অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোয়ালকম গতকাল সোমবার ব্রিটিশ সেমিকন্ডাক্টর কোম্পানি আলফাওয়েভ অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। এই অধিগ্রহণের জন্য প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন বা ২৪০ কোটি মার্কিন ডলার খরচ করবে কোয়ালকম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি শক্তিশালী করতে এই পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি।
চুক্তি অনুযায়ী, আলফাওয়েভের প্রতি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৩ পেন্স (ব্রিটিশ মুদ্রা), যা কোয়ালকমের আগ্রহ প্রকাশের আগের দিনের তুলনায় প্রায় ৯৬ শতাংশ বেশি। খবরটি জানার পর লন্ডনের শেয়ারবাজারে আলফাওয়েভের শেয়ারের দাম প্রায় ২২ শতাংশ বেড়ে গিয়ে কোয়ালকমের প্রস্তাবিত দামের কাছাকাছি পৌঁছায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলো সম্প্রতি যুক্তরাজ্যের বাজারে একের পর এক বিনিয়োগ করছে। তুলনামূলক দুর্বল মূল্যায়ন ও মন্থর প্রবৃদ্ধিকে সুযোগ হিসেবে দেখছে তারা।
আলফাওয়েভ মূলত ডেটা সেন্টার, নেটওয়ার্কিং ও স্টোরেজের জন্য সেমিকন্ডাক্টর ডিজাইন ও লাইসেন্স দেয়। তাদের অন্যতম প্রধান প্রযুক্তি ‘সারডেস’ (SerDes), যা চিপে তথ্য প্রক্রিয়াকরণের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য অপরিহার্য এবং এটি ব্রডকম ও মার্ভেল টেকনোলজির বহু বিলিয়ন ডলারের চিপ ব্যবসার ভিত্তি হিসেবে কাজ করছে।
চলতি বছরের এপ্রিলে আলফাওয়েভ অধিগ্রহণে আগ্রহ দেখায় কোয়ালকম ও সফটব্যাংকের মালিকানাধীন কোম্পানি আর্ম। তবে আলোচনার প্রাথমিক পর্যায়ে আর্ম পিছু হটে বলে জানিয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স।
কোয়ালকম যুক্তরাজ্যের টেকওভার প্যানেল থেকে একাধিকবার সময় নিয়ে আলফাওয়েভের শেয়ারহোল্ডারদের জন্য আরও দুটি বিকল্প ‘অল-শেয়ার’-এর (শেয়ারের বিনিময়ে শেয়ার দেওয়া) প্রস্তাবও দিয়েছিল।
আলফাওয়েভ জানায়, নগদভিত্তিক এই অফারের শর্তগুলো ‘ন্যায়সংগত ও গ্রহণযোগ্য’ এবং তারা সর্বসম্মতভাবে শেয়ারহোল্ডারদের এতে সমর্থন দেওয়ার সুপারিশ করবে।
একই দিনে আলফাওয়েভ ঘোষণা দেয়, তারা চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়াইজ রোড ক্যাপিটালের সঙ্গে যৌথভাবে পরিচালিত উইজওয়েভ প্রকল্প থেকে নিজেদের অংশ রাষ্ট্রায়ত্ত শেয়ারহোল্ডারদের কাছে বিক্রি করেছে।
যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোয়ালকম গতকাল সোমবার ব্রিটিশ সেমিকন্ডাক্টর কোম্পানি আলফাওয়েভ অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। এই অধিগ্রহণের জন্য প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন বা ২৪০ কোটি মার্কিন ডলার খরচ করবে কোয়ালকম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি শক্তিশালী করতে এই পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি।
চুক্তি অনুযায়ী, আলফাওয়েভের প্রতি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৩ পেন্স (ব্রিটিশ মুদ্রা), যা কোয়ালকমের আগ্রহ প্রকাশের আগের দিনের তুলনায় প্রায় ৯৬ শতাংশ বেশি। খবরটি জানার পর লন্ডনের শেয়ারবাজারে আলফাওয়েভের শেয়ারের দাম প্রায় ২২ শতাংশ বেড়ে গিয়ে কোয়ালকমের প্রস্তাবিত দামের কাছাকাছি পৌঁছায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলো সম্প্রতি যুক্তরাজ্যের বাজারে একের পর এক বিনিয়োগ করছে। তুলনামূলক দুর্বল মূল্যায়ন ও মন্থর প্রবৃদ্ধিকে সুযোগ হিসেবে দেখছে তারা।
আলফাওয়েভ মূলত ডেটা সেন্টার, নেটওয়ার্কিং ও স্টোরেজের জন্য সেমিকন্ডাক্টর ডিজাইন ও লাইসেন্স দেয়। তাদের অন্যতম প্রধান প্রযুক্তি ‘সারডেস’ (SerDes), যা চিপে তথ্য প্রক্রিয়াকরণের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য অপরিহার্য এবং এটি ব্রডকম ও মার্ভেল টেকনোলজির বহু বিলিয়ন ডলারের চিপ ব্যবসার ভিত্তি হিসেবে কাজ করছে।
চলতি বছরের এপ্রিলে আলফাওয়েভ অধিগ্রহণে আগ্রহ দেখায় কোয়ালকম ও সফটব্যাংকের মালিকানাধীন কোম্পানি আর্ম। তবে আলোচনার প্রাথমিক পর্যায়ে আর্ম পিছু হটে বলে জানিয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স।
কোয়ালকম যুক্তরাজ্যের টেকওভার প্যানেল থেকে একাধিকবার সময় নিয়ে আলফাওয়েভের শেয়ারহোল্ডারদের জন্য আরও দুটি বিকল্প ‘অল-শেয়ার’-এর (শেয়ারের বিনিময়ে শেয়ার দেওয়া) প্রস্তাবও দিয়েছিল।
আলফাওয়েভ জানায়, নগদভিত্তিক এই অফারের শর্তগুলো ‘ন্যায়সংগত ও গ্রহণযোগ্য’ এবং তারা সর্বসম্মতভাবে শেয়ারহোল্ডারদের এতে সমর্থন দেওয়ার সুপারিশ করবে।
একই দিনে আলফাওয়েভ ঘোষণা দেয়, তারা চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়াইজ রোড ক্যাপিটালের সঙ্গে যৌথভাবে পরিচালিত উইজওয়েভ প্রকল্প থেকে নিজেদের অংশ রাষ্ট্রায়ত্ত শেয়ারহোল্ডারদের কাছে বিক্রি করেছে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে