কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি ওপেনএআই তাদের রিজনিং মডেল ‘ও৩’ উন্মোচনের পরিকল্পনা বাদ দিয়ে আরেকটি ‘সরলীকৃত’ পণ্য নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসগুলোতে ও৩-এর পরিবর্তে নতুন জিপিটি-৫ মডেল উন্মোচন করবে কোম্পানিটি। গতকাল বুধবার এই ঘোষণা দেন ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান।
জিপিটি-৫ মডেলটিতে ও৩সহ কোম্পানিটির বিভিন্ন প্রযুক্তি একত্রিত থাকবে। চ্যাটজিপিটির এবং এপিএআইয়ের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য মডেলটি উন্মুক্ত করা হবে। এর ফলে ও৩ মডেলটি আর আলাদাভাবে প্রকাশ করা হবে না।
চলতি বছরের শুরুতে ও৩ মডেলটি প্রকাশ করার পরিকল্পনা ছিল ওপেনএআইয়ের। কয়েক সপ্তাহ আগে ওপেনএআইয়ের চিফ প্রোডাক্ট অফিসার কেভিন ওয়েইল একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে উন্মোচন করা হবে ও৩ মডেল।
সোশ্যাল মিডিয়ার এক পোস্টে স্যাম অল্টম্যান বলেন, ওপেনএআই তাদের পরিকল্পনা ও পণ্যগুলো ব্যবহারকারীদের কাছে আরও স্পষ্টভাবে এবং সহজভাবে পৌঁছাতে চায়। তারা মডেল পিকার এবং জটিলতার সমস্যার সমাধান করতে চাইছে, যাতে ব্যবহারকারীরা সহজে ও স্বাভাবিকভাবে এআই ব্যবহার করতে পারেন।
উল্লেখ্য, ‘মডেল পিকার’ হলো সেই ফিচার বা ইউজার ইন্টারফেস, যা ব্যবহারকারীদের বিভিন্ন এআই মডেল থেকে একটি নির্বাচন করতে দেয়।
অল্টম্যান আরও জানিয়েছেন যে, ওপেনএআই চ্যাটজিপিটি৫-এর ‘স্ট্যান্ডার্ড বুদ্ধিমত্তা সেটিংস’-এ অবাধ চ্যাট অ্যাকসেস প্রদান করবে। তবে চ্যাটবটটি অপব্যবহারের বিষয়ে কিছু সীমা নির্ধারিত থাকবে। তবে চ্যাটজিপিটি প্লাস গ্রাহকেরা জিপিটি৫-এর ‘উচ্চ বুদ্ধিমত্তা’ ব্যবহার করতে পারবেন এবং চ্যাটজিপিটি প্রো গ্রাহকেরা ‘আরও উচ্চ বুদ্ধিমত্তা’ ব্যবহার করতে পারবেন।
জিপিটি৫ মডেলটিতে ভয়েস চ্যাট, ক্যানভাস, সার্চ, গভীর গবেষণা এবং আরও অনেক ফিচার থাকবে, যা গত কয়েক মাসে চ্যাটজিপিটিতে যুক্ত করেছে ওপেনএআই। অল্টম্যান বলেন, ‘তাদের মূল লক্ষ্য হলো মডেলগুলোকে একীভূত করা, যাতে সেগুলো কোম্পানির সব টুল ব্যবহার করতে পারে, কখন দীর্ঘ সময় ভাবতে হবে তা জানতে পারে এবং আরও বিস্তৃত কাজের জন্য উপকারী হতে পারে।’
জিপিটি৫ উন্মোচনের আগে জিপিটি ৪ দশমিক ৫ বা ওরিয়ন নামে এক মডেল উন্মোচন করবে ওপেনএআই। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওরিয়ন মডেলটি চালু হবে।
ওপেনএআইয়ের সর্বশেষ ‘নন-চেইন-অব-থট’ মডেল হবে ওরিয়ন। তবে ও৩ এবং ওপেনএআইয়ের অন্যান্য ‘রিজনিং’ মডেলের তুলনায়, নন-চেইন-অব-থট মডেলগুলো গাণিতিক এবং পদার্থবিজ্ঞানের মতো বিষয়গুলোর ক্ষেত্রে কম নির্ভরযোগ্য।
এদিকে ‘ডিপসিক-আর ১’ নামের নতুন ওপেন সোর্স রিজনিং মডেল চালুর মাধ্যমে ওপেনএআই ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন করল চীনা স্টার্টআপ ডিপসিক। এই মডেলের আরও চমকপ্রদ বিষয় হলো—এটি তৈরিতে এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর তুলনায় অনেক কমসংখ্যক চিপ ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে চলতি মাসের শুরুতে ডিপসিকের দাপটে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিয়েছে ওপেনএআই।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি ওপেনএআই তাদের রিজনিং মডেল ‘ও৩’ উন্মোচনের পরিকল্পনা বাদ দিয়ে আরেকটি ‘সরলীকৃত’ পণ্য নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসগুলোতে ও৩-এর পরিবর্তে নতুন জিপিটি-৫ মডেল উন্মোচন করবে কোম্পানিটি। গতকাল বুধবার এই ঘোষণা দেন ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান।
জিপিটি-৫ মডেলটিতে ও৩সহ কোম্পানিটির বিভিন্ন প্রযুক্তি একত্রিত থাকবে। চ্যাটজিপিটির এবং এপিএআইয়ের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য মডেলটি উন্মুক্ত করা হবে। এর ফলে ও৩ মডেলটি আর আলাদাভাবে প্রকাশ করা হবে না।
চলতি বছরের শুরুতে ও৩ মডেলটি প্রকাশ করার পরিকল্পনা ছিল ওপেনএআইয়ের। কয়েক সপ্তাহ আগে ওপেনএআইয়ের চিফ প্রোডাক্ট অফিসার কেভিন ওয়েইল একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে উন্মোচন করা হবে ও৩ মডেল।
সোশ্যাল মিডিয়ার এক পোস্টে স্যাম অল্টম্যান বলেন, ওপেনএআই তাদের পরিকল্পনা ও পণ্যগুলো ব্যবহারকারীদের কাছে আরও স্পষ্টভাবে এবং সহজভাবে পৌঁছাতে চায়। তারা মডেল পিকার এবং জটিলতার সমস্যার সমাধান করতে চাইছে, যাতে ব্যবহারকারীরা সহজে ও স্বাভাবিকভাবে এআই ব্যবহার করতে পারেন।
উল্লেখ্য, ‘মডেল পিকার’ হলো সেই ফিচার বা ইউজার ইন্টারফেস, যা ব্যবহারকারীদের বিভিন্ন এআই মডেল থেকে একটি নির্বাচন করতে দেয়।
অল্টম্যান আরও জানিয়েছেন যে, ওপেনএআই চ্যাটজিপিটি৫-এর ‘স্ট্যান্ডার্ড বুদ্ধিমত্তা সেটিংস’-এ অবাধ চ্যাট অ্যাকসেস প্রদান করবে। তবে চ্যাটবটটি অপব্যবহারের বিষয়ে কিছু সীমা নির্ধারিত থাকবে। তবে চ্যাটজিপিটি প্লাস গ্রাহকেরা জিপিটি৫-এর ‘উচ্চ বুদ্ধিমত্তা’ ব্যবহার করতে পারবেন এবং চ্যাটজিপিটি প্রো গ্রাহকেরা ‘আরও উচ্চ বুদ্ধিমত্তা’ ব্যবহার করতে পারবেন।
জিপিটি৫ মডেলটিতে ভয়েস চ্যাট, ক্যানভাস, সার্চ, গভীর গবেষণা এবং আরও অনেক ফিচার থাকবে, যা গত কয়েক মাসে চ্যাটজিপিটিতে যুক্ত করেছে ওপেনএআই। অল্টম্যান বলেন, ‘তাদের মূল লক্ষ্য হলো মডেলগুলোকে একীভূত করা, যাতে সেগুলো কোম্পানির সব টুল ব্যবহার করতে পারে, কখন দীর্ঘ সময় ভাবতে হবে তা জানতে পারে এবং আরও বিস্তৃত কাজের জন্য উপকারী হতে পারে।’
জিপিটি৫ উন্মোচনের আগে জিপিটি ৪ দশমিক ৫ বা ওরিয়ন নামে এক মডেল উন্মোচন করবে ওপেনএআই। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওরিয়ন মডেলটি চালু হবে।
ওপেনএআইয়ের সর্বশেষ ‘নন-চেইন-অব-থট’ মডেল হবে ওরিয়ন। তবে ও৩ এবং ওপেনএআইয়ের অন্যান্য ‘রিজনিং’ মডেলের তুলনায়, নন-চেইন-অব-থট মডেলগুলো গাণিতিক এবং পদার্থবিজ্ঞানের মতো বিষয়গুলোর ক্ষেত্রে কম নির্ভরযোগ্য।
এদিকে ‘ডিপসিক-আর ১’ নামের নতুন ওপেন সোর্স রিজনিং মডেল চালুর মাধ্যমে ওপেনএআই ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন করল চীনা স্টার্টআপ ডিপসিক। এই মডেলের আরও চমকপ্রদ বিষয় হলো—এটি তৈরিতে এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর তুলনায় অনেক কমসংখ্যক চিপ ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে চলতি মাসের শুরুতে ডিপসিকের দাপটে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিয়েছে ওপেনএআই।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১০ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১০ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৩ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৪ ঘণ্টা আগে