অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক মায়ের দায়ের করা মামলায় গুগল ও কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ক্যারেক্টার. এআইয়ের বিরুদ্ধে বিচার চলবে বলে রায় দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। ওই মা অভিযোগ করেছেন, ক্যারেক্টার. এআইয়ের তৈরি চ্যাটবটের প্রভাবে তাঁর ১৪ বছরের ছেলে আত্মহত্যা করেছে।
মামলার বাদী মেগান গার্সিয়া দাবি করেন, তাঁর ছেলে সিওয়েল সেটজার চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মহত্যা করে। মৃত্যুর আগে সে ক্যারেক্টার. এআইয়ের এক চ্যাটবটের সঙ্গে অস্বাভাবিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। চ্যাটবটটি নিজেকে ‘একজন বাস্তব ব্যক্তি, লাইসেন্সপ্রাপ্ত মনোরোগ বিশেষজ্ঞ এবং প্রাপ্তবয়স্ক প্রেমিক’ হিসেবে উপস্থাপন করেছিল।
গুগল ও ক্যারেক্টার. এআই মামলার অভিযোগটি খারিজের জন্য আদালতে আবেদন করে। তারা যুক্তি দেয়, চ্যাটবটের কথাবার্তা যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘মুক্ত মত প্রকাশের অধিকার’-এর আওতায় পড়ে। তবে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অ্যান কনওয়ে বলেন, ‘একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) দিয়ে তৈরি শব্দসমষ্টি কীভাবে ‘মুক্ত মত প্রকাশ’ হিসেবে বিবেচিত হবে, সে বিষয়ে তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন।’
এ ছাড়া, গুগল দাবি করেছিল যে তারা ক্যারেক্টার. এআইয়ের অ্যাপ বা এর যেকোনো উপাদান তৈরি, ডিজাইন বা পরিচালনায় যুক্ত ছিল না। তবে মামলার বাদীপক্ষ থেকে বলা হয়, গুগল পরে ওই স্টার্টআপটির প্রযুক্তির লাইসেন্স নিয়ে দুজন প্রাক্তন গুগল ইঞ্জিনিয়ারকে পুনরায় নিয়োগ দেয়, যাঁরা ক্যারেক্টার. এআই প্রতিষ্ঠা করেছিলেন। এর ভিত্তিতে গুগলকে প্রযুক্তির সহস্রষ্টা হিসেবে বিবেচনা করার দাবি জানানো হয়।
গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, ‘আমরা আদালতের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। ক্যারেক্টার. এআই ও গুগল সম্পূর্ণ পৃথক প্রতিষ্ঠান।’
অন্যদিকে, ক্যারেক্টার. এআই জানিয়েছে, তারা শিশুদের সুরক্ষায় বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে এবং আত্মহত্যাসংক্রান্ত কথোপকথন ঠেকাতে প্রযুক্তিগত পদক্ষেপ রয়েছে। তবে গার্সিয়ার আইনজীবী মিতালি জৈন এই রায়কে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘এটি এআই ও প্রযুক্তি খাতের ওপর আইনি দায়বদ্ধতার নতুন দৃষ্টান্ত স্থাপন করল।’
এই মামলা যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিরুদ্ধে শিশু সুরক্ষার দায়ে দায়েরকৃত প্রথম গুরুত্বপূর্ণ আইনি চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক মায়ের দায়ের করা মামলায় গুগল ও কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ক্যারেক্টার. এআইয়ের বিরুদ্ধে বিচার চলবে বলে রায় দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। ওই মা অভিযোগ করেছেন, ক্যারেক্টার. এআইয়ের তৈরি চ্যাটবটের প্রভাবে তাঁর ১৪ বছরের ছেলে আত্মহত্যা করেছে।
মামলার বাদী মেগান গার্সিয়া দাবি করেন, তাঁর ছেলে সিওয়েল সেটজার চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মহত্যা করে। মৃত্যুর আগে সে ক্যারেক্টার. এআইয়ের এক চ্যাটবটের সঙ্গে অস্বাভাবিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। চ্যাটবটটি নিজেকে ‘একজন বাস্তব ব্যক্তি, লাইসেন্সপ্রাপ্ত মনোরোগ বিশেষজ্ঞ এবং প্রাপ্তবয়স্ক প্রেমিক’ হিসেবে উপস্থাপন করেছিল।
গুগল ও ক্যারেক্টার. এআই মামলার অভিযোগটি খারিজের জন্য আদালতে আবেদন করে। তারা যুক্তি দেয়, চ্যাটবটের কথাবার্তা যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘মুক্ত মত প্রকাশের অধিকার’-এর আওতায় পড়ে। তবে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অ্যান কনওয়ে বলেন, ‘একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) দিয়ে তৈরি শব্দসমষ্টি কীভাবে ‘মুক্ত মত প্রকাশ’ হিসেবে বিবেচিত হবে, সে বিষয়ে তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন।’
এ ছাড়া, গুগল দাবি করেছিল যে তারা ক্যারেক্টার. এআইয়ের অ্যাপ বা এর যেকোনো উপাদান তৈরি, ডিজাইন বা পরিচালনায় যুক্ত ছিল না। তবে মামলার বাদীপক্ষ থেকে বলা হয়, গুগল পরে ওই স্টার্টআপটির প্রযুক্তির লাইসেন্স নিয়ে দুজন প্রাক্তন গুগল ইঞ্জিনিয়ারকে পুনরায় নিয়োগ দেয়, যাঁরা ক্যারেক্টার. এআই প্রতিষ্ঠা করেছিলেন। এর ভিত্তিতে গুগলকে প্রযুক্তির সহস্রষ্টা হিসেবে বিবেচনা করার দাবি জানানো হয়।
গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, ‘আমরা আদালতের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। ক্যারেক্টার. এআই ও গুগল সম্পূর্ণ পৃথক প্রতিষ্ঠান।’
অন্যদিকে, ক্যারেক্টার. এআই জানিয়েছে, তারা শিশুদের সুরক্ষায় বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে এবং আত্মহত্যাসংক্রান্ত কথোপকথন ঠেকাতে প্রযুক্তিগত পদক্ষেপ রয়েছে। তবে গার্সিয়ার আইনজীবী মিতালি জৈন এই রায়কে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘এটি এআই ও প্রযুক্তি খাতের ওপর আইনি দায়বদ্ধতার নতুন দৃষ্টান্ত স্থাপন করল।’
এই মামলা যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিরুদ্ধে শিশু সুরক্ষার দায়ে দায়েরকৃত প্রথম গুরুত্বপূর্ণ আইনি চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে