আমরা মাল্টিভার্সে বাস করছি: দাবি গুগলের
বহুবিশ্ব বা মাল্টিভার্সের ধারণাটি এখন আর কেবল কল্পকাহিনী বা মার্ভেল সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই। তবে এই ধারণাটিকে নতুনভাবে সামনে এনেছে গুগল। কোম্পানিটি দাবি করছে যে, সম্ভবত আমরা একটি মাল্টিভার্সে বাস করছি! গুগলের নতুন কোয়ান্টাম চিপ ‘উইলো’ এর মাধ্যমে এই তত্ত্বের পক্ষে কিছু প্রমাণও পেয়েছে কোম্পানিটি, যা ‘নেচার’ জার্নালে প্রকাশিত হয়েছে। যদিও মাল্টিভার্স এখনো একটি বিতর্কিত তত্ত্ব, গুগলের এই আবিষ্কার বিজ্ঞানী মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং মাল্টিভার্সের সম্ভাবনাকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করেছে।
মাল্টিভার্স কি
প্রায় ৫ম শতাব্দীতে প্রাচীন গ্রিক পরমাণুবিদ লেউসিপ্পাস এবং ডেমোক্রিটাসের চিন্তা থেকে মাল্টিভার্সের প্রাথমিক ধারণা উদ্ভূত হয়। মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্স তত্ত্ব অনুযায়ী, আমাদের মহাবিশ্বের মতোই আরও অনেক সমান্তরাল মহাবিশ্ব থাকতে পারে। যেগুলোর অস্তিত্ব আমাদের অজানা। এই তত্ত্বের মতে, আমাদের মহাবিশ্বের বাইরেও এমন পৃথিবী বা গ্রহ থাকতে পারে যেখানে সময়ের প্রবাহ আমাদের থেকে ভিন্ন হতে পারে। অর্থাৎ, এই মহাবিশ্বের অন্য কোথাও একই রকম কিছু ঘটনা ঘটছে, কিন্তু সেখানে মানুষের জীবনযাত্রা বা পৃথিবীর পরিস্থিতি আলাদা হতে পারে।
ধরা যাক, আপনি এখন একটি বই পড়ছেন এবং আপনার পাশে একটি কফি কাপ রাখা। প্যারালাল ইউনিভার্স তত্ত্ব অনুযায়ী, এমন একটি মহাবিশ্ব থাকতে পারে যেখানে আপনি একই সময়ে একটি বই পড়ছেন। তবে কফি কাপটি সেখানে নেই বা আপনি অন্য কিছু পড়ছেন। এখানে সময় এবং পরিস্থিতি প্রায় এক, তবে বাস্তবতা ভিন্ন।
মাল্টিভার্সের ধারণা বলে, প্রতিটি মহাবিশ্ব হয়তো আলাদা আলাদা নিয়মে কাজ করছে, তবে একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। এই ধারণাটি পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রচুর আলোচনার জন্ম দিয়েছে এবং বিজ্ঞানীদের মধ্যে এখনো এটি নিয়ে বিতর্ক চলছে।
মাল্টিভার্স নিয়ে বৈজ্ঞানিক গবেষণা ১৯৯০ সালের দশক থেকে বড় ধরনের উত্থান লাভ করে, যখন অনেক সায়েন্স ফিকশন গল্পেরও প্রচলন শুরু হয়। ২০১০ সালে স্টিফেন এম. ফেনি ও তার সহকর্মীরা প্রস্তাব করেছিলেন যে, উইলকিনসন মাইক্রোওয়েভ অ্যানিসোট্রোপি প্রোব থেকে প্রাপ্ত ডেটা প্রমাণ করতে পারে যে আমাদের মহাবিশ্ব পূর্বে অন্য মহাবিশ্বের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
এখন নতুন ‘উইলো’ কোয়ান্টাম কম্পিউটিং চিপের মাধ্যমে, তারা মাল্টিভার্সের ধারণাকে সমর্থন করার দাবি করেছে গুগল। এক ব্লগ পোস্টে গুগল কোয়ান্টাম এআই-এর প্রতিষ্ঠাতা হার্টমুট নেভেন উল্লেখ করেছেন, উইলো চিপের অসাধারণ কম্পিউটিং শক্তি এটি প্রমাণ করে যে, আমরা একটি মাল্টিভার্সে বাস করছি। উইলো মাত্র পাঁচ মিনিটে এমন একটি জটিল গণনা সম্পন্ন করতে সক্ষম হয়েছে, যা আজকের দ্রুততম কম্পিউটারও ১০ সেপটিলিয়ন বছর সময় নিবে (যেটি মহাবিশ্বের বয়সের থেকেও বেশি)।
১৯৯৭ সালের দ্য ফেব্রিক অব রিয়েলিটি বইয়ে মাল্টিভার্স ধারণার প্রকাশ করেন ডেভিড ডয়েচের। সে সময় ডয়েচ দাবি করেছিলেন যে, কোয়ান্টাম কম্পিউটারগুলো একযোগে গণনা করে এবং এই গণনা একাধিক মাল্টিভার্সে সংঘটিত হচ্ছে।
গুগলের এই দাবি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন উঠেছে। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন। একজন বলেন, ‘তারা কীভাবে জানে যে উত্তরটি সঠিক বা কীভাবে তারা এটি যাচাই করেছে!’
অন্য একজন বলেছে, ‘প্যারালাল ইউনিভার্সের ধারণাটি পুরোপুরি অনুমানভিত্তিক। এটি কোনো পর্যবেক্ষণের ওপর নয়, বরং জটিল গাণিতিক সমীকরণের ওপর ভিত্তি করে তৈরি।’
তবে কিছু মানুষ বিষয়টি নিয়ে মজা করেও মন্তব্য করেছে, ‘মার্ভেল সিনেমা হয়তো সমাজকে অতিরিক্ত প্রভাবিত করেছে।’
এই সকল প্রশ্ন ও সংশয় সত্ত্বেও গুগলের এই অপ্রত্যাশিত ঘোষণাটি মাল্টিভার্সের ধারণাকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে, যা বর্তমান সময়ে বৈজ্ঞানিক দুনিয়াতে এক নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
বহুবিশ্ব বা মাল্টিভার্সের ধারণাটি এখন আর কেবল কল্পকাহিনী বা মার্ভেল সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই। তবে এই ধারণাটিকে নতুনভাবে সামনে এনেছে গুগল। কোম্পানিটি দাবি করছে যে, সম্ভবত আমরা একটি মাল্টিভার্সে বাস করছি! গুগলের নতুন কোয়ান্টাম চিপ ‘উইলো’ এর মাধ্যমে এই তত্ত্বের পক্ষে কিছু প্রমাণও পেয়েছে কোম্পানিটি, যা ‘নেচার’ জার্নালে প্রকাশিত হয়েছে। যদিও মাল্টিভার্স এখনো একটি বিতর্কিত তত্ত্ব, গুগলের এই আবিষ্কার বিজ্ঞানী মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং মাল্টিভার্সের সম্ভাবনাকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করেছে।
মাল্টিভার্স কি
প্রায় ৫ম শতাব্দীতে প্রাচীন গ্রিক পরমাণুবিদ লেউসিপ্পাস এবং ডেমোক্রিটাসের চিন্তা থেকে মাল্টিভার্সের প্রাথমিক ধারণা উদ্ভূত হয়। মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্স তত্ত্ব অনুযায়ী, আমাদের মহাবিশ্বের মতোই আরও অনেক সমান্তরাল মহাবিশ্ব থাকতে পারে। যেগুলোর অস্তিত্ব আমাদের অজানা। এই তত্ত্বের মতে, আমাদের মহাবিশ্বের বাইরেও এমন পৃথিবী বা গ্রহ থাকতে পারে যেখানে সময়ের প্রবাহ আমাদের থেকে ভিন্ন হতে পারে। অর্থাৎ, এই মহাবিশ্বের অন্য কোথাও একই রকম কিছু ঘটনা ঘটছে, কিন্তু সেখানে মানুষের জীবনযাত্রা বা পৃথিবীর পরিস্থিতি আলাদা হতে পারে।
ধরা যাক, আপনি এখন একটি বই পড়ছেন এবং আপনার পাশে একটি কফি কাপ রাখা। প্যারালাল ইউনিভার্স তত্ত্ব অনুযায়ী, এমন একটি মহাবিশ্ব থাকতে পারে যেখানে আপনি একই সময়ে একটি বই পড়ছেন। তবে কফি কাপটি সেখানে নেই বা আপনি অন্য কিছু পড়ছেন। এখানে সময় এবং পরিস্থিতি প্রায় এক, তবে বাস্তবতা ভিন্ন।
মাল্টিভার্সের ধারণা বলে, প্রতিটি মহাবিশ্ব হয়তো আলাদা আলাদা নিয়মে কাজ করছে, তবে একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। এই ধারণাটি পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রচুর আলোচনার জন্ম দিয়েছে এবং বিজ্ঞানীদের মধ্যে এখনো এটি নিয়ে বিতর্ক চলছে।
মাল্টিভার্স নিয়ে বৈজ্ঞানিক গবেষণা ১৯৯০ সালের দশক থেকে বড় ধরনের উত্থান লাভ করে, যখন অনেক সায়েন্স ফিকশন গল্পেরও প্রচলন শুরু হয়। ২০১০ সালে স্টিফেন এম. ফেনি ও তার সহকর্মীরা প্রস্তাব করেছিলেন যে, উইলকিনসন মাইক্রোওয়েভ অ্যানিসোট্রোপি প্রোব থেকে প্রাপ্ত ডেটা প্রমাণ করতে পারে যে আমাদের মহাবিশ্ব পূর্বে অন্য মহাবিশ্বের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
এখন নতুন ‘উইলো’ কোয়ান্টাম কম্পিউটিং চিপের মাধ্যমে, তারা মাল্টিভার্সের ধারণাকে সমর্থন করার দাবি করেছে গুগল। এক ব্লগ পোস্টে গুগল কোয়ান্টাম এআই-এর প্রতিষ্ঠাতা হার্টমুট নেভেন উল্লেখ করেছেন, উইলো চিপের অসাধারণ কম্পিউটিং শক্তি এটি প্রমাণ করে যে, আমরা একটি মাল্টিভার্সে বাস করছি। উইলো মাত্র পাঁচ মিনিটে এমন একটি জটিল গণনা সম্পন্ন করতে সক্ষম হয়েছে, যা আজকের দ্রুততম কম্পিউটারও ১০ সেপটিলিয়ন বছর সময় নিবে (যেটি মহাবিশ্বের বয়সের থেকেও বেশি)।
১৯৯৭ সালের দ্য ফেব্রিক অব রিয়েলিটি বইয়ে মাল্টিভার্স ধারণার প্রকাশ করেন ডেভিড ডয়েচের। সে সময় ডয়েচ দাবি করেছিলেন যে, কোয়ান্টাম কম্পিউটারগুলো একযোগে গণনা করে এবং এই গণনা একাধিক মাল্টিভার্সে সংঘটিত হচ্ছে।
গুগলের এই দাবি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন উঠেছে। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন। একজন বলেন, ‘তারা কীভাবে জানে যে উত্তরটি সঠিক বা কীভাবে তারা এটি যাচাই করেছে!’
অন্য একজন বলেছে, ‘প্যারালাল ইউনিভার্সের ধারণাটি পুরোপুরি অনুমানভিত্তিক। এটি কোনো পর্যবেক্ষণের ওপর নয়, বরং জটিল গাণিতিক সমীকরণের ওপর ভিত্তি করে তৈরি।’
তবে কিছু মানুষ বিষয়টি নিয়ে মজা করেও মন্তব্য করেছে, ‘মার্ভেল সিনেমা হয়তো সমাজকে অতিরিক্ত প্রভাবিত করেছে।’
এই সকল প্রশ্ন ও সংশয় সত্ত্বেও গুগলের এই অপ্রত্যাশিত ঘোষণাটি মাল্টিভার্সের ধারণাকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে, যা বর্তমান সময়ে বৈজ্ঞানিক দুনিয়াতে এক নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১৮ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১৮ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১৮ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
২১ ঘণ্টা আগে