ফিচার ডেস্ক
নির্মাণকাজ মানেই ধুলা ও শব্দদূষণ। এই চিরাচরিত ধ্যানধারণা এবার পাল্টে দিয়েছে চীনের পূর্বাঞ্চলের জিনান শহর। সেখানে এক অভিনব পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে ৫০ মিটার উচ্চতার একটি বিশাল বেলুনের মতো ডোম স্থাপন করা হয়েছে নির্মাণ সাইটের ওপর। প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই ডোমকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লেটেবল ডোম বা ফোলানো গম্বুজ নির্মাণ-আবরণ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ২ জুলাই ফেসবুকে দেওয়া একটি পোস্টে এই নতুন নির্মাণ এবং স্থাপত্য প্রযুক্তির তথ্য জানান। পোস্টে থাকা ভিডিওতে দেখা যায়, কীভাবে বিশালাকৃতির এই ডোম ধীরে ধীরে ফুলে উঠছে এবং পুরো নির্মাণস্থলটি ঢেকে ফেলছে।
এই ডোমের মূল উদ্দেশ্য আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য ধুলা ও শব্দদূষণ কমানো। ডোমটি নেগেটিভ প্রেশার এবং এয়ার ফিলট্রেশন সিস্টেমের মাধ্যমে ধুলাবালু ছড়িয়ে পড়া রোধ করে।
ডোমটিতে উন্নত বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে, যাতে ভেতরের বাতাস বিশুদ্ধ ও নিরাপদ থাকে। পাশাপাশি স্বচ্ছ প্যানেল বসানো হয়েছে, যাতে প্রাকৃতিক আলো ভেতরে প্রবেশ করে এবং দিনের বেলা কৃত্রিম আলো ব্যবহারের প্রয়োজন না পড়ে। এটি দ্রুত খুলে ও গুটিয়ে ফেলা সম্ভব, যা একে অন্যান্য নির্মাণ প্রকল্পের জন্যও ব্যবহার উপযোগী করে তোলে।
এই ডোম নিয়ে একটি টাইম ল্যাপস ভিডিও ৪ জুলাই আইটিভি নিউজ তাদের টিকটক অ্যাকাউন্টে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ডোমটি ধীরে ধীরে ফেঁপে উঠছে। ভিডিওটি এরই মধ্যে ২৬ লাখের বেশিবার দেখা হয়েছে।
জিনানের এই নতুন নির্মাণ ও স্থাপত্য প্রযুক্তির পেছনে রয়েছে চীনের একটি উদ্ভাবনী প্রতিষ্ঠান—বেইজিং শিনইউয়ান ইজিয়া।
এই ডোম তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের পিভিসি লেপিত ফ্যাব্রিকস, যা হালকা, টেকসই এবং বৃষ্টি বা রোদ থেকে সুরক্ষা রাখে। পুরো কাঠামোটি দাঁড়িয়ে থাকে নিয়মিত বায়ুচাপের ওপর ভর করে, ভেতরে কোনো খুঁটি বা বিমের দরকার পড়ে না। এতে শ্রমিকদের জন্য তৈরি হয় খোলামেলা কাজের জায়গা।
জিনান শহরের এই উদ্যোগ পরিবেশবান্ধব নির্মাণ প্রকল্পগুলোর ভবিষ্যতের পথে একটি বড় পদক্ষেপ। এটি শুধু ধুলা ও শব্দদূষণ নিয়ন্ত্রণেই নয়, বরং শহরের পরিবেশগত ভারসাম্য বজায় রাখার দিকেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: গালফ নিউজ
নির্মাণকাজ মানেই ধুলা ও শব্দদূষণ। এই চিরাচরিত ধ্যানধারণা এবার পাল্টে দিয়েছে চীনের পূর্বাঞ্চলের জিনান শহর। সেখানে এক অভিনব পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে ৫০ মিটার উচ্চতার একটি বিশাল বেলুনের মতো ডোম স্থাপন করা হয়েছে নির্মাণ সাইটের ওপর। প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই ডোমকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লেটেবল ডোম বা ফোলানো গম্বুজ নির্মাণ-আবরণ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ২ জুলাই ফেসবুকে দেওয়া একটি পোস্টে এই নতুন নির্মাণ এবং স্থাপত্য প্রযুক্তির তথ্য জানান। পোস্টে থাকা ভিডিওতে দেখা যায়, কীভাবে বিশালাকৃতির এই ডোম ধীরে ধীরে ফুলে উঠছে এবং পুরো নির্মাণস্থলটি ঢেকে ফেলছে।
এই ডোমের মূল উদ্দেশ্য আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য ধুলা ও শব্দদূষণ কমানো। ডোমটি নেগেটিভ প্রেশার এবং এয়ার ফিলট্রেশন সিস্টেমের মাধ্যমে ধুলাবালু ছড়িয়ে পড়া রোধ করে।
ডোমটিতে উন্নত বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে, যাতে ভেতরের বাতাস বিশুদ্ধ ও নিরাপদ থাকে। পাশাপাশি স্বচ্ছ প্যানেল বসানো হয়েছে, যাতে প্রাকৃতিক আলো ভেতরে প্রবেশ করে এবং দিনের বেলা কৃত্রিম আলো ব্যবহারের প্রয়োজন না পড়ে। এটি দ্রুত খুলে ও গুটিয়ে ফেলা সম্ভব, যা একে অন্যান্য নির্মাণ প্রকল্পের জন্যও ব্যবহার উপযোগী করে তোলে।
এই ডোম নিয়ে একটি টাইম ল্যাপস ভিডিও ৪ জুলাই আইটিভি নিউজ তাদের টিকটক অ্যাকাউন্টে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ডোমটি ধীরে ধীরে ফেঁপে উঠছে। ভিডিওটি এরই মধ্যে ২৬ লাখের বেশিবার দেখা হয়েছে।
জিনানের এই নতুন নির্মাণ ও স্থাপত্য প্রযুক্তির পেছনে রয়েছে চীনের একটি উদ্ভাবনী প্রতিষ্ঠান—বেইজিং শিনইউয়ান ইজিয়া।
এই ডোম তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের পিভিসি লেপিত ফ্যাব্রিকস, যা হালকা, টেকসই এবং বৃষ্টি বা রোদ থেকে সুরক্ষা রাখে। পুরো কাঠামোটি দাঁড়িয়ে থাকে নিয়মিত বায়ুচাপের ওপর ভর করে, ভেতরে কোনো খুঁটি বা বিমের দরকার পড়ে না। এতে শ্রমিকদের জন্য তৈরি হয় খোলামেলা কাজের জায়গা।
জিনান শহরের এই উদ্যোগ পরিবেশবান্ধব নির্মাণ প্রকল্পগুলোর ভবিষ্যতের পথে একটি বড় পদক্ষেপ। এটি শুধু ধুলা ও শব্দদূষণ নিয়ন্ত্রণেই নয়, বরং শহরের পরিবেশগত ভারসাম্য বজায় রাখার দিকেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: গালফ নিউজ
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
১ দিন আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
১ দিন আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
২ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৪ দিন আগে