Ajker Patrika

গুগলকে জরিমানা করেছে তুরস্ক

প্রযুক্তি প্রতিবেদক
গুগলকে জরিমানা করেছে তুরস্ক

সার্চ ইঞ্জিন পরিষেবায় ক্ষমতার অপব্যবহার করা হয়েছে—এমন অভিযোগ এনে গুগলকে বিপুল অর্থ জরিমানা করেছে তুরস্ক। তুরস্কের আইন প্রয়োগকারী সংস্থা টার্কিশ কমপিটিশন বোর্ড গতকাল বুধবার এ জরিমানা করে। জরিমানার পরিমাণ ২৯ কোটি ৬০ লাখ লিরার বেশি (৩ কোটি ৬০ লাখ ডলার) বলে উল্লেখ করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে।

এ সম্পর্কিত খবরে রয়টার্স জানায়, সার্চ ইঞ্জিন পরিষেবায় অসমতা তৈরি করায় জরিমানার মুখে পড়তে হলো টেক জায়ান্ট গুগলকে। গুগল তার পরিষেবা গ্রহণে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে গ্রাহকদের বেশি সুবিধা দিচ্ছে, যা প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো থেকেও বেশি। আর এ কারণেই তৈরি হয়েছে সার্চ ইঞ্জিন পরিষেবায় অসমতা।

জরিমানার পাশাপাশি গুগলকে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে টার্কিশ কমপিটিশন বোর্ড। এতে বলা হয়েছে, গুগলকে প্রতিযোগী সাম্য প্রতিষ্ঠার বিষয়টি ছয় মাসের মধ্যে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে আগামী পাঁচ বছরের প্রতি বছর বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।

তবে গুগল জানায়, তথ্য অনুসন্ধানে গ্রাহকদের দাবি অনুসারে সার্চ পরিষেবার কার্যকারিতা বাড়িয়েছে গুগল। এতে করে বেশি অনুসন্ধানের সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। এ কারণে বাজারে প্রতিযোগিতা বেড়েছে। এ সম্পর্কিত এক বিবৃতিতে গুগল বলেছে, ‘আমরা তুরস্কের সংস্থাটির সিদ্ধান্ত মূল্যায়ন করে দেখছি এবং গঠনমূলক প্রক্রিয়ায় তাদের সঙ্গে কাজ করছি।’

এর আগেও একাধিক বিষয়ে বাজারে ক্ষমতার অপব্যবহারের কারণে ও অন্যান্য কিছু ইস্যুতে গুগলকে জরিমানা করে তুরস্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত