প্রযুক্তি ডেস্ক
গত বৃহস্পতিবার ভ্লাদিমির পুতিন ও রুশ সৈন্যদের বিরুদ্ধে ‘সহিংস বার্তা’ প্রচার করতে কিছু দেশের ব্যবহারকারীদের অনুমতি দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। ইউক্রেনে চলমান আগ্রাসনের আলোকে রুশ সেনাবাহিনীর প্রতি ‘সহিংস অনুভূতি’ প্রকাশ করার জন্য নীতিমালায় সাময়িক এই পরিবর্তন এনেছে মেটা।
এরই বিপরীতে মার্কিন এই প্রযুক্তি জায়ান্টকে ‘চরমপন্থী প্রতিষ্ঠান’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার আইনজীবীরা। তবে ফেসবুকের নীতির এই পরিবর্তন নিয়ে শক্ত অবস্থানে মেটা।
গতকাল শুক্রবার মেটা জানিয়েছে, শুধু ইউক্রেনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তাদের নীতিতে এই অস্থায়ী পরিবর্তন আনা হয়েছে এবং তা প্রয়োজন ছিল। ব্যবহারকারীরা শুধু রাশিয়ার আক্রমণের বিরোধিতায় ‘সহিংস বার্তা’ প্রচার করতে পারবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার এই পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়ার আদালতে একটি মামলা দায়ের করেছে দেশটির তদন্তকারীরা। তা ছাড়া রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক বলেছে, আগামী ১৪ মার্চ থেকে দেশটিতে মেটার ইনস্টাগ্রামের পরিষেবা সীমাবদ্ধ করা হবে।
মেটার বিরুদ্ধে রুশ সরকারের এই পদক্ষেপের পর প্রতিষ্ঠানটির গ্লোবাল অ্যাফেয়ার্সের সভাপতি নিক ক্লেগ এক টুইট বার্তায় জানিয়েছেন, ইউক্রেনে আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে ভ্লাদিমির পুতিন ও রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে স্বাধীন মত প্রকাশের মেটার নীতিতে সাময়িক এই পরিবর্তন আনা হয়েছে। তবে রুশ জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। রুশ জনগণ সব ঘৃণামূলক বক্তব্যের বাইরে থাকবে।
গত বৃহস্পতিবার ভ্লাদিমির পুতিন ও রুশ সৈন্যদের বিরুদ্ধে ‘সহিংস বার্তা’ প্রচার করতে কিছু দেশের ব্যবহারকারীদের অনুমতি দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। ইউক্রেনে চলমান আগ্রাসনের আলোকে রুশ সেনাবাহিনীর প্রতি ‘সহিংস অনুভূতি’ প্রকাশ করার জন্য নীতিমালায় সাময়িক এই পরিবর্তন এনেছে মেটা।
এরই বিপরীতে মার্কিন এই প্রযুক্তি জায়ান্টকে ‘চরমপন্থী প্রতিষ্ঠান’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার আইনজীবীরা। তবে ফেসবুকের নীতির এই পরিবর্তন নিয়ে শক্ত অবস্থানে মেটা।
গতকাল শুক্রবার মেটা জানিয়েছে, শুধু ইউক্রেনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তাদের নীতিতে এই অস্থায়ী পরিবর্তন আনা হয়েছে এবং তা প্রয়োজন ছিল। ব্যবহারকারীরা শুধু রাশিয়ার আক্রমণের বিরোধিতায় ‘সহিংস বার্তা’ প্রচার করতে পারবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার এই পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়ার আদালতে একটি মামলা দায়ের করেছে দেশটির তদন্তকারীরা। তা ছাড়া রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক বলেছে, আগামী ১৪ মার্চ থেকে দেশটিতে মেটার ইনস্টাগ্রামের পরিষেবা সীমাবদ্ধ করা হবে।
মেটার বিরুদ্ধে রুশ সরকারের এই পদক্ষেপের পর প্রতিষ্ঠানটির গ্লোবাল অ্যাফেয়ার্সের সভাপতি নিক ক্লেগ এক টুইট বার্তায় জানিয়েছেন, ইউক্রেনে আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে ভ্লাদিমির পুতিন ও রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে স্বাধীন মত প্রকাশের মেটার নীতিতে সাময়িক এই পরিবর্তন আনা হয়েছে। তবে রুশ জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। রুশ জনগণ সব ঘৃণামূলক বক্তব্যের বাইরে থাকবে।
বিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন এক সুবিধা চালু করেছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে এবার ব্যবহার করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক অনুবাদ ফিচার। এই ফিচারটি ভিডিওতে থাকা কথাবার্তা স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে নির্মাতার কণ্ঠে ডাবিং করে দেয়।
২ ঘণ্টা আগেচিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের ১০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করতে পারে যুক্তরাষ্ট্র সরকার। এজন্য একটি চুক্তি নিয়ে কাজ করছে ট্রাম্প প্রসাশন। গত মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে হোয়াইট হাউস।
৩ ঘণ্টা আগেমাত্র ১৪ বছর বয়সে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর কাইরান কাজী। এবার, দুই বছরে পর ১৬ বছর বয়সে তিনি যোগ দিচ্ছেন নিউইয়র্কভিত্তিক হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডিং ফার্ম ‘সিটাডেল সিকিউরিটিজ’-এ।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগের মামলা নিষ্পত্তিতে ৩ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে গুগল। অভিযোগে বলা হয়েছে, ইউটিউব অভিভাবকদের সম্মতি ছাড়াই শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এই তথ্য ব্যবহার করে শিশুদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেখানো হয়।
৫ ঘণ্টা আগে