকতে পারে, যা ভিডিও সারাংশ তৈরি করতে পারবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
প্রযুক্তিবিশ্বের বহুল প্রতীক্ষিত সম্মেলনে ‘গুগল আইও ২০২৫’ শুরু হচ্ছে আগামী ২০ মে। দুই দিনব্যাপী এই সম্মেলনে গুগল তার বিভিন্ন পণ্যের হালনাগাদ, নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন তুলে ধরবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউর শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অ্যান্ড্রয়েড, ক্রোম, গুগল সার্চ, ইউটিউব এবং গুগলের এআই চ্যাটবট জেমেনি সম্পর্কে বিভিন্ন ঘোষণা আসতে পারে।
জেমেনি ও কৃত্রিম বুদ্ধিমত্তা
গুগলের এআই চ্যাটবট জেমিনি নিয়ে এবারও বড় কিছু ঘোষণা আসার ইঙ্গিত মিলেছে। গুঞ্জন রয়েছে, আরও শক্তিশালী মডেল ‘জেমেনি আলট্রা’ এই সম্মেলনে উন্মোচন করা হবে। এই মডেলের সঙ্গে যুক্ত হতে পারে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান—‘প্রিমিয়াম প্লাস’ ও ‘প্রিমিয়াম প্রো’। বর্তমানে ২০ ডলার মাসিক খরচে ‘জেমেনি অ্যাডভান্সড’ নামে একটি প্রিমিয়াম সেবা চালু রয়েছে।
এ ছাড়া ‘অ্যাস্ট্রা’ ও ‘প্রজেক্ট মেরিনার’ নামের দুটি এআই প্রকল্পও আলোচনায় থাকবে। অ্যাস্ট্রা হলো—গুগলের মাল্টিমোডাল রিয়েলটাইম এআই অ্যাপ প্রকল্প, আর মেরিনার হলো এমন এক এআই এজেন্ট, যা ব্যবহারকারীর পক্ষ থেকে ওয়েবে ঘুরে কাজ সম্পন্ন করতে পারবে।
অ্যান্ড্রয়েড ১৬
এবারই প্রথমবারের মতো অ্যান্ড্রয়েডের জন্য আলাদা একটি ইভেন্ট—‘দ্য অ্যান্ড্রয়েড শো’ আয়োজন করছে গুগল, যা আই/ওর এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হবে। এতে থাকবে আসবে আরও উন্নত নোটিফিকেশন ব্যবস্থা এবং একদম নতুন ডিজাইন ভাষা ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’। বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, এই অপারেটিং সিস্টেমে সবকিছুতে পরিবর্তন দেখা যাবে, যেখানে থাকবে আরও প্রতিক্রিয়াশীল ও অ্যাকশননির্ভর উপাদান।
অ্যান্ড্রয়েড ১৬-এ আরও যুক্ত হচ্ছে—অরাকাস্টের সমর্থন (যা ব্লুটুথ ডিভাইসের মধ্যে আরও সহজে সুইচ করতে সহায়তা করবে), লক স্ক্রিন উইজেট এবং কিছু গুরুত্বপূর্ণ অ্যাক্সেসিবিলিটি ফিচার।
এবারের সম্মেলনে গুগলের মিক্সড রিয়েলিটি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এক্স আর এবং পরিধানযোগ্য ডিভাইসের জন্য সফটওয়্যার ওয়্যারএক্সআর, এ দুই প্রযুক্তির সর্বশেষ সংস্করণ নিয়েও আলোচনা হতে পারে।
অন্যান্য ঘোষণা
গুগলের সময়সূচি অনুযায়ী, সম্মেলনে ক্রোম ব্রাউজার, গুগল ক্লাউড, গুগল প্লে এবং জেমা (ওপেন সোর্স এআই মডেল) নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
এ ছাড়া গতবারের মতো এবারও গুগল নিয়ে আসতে পারে এআইভিত্তিক কিছু চমক। এর মধ্যে রয়েছে লার্নএলএম (এআই ভাষা মডেল) মডেলের হালনাগাদ এবং নোটবুকএলএমের (এআইভিত্তিক গবেষণা সহকারী) নতুন সংস্করণ। এক সূত্র জানায়, এতে ‘ভিডিও ওভারভিউস’ নামের একটি টুল থাকতে পারে, যা ভিডিও সারাংশ তৈরি করতে পারবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
নতুন আইফোন মডেলগুলোর জন্য ডিজিটাল ইমেজ বা ক্যামেরা সেন্সর তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে হাত মেলাচ্ছে অ্যাপল। এই চুক্তি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।
৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ‘ওয়ার্ল্ড মডেল’-এর নতুন সংস্করণ জিনি ৩ চালু করেছে গুগল ডিপমাইন্ড। মাত্র একটি প্রম্পটের মাধ্যমে এই মডেল বাস্তসম্মত ত্রিমাত্রিক (৩ ডি) জগৎ তৈরি করে, যেখানে মানুষ ও এআই একসঙ্গে চলাফেলা ও মিথস্ক্রিয়া করতে পারবে। ডিপমাইন্ড বলছে, এটি এমন এক প্রযুক্তি যা মানুষের মতো...
১১ ঘণ্টা আগেব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামে নতুন তিন ফিচার আনছে ইনস্টাগ্রাম। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপে নতুন কয়েকটি ফিচার যুক্ত করেছে মূল প্রতিষ্ঠান মেটা। এতে থাকছে ‘রিপোস্ট’ অপশন, লোকেশন শেয়ারের জন্য ইনস্টাগ্রাম ম্যাপ, এবং রিলসে নতুন ‘ফ্রেন্ডস’ ট্যাব।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে উৎপাদন কার্যক্রম বাড়াতে আরও ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যাপল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। এর আগে চার বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল অ্যাপল।
১৩ ঘণ্টা আগে