Ajker Patrika

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ২৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও  চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ছবি: সংগৃহীত

টিকটকের মালিকানা হস্তান্তর নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে দীর্ঘ অচলাবস্থার অবসানে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। আজ সোমবার আলোচনার পর তিনি জানান, টিকটককে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন মালিকানায় আনার বিষয়ে কাঠামোগত চুক্তি সম্পন্ন হয়েছে।

আলোচনায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘আমাদের হাতে এখন টিকটক চুক্তির একটি কাঠামো আছে। বাণিজ্যিক শর্তাবলি নিয়ে আমরা প্রকাশ্যে কিছু বলব না, কারণ, এটি দুই পক্ষের মধ্যে একটি বেসরকারি বিষয়। তবে শর্তগুলোতে একমত হওয়া গেছে।’

টিকটকের মালিকানা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বে এই কাঠামোগত চুক্তিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। চীনা মালিকানা নিয়ে ওয়াশিংটনে নিরাপত্তা উদ্বেগ থেকে এই জট তৈরি হয়। ২০২৪ সালের এপ্রিল মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইন স্বাক্ষর করেন, যেখানে মার্কিন অনুমোদিত কোনো ক্রেতার কাছে প্ল্যাটফর্মটি বিক্রি করার জন্য বাইটড্যান্সকে (টিকটকের মূল কোম্পানি) ৯ মাস সময় দেওয়া হয়, নতুবা যুক্তরাষ্ট্রে পুরোপুরি নিষিদ্ধ হওয়ার ঝুঁকি নিতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময়সীমা বারবার বাড়ালেও শেষ পর্যন্ত বিক্রির চাপ অব্যাহত থাকে।

টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ শুরু হয় ২০২০ সাল থেকে। তখন ট্রাম্প প্রশাসন বাইটড্যান্সকে অ্যাপটির মালিকানা ছাড়ার নির্দেশ দিয়েছিল। প্রথমে মাইক্রোসফট কয়েক বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়ে আলোচনায় এগোলেও পরে তা ভেস্তে যায়। পরে ওয়ালমার্ট ও ওরাকল যৌথভাবে টিকটক গ্লোবাল নামের নতুন প্রতিষ্ঠান গড়ে যুক্তরাষ্ট্র শাখা কিনতে উদ্যত হয়েছিল। তবে বাইডেন প্রশাসনের সময়ে নতুন পর্যালোচনা শুরুর পর সেই উদ্যোগও বন্ধ হয়ে যায়।

তবে ২০২২ সাল থেকে ওরাকল যুক্তরাষ্ট্রে টিকটকের ক্লাউড সেবা প্রদানকারী হিসেবে দায়িত্ব পালন করছে, যা নিরাপত্তা উদ্বেগ প্রশমনে গৃহীত হয়েছিল।

বেসেন্ট বলেন, চুক্তির চূড়ান্ত বিষয়গুলো নির্ধারিত হবে শুক্রবার, যখন ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফোনালাপে কথা বলবেন। গ্রিয়ারও নিশ্চিত করেছেন, এখন কেবল দুই দেশের শীর্ষ নেতার অনুমোদনের অপেক্ষা।

গ্রিয়ার বলেন, ‘আমরা বারবার সময়সীমা বাড়ানোর ব্যবসায় নামব না। আমাদের এখন একটি চুক্তি হয়েছে।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৩৫ মিলিয়নেরও বেশি। এমনকি হোয়াইট হাউসও গত আগস্টে প্ল্যাটফর্মটিতে তাদের নিজস্ব সরকারি অ্যাকাউন্ট চালু করেছে। যদিও ফেডারেল আইনের কারণে সরকারি ডিভাইসে টিকটক ব্যবহার এখনো নিষিদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত