আজকের পত্রিকা ডেস্ক
গুগল তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ পিক্সেল ১০ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী আগস্টেই উন্মোচিত হতে পারে পিক্সেল ১০ সিরিজের ডিভাইসগুলো। নতুন সিরিজে থাকছে মোট চারটি মডেল—পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল ও পিক্সেল ১০ প্রো ফোল্ড। এগুলোতে ব্যবহৃত হতে পারে গুগলের নতুন টেনসর জি৫ চিপসেট। তবে ফোনটি উন্মোচনের আগেই ‘মিস্টিক লিকস’ নামের এক টেলিগ্রাম চ্যানেল থেকে ফাঁস হয়েছে সম্ভাব্য রঙের তালিকা। জানা গেছে, এবারের সিরিজে আগের চেয়ে আরও বৈচিত্র্যময় রঙে আসছে ফোনগুলো।
প্রকাশিত তথ্য অনুযায়ী, পিক্সেল ১০ মডেলটি আসবে চারটি নতুন রঙে—ব্লু, লিমোনচেলো (হালকা হলুদ), আইরিস (বেগুনি) ও অবসিডিয়ান (কালো)। এর মধ্যে লিমোনচেলো নামের হলুদ রংটি গুগলের পিক্সেল ৬ প্রোতে ব্যবহৃত ‘শর্টা সানি’ রঙের মতো। ধারণা করা হচ্ছে, এই রংটি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হবে।
পিক্সেল ১০ প্রো ও পিক্সেল ১০ প্রো এক্সএল মডেল দুটিতে থাকছে তুলনামূলক প্রিমিয়াম ধরনের রং। এগুলো হলো—গ্রিন, স্টার্লিং (ছাই-ধূসর), পোর্সেলিন (সাদা) ও অবসিডিয়ান (কালো)।
প্রতিটি ফোনের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে গুগল এই সিরিজে প্রি-ইনস্টলড ওয়ালপেপার দিচ্ছে বলে জানা গেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, মোট ৪০টি নতুন ওয়ালপেপার থাকবে এই সিরিজে, যেগুলো ফোনের রং অনুযায়ী সাজানো হয়েছে।
গুগলের নতুন এই পিক্সেল ১০ সিরিজে থাকছে টেনসর জি৫ চিপসেট এবং মিডিয়াটেক টি৯০০ মডেম। ফোনগুলো চালাবে গুগলের সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৬। একই সঙ্গে যুক্ত হতে পারে বিভিন্ন জেনারেটিভ এআই ফিচারও।
চারটি ভিন্ন কোডনেমে ডিভাইসগুলো চিহ্নিত করা হয়েছে—পিক্সেল ১০ (ফ্র্যাংকেল), পিক্সেল ১০ প্রো (ব্লেজার), পিক্সেল ১০ প্রো এক্সএল (মাসটেং) এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড (র্যানগো)।
এদিকে পিক্সেল ৯ সিরিজে ব্যবহৃত হয়েছিল পিওনি, পোর্সেলিন, অবসেডিয়ান ও উইন্টারগ্রিন রং। আর পিক্সেল ৯ প্রো ও প্রো এক্সএল মডেল এসেছিল।
গুগল পিক্সেল ১০ সিরিজে থাকছে গুগলের তৈরি পরবর্তী প্রজন্মের চিপসেট টেনসর জি৫, এটি টিএসএমসির ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত, যা আগের জেনারেশনের তুলনায় আরও শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী। এই চিপসেট অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম ও এআইভিত্তিক ফিচারগুলো ভালোভাবে সমর্থন দিতে পারবে।
পিক্সেল সিরিজ বরাবরের মতো ক্যামেরার ওপর জোর দিয়েছে। পিক্সেল ১০ সিরিজেও তা বজায় থাকবে। বিশেষ করে প্রো ও এক্সএল মডেলগুলোতে ক্যামেরা ফিচার আরও উন্নত হতে চলেছে।
পিক্সেল ১০ স্ট্যান্ডার্ড মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর উন্নত নাইট সাইট এবং রিয়েল টাইম এইচডিআর প্রসেসিং ফিচার থাকবে। এদিকে পিক্সেল ১০ প্রো ও প্রো এক্সএলে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ এক্স অপটিক্যাল জুমসহ টেলিফটো লেন্স ও আলট্রা ওয়াইড লেন্স।
গুগলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও প্রযুক্তি দুনিয়ায় গুঞ্জন চলছে যে আগস্টেই দেখা মিলতে পারে পিক্সেল ১০ সিরিজের। নতুন রং, শক্তিশালী চিপসেট ও উন্নত সফটওয়্যার অভিজ্ঞতা নিয়ে গুগল কতটা বাজার দখল করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
গুগল তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ পিক্সেল ১০ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী আগস্টেই উন্মোচিত হতে পারে পিক্সেল ১০ সিরিজের ডিভাইসগুলো। নতুন সিরিজে থাকছে মোট চারটি মডেল—পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল ও পিক্সেল ১০ প্রো ফোল্ড। এগুলোতে ব্যবহৃত হতে পারে গুগলের নতুন টেনসর জি৫ চিপসেট। তবে ফোনটি উন্মোচনের আগেই ‘মিস্টিক লিকস’ নামের এক টেলিগ্রাম চ্যানেল থেকে ফাঁস হয়েছে সম্ভাব্য রঙের তালিকা। জানা গেছে, এবারের সিরিজে আগের চেয়ে আরও বৈচিত্র্যময় রঙে আসছে ফোনগুলো।
প্রকাশিত তথ্য অনুযায়ী, পিক্সেল ১০ মডেলটি আসবে চারটি নতুন রঙে—ব্লু, লিমোনচেলো (হালকা হলুদ), আইরিস (বেগুনি) ও অবসিডিয়ান (কালো)। এর মধ্যে লিমোনচেলো নামের হলুদ রংটি গুগলের পিক্সেল ৬ প্রোতে ব্যবহৃত ‘শর্টা সানি’ রঙের মতো। ধারণা করা হচ্ছে, এই রংটি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হবে।
পিক্সেল ১০ প্রো ও পিক্সেল ১০ প্রো এক্সএল মডেল দুটিতে থাকছে তুলনামূলক প্রিমিয়াম ধরনের রং। এগুলো হলো—গ্রিন, স্টার্লিং (ছাই-ধূসর), পোর্সেলিন (সাদা) ও অবসিডিয়ান (কালো)।
প্রতিটি ফোনের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে গুগল এই সিরিজে প্রি-ইনস্টলড ওয়ালপেপার দিচ্ছে বলে জানা গেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, মোট ৪০টি নতুন ওয়ালপেপার থাকবে এই সিরিজে, যেগুলো ফোনের রং অনুযায়ী সাজানো হয়েছে।
গুগলের নতুন এই পিক্সেল ১০ সিরিজে থাকছে টেনসর জি৫ চিপসেট এবং মিডিয়াটেক টি৯০০ মডেম। ফোনগুলো চালাবে গুগলের সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৬। একই সঙ্গে যুক্ত হতে পারে বিভিন্ন জেনারেটিভ এআই ফিচারও।
চারটি ভিন্ন কোডনেমে ডিভাইসগুলো চিহ্নিত করা হয়েছে—পিক্সেল ১০ (ফ্র্যাংকেল), পিক্সেল ১০ প্রো (ব্লেজার), পিক্সেল ১০ প্রো এক্সএল (মাসটেং) এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড (র্যানগো)।
এদিকে পিক্সেল ৯ সিরিজে ব্যবহৃত হয়েছিল পিওনি, পোর্সেলিন, অবসেডিয়ান ও উইন্টারগ্রিন রং। আর পিক্সেল ৯ প্রো ও প্রো এক্সএল মডেল এসেছিল।
গুগল পিক্সেল ১০ সিরিজে থাকছে গুগলের তৈরি পরবর্তী প্রজন্মের চিপসেট টেনসর জি৫, এটি টিএসএমসির ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত, যা আগের জেনারেশনের তুলনায় আরও শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী। এই চিপসেট অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম ও এআইভিত্তিক ফিচারগুলো ভালোভাবে সমর্থন দিতে পারবে।
পিক্সেল সিরিজ বরাবরের মতো ক্যামেরার ওপর জোর দিয়েছে। পিক্সেল ১০ সিরিজেও তা বজায় থাকবে। বিশেষ করে প্রো ও এক্সএল মডেলগুলোতে ক্যামেরা ফিচার আরও উন্নত হতে চলেছে।
পিক্সেল ১০ স্ট্যান্ডার্ড মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর উন্নত নাইট সাইট এবং রিয়েল টাইম এইচডিআর প্রসেসিং ফিচার থাকবে। এদিকে পিক্সেল ১০ প্রো ও প্রো এক্সএলে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ এক্স অপটিক্যাল জুমসহ টেলিফটো লেন্স ও আলট্রা ওয়াইড লেন্স।
গুগলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও প্রযুক্তি দুনিয়ায় গুঞ্জন চলছে যে আগস্টেই দেখা মিলতে পারে পিক্সেল ১০ সিরিজের। নতুন রং, শক্তিশালী চিপসেট ও উন্নত সফটওয়্যার অভিজ্ঞতা নিয়ে গুগল কতটা বাজার দখল করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
১৯ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২ দিন আগে