অনলাইন ডেস্ক
গেমিং দুনিয়ায় লিনাক্সের উপস্থিতি আরও জোরদার করতে নতুন পদক্ষেপ নিয়েছে ভ্যালভ। এতদিন স্টিম ডেকেই সীমাবদ্ধ থাকলেও, এবার স্টিমওএস পাওয়া যাচ্ছে আরও কিছু জনপ্রিয় হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসে। স্টিমওএস ৩.৭. ৮ সংস্করণ এখন অফিশিয়ালি সমর্থন দিচ্ছে লেনোভো লিজিওন গো এস, আসুস আরওজি অ্যালি এবং এএমডি-ভিত্তিক অন্যান্য হ্যান্ডহেল্ড পিসিতে।
নতুন সংস্করণে যুক্ত হয়েছে বিভিন্ন নতুন ফিচার। এ ছাড়া আগের সংস্করণের কিছু ত্রুটিও সংশোধন করা হয়েছে। আপডেটটি ইতিমধ্যেই ডাউনলোডের জন্য উন্মুক্ত, তবে এটি শুধু এএমডি হার্ডওয়্যার এবং এনভিএমই এসএসডি সংবলিত পিসির জন্য প্রযোজ্য।
ছোট স্ক্রিনে গেম খেলার জন্য স্টিমওএসের ইন্টারফেস অনেক বেশি কার্যকর। উইন্ডোজের তুলনায় এটি ব্যবহার করা সহজ ও সুবিধাজনক, আর এ কারণেই স্টিম ডেক এত দিন বাড়তি সুবিধা ভোগ করে এসেছে। এখন একই অভিজ্ঞতা পাওয়া যাবে অন্যান্য পোর্টেবল (বহনযোগ্য) পিসিতেও।
স্টিমওএস ৩.৭. ৮ সংস্করণটি এখন নতুন আর্ক লিনাক্স ভিত্তিতে তৈরি। এতে লিনাক্স কর্নেল আপডেট হয়ে ৬.১১ হয়েছে এবং ডেস্কটপ মোডে ব্যবহার করা হয়েছে প্লাজমা ৬.২. ৫। এসব পরিবর্তনের ফলে সিস্টেমটি আগের চেয়ে আরও দ্রুত ও স্থিতিশীল হয়েছে।
নতুন এই সংস্করণ রাইজেন ৮৮৪০ ইউ, রাইজেন এআই এইচএক্স ৩৭০, রাইজেন জেড ১ এবং রাইজেন জেড ২ চিপসেট-ভিত্তিক ডিভাইসের জন্য উপযোগী। ভ্যালভ ইতিমধ্যে লেনেভো লিজিওন গো এবং আসুস আরওজে অ্যালের জন্য নির্দিষ্ট ইনস্টলেশন নির্দেশনাও দিয়েছে।
তবে, প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই বিল্ড জিপিডি উইন, আয়ানেও ৩, জোট্যাক জোনের মতো আরও অনেক হ্যান্ডহেল্ড ডিভাইসেও কাজ করতে পারে। শুধু ইন্টেলভিত্তিক ‘এমএসআই ক্ল’ এখনো এর সমর্থন পাচ্ছে না। ইন্টেল চিপের জন্য ভবিষ্যতে সমর্থন আসবে কি না, সে বিষয়ে ভ্যালভ এখনো কিছু জানায়নি।
নতুন আপডেট স্টিমওএস ৩.৭. ৮–এ যুক্ত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ও ব্যবহারবান্ধব ফিচার।
প্রথমত, ব্যাটারি চার্জ লিমিট ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজেদের ডিভাইসের ব্যাটারির চার্জ সীমা নির্ধারণ করতে পারবেন। ভ্যালভ সুপারিশ করছে প্রায়শই ডকে রাখা ডিভাইসে ৮০ শতাংশ চার্জের সীমা ব্যবহার করার, যা দীর্ঘ মেয়াদে ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করবে।
দ্বিতীয়ত, ফ্রেম রেট লিমিট ফিচারের মাধ্যমে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভিআরআর (ভ্যারিয়েবল রিফ্রেশ রেট) ডিসপ্লের জন্য নির্দিষ্ট ফ্রেম রেট বেঁধে দেওয়া যাবে। এর ফলে গেমিং অভিজ্ঞতা হবে আরও মসৃণ ও নিয়ন্ত্রিত।
তৃতীয়ত, নতুন ব্লুটুথ ওয়েক সুবিধার মাধ্যমে ব্লুটুথ কন্ট্রোলার ব্যবহার করে এলসিডি স্টিম ডেক ডিভাইসকে স্লিপ মোড থেকে চালু করা সম্ভব হবে, যা আগের সংস্করণে সম্ভব ছিল না।
এই আপডেট হলো ৩.৭ সিরিজের প্রথম পূর্ণাঙ্গ ও স্থিতিশীল সংস্করণ। ফলে আগে যে ফিচারগুলো পরীক্ষামূলক (বেটা) ছিল, এখন সেগুলো চূড়ান্তভাবে যুক্ত হয়েছে এবং স্থায়ীভাবে ব্যবহার করা যাবে।
এদিকে লেনেভো শিগগিরই হ্যান্ডহেল্ড গেমিং কনসোল ‘লিজিয়ন গো এস’ বাজারে আনতে যাচ্ছে, যার সঙ্গে স্টিমওএস প্রি-ইনস্টল থাকবে। উইন্ডোজ ১১ সংস্করণের তুলনায় এর দাম হবে অনেক কম। এর ফলে হ্যান্ডহেল্ড গেমিং বাজারে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: টেকস্পট
গেমিং দুনিয়ায় লিনাক্সের উপস্থিতি আরও জোরদার করতে নতুন পদক্ষেপ নিয়েছে ভ্যালভ। এতদিন স্টিম ডেকেই সীমাবদ্ধ থাকলেও, এবার স্টিমওএস পাওয়া যাচ্ছে আরও কিছু জনপ্রিয় হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসে। স্টিমওএস ৩.৭. ৮ সংস্করণ এখন অফিশিয়ালি সমর্থন দিচ্ছে লেনোভো লিজিওন গো এস, আসুস আরওজি অ্যালি এবং এএমডি-ভিত্তিক অন্যান্য হ্যান্ডহেল্ড পিসিতে।
নতুন সংস্করণে যুক্ত হয়েছে বিভিন্ন নতুন ফিচার। এ ছাড়া আগের সংস্করণের কিছু ত্রুটিও সংশোধন করা হয়েছে। আপডেটটি ইতিমধ্যেই ডাউনলোডের জন্য উন্মুক্ত, তবে এটি শুধু এএমডি হার্ডওয়্যার এবং এনভিএমই এসএসডি সংবলিত পিসির জন্য প্রযোজ্য।
ছোট স্ক্রিনে গেম খেলার জন্য স্টিমওএসের ইন্টারফেস অনেক বেশি কার্যকর। উইন্ডোজের তুলনায় এটি ব্যবহার করা সহজ ও সুবিধাজনক, আর এ কারণেই স্টিম ডেক এত দিন বাড়তি সুবিধা ভোগ করে এসেছে। এখন একই অভিজ্ঞতা পাওয়া যাবে অন্যান্য পোর্টেবল (বহনযোগ্য) পিসিতেও।
স্টিমওএস ৩.৭. ৮ সংস্করণটি এখন নতুন আর্ক লিনাক্স ভিত্তিতে তৈরি। এতে লিনাক্স কর্নেল আপডেট হয়ে ৬.১১ হয়েছে এবং ডেস্কটপ মোডে ব্যবহার করা হয়েছে প্লাজমা ৬.২. ৫। এসব পরিবর্তনের ফলে সিস্টেমটি আগের চেয়ে আরও দ্রুত ও স্থিতিশীল হয়েছে।
নতুন এই সংস্করণ রাইজেন ৮৮৪০ ইউ, রাইজেন এআই এইচএক্স ৩৭০, রাইজেন জেড ১ এবং রাইজেন জেড ২ চিপসেট-ভিত্তিক ডিভাইসের জন্য উপযোগী। ভ্যালভ ইতিমধ্যে লেনেভো লিজিওন গো এবং আসুস আরওজে অ্যালের জন্য নির্দিষ্ট ইনস্টলেশন নির্দেশনাও দিয়েছে।
তবে, প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই বিল্ড জিপিডি উইন, আয়ানেও ৩, জোট্যাক জোনের মতো আরও অনেক হ্যান্ডহেল্ড ডিভাইসেও কাজ করতে পারে। শুধু ইন্টেলভিত্তিক ‘এমএসআই ক্ল’ এখনো এর সমর্থন পাচ্ছে না। ইন্টেল চিপের জন্য ভবিষ্যতে সমর্থন আসবে কি না, সে বিষয়ে ভ্যালভ এখনো কিছু জানায়নি।
নতুন আপডেট স্টিমওএস ৩.৭. ৮–এ যুক্ত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ও ব্যবহারবান্ধব ফিচার।
প্রথমত, ব্যাটারি চার্জ লিমিট ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজেদের ডিভাইসের ব্যাটারির চার্জ সীমা নির্ধারণ করতে পারবেন। ভ্যালভ সুপারিশ করছে প্রায়শই ডকে রাখা ডিভাইসে ৮০ শতাংশ চার্জের সীমা ব্যবহার করার, যা দীর্ঘ মেয়াদে ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করবে।
দ্বিতীয়ত, ফ্রেম রেট লিমিট ফিচারের মাধ্যমে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভিআরআর (ভ্যারিয়েবল রিফ্রেশ রেট) ডিসপ্লের জন্য নির্দিষ্ট ফ্রেম রেট বেঁধে দেওয়া যাবে। এর ফলে গেমিং অভিজ্ঞতা হবে আরও মসৃণ ও নিয়ন্ত্রিত।
তৃতীয়ত, নতুন ব্লুটুথ ওয়েক সুবিধার মাধ্যমে ব্লুটুথ কন্ট্রোলার ব্যবহার করে এলসিডি স্টিম ডেক ডিভাইসকে স্লিপ মোড থেকে চালু করা সম্ভব হবে, যা আগের সংস্করণে সম্ভব ছিল না।
এই আপডেট হলো ৩.৭ সিরিজের প্রথম পূর্ণাঙ্গ ও স্থিতিশীল সংস্করণ। ফলে আগে যে ফিচারগুলো পরীক্ষামূলক (বেটা) ছিল, এখন সেগুলো চূড়ান্তভাবে যুক্ত হয়েছে এবং স্থায়ীভাবে ব্যবহার করা যাবে।
এদিকে লেনেভো শিগগিরই হ্যান্ডহেল্ড গেমিং কনসোল ‘লিজিয়ন গো এস’ বাজারে আনতে যাচ্ছে, যার সঙ্গে স্টিমওএস প্রি-ইনস্টল থাকবে। উইন্ডোজ ১১ সংস্করণের তুলনায় এর দাম হবে অনেক কম। এর ফলে হ্যান্ডহেল্ড গেমিং বাজারে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: টেকস্পট
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে