সেমিফাইনালে আলেক্সান্ডার জভেরেভক ৩-২ সেটে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন জোকোভিচ। এ বছর এরই মধ্যে উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন এই সার্বিয়ান টেনিস তারকা। আর এক ধাপ পেরোলেই বছরে চার গ্র্যান্ড স্লাম জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করবেন তিনি।
ইতিহাস রচনার পথে ফাইনালে জোকোভিচ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদকে। তবে সেমিফাইনাল ম্যাচটি মোটেও সহজ ছিল না জোকোভিচের জন্য। প্রথম সেটেই জভেরেভের কাছে হেরে যান ৪-৬ গেমে। তবে পরের দুই সেটেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। জিতে নেন ৬-২ ও ৬-৪ গেমে। এখান থেকে লিড নেন জোকোভিচ। তবে চতুর্থ সেট আবার ৪-৬ গেমে জিতে নেন জভেরেভ।
ম্যাচ নির্ধারণী শেষ সেটে আর পেরে ওঠেননি চতুর্থ বাছাই জভেরেভ। শেষ সেটটি ৬-২ গেমে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন এই মুহূর্তে টেনিসের নাম্বার ওয়ান জোকোভিচ।
ইতিহাসের সামনে দাঁড়িয়ে জোকোভিচ। ফাইনাল জিতলেই ষষ্ঠবার ও পঞ্চম টেনিস খেলোয়াড় হিসেবে বছরে চারটি গ্র্যান্ড স্লাম জিতবেন তিনি। এর আগে এই এ কৃতিত্ব দেখিয়েছেন স্টেফানি গ্রাফ (১৯৮৮), মার্গারেট কোর্ট (১৯৭০), মরিন কনোলি (১৯৫৩), ডন বাজ (১৯৩৮) ও রড লেভার (১৯৬২,১৯৬৯)।
অন্যদিকে আরেক সেমিফাইনালে জিতেছেন দুই নম্বর বাছাই মেদভেদ। ফাইনালে জায়গা করে নিতে তাঁকে অবশ্য তেমন বেগ পেতে হয়নি। ১২ নম্বর বাছাই কানাডীয় ফেলিক্স অগার অ্যালিয়াসিমের বিপক্ষে সরাসরি সেটেই জিতেছেন তিনি। প্রথম সেটে ৬-৪ গেমে জেতার পর ৭-৫ ও ৬-২ গেমে পরের দুই সেট জিতে ফাইনাল নিশ্চিত করেন মেদভেদ।
সেমিফাইনালে আলেক্সান্ডার জভেরেভক ৩-২ সেটে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন জোকোভিচ। এ বছর এরই মধ্যে উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন এই সার্বিয়ান টেনিস তারকা। আর এক ধাপ পেরোলেই বছরে চার গ্র্যান্ড স্লাম জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করবেন তিনি।
ইতিহাস রচনার পথে ফাইনালে জোকোভিচ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদকে। তবে সেমিফাইনাল ম্যাচটি মোটেও সহজ ছিল না জোকোভিচের জন্য। প্রথম সেটেই জভেরেভের কাছে হেরে যান ৪-৬ গেমে। তবে পরের দুই সেটেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। জিতে নেন ৬-২ ও ৬-৪ গেমে। এখান থেকে লিড নেন জোকোভিচ। তবে চতুর্থ সেট আবার ৪-৬ গেমে জিতে নেন জভেরেভ।
ম্যাচ নির্ধারণী শেষ সেটে আর পেরে ওঠেননি চতুর্থ বাছাই জভেরেভ। শেষ সেটটি ৬-২ গেমে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন এই মুহূর্তে টেনিসের নাম্বার ওয়ান জোকোভিচ।
ইতিহাসের সামনে দাঁড়িয়ে জোকোভিচ। ফাইনাল জিতলেই ষষ্ঠবার ও পঞ্চম টেনিস খেলোয়াড় হিসেবে বছরে চারটি গ্র্যান্ড স্লাম জিতবেন তিনি। এর আগে এই এ কৃতিত্ব দেখিয়েছেন স্টেফানি গ্রাফ (১৯৮৮), মার্গারেট কোর্ট (১৯৭০), মরিন কনোলি (১৯৫৩), ডন বাজ (১৯৩৮) ও রড লেভার (১৯৬২,১৯৬৯)।
অন্যদিকে আরেক সেমিফাইনালে জিতেছেন দুই নম্বর বাছাই মেদভেদ। ফাইনালে জায়গা করে নিতে তাঁকে অবশ্য তেমন বেগ পেতে হয়নি। ১২ নম্বর বাছাই কানাডীয় ফেলিক্স অগার অ্যালিয়াসিমের বিপক্ষে সরাসরি সেটেই জিতেছেন তিনি। প্রথম সেটে ৬-৪ গেমে জেতার পর ৭-৫ ও ৬-২ গেমে পরের দুই সেট জিতে ফাইনাল নিশ্চিত করেন মেদভেদ।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে