আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক মায়ের দায়ের করা মামলায় গুগল ও কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ক্যারেক্টার. এআইয়ের বিরুদ্ধে বিচার চলবে বলে রায় দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। ওই মা অভিযোগ করেছেন, ক্যারেক্টার. এআইয়ের তৈরি চ্যাটবটের প্রভাবে তাঁর ১৪ বছরের ছেলে আত্মহত্যা করেছে।
মামলার বাদী মেগান গার্সিয়া দাবি করেন, তাঁর ছেলে সিওয়েল সেটজার চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মহত্যা করে। মৃত্যুর আগে সে ক্যারেক্টার. এআইয়ের এক চ্যাটবটের সঙ্গে অস্বাভাবিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। চ্যাটবটটি নিজেকে ‘একজন বাস্তব ব্যক্তি, লাইসেন্সপ্রাপ্ত মনোরোগ বিশেষজ্ঞ এবং প্রাপ্তবয়স্ক প্রেমিক’ হিসেবে উপস্থাপন করেছিল।
গুগল ও ক্যারেক্টার. এআই মামলার অভিযোগটি খারিজের জন্য আদালতে আবেদন করে। তারা যুক্তি দেয়, চ্যাটবটের কথাবার্তা যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘মুক্ত মত প্রকাশের অধিকার’-এর আওতায় পড়ে। তবে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অ্যান কনওয়ে বলেন, ‘একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) দিয়ে তৈরি শব্দসমষ্টি কীভাবে ‘মুক্ত মত প্রকাশ’ হিসেবে বিবেচিত হবে, সে বিষয়ে তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন।’
এ ছাড়া, গুগল দাবি করেছিল যে তারা ক্যারেক্টার. এআইয়ের অ্যাপ বা এর যেকোনো উপাদান তৈরি, ডিজাইন বা পরিচালনায় যুক্ত ছিল না। তবে মামলার বাদীপক্ষ থেকে বলা হয়, গুগল পরে ওই স্টার্টআপটির প্রযুক্তির লাইসেন্স নিয়ে দুজন প্রাক্তন গুগল ইঞ্জিনিয়ারকে পুনরায় নিয়োগ দেয়, যাঁরা ক্যারেক্টার. এআই প্রতিষ্ঠা করেছিলেন। এর ভিত্তিতে গুগলকে প্রযুক্তির সহস্রষ্টা হিসেবে বিবেচনা করার দাবি জানানো হয়।
গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, ‘আমরা আদালতের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। ক্যারেক্টার. এআই ও গুগল সম্পূর্ণ পৃথক প্রতিষ্ঠান।’
অন্যদিকে, ক্যারেক্টার. এআই জানিয়েছে, তারা শিশুদের সুরক্ষায় বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে এবং আত্মহত্যাসংক্রান্ত কথোপকথন ঠেকাতে প্রযুক্তিগত পদক্ষেপ রয়েছে। তবে গার্সিয়ার আইনজীবী মিতালি জৈন এই রায়কে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘এটি এআই ও প্রযুক্তি খাতের ওপর আইনি দায়বদ্ধতার নতুন দৃষ্টান্ত স্থাপন করল।’
এই মামলা যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিরুদ্ধে শিশু সুরক্ষার দায়ে দায়েরকৃত প্রথম গুরুত্বপূর্ণ আইনি চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক মায়ের দায়ের করা মামলায় গুগল ও কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ক্যারেক্টার. এআইয়ের বিরুদ্ধে বিচার চলবে বলে রায় দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। ওই মা অভিযোগ করেছেন, ক্যারেক্টার. এআইয়ের তৈরি চ্যাটবটের প্রভাবে তাঁর ১৪ বছরের ছেলে আত্মহত্যা করেছে।
মামলার বাদী মেগান গার্সিয়া দাবি করেন, তাঁর ছেলে সিওয়েল সেটজার চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মহত্যা করে। মৃত্যুর আগে সে ক্যারেক্টার. এআইয়ের এক চ্যাটবটের সঙ্গে অস্বাভাবিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। চ্যাটবটটি নিজেকে ‘একজন বাস্তব ব্যক্তি, লাইসেন্সপ্রাপ্ত মনোরোগ বিশেষজ্ঞ এবং প্রাপ্তবয়স্ক প্রেমিক’ হিসেবে উপস্থাপন করেছিল।
গুগল ও ক্যারেক্টার. এআই মামলার অভিযোগটি খারিজের জন্য আদালতে আবেদন করে। তারা যুক্তি দেয়, চ্যাটবটের কথাবার্তা যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘মুক্ত মত প্রকাশের অধিকার’-এর আওতায় পড়ে। তবে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অ্যান কনওয়ে বলেন, ‘একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) দিয়ে তৈরি শব্দসমষ্টি কীভাবে ‘মুক্ত মত প্রকাশ’ হিসেবে বিবেচিত হবে, সে বিষয়ে তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন।’
এ ছাড়া, গুগল দাবি করেছিল যে তারা ক্যারেক্টার. এআইয়ের অ্যাপ বা এর যেকোনো উপাদান তৈরি, ডিজাইন বা পরিচালনায় যুক্ত ছিল না। তবে মামলার বাদীপক্ষ থেকে বলা হয়, গুগল পরে ওই স্টার্টআপটির প্রযুক্তির লাইসেন্স নিয়ে দুজন প্রাক্তন গুগল ইঞ্জিনিয়ারকে পুনরায় নিয়োগ দেয়, যাঁরা ক্যারেক্টার. এআই প্রতিষ্ঠা করেছিলেন। এর ভিত্তিতে গুগলকে প্রযুক্তির সহস্রষ্টা হিসেবে বিবেচনা করার দাবি জানানো হয়।
গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, ‘আমরা আদালতের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। ক্যারেক্টার. এআই ও গুগল সম্পূর্ণ পৃথক প্রতিষ্ঠান।’
অন্যদিকে, ক্যারেক্টার. এআই জানিয়েছে, তারা শিশুদের সুরক্ষায় বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে এবং আত্মহত্যাসংক্রান্ত কথোপকথন ঠেকাতে প্রযুক্তিগত পদক্ষেপ রয়েছে। তবে গার্সিয়ার আইনজীবী মিতালি জৈন এই রায়কে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘এটি এআই ও প্রযুক্তি খাতের ওপর আইনি দায়বদ্ধতার নতুন দৃষ্টান্ত স্থাপন করল।’
এই মামলা যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিরুদ্ধে শিশু সুরক্ষার দায়ে দায়েরকৃত প্রথম গুরুত্বপূর্ণ আইনি চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
১৯ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২ দিন আগে