ভারতের বাজারে এসেছে গুগলের নিজস্ব ফোন গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো। ফোন দুটি ভারতে বাজারে মিলবে যথাক্রমে ৫৯ হাজার ৯৯৯ রুপি এবং ৮৪ হাজার ৯৯৯ রুপিতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গুগলের সর্বশেষ এই ফ্ল্যাগশিপ ফোনটিতে ব্যবহার করা হয়েছে, সেকেন্ড জেনারেশন টেনসর জি–২ এসওসি (সিস্টেম অন আ চিপ) প্রসেসর। পিক্সেল ৭ ফোনে মূল ক্যামেরা হলো ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। পিক্সেল ৭ প্রো ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। দুটি ফোনেই সেলফি ক্যামেরায় দেওয়া হয়েছে ১০ দশমিক ৮ মেগাপিক্সেল লেন্স। ক্যামেরাকে ধুলো এবং পানি থেকে রক্ষা করতে ব্যবহার করা হয়েছে আইপি ৬৮ রেটিং।
গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো উভয় ফোনেই অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৩। পিক্সেল ৭ ফোনের ডিসপ্লের দৈর্ঘ্য ৬ দশমিক ৩২ ইঞ্চি। ফুল এইচডি (২৪০০ x ১০৮০ পিক্সেল) ওএলইডি ডিসপ্লেতে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ৮ জিবি র্যামের সঙ্গে ব্যবহার করা হয়েছে সেকেন্ড জেনারেশন টেনসর জি–২ এসওসি। এ পিক্সেল ৭ ফোনে দেওয়া হয়েছে ২৫৬ গিগাবাইট ইনবিল্ট স্টোরেজ। ডুয়াল সিমের (ন্যানো+ই–সিম) ফোনটিতে ৫জি ইন্টারনেট সংযোগেও ব্যবহার করা যাবে।
অপরদিকে, গুগলের পিক্সেল ৭ প্রো ফোনটি পিক্সেল ৭ এর চেয়ে কিছু এগিয়ে। ফোনটিতে ৬ দশমিক ৭ ইঞ্চি কোয়াড এইচডি (৩১২০ x ১৪৪০ পিক্সেলস) এলটিপিটিও ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২গ হার্জ। ১২ জিবি র্যামের ফোনটিতে পিক্সেল ৭ ফোনের মতোই সেকেন্ড জেনারেশন টেনসর জি–২ এসওসি প্রসেসর ব্যবহার করা হয়েছে। দেওয়া হয়েছে ২৫৬ গিগাবাইটের বিশাল ইনবিল্ট স্টোরেজ।
এ ছাড়া, আরও অন্যান্য প্রয়োজনীয় সব সেবাই রয়েছে ফোনটিতে।
ভারতের বাজারে এসেছে গুগলের নিজস্ব ফোন গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো। ফোন দুটি ভারতে বাজারে মিলবে যথাক্রমে ৫৯ হাজার ৯৯৯ রুপি এবং ৮৪ হাজার ৯৯৯ রুপিতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গুগলের সর্বশেষ এই ফ্ল্যাগশিপ ফোনটিতে ব্যবহার করা হয়েছে, সেকেন্ড জেনারেশন টেনসর জি–২ এসওসি (সিস্টেম অন আ চিপ) প্রসেসর। পিক্সেল ৭ ফোনে মূল ক্যামেরা হলো ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। পিক্সেল ৭ প্রো ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। দুটি ফোনেই সেলফি ক্যামেরায় দেওয়া হয়েছে ১০ দশমিক ৮ মেগাপিক্সেল লেন্স। ক্যামেরাকে ধুলো এবং পানি থেকে রক্ষা করতে ব্যবহার করা হয়েছে আইপি ৬৮ রেটিং।
গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো উভয় ফোনেই অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৩। পিক্সেল ৭ ফোনের ডিসপ্লের দৈর্ঘ্য ৬ দশমিক ৩২ ইঞ্চি। ফুল এইচডি (২৪০০ x ১০৮০ পিক্সেল) ওএলইডি ডিসপ্লেতে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ৮ জিবি র্যামের সঙ্গে ব্যবহার করা হয়েছে সেকেন্ড জেনারেশন টেনসর জি–২ এসওসি। এ পিক্সেল ৭ ফোনে দেওয়া হয়েছে ২৫৬ গিগাবাইট ইনবিল্ট স্টোরেজ। ডুয়াল সিমের (ন্যানো+ই–সিম) ফোনটিতে ৫জি ইন্টারনেট সংযোগেও ব্যবহার করা যাবে।
অপরদিকে, গুগলের পিক্সেল ৭ প্রো ফোনটি পিক্সেল ৭ এর চেয়ে কিছু এগিয়ে। ফোনটিতে ৬ দশমিক ৭ ইঞ্চি কোয়াড এইচডি (৩১২০ x ১৪৪০ পিক্সেলস) এলটিপিটিও ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২গ হার্জ। ১২ জিবি র্যামের ফোনটিতে পিক্সেল ৭ ফোনের মতোই সেকেন্ড জেনারেশন টেনসর জি–২ এসওসি প্রসেসর ব্যবহার করা হয়েছে। দেওয়া হয়েছে ২৫৬ গিগাবাইটের বিশাল ইনবিল্ট স্টোরেজ।
এ ছাড়া, আরও অন্যান্য প্রয়োজনীয় সব সেবাই রয়েছে ফোনটিতে।
ডিজিটাল যুগে প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে জীবনের নানা দিক। বর্তমানে বিনোদন, শিক্ষা, ব্যবসা কিংবা উপার্জনের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রভাব অপরিসীম। এরই মধ্যে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা একটি প্ল্যাটফর্ম হলো টিকটক। অল্প সময়ে অ্যাপটি তরুণ-তরুণীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে।
১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
১৮ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
১৯ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
২০ ঘণ্টা আগে