বিখ্যাত মার্কিন অ্যানিমেশন স্টুডিও পিক্সার দর্শকদের মুগ্ধ করে এসেছে তাদের ‘লাক্সো জুনিয়র’ চরিত্রটি দিয়ে। এই আদুরে ডেস্ক ল্যাম্প প্রতিটি পিক্সার মুভির শুরুতে কোম্পানিটির লোগোর ওপর ঝাঁপিয়ে পড়ে। ডিজিটাল চরিত্র হিসেবে লাক্সো জুনিয়র পরিচিত হলেও এখন সেই জনপ্রিয় পিক্সার মাসকটকে বাস্তবে রোবট হিসেবে তৈরি করেছে অ্যাপলের একটি গবেষক দল।
অ্যাপলের এই নতুন রোবটের নাম ‘এলিগ্যান্ট’। অনেক রোবটের মতো এই রোবটও স্থানগত প্রতিবন্ধকতা অতিক্রম থেকে শুরু করে বিভিন্ন কাজ করতে পারে। তবে পিক্সারের ল্যাম্পের মতো এই রোবট বিভিন্ন অভিব্যক্তি দেখায়।
অ্যাপলের মেশিন লার্নিং রিসার্চ সাইটে প্রকাশিত এক গবেষণাপত্রের মাধ্যমে এই নতুন রোবটের পরিচয় তুলে ধরা হয়েছে। রোবটগুলো কার্যকর ও আকর্ষণীয় করার দিকে মনোনিবেশ করেছেন অ্যাপলের গবেষকেরা। তারা পরীক্ষা করেছে যে, মানুষ কীভাবে একটি অভিব্যক্তিপূর্ণ রোবটের সঙ্গে এবং শুধু কাজভিত্তিক রোবটের সঙ্গে মিথস্ক্রিয়া করে। গবেষকেরা ছয়টি আলাদা কাজে বিষয়টি পরীক্ষা করেছেন। উদাহরণস্বরূপ, যখন রোবটটিকে বাইরে আবহাওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়, ঠিক মানুষের মতো এটি জানালার দিকে তাকায়। তারপর সে আবহাওয়ার তথ্য দেয়।
আবার যদি তাকে ডেস্কের অন্য প্রান্তে পৌঁছাতে বলা হয়, এটি তার শরীর প্রসারিত করে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত হয়। এটি রান্নাঘরে সংগীতের তালে নাচে এবং যখন বলা হয় যে, বাড়ির বাইরে ঘোরার জন্য আমন্ত্রণ জানানো হয়নি, তখন হতাশা প্রকাশ করে।
এ ছাড়া প্রোটোটাইপ রোবটটি আরও কিছু আচরণ দেখায়। দুষ্ট বিড়ালের মতো এটি কিছু কাঠের ব্লক উলটে ফেলে দেয়। এটি একটি বইয়ের পৃষ্ঠা উল্টানোও অনুসরণ করে, যাতে এটি সব সময় পৃষ্ঠাগুলোর ওপর আলো ফেলে।
অ্যাপলের গবেষণা দল জানিয়েছে, এ ধরনের অভিব্যক্তিপূর্ণ রোবটগুলো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদিকে যেখানে রোবটগুলো শুধু কাজ করে যায়, সেখানে অভিব্যক্তিপূর্ণ আচরণ এই রোবটকে ব্যবহারকারীর কাছে আরও আকর্ষণীয় ও মানবিক করে তোলা। বিশেষ করে সামাজিক কাজের ক্ষেত্রে এটি এক নতুন দিগন্তের সূচনা করেছে, যেখানে প্রযুক্তি শুধু কাজের টুল নয়, বরং একটি বন্ধু বা সহযাত্রী হিসেবে আপনার পাশে দাঁড়াতে পারে।
তথ্যসূত্র: ম্যাশাবল
বিখ্যাত মার্কিন অ্যানিমেশন স্টুডিও পিক্সার দর্শকদের মুগ্ধ করে এসেছে তাদের ‘লাক্সো জুনিয়র’ চরিত্রটি দিয়ে। এই আদুরে ডেস্ক ল্যাম্প প্রতিটি পিক্সার মুভির শুরুতে কোম্পানিটির লোগোর ওপর ঝাঁপিয়ে পড়ে। ডিজিটাল চরিত্র হিসেবে লাক্সো জুনিয়র পরিচিত হলেও এখন সেই জনপ্রিয় পিক্সার মাসকটকে বাস্তবে রোবট হিসেবে তৈরি করেছে অ্যাপলের একটি গবেষক দল।
অ্যাপলের এই নতুন রোবটের নাম ‘এলিগ্যান্ট’। অনেক রোবটের মতো এই রোবটও স্থানগত প্রতিবন্ধকতা অতিক্রম থেকে শুরু করে বিভিন্ন কাজ করতে পারে। তবে পিক্সারের ল্যাম্পের মতো এই রোবট বিভিন্ন অভিব্যক্তি দেখায়।
অ্যাপলের মেশিন লার্নিং রিসার্চ সাইটে প্রকাশিত এক গবেষণাপত্রের মাধ্যমে এই নতুন রোবটের পরিচয় তুলে ধরা হয়েছে। রোবটগুলো কার্যকর ও আকর্ষণীয় করার দিকে মনোনিবেশ করেছেন অ্যাপলের গবেষকেরা। তারা পরীক্ষা করেছে যে, মানুষ কীভাবে একটি অভিব্যক্তিপূর্ণ রোবটের সঙ্গে এবং শুধু কাজভিত্তিক রোবটের সঙ্গে মিথস্ক্রিয়া করে। গবেষকেরা ছয়টি আলাদা কাজে বিষয়টি পরীক্ষা করেছেন। উদাহরণস্বরূপ, যখন রোবটটিকে বাইরে আবহাওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়, ঠিক মানুষের মতো এটি জানালার দিকে তাকায়। তারপর সে আবহাওয়ার তথ্য দেয়।
আবার যদি তাকে ডেস্কের অন্য প্রান্তে পৌঁছাতে বলা হয়, এটি তার শরীর প্রসারিত করে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত হয়। এটি রান্নাঘরে সংগীতের তালে নাচে এবং যখন বলা হয় যে, বাড়ির বাইরে ঘোরার জন্য আমন্ত্রণ জানানো হয়নি, তখন হতাশা প্রকাশ করে।
এ ছাড়া প্রোটোটাইপ রোবটটি আরও কিছু আচরণ দেখায়। দুষ্ট বিড়ালের মতো এটি কিছু কাঠের ব্লক উলটে ফেলে দেয়। এটি একটি বইয়ের পৃষ্ঠা উল্টানোও অনুসরণ করে, যাতে এটি সব সময় পৃষ্ঠাগুলোর ওপর আলো ফেলে।
অ্যাপলের গবেষণা দল জানিয়েছে, এ ধরনের অভিব্যক্তিপূর্ণ রোবটগুলো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদিকে যেখানে রোবটগুলো শুধু কাজ করে যায়, সেখানে অভিব্যক্তিপূর্ণ আচরণ এই রোবটকে ব্যবহারকারীর কাছে আরও আকর্ষণীয় ও মানবিক করে তোলা। বিশেষ করে সামাজিক কাজের ক্ষেত্রে এটি এক নতুন দিগন্তের সূচনা করেছে, যেখানে প্রযুক্তি শুধু কাজের টুল নয়, বরং একটি বন্ধু বা সহযাত্রী হিসেবে আপনার পাশে দাঁড়াতে পারে।
তথ্যসূত্র: ম্যাশাবল
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে