সেমিফাইনালে আলেক্সান্ডার জভেরেভক ৩-২ সেটে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন জোকোভিচ। এ বছর এরই মধ্যে উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন এই সার্বিয়ান টেনিস তারকা। আর এক ধাপ পেরোলেই বছরে চার গ্র্যান্ড স্লাম জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করবেন তিনি।
ইতিহাস রচনার পথে ফাইনালে জোকোভিচ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদকে। তবে সেমিফাইনাল ম্যাচটি মোটেও সহজ ছিল না জোকোভিচের জন্য। প্রথম সেটেই জভেরেভের কাছে হেরে যান ৪-৬ গেমে। তবে পরের দুই সেটেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। জিতে নেন ৬-২ ও ৬-৪ গেমে। এখান থেকে লিড নেন জোকোভিচ। তবে চতুর্থ সেট আবার ৪-৬ গেমে জিতে নেন জভেরেভ।
ম্যাচ নির্ধারণী শেষ সেটে আর পেরে ওঠেননি চতুর্থ বাছাই জভেরেভ। শেষ সেটটি ৬-২ গেমে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন এই মুহূর্তে টেনিসের নাম্বার ওয়ান জোকোভিচ।
ইতিহাসের সামনে দাঁড়িয়ে জোকোভিচ। ফাইনাল জিতলেই ষষ্ঠবার ও পঞ্চম টেনিস খেলোয়াড় হিসেবে বছরে চারটি গ্র্যান্ড স্লাম জিতবেন তিনি। এর আগে এই এ কৃতিত্ব দেখিয়েছেন স্টেফানি গ্রাফ (১৯৮৮), মার্গারেট কোর্ট (১৯৭০), মরিন কনোলি (১৯৫৩), ডন বাজ (১৯৩৮) ও রড লেভার (১৯৬২,১৯৬৯)।
অন্যদিকে আরেক সেমিফাইনালে জিতেছেন দুই নম্বর বাছাই মেদভেদ। ফাইনালে জায়গা করে নিতে তাঁকে অবশ্য তেমন বেগ পেতে হয়নি। ১২ নম্বর বাছাই কানাডীয় ফেলিক্স অগার অ্যালিয়াসিমের বিপক্ষে সরাসরি সেটেই জিতেছেন তিনি। প্রথম সেটে ৬-৪ গেমে জেতার পর ৭-৫ ও ৬-২ গেমে পরের দুই সেট জিতে ফাইনাল নিশ্চিত করেন মেদভেদ।
সেমিফাইনালে আলেক্সান্ডার জভেরেভক ৩-২ সেটে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন জোকোভিচ। এ বছর এরই মধ্যে উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন এই সার্বিয়ান টেনিস তারকা। আর এক ধাপ পেরোলেই বছরে চার গ্র্যান্ড স্লাম জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করবেন তিনি।
ইতিহাস রচনার পথে ফাইনালে জোকোভিচ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদকে। তবে সেমিফাইনাল ম্যাচটি মোটেও সহজ ছিল না জোকোভিচের জন্য। প্রথম সেটেই জভেরেভের কাছে হেরে যান ৪-৬ গেমে। তবে পরের দুই সেটেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। জিতে নেন ৬-২ ও ৬-৪ গেমে। এখান থেকে লিড নেন জোকোভিচ। তবে চতুর্থ সেট আবার ৪-৬ গেমে জিতে নেন জভেরেভ।
ম্যাচ নির্ধারণী শেষ সেটে আর পেরে ওঠেননি চতুর্থ বাছাই জভেরেভ। শেষ সেটটি ৬-২ গেমে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন এই মুহূর্তে টেনিসের নাম্বার ওয়ান জোকোভিচ।
ইতিহাসের সামনে দাঁড়িয়ে জোকোভিচ। ফাইনাল জিতলেই ষষ্ঠবার ও পঞ্চম টেনিস খেলোয়াড় হিসেবে বছরে চারটি গ্র্যান্ড স্লাম জিতবেন তিনি। এর আগে এই এ কৃতিত্ব দেখিয়েছেন স্টেফানি গ্রাফ (১৯৮৮), মার্গারেট কোর্ট (১৯৭০), মরিন কনোলি (১৯৫৩), ডন বাজ (১৯৩৮) ও রড লেভার (১৯৬২,১৯৬৯)।
অন্যদিকে আরেক সেমিফাইনালে জিতেছেন দুই নম্বর বাছাই মেদভেদ। ফাইনালে জায়গা করে নিতে তাঁকে অবশ্য তেমন বেগ পেতে হয়নি। ১২ নম্বর বাছাই কানাডীয় ফেলিক্স অগার অ্যালিয়াসিমের বিপক্ষে সরাসরি সেটেই জিতেছেন তিনি। প্রথম সেটে ৬-৪ গেমে জেতার পর ৭-৫ ও ৬-২ গেমে পরের দুই সেট জিতে ফাইনাল নিশ্চিত করেন মেদভেদ।
এশিয়া কাপের পর্দা নেমেছে গত ২৮ সেপ্টেম্বর রাতে। তবে বেশকিছু বিতর্কিত ঘটনায় এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টটি নিয়ে এখনো তুমুল আলোচনা–সমলোচনা হচ্ছে। এই যেমন ট্রফি নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনার নতুন মোড় দিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
১ ঘণ্টা আগে৩ বছর আগে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপে নাম লেখায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পেয়েছে জয়ের স্বাদও। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের আরও একটি আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ অবশ্য পরশু। প্রতিপক্ষ সেই পাকিস্তান।
১ ঘণ্টা আগেঅনেক কারণেই এবারের এশিয়া কাপটা অনেক দিনই মনে থাকবে মানুষের। টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। প্রথমবারের মতো পাকিস্তানকে তিনবার হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ক্রিকেটীয় এসব কারণের মধ্যে অক্রিকেটীয় একটা কারণও আছে।
২ ঘণ্টা আগেউয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি আতলেতিকো মাদ্রিদের। গত ১৮ সেপ্টেম্বর অ্যানফিল্ড থেকে ৩–২ গোলের হার নিয়ে ফেরে তারা। এবার তাদের সামনে ঘুরে দাঁড়ানোর মিশন। ইউরোপ সেরার আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দিবাগত রাত একটায় এইনট্রাখটের বিপক্ষে খেলবে স্প্যানিশ ক্লাবটি।
২ ঘণ্টা আগে