এবারের ফ্রেঞ্চ ওপেনে অদ্ভুতুড়ে ঘটনা ঘটেই চলেছে। সাংবাদিক বয়কটের ঘোষণার পর সরে দাঁড়িয়েছিলেন জাপানি নারী টেনিস তারকা নাওমি ওসাকা। চোটে পড়ে সরে গেছেন চেক নারী তারকা পেত্রা কোভিতোভাও। এবার ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন কিংবদন্তি রজার ফেদেরার। এক টুইট বার্তায় সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেছেন ফেদেরার নিজেই।
গত বছরও চোটের কারণে ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারেননি ফেদেরার। সামনে উইম্বলডন থাকায় এবার আর ঝুঁকি নিলেন না। বিবৃতিতে ফেদেরার লিখেন, ‘দলের সঙ্গে আলোচনার পর আজ ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে কাল ফেদেরার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন ডোমিনিক কুফারের। সাড়ে তিন ঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুফারকে (৭-৬,৬-৭, ৭-৬,৭-৫ গেমে) হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে যান এই সুইস তারকা। কিন্তু কাল ম্যাচশেষে হাঁটুর চোটের কথা জানিয়েছেন ফেদেরার। ম্যাচ শেষে এক টুইটে ফেদেরার লিখেছিলেন, ‘হাঁটুর চোট নিয়ে খেলা চালিয়ে যাওয়া কষ্টকর। খেলব কি খেলব না সেই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। এই সময়ে বিশ্রামে যাওয়াটাই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে হচ্ছে।’
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ফেদেরারকে চতুর্থ রাউন্ডে মুখোমুখি হওয়ার কথা ছিল মাত্তেও বেরেত্তিনির। তবে এই মুহূর্তে সেটা আর হচ্ছে না। এর আগে গত বছর দুইবার হাঁটুর অস্ত্রোপচার করতে হয়েছিল এই সুইস তারকাকে। ২৮ জুন শুরু হচ্ছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। যেটা হতে পারে ফেদেরারের শেষ উইম্বলডন।
এবারের ফ্রেঞ্চ ওপেনে অদ্ভুতুড়ে ঘটনা ঘটেই চলেছে। সাংবাদিক বয়কটের ঘোষণার পর সরে দাঁড়িয়েছিলেন জাপানি নারী টেনিস তারকা নাওমি ওসাকা। চোটে পড়ে সরে গেছেন চেক নারী তারকা পেত্রা কোভিতোভাও। এবার ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন কিংবদন্তি রজার ফেদেরার। এক টুইট বার্তায় সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেছেন ফেদেরার নিজেই।
গত বছরও চোটের কারণে ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারেননি ফেদেরার। সামনে উইম্বলডন থাকায় এবার আর ঝুঁকি নিলেন না। বিবৃতিতে ফেদেরার লিখেন, ‘দলের সঙ্গে আলোচনার পর আজ ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে কাল ফেদেরার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন ডোমিনিক কুফারের। সাড়ে তিন ঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুফারকে (৭-৬,৬-৭, ৭-৬,৭-৫ গেমে) হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে যান এই সুইস তারকা। কিন্তু কাল ম্যাচশেষে হাঁটুর চোটের কথা জানিয়েছেন ফেদেরার। ম্যাচ শেষে এক টুইটে ফেদেরার লিখেছিলেন, ‘হাঁটুর চোট নিয়ে খেলা চালিয়ে যাওয়া কষ্টকর। খেলব কি খেলব না সেই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। এই সময়ে বিশ্রামে যাওয়াটাই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে হচ্ছে।’
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ফেদেরারকে চতুর্থ রাউন্ডে মুখোমুখি হওয়ার কথা ছিল মাত্তেও বেরেত্তিনির। তবে এই মুহূর্তে সেটা আর হচ্ছে না। এর আগে গত বছর দুইবার হাঁটুর অস্ত্রোপচার করতে হয়েছিল এই সুইস তারকাকে। ২৮ জুন শুরু হচ্ছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। যেটা হতে পারে ফেদেরারের শেষ উইম্বলডন।
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এজন্য তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামে ভারত। এই তারকা অলরাউন্ডারের ফেরা নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে দলটির। অর্থাৎ অক্টোবর–নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে হার্দিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি–টোয়েন্টি আসরে টানা দুই হারের পর অবশেষে জয়ের দেখা পেল গতবারের রানার্সআপ ঢাকা মহানগর। দলে প্রথমবার সুযোগ পেয়েই অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ালেন আইচ মোল্লা।
৩ ঘণ্টা আগেআগামী ডিসেম্বের ৩৯–এ পা দেবেন আসিফ আফ্রিদি। এই বয়সে অবসর নিয়ে অনেকেই পুরোদস্তুর কোচিং, ধারাভাষ্যকার বা ক্রিকেট সংশ্লিষ্ট অন্য কিছুতে জড়িয়ে পড়েন। তবে আফ্রিদির ক্ষেত্রে হলো তার বিপরীত কিছু। ৩৮ বছর বয়সে এসে প্রথমবারের মতো পাকিস্তান দলে ডাক পেলেন তিনি।
৪ ঘণ্টা আগে