অনলাইন ডেস্ক
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একের পর এক স্মার্ট এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী এআই মডেল বাজারে আনছে। এই ধারার সর্বশেষ সংযোজন হলো জেড ডট এআই (পূর্ব নাম ঝিপু) স্টার্টআপের নতুন মডেল জেএলএম–৪.৫। কার্যকারিতা ও খরচের দিক থেকে এটি ডিপসিকের মডেলকেও ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করছে কোম্পানিটি।
গতকাল সোমবার জেড ডট এআই জানিয়েছে, তাদের নতুন মডেল জেএলএম–৪.৫ ব্যবহার করতে ডিপসিকের চেয়েও কম খরচ হবে। আর এই মডেলটি ‘এজেন্টিক এআই’ ভিত্তিতে তৈরি। অর্থাৎ মডেলটি কোনো কাজ পেলে তা নিজেই ছোট ছোট কাজে ভাগ করে নিয়ে আরও নির্ভুলভাবে নির্দেশ সম্পন্ন করতে পারে।
আরও চমকপ্রদ তথ্য হলো—এই মডেলটি ওপেন সোর্স, অর্থাৎ ডেভেলপাররা এটি বিনা মূল্যে ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন।
জেড ডট এআইয়ের প্রধান নির্বাহী ঝাং পেং জানিয়েছেন, জেএলএম–৪.৫ মডেল ডিপসিকের মডেলের অর্ধেক আকারের এবং এটি চালাতে মাত্র ৮টি এনভিডিয়ার এইচ ২০ চিপ প্রয়োজন হয়। উল্লেখ্য, এই এইচ ২০ চিপগুলো চীন বাজারের জন্য বিশেষভাবে তৈরি করেছে এনভিডিয়া। কারণ যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চলা যায় কোম্পানিটি।
সম্প্রতি এনভিডিয়া জানিয়েছে, তিন মাস বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের অনুমতির ভিত্তিতে তারা আবারও চীনে এই চিপ বিক্রি শুরু করতে পারবে। তবে ঠিক কবে থেকে সরবরাহ শুরু হবে, তা এখনো পরিষ্কার নয়।
ঝাং আরও জানান, জেড ডট এআই বর্তমানে যে কম্পিউটিং শক্তি ব্যবহার করছে, তাতে নতুন করে চিপ কেনার প্রয়োজন নেই। তবে মডেলটি প্রশিক্ষণে কত খরচ হয়েছে, সেই তথ্য তিনি জানাননি। পরে বিস্তারিত জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন।
এ বছরের জানুয়ারিতে ডিপসিক তাদের ভি৩ মডেল উন্মোচন করে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের তাক লাগিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তারা শক্তিশালী একটি এআই মডেল তৈরি করে। ডিপসিক ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সমতুল্য হলেও অনেক কম খরচে তৈরি ও চালানো সম্ভব।
ডিপসিক দাবি করেছিল, তাদের ভি৩ মডেলের প্রশিক্ষণ খরচ ৬০ লাখ ডলারের কম। তবে কিছু বিশ্লেষক বলছেন, এই হিসাব শুধু সরাসরি প্রশিক্ষণের খরচ দেখিয়েছে। তবে প্রতিষ্ঠানটি আগে থেকেই যেসব যন্ত্রপাতি বা হার্ডওয়্যারে ৫০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে, সেটার হিসাব এতে ধরা হয়নি।
অন্যদিকে, জেড ডট এআই জানিয়েছে, জেএলএম–৪.৫ মডেলের জন্য তারা চার্জ করবে—প্রতি ১০ লাখ ইনপুট টোকেনে ১১ সেন্ট এবং প্রতি ১০ লাখ আউটপুট টোকেনে ২৮ সেন্ট। এর বিপরীতে ডিপসিক আর ১ মডেল ইনপুটে চার্জ করে ১৪ সেন্ট এবং আউটপুটে ২ দশমিক ১৯ ডলার।
উল্লেখ্য, টোকেন হলো এমন একটি একক, যার মাধ্যমে এআই মডেল কতটুকু তথ্য প্রক্রিয়া করছে, তা পরিমাপ করা হয়।
চলতি মাসের শুরুতেই আলিবাবা সমর্থিত আরেক চীনা প্রতিষ্ঠান মুনশট তাদের নতুন মডেল কিমি কে২ উন্মোচন করেছে। ওপেনএআই এবং অ্যানথ্রপিকের মডেলগুলোকে নির্দিষ্ট কিছু প্রোগ্রামিং কাজের ক্ষেত্রে মডেলটি টপকে যেতে সক্ষম বলে দাবি করেছে কোম্পানিটি। তাদের টোকেন চার্জ—প্রতি ইনপুটে ১৫ সেন্ট এবং আউটপুটে ২ দশমিক ৫০ ডলার।
গত জুনের শেষ দিকে, চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দ্রুত অগ্রগতির বিষয়ে সতর্ক করে ওপেনএআই। তারা এক বিবৃতিতে চীনা কোম্পানি ঝিপু বা জেড ডট এআইয়ের নাম উল্লেখ করে বলে, প্রতিষ্ঠানটি এআই খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি করছে।
এই পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্র সরকার ঝিপুকে তাদের এনটিটি তালিকাতে যুক্ত করেছে। ফলে, কোনো মার্কিন কোম্পানি এখন ঝিপুর সঙ্গে ব্যবসা করতে পারবে না। তাদের কাছে সফটওয়্যার, যন্ত্রপাতি বা প্রযুক্তি সরবরাহ করাও নিষিদ্ধ।
২০১৯ সালে যাত্রা শুরু করা জেড ডট এআই বর্তমানে চীনের শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
পিচবুক-এর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন পেয়েছে, যার মধ্যে রয়েছে আলিবাবা, টেনসেন্ট, কোয়িমিয়ং ভেনচার পার্টনার্সের এর মতো বড় বিনিয়োগকারীরা।
গত কয়েক সপ্তাহে আরও কিছু চীনা কোম্পানি নতুন ওপেন সোর্স এআই মডেল ঘোষণা করেছে।
শাংহাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এআই কনফারেন্সে টেনসেন্ট তাদের হুনইউয়ান ওয়ার্ল্ড–১.০ মডেল উন্মোচন করে। গেম নির্মাণের জন্য ত্রিমাত্রিক দৃশ্য তৈরি করতে পারে এই মডেল।
অন্যদিকে, আলিবাবা গত সপ্তাহে ঘোষণা করেছে তাদের কিউওয়েন থ্রি-কোডার। মডেল, যা কোড লেখার কাজে ব্যবহৃত হবে।
তথ্যসূত্র: সিএনবিসি
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একের পর এক স্মার্ট এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী এআই মডেল বাজারে আনছে। এই ধারার সর্বশেষ সংযোজন হলো জেড ডট এআই (পূর্ব নাম ঝিপু) স্টার্টআপের নতুন মডেল জেএলএম–৪.৫। কার্যকারিতা ও খরচের দিক থেকে এটি ডিপসিকের মডেলকেও ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করছে কোম্পানিটি।
গতকাল সোমবার জেড ডট এআই জানিয়েছে, তাদের নতুন মডেল জেএলএম–৪.৫ ব্যবহার করতে ডিপসিকের চেয়েও কম খরচ হবে। আর এই মডেলটি ‘এজেন্টিক এআই’ ভিত্তিতে তৈরি। অর্থাৎ মডেলটি কোনো কাজ পেলে তা নিজেই ছোট ছোট কাজে ভাগ করে নিয়ে আরও নির্ভুলভাবে নির্দেশ সম্পন্ন করতে পারে।
আরও চমকপ্রদ তথ্য হলো—এই মডেলটি ওপেন সোর্স, অর্থাৎ ডেভেলপাররা এটি বিনা মূল্যে ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন।
জেড ডট এআইয়ের প্রধান নির্বাহী ঝাং পেং জানিয়েছেন, জেএলএম–৪.৫ মডেল ডিপসিকের মডেলের অর্ধেক আকারের এবং এটি চালাতে মাত্র ৮টি এনভিডিয়ার এইচ ২০ চিপ প্রয়োজন হয়। উল্লেখ্য, এই এইচ ২০ চিপগুলো চীন বাজারের জন্য বিশেষভাবে তৈরি করেছে এনভিডিয়া। কারণ যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চলা যায় কোম্পানিটি।
সম্প্রতি এনভিডিয়া জানিয়েছে, তিন মাস বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের অনুমতির ভিত্তিতে তারা আবারও চীনে এই চিপ বিক্রি শুরু করতে পারবে। তবে ঠিক কবে থেকে সরবরাহ শুরু হবে, তা এখনো পরিষ্কার নয়।
ঝাং আরও জানান, জেড ডট এআই বর্তমানে যে কম্পিউটিং শক্তি ব্যবহার করছে, তাতে নতুন করে চিপ কেনার প্রয়োজন নেই। তবে মডেলটি প্রশিক্ষণে কত খরচ হয়েছে, সেই তথ্য তিনি জানাননি। পরে বিস্তারিত জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন।
এ বছরের জানুয়ারিতে ডিপসিক তাদের ভি৩ মডেল উন্মোচন করে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের তাক লাগিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তারা শক্তিশালী একটি এআই মডেল তৈরি করে। ডিপসিক ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সমতুল্য হলেও অনেক কম খরচে তৈরি ও চালানো সম্ভব।
ডিপসিক দাবি করেছিল, তাদের ভি৩ মডেলের প্রশিক্ষণ খরচ ৬০ লাখ ডলারের কম। তবে কিছু বিশ্লেষক বলছেন, এই হিসাব শুধু সরাসরি প্রশিক্ষণের খরচ দেখিয়েছে। তবে প্রতিষ্ঠানটি আগে থেকেই যেসব যন্ত্রপাতি বা হার্ডওয়্যারে ৫০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে, সেটার হিসাব এতে ধরা হয়নি।
অন্যদিকে, জেড ডট এআই জানিয়েছে, জেএলএম–৪.৫ মডেলের জন্য তারা চার্জ করবে—প্রতি ১০ লাখ ইনপুট টোকেনে ১১ সেন্ট এবং প্রতি ১০ লাখ আউটপুট টোকেনে ২৮ সেন্ট। এর বিপরীতে ডিপসিক আর ১ মডেল ইনপুটে চার্জ করে ১৪ সেন্ট এবং আউটপুটে ২ দশমিক ১৯ ডলার।
উল্লেখ্য, টোকেন হলো এমন একটি একক, যার মাধ্যমে এআই মডেল কতটুকু তথ্য প্রক্রিয়া করছে, তা পরিমাপ করা হয়।
চলতি মাসের শুরুতেই আলিবাবা সমর্থিত আরেক চীনা প্রতিষ্ঠান মুনশট তাদের নতুন মডেল কিমি কে২ উন্মোচন করেছে। ওপেনএআই এবং অ্যানথ্রপিকের মডেলগুলোকে নির্দিষ্ট কিছু প্রোগ্রামিং কাজের ক্ষেত্রে মডেলটি টপকে যেতে সক্ষম বলে দাবি করেছে কোম্পানিটি। তাদের টোকেন চার্জ—প্রতি ইনপুটে ১৫ সেন্ট এবং আউটপুটে ২ দশমিক ৫০ ডলার।
গত জুনের শেষ দিকে, চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দ্রুত অগ্রগতির বিষয়ে সতর্ক করে ওপেনএআই। তারা এক বিবৃতিতে চীনা কোম্পানি ঝিপু বা জেড ডট এআইয়ের নাম উল্লেখ করে বলে, প্রতিষ্ঠানটি এআই খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি করছে।
এই পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্র সরকার ঝিপুকে তাদের এনটিটি তালিকাতে যুক্ত করেছে। ফলে, কোনো মার্কিন কোম্পানি এখন ঝিপুর সঙ্গে ব্যবসা করতে পারবে না। তাদের কাছে সফটওয়্যার, যন্ত্রপাতি বা প্রযুক্তি সরবরাহ করাও নিষিদ্ধ।
২০১৯ সালে যাত্রা শুরু করা জেড ডট এআই বর্তমানে চীনের শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
পিচবুক-এর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন পেয়েছে, যার মধ্যে রয়েছে আলিবাবা, টেনসেন্ট, কোয়িমিয়ং ভেনচার পার্টনার্সের এর মতো বড় বিনিয়োগকারীরা।
গত কয়েক সপ্তাহে আরও কিছু চীনা কোম্পানি নতুন ওপেন সোর্স এআই মডেল ঘোষণা করেছে।
শাংহাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এআই কনফারেন্সে টেনসেন্ট তাদের হুনইউয়ান ওয়ার্ল্ড–১.০ মডেল উন্মোচন করে। গেম নির্মাণের জন্য ত্রিমাত্রিক দৃশ্য তৈরি করতে পারে এই মডেল।
অন্যদিকে, আলিবাবা গত সপ্তাহে ঘোষণা করেছে তাদের কিউওয়েন থ্রি-কোডার। মডেল, যা কোড লেখার কাজে ব্যবহৃত হবে।
তথ্যসূত্র: সিএনবিসি
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে মধ্যে তুমুল প্রতিযোগিতায় বেশ পিছিয়ে রয়েছে অ্যাপল। কারণ, এখন পর্যন্ত এআইভিত্তিক কোনো উল্লেখযোগ্য ফিচার আনতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি সেই ধারা বদলাতে উদ্যোগী হয়েছে অ্যাপল। চ্যাটজিপিটির মতো একটি এআই অ্যাপ তৈরির লক্ষ্য নিয়ে নতুন একটি বিশেষ দল গঠন করেছে..
৫ ঘণ্টা আগেইনস্টাগ্রাম ও টিকটকের মতো কোলাব ফিচার আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ভিডিওতে সরাসরি কোলাবোরেটরদের ট্যাগ করা যাবে। ইউটিউবের হেল্প ফোরামে এ তথ্য জানান গুগলের এক কর্মী।
৬ ঘণ্টা আগেক্যারিয়ার পরামর্শ, মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলাপ করেন অনেকেই। তবে সম্প্রতি জানা যায়, প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ব্যক্তিগত কথোপকথন গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছিল। সমস্যাটি বর্তমানে ঠিক করা হলেও ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা..
৮ ঘণ্টা আগে