আজকের পত্রিকা ডেস্ক
মেটার নতুন সুপারইনটেলিজেন্স ল্যাবের প্রধান বিজ্ঞানী হিসেবে নিয়োগ পেলেন চ্যাটজিপিটির সহনির্মাতা শেংইয়া ঝাও। গত শুক্রবার (২৫ জুলাই) থ্রেডসে এ তথ্য জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
এক্সে জাকারবার্গ লেখেন, ‘এই ভূমিকায় শেংইয়া আমাদের নতুন ল্যাবের গবেষণা এজেন্ডা ও বৈজ্ঞানিক দিকনির্দেশনা নির্ধারণ করবেন এবং সরাসরি আমার ও অ্যালেক্সের সঙ্গে কাজ করবেন তিনি।’ এখানে ‘অ্যালেক্স’ বলতে তিনি মেটার চিফ এআই অফিসার আলেকজান্ড্র ওয়াংকে বোঝান। অ্যালেক্স ওয়াং নিজের স্টার্টআপ স্কেল এআই থেকে মেটায় যোগ দিয়েছেন।
ঝাও ছিলেন ওপেনএআইয়ের একজন গবেষক ও বিজ্ঞানী। তিনি চ্যাটজিপিটি, জিপিটি-৪–সহ ওপেনএআইয়ের বেশ কয়েকটি মিনি মডেল (যেমন: ৪.১ ও ওথ্রি) তৈরিতে সহনির্মাতা হিসেবে কাজ করেছেন।
সম্প্রতি ওপেনএআই থেকে মেটায় যোগদান করা গবেষকদের মধ্যে ঝাও একজন। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে শীর্ষ গবেষকদের আকৃষ্ট করতে জাকারবার্গ আগ্রাসী পদক্ষেপ নিয়েছেন। মেটা এখন সিলিকন ভ্যালির অন্যতম আকর্ষণীয় বেতনকাঠামো ও স্টার্টআপ চুক্তির প্রস্তাব দিচ্ছে। এই কৌশল এসেছে তাদের লামা ৪ মডেলের দুর্বল পারফরম্যান্সের পর।
সম্প্রতি সুপারইনটেলিজেন্স ল্যাব চালু করেছে মেটা। এই ল্যাবে লামা মডেলসহ ভবিষ্যতের কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) নিয়ে গবেষণা করা হবে। জাকারবার্গের থ্রেডস পোস্ট অনুযায়ী, ঝাও এই ল্যাবের সহপ্রতিষ্ঠাতাও। এই ল্যাব মেটার আগে থেকে থাকা এআই গবেষণা বিভাগ ফেয়ার (ফেসবুক এআই রিসার্চ) থেকে আলাদা। এই বিভাগ পরিচালনা করেন ডিপ লার্নিংয়ের পথিকৃৎ ইয়ান লাকুন।
জাকারবার্গ বলেছেন, মেটার লক্ষ্য হচ্ছে, ‘পূর্ণ সাধারণ বুদ্ধিমত্তা’ তৈরি করা এবং তা ওপেন সোর্স হিসেবে উন্মুক্ত করে দেওয়া। এই কৌশল কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সম্প্রদায়ে প্রশংসা ও উদ্বেগ—উভয়ই তৈরি করেছে।
মেটার নতুন সুপারইনটেলিজেন্স ল্যাবের প্রধান বিজ্ঞানী হিসেবে নিয়োগ পেলেন চ্যাটজিপিটির সহনির্মাতা শেংইয়া ঝাও। গত শুক্রবার (২৫ জুলাই) থ্রেডসে এ তথ্য জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
এক্সে জাকারবার্গ লেখেন, ‘এই ভূমিকায় শেংইয়া আমাদের নতুন ল্যাবের গবেষণা এজেন্ডা ও বৈজ্ঞানিক দিকনির্দেশনা নির্ধারণ করবেন এবং সরাসরি আমার ও অ্যালেক্সের সঙ্গে কাজ করবেন তিনি।’ এখানে ‘অ্যালেক্স’ বলতে তিনি মেটার চিফ এআই অফিসার আলেকজান্ড্র ওয়াংকে বোঝান। অ্যালেক্স ওয়াং নিজের স্টার্টআপ স্কেল এআই থেকে মেটায় যোগ দিয়েছেন।
ঝাও ছিলেন ওপেনএআইয়ের একজন গবেষক ও বিজ্ঞানী। তিনি চ্যাটজিপিটি, জিপিটি-৪–সহ ওপেনএআইয়ের বেশ কয়েকটি মিনি মডেল (যেমন: ৪.১ ও ওথ্রি) তৈরিতে সহনির্মাতা হিসেবে কাজ করেছেন।
সম্প্রতি ওপেনএআই থেকে মেটায় যোগদান করা গবেষকদের মধ্যে ঝাও একজন। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে শীর্ষ গবেষকদের আকৃষ্ট করতে জাকারবার্গ আগ্রাসী পদক্ষেপ নিয়েছেন। মেটা এখন সিলিকন ভ্যালির অন্যতম আকর্ষণীয় বেতনকাঠামো ও স্টার্টআপ চুক্তির প্রস্তাব দিচ্ছে। এই কৌশল এসেছে তাদের লামা ৪ মডেলের দুর্বল পারফরম্যান্সের পর।
সম্প্রতি সুপারইনটেলিজেন্স ল্যাব চালু করেছে মেটা। এই ল্যাবে লামা মডেলসহ ভবিষ্যতের কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) নিয়ে গবেষণা করা হবে। জাকারবার্গের থ্রেডস পোস্ট অনুযায়ী, ঝাও এই ল্যাবের সহপ্রতিষ্ঠাতাও। এই ল্যাব মেটার আগে থেকে থাকা এআই গবেষণা বিভাগ ফেয়ার (ফেসবুক এআই রিসার্চ) থেকে আলাদা। এই বিভাগ পরিচালনা করেন ডিপ লার্নিংয়ের পথিকৃৎ ইয়ান লাকুন।
জাকারবার্গ বলেছেন, মেটার লক্ষ্য হচ্ছে, ‘পূর্ণ সাধারণ বুদ্ধিমত্তা’ তৈরি করা এবং তা ওপেন সোর্স হিসেবে উন্মুক্ত করে দেওয়া। এই কৌশল কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সম্প্রদায়ে প্রশংসা ও উদ্বেগ—উভয়ই তৈরি করেছে।
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
১৪ ঘণ্টা আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
১৬ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৪ দিন আগে