নিলামে বিক্রি হলো বিশ্বের প্রথম এসএমএস। গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি নিলামকারী প্রতিষ্ঠান মেরি ক্রিসমাস লেখা বিশ্বের প্রথম এসএমএসটি বিক্রি করে এক লাখ ২১ হাজার ডলার বা এক কোটি তিন লাখ টাকায়। নিলামে বিজয়ী এনএফটি হিসেবে পরিচিত একটি অভিনব ডিজিটাল টোকেনের মাধ্যমে পাবেন এই এসএমএসটি। নিলামে বার্তাটি কে ক্রয় করেছেন তা প্রকাশ করা হয়নি।
এনএফটি হলো ডিজিটাল বিশ্বে ‘এরকম একটিই আছে’ ধরনের সম্পদ যা অন্য যে কোনো সম্পদের মতো কেনা যায় বা বিক্রি করা যায়। কিন্তু এর কোনো নিজস্ব বাহ্যিক আকার নেই যেটি ধরা বা ছোঁয়া সম্ভব। এই ডিজিটাল টোকেনকে তুলনা করা যায় অনেকটা ভার্চুয়াল বা বাস্তব বিশ্বের কোনো সম্পদের মালিকানার সনদ হিসেবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই এসএমএসটি ৩ ডিসেম্বর ১৯৯২ সালে পাঠানো হয়েছিল ব্রিটিশ টেলিকম কোম্পানি ভোডাফোনের মাধ্যমে। ২৯ বছর আগে দুই কেজি ওজনের একটি মোবাইল ফোনে এই এসএমএসটি এসেছিল।
ভোডাফোনের বিজ্ঞানী নিল পাপওয়ার্থ এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন যুক্তরাজ্যের ভোডাফোনের ব্যবস্থাপকের মোবাইল ফোনে।
প্যারিসের আগুটেস অকশন হাউসের কর্মকর্তা ম্যাক্সিমিলিয়েন আগুটেস বলেন , বছরের শেষের অনুষ্ঠানটির মাঝামাঝি সময়ে মেরি ক্রিসমাস বার্তাটি পাঠানো হয়েছিল। ফ্রান্সে হাতে ছোঁয়া যায় না, এমন জিনিস নিলামে তোলার নিয়ম নেই। তাই বার্তাটি একটি ডিজিটাল ফ্রেমের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।
নিলাম থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তহবিলে।
নিলামে বিক্রি হলো বিশ্বের প্রথম এসএমএস। গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি নিলামকারী প্রতিষ্ঠান মেরি ক্রিসমাস লেখা বিশ্বের প্রথম এসএমএসটি বিক্রি করে এক লাখ ২১ হাজার ডলার বা এক কোটি তিন লাখ টাকায়। নিলামে বিজয়ী এনএফটি হিসেবে পরিচিত একটি অভিনব ডিজিটাল টোকেনের মাধ্যমে পাবেন এই এসএমএসটি। নিলামে বার্তাটি কে ক্রয় করেছেন তা প্রকাশ করা হয়নি।
এনএফটি হলো ডিজিটাল বিশ্বে ‘এরকম একটিই আছে’ ধরনের সম্পদ যা অন্য যে কোনো সম্পদের মতো কেনা যায় বা বিক্রি করা যায়। কিন্তু এর কোনো নিজস্ব বাহ্যিক আকার নেই যেটি ধরা বা ছোঁয়া সম্ভব। এই ডিজিটাল টোকেনকে তুলনা করা যায় অনেকটা ভার্চুয়াল বা বাস্তব বিশ্বের কোনো সম্পদের মালিকানার সনদ হিসেবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই এসএমএসটি ৩ ডিসেম্বর ১৯৯২ সালে পাঠানো হয়েছিল ব্রিটিশ টেলিকম কোম্পানি ভোডাফোনের মাধ্যমে। ২৯ বছর আগে দুই কেজি ওজনের একটি মোবাইল ফোনে এই এসএমএসটি এসেছিল।
ভোডাফোনের বিজ্ঞানী নিল পাপওয়ার্থ এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন যুক্তরাজ্যের ভোডাফোনের ব্যবস্থাপকের মোবাইল ফোনে।
প্যারিসের আগুটেস অকশন হাউসের কর্মকর্তা ম্যাক্সিমিলিয়েন আগুটেস বলেন , বছরের শেষের অনুষ্ঠানটির মাঝামাঝি সময়ে মেরি ক্রিসমাস বার্তাটি পাঠানো হয়েছিল। ফ্রান্সে হাতে ছোঁয়া যায় না, এমন জিনিস নিলামে তোলার নিয়ম নেই। তাই বার্তাটি একটি ডিজিটাল ফ্রেমের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।
নিলাম থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তহবিলে।
আজ রাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগলের বছরের সবচেয়ে বড় আয়োজন। এতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত পিক্সেল ১০ সিরিজ, নতুন স্মার্টঘড়ি পিক্সেল ওয়াচ ৪ এবং ইয়ারবাড পিক্সেল বাডস ২ এ। গত কয়েক সপ্তাহে একের পর এক ফাঁস হওয়া তথ্য ও গুজবের মধ্য দিয়ে আগেভাগেই অনেক কিছু জানা গেছে, তবে আজ রাতের
৯ ঘণ্টা আগেবাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগে শামিল হতে চান অনেকেই। তবে চমকপ্রদ বিষয় হলো–এই সোলার প্যানেলই জাতীয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সিআইএসএ (CISA) সম্প্রতি জানিয়েছে, টেক্সাসভিত্তিক কোম্পানি ইজি ৪ ইলেক
১০ ঘণ্টা আগেআইফোন প্রেমীদের জন্য অপেক্ষার অবসান হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলের বার্ষিক কীনোট ইভেন্ট, যেখানে উন্মোচন করা হবে আইফোন ১৭ সিরিজ। এই ইভেন্টে শুধু আইফোন নয়, আরও বেশ কিছু নতুন পণ্যের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১১ ঘণ্টা আগেবিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন এক সুবিধা চালু করেছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে এবার ব্যবহার করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক অনুবাদ ফিচার। এই ফিচারটি ভিডিওতে থাকা কথাবার্তা স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে নির্মাতার কণ্ঠে ডাবিং করে দেয়।
১২ ঘণ্টা আগে