আমরা মাল্টিভার্সে বাস করছি: দাবি গুগলের
বহুবিশ্ব বা মাল্টিভার্সের ধারণাটি এখন আর কেবল কল্পকাহিনী বা মার্ভেল সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই। তবে এই ধারণাটিকে নতুনভাবে সামনে এনেছে গুগল। কোম্পানিটি দাবি করছে যে, সম্ভবত আমরা একটি মাল্টিভার্সে বাস করছি! গুগলের নতুন কোয়ান্টাম চিপ ‘উইলো’ এর মাধ্যমে এই তত্ত্বের পক্ষে কিছু প্রমাণও পেয়েছে কোম্পানিটি, যা ‘নেচার’ জার্নালে প্রকাশিত হয়েছে। যদিও মাল্টিভার্স এখনো একটি বিতর্কিত তত্ত্ব, গুগলের এই আবিষ্কার বিজ্ঞানী মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং মাল্টিভার্সের সম্ভাবনাকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করেছে।
মাল্টিভার্স কি
প্রায় ৫ম শতাব্দীতে প্রাচীন গ্রিক পরমাণুবিদ লেউসিপ্পাস এবং ডেমোক্রিটাসের চিন্তা থেকে মাল্টিভার্সের প্রাথমিক ধারণা উদ্ভূত হয়। মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্স তত্ত্ব অনুযায়ী, আমাদের মহাবিশ্বের মতোই আরও অনেক সমান্তরাল মহাবিশ্ব থাকতে পারে। যেগুলোর অস্তিত্ব আমাদের অজানা। এই তত্ত্বের মতে, আমাদের মহাবিশ্বের বাইরেও এমন পৃথিবী বা গ্রহ থাকতে পারে যেখানে সময়ের প্রবাহ আমাদের থেকে ভিন্ন হতে পারে। অর্থাৎ, এই মহাবিশ্বের অন্য কোথাও একই রকম কিছু ঘটনা ঘটছে, কিন্তু সেখানে মানুষের জীবনযাত্রা বা পৃথিবীর পরিস্থিতি আলাদা হতে পারে।
ধরা যাক, আপনি এখন একটি বই পড়ছেন এবং আপনার পাশে একটি কফি কাপ রাখা। প্যারালাল ইউনিভার্স তত্ত্ব অনুযায়ী, এমন একটি মহাবিশ্ব থাকতে পারে যেখানে আপনি একই সময়ে একটি বই পড়ছেন। তবে কফি কাপটি সেখানে নেই বা আপনি অন্য কিছু পড়ছেন। এখানে সময় এবং পরিস্থিতি প্রায় এক, তবে বাস্তবতা ভিন্ন।
মাল্টিভার্সের ধারণা বলে, প্রতিটি মহাবিশ্ব হয়তো আলাদা আলাদা নিয়মে কাজ করছে, তবে একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। এই ধারণাটি পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রচুর আলোচনার জন্ম দিয়েছে এবং বিজ্ঞানীদের মধ্যে এখনো এটি নিয়ে বিতর্ক চলছে।
মাল্টিভার্স নিয়ে বৈজ্ঞানিক গবেষণা ১৯৯০ সালের দশক থেকে বড় ধরনের উত্থান লাভ করে, যখন অনেক সায়েন্স ফিকশন গল্পেরও প্রচলন শুরু হয়। ২০১০ সালে স্টিফেন এম. ফেনি ও তার সহকর্মীরা প্রস্তাব করেছিলেন যে, উইলকিনসন মাইক্রোওয়েভ অ্যানিসোট্রোপি প্রোব থেকে প্রাপ্ত ডেটা প্রমাণ করতে পারে যে আমাদের মহাবিশ্ব পূর্বে অন্য মহাবিশ্বের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
এখন নতুন ‘উইলো’ কোয়ান্টাম কম্পিউটিং চিপের মাধ্যমে, তারা মাল্টিভার্সের ধারণাকে সমর্থন করার দাবি করেছে গুগল। এক ব্লগ পোস্টে গুগল কোয়ান্টাম এআই-এর প্রতিষ্ঠাতা হার্টমুট নেভেন উল্লেখ করেছেন, উইলো চিপের অসাধারণ কম্পিউটিং শক্তি এটি প্রমাণ করে যে, আমরা একটি মাল্টিভার্সে বাস করছি। উইলো মাত্র পাঁচ মিনিটে এমন একটি জটিল গণনা সম্পন্ন করতে সক্ষম হয়েছে, যা আজকের দ্রুততম কম্পিউটারও ১০ সেপটিলিয়ন বছর সময় নিবে (যেটি মহাবিশ্বের বয়সের থেকেও বেশি)।
১৯৯৭ সালের দ্য ফেব্রিক অব রিয়েলিটি বইয়ে মাল্টিভার্স ধারণার প্রকাশ করেন ডেভিড ডয়েচের। সে সময় ডয়েচ দাবি করেছিলেন যে, কোয়ান্টাম কম্পিউটারগুলো একযোগে গণনা করে এবং এই গণনা একাধিক মাল্টিভার্সে সংঘটিত হচ্ছে।
গুগলের এই দাবি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন উঠেছে। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন। একজন বলেন, ‘তারা কীভাবে জানে যে উত্তরটি সঠিক বা কীভাবে তারা এটি যাচাই করেছে!’
অন্য একজন বলেছে, ‘প্যারালাল ইউনিভার্সের ধারণাটি পুরোপুরি অনুমানভিত্তিক। এটি কোনো পর্যবেক্ষণের ওপর নয়, বরং জটিল গাণিতিক সমীকরণের ওপর ভিত্তি করে তৈরি।’
তবে কিছু মানুষ বিষয়টি নিয়ে মজা করেও মন্তব্য করেছে, ‘মার্ভেল সিনেমা হয়তো সমাজকে অতিরিক্ত প্রভাবিত করেছে।’
এই সকল প্রশ্ন ও সংশয় সত্ত্বেও গুগলের এই অপ্রত্যাশিত ঘোষণাটি মাল্টিভার্সের ধারণাকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে, যা বর্তমান সময়ে বৈজ্ঞানিক দুনিয়াতে এক নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
বহুবিশ্ব বা মাল্টিভার্সের ধারণাটি এখন আর কেবল কল্পকাহিনী বা মার্ভেল সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই। তবে এই ধারণাটিকে নতুনভাবে সামনে এনেছে গুগল। কোম্পানিটি দাবি করছে যে, সম্ভবত আমরা একটি মাল্টিভার্সে বাস করছি! গুগলের নতুন কোয়ান্টাম চিপ ‘উইলো’ এর মাধ্যমে এই তত্ত্বের পক্ষে কিছু প্রমাণও পেয়েছে কোম্পানিটি, যা ‘নেচার’ জার্নালে প্রকাশিত হয়েছে। যদিও মাল্টিভার্স এখনো একটি বিতর্কিত তত্ত্ব, গুগলের এই আবিষ্কার বিজ্ঞানী মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং মাল্টিভার্সের সম্ভাবনাকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করেছে।
মাল্টিভার্স কি
প্রায় ৫ম শতাব্দীতে প্রাচীন গ্রিক পরমাণুবিদ লেউসিপ্পাস এবং ডেমোক্রিটাসের চিন্তা থেকে মাল্টিভার্সের প্রাথমিক ধারণা উদ্ভূত হয়। মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্স তত্ত্ব অনুযায়ী, আমাদের মহাবিশ্বের মতোই আরও অনেক সমান্তরাল মহাবিশ্ব থাকতে পারে। যেগুলোর অস্তিত্ব আমাদের অজানা। এই তত্ত্বের মতে, আমাদের মহাবিশ্বের বাইরেও এমন পৃথিবী বা গ্রহ থাকতে পারে যেখানে সময়ের প্রবাহ আমাদের থেকে ভিন্ন হতে পারে। অর্থাৎ, এই মহাবিশ্বের অন্য কোথাও একই রকম কিছু ঘটনা ঘটছে, কিন্তু সেখানে মানুষের জীবনযাত্রা বা পৃথিবীর পরিস্থিতি আলাদা হতে পারে।
ধরা যাক, আপনি এখন একটি বই পড়ছেন এবং আপনার পাশে একটি কফি কাপ রাখা। প্যারালাল ইউনিভার্স তত্ত্ব অনুযায়ী, এমন একটি মহাবিশ্ব থাকতে পারে যেখানে আপনি একই সময়ে একটি বই পড়ছেন। তবে কফি কাপটি সেখানে নেই বা আপনি অন্য কিছু পড়ছেন। এখানে সময় এবং পরিস্থিতি প্রায় এক, তবে বাস্তবতা ভিন্ন।
মাল্টিভার্সের ধারণা বলে, প্রতিটি মহাবিশ্ব হয়তো আলাদা আলাদা নিয়মে কাজ করছে, তবে একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। এই ধারণাটি পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রচুর আলোচনার জন্ম দিয়েছে এবং বিজ্ঞানীদের মধ্যে এখনো এটি নিয়ে বিতর্ক চলছে।
মাল্টিভার্স নিয়ে বৈজ্ঞানিক গবেষণা ১৯৯০ সালের দশক থেকে বড় ধরনের উত্থান লাভ করে, যখন অনেক সায়েন্স ফিকশন গল্পেরও প্রচলন শুরু হয়। ২০১০ সালে স্টিফেন এম. ফেনি ও তার সহকর্মীরা প্রস্তাব করেছিলেন যে, উইলকিনসন মাইক্রোওয়েভ অ্যানিসোট্রোপি প্রোব থেকে প্রাপ্ত ডেটা প্রমাণ করতে পারে যে আমাদের মহাবিশ্ব পূর্বে অন্য মহাবিশ্বের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
এখন নতুন ‘উইলো’ কোয়ান্টাম কম্পিউটিং চিপের মাধ্যমে, তারা মাল্টিভার্সের ধারণাকে সমর্থন করার দাবি করেছে গুগল। এক ব্লগ পোস্টে গুগল কোয়ান্টাম এআই-এর প্রতিষ্ঠাতা হার্টমুট নেভেন উল্লেখ করেছেন, উইলো চিপের অসাধারণ কম্পিউটিং শক্তি এটি প্রমাণ করে যে, আমরা একটি মাল্টিভার্সে বাস করছি। উইলো মাত্র পাঁচ মিনিটে এমন একটি জটিল গণনা সম্পন্ন করতে সক্ষম হয়েছে, যা আজকের দ্রুততম কম্পিউটারও ১০ সেপটিলিয়ন বছর সময় নিবে (যেটি মহাবিশ্বের বয়সের থেকেও বেশি)।
১৯৯৭ সালের দ্য ফেব্রিক অব রিয়েলিটি বইয়ে মাল্টিভার্স ধারণার প্রকাশ করেন ডেভিড ডয়েচের। সে সময় ডয়েচ দাবি করেছিলেন যে, কোয়ান্টাম কম্পিউটারগুলো একযোগে গণনা করে এবং এই গণনা একাধিক মাল্টিভার্সে সংঘটিত হচ্ছে।
গুগলের এই দাবি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন উঠেছে। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন। একজন বলেন, ‘তারা কীভাবে জানে যে উত্তরটি সঠিক বা কীভাবে তারা এটি যাচাই করেছে!’
অন্য একজন বলেছে, ‘প্যারালাল ইউনিভার্সের ধারণাটি পুরোপুরি অনুমানভিত্তিক। এটি কোনো পর্যবেক্ষণের ওপর নয়, বরং জটিল গাণিতিক সমীকরণের ওপর ভিত্তি করে তৈরি।’
তবে কিছু মানুষ বিষয়টি নিয়ে মজা করেও মন্তব্য করেছে, ‘মার্ভেল সিনেমা হয়তো সমাজকে অতিরিক্ত প্রভাবিত করেছে।’
এই সকল প্রশ্ন ও সংশয় সত্ত্বেও গুগলের এই অপ্রত্যাশিত ঘোষণাটি মাল্টিভার্সের ধারণাকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে, যা বর্তমান সময়ে বৈজ্ঞানিক দুনিয়াতে এক নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে