Ajker Patrika

ফ্রেঞ্চ ওপেন থেকে সরেই দাঁড়ালেন ফেদেরার

ফ্রেঞ্চ ওপেন থেকে সরেই দাঁড়ালেন ফেদেরার

এবারের ফ্রেঞ্চ ওপেনে অদ্ভুতুড়ে ঘটনা ঘটেই চলেছে। সাংবাদিক বয়কটের ঘোষণার পর সরে দাঁড়িয়েছিলেন জাপানি নারী টেনিস তারকা নাওমি ওসাকা। চোটে পড়ে সরে গেছেন চেক নারী তারকা পেত্রা কোভিতোভাও। এবার ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন কিংবদন্তি রজার ফেদেরার। এক টুইট বার্তায় সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেছেন ফেদেরার নিজেই।

গত বছরও চোটের কারণে ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারেননি ফেদেরার। সামনে উইম্বলডন থাকায় এবার আর ঝুঁকি নিলেন না। বিবৃতিতে ফেদেরার লিখেন, ‘দলের সঙ্গে আলোচনার পর আজ ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে কাল ফেদেরার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন ডোমিনিক কুফারের। সাড়ে তিন ঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুফারকে (৭-৬,৬-৭, ৭-৬,৭-৫ গেমে) হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে যান এই সুইস তারকা। কিন্তু কাল ম্যাচশেষে হাঁটুর চোটের কথা জানিয়েছেন ফেদেরার। ম্যাচ শেষে এক টুইটে ফেদেরার লিখেছিলেন, ‘হাঁটুর চোট নিয়ে খেলা চালিয়ে যাওয়া কষ্টকর। খেলব কি খেলব না সেই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। এই সময়ে বিশ্রামে যাওয়াটাই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে হচ্ছে।’

২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ফেদেরারকে চতুর্থ রাউন্ডে মুখোমুখি হওয়ার কথা ছিল মাত্তেও বেরেত্তিনির। তবে এই মুহূর্তে সেটা আর হচ্ছে না। এর আগে গত বছর দুইবার হাঁটুর অস্ত্রোপচার করতে হয়েছিল এই সুইস তারকাকে। ২৮ জুন শুরু হচ্ছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। যেটা হতে পারে ফেদেরারের শেষ উইম্বলডন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত