স্কুল ছুটির সময় ডিজিটাল আর্টওয়ার্ক বানিয়ে দুই লাখ ৯০ হাজার পাউন্ড বা ৩ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ২৩৮ টাকা সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি আয় করেছে লন্ডনের ১২ বছর বয়সী এক শিক্ষার্থী। ‘উইয়ার্ড হোয়েল’ নামের ডিজিটাল আর্টওয়ার্কগুলো নন-ফানজিবল টোকেন বা এনএফটি হিসেবে বিক্রি করেছে।
এনএফটির একটি বড় সুবিধা হলো, একে ডিজিটাল টোকেনে রূপান্তর করে মালিকানার ডিজিটাল সার্টিফিকেট তৈরি করা যায়। ফলে মূল ধারার অনেক শিল্পীই এখন সৃস্টিকর্মের ডিজিটাল সংস্করণ অনলাইনে বিক্রি করছেন এনএফটি হিসেবে। এতে পাইরেসির হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রযুক্তি বাজারে লেনদেনের এই অভিনব পন্থার সুযোগটাই নিয়েছে ১২ বছর বয়সী বেনইয়ামিন আহমেদ। অথচ ওই ঘটনার আগে প্রচলিত কোনো ব্যাংক অ্যাকাউন্টও ছিলো না তার। ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের বিনিময়ে নিজের ‘উইয়ার্ড হোয়েল’গুলো বিক্রি করেছে আহমেদ।
এনএফটির লেনদেনের মাধ্যমে ক্রেতার হাতে সাধারণত ডিজিটাল শিল্পকর্মের মূল কপি বা তার কপিরাইট যায়। ফলে ইন্টারনেটে ওই শিল্পকর্মের অনেকগুলো কপি থাকলেও মূল বা আসল কপি থাকে একটাই।
বেনইয়ামিনের বাবা ইমরান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে জানিয়েছে বিবিসি। পাঁচ ও ছয় বছর বয়সেই বেনইয়ামিনের আর তোর ছোট ভাই ইউসুফকে কোডিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়ূ, ‘উইয়ার্ড হোয়েল’ বেনইয়ামিনের দ্বিতীয় ডিজিটাল শিল্পকর্ম। এর আগে আরেকটি বেচলেও এতো বড় আকারের আয় আসেনি সেটি থেকে।
কয়েকটি জনপ্রিয় মিম আর পিক্সেল আর্ট থেকে অনুপ্রাণিত হয়ে ইমোজির আদলে তিন হাজার ৩৫০টি ‘উইয়ার্ড হোয়েল’-এর প্রোগ্রাম লিখেছিলো বেনইয়ামিন।
আপাতত সুপারহিরোদের নিয়ে একই রকমের প্রোগ্রাম লিখছে বেনইয়ামিন। আর উইয়ার্ড হোয়েল নিয়ে পানির নিচের গেইম বানাতে চায় বলেও জানিয়েছেন ওই শিশু।
স্কুল ছুটির সময় ডিজিটাল আর্টওয়ার্ক বানিয়ে দুই লাখ ৯০ হাজার পাউন্ড বা ৩ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ২৩৮ টাকা সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি আয় করেছে লন্ডনের ১২ বছর বয়সী এক শিক্ষার্থী। ‘উইয়ার্ড হোয়েল’ নামের ডিজিটাল আর্টওয়ার্কগুলো নন-ফানজিবল টোকেন বা এনএফটি হিসেবে বিক্রি করেছে।
এনএফটির একটি বড় সুবিধা হলো, একে ডিজিটাল টোকেনে রূপান্তর করে মালিকানার ডিজিটাল সার্টিফিকেট তৈরি করা যায়। ফলে মূল ধারার অনেক শিল্পীই এখন সৃস্টিকর্মের ডিজিটাল সংস্করণ অনলাইনে বিক্রি করছেন এনএফটি হিসেবে। এতে পাইরেসির হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রযুক্তি বাজারে লেনদেনের এই অভিনব পন্থার সুযোগটাই নিয়েছে ১২ বছর বয়সী বেনইয়ামিন আহমেদ। অথচ ওই ঘটনার আগে প্রচলিত কোনো ব্যাংক অ্যাকাউন্টও ছিলো না তার। ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের বিনিময়ে নিজের ‘উইয়ার্ড হোয়েল’গুলো বিক্রি করেছে আহমেদ।
এনএফটির লেনদেনের মাধ্যমে ক্রেতার হাতে সাধারণত ডিজিটাল শিল্পকর্মের মূল কপি বা তার কপিরাইট যায়। ফলে ইন্টারনেটে ওই শিল্পকর্মের অনেকগুলো কপি থাকলেও মূল বা আসল কপি থাকে একটাই।
বেনইয়ামিনের বাবা ইমরান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে জানিয়েছে বিবিসি। পাঁচ ও ছয় বছর বয়সেই বেনইয়ামিনের আর তোর ছোট ভাই ইউসুফকে কোডিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়ূ, ‘উইয়ার্ড হোয়েল’ বেনইয়ামিনের দ্বিতীয় ডিজিটাল শিল্পকর্ম। এর আগে আরেকটি বেচলেও এতো বড় আকারের আয় আসেনি সেটি থেকে।
কয়েকটি জনপ্রিয় মিম আর পিক্সেল আর্ট থেকে অনুপ্রাণিত হয়ে ইমোজির আদলে তিন হাজার ৩৫০টি ‘উইয়ার্ড হোয়েল’-এর প্রোগ্রাম লিখেছিলো বেনইয়ামিন।
আপাতত সুপারহিরোদের নিয়ে একই রকমের প্রোগ্রাম লিখছে বেনইয়ামিন। আর উইয়ার্ড হোয়েল নিয়ে পানির নিচের গেইম বানাতে চায় বলেও জানিয়েছেন ওই শিশু।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
২ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৪ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৮ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৮ ঘণ্টা আগে