নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘সিক্স ডে বুদাপেস্ট টু ইয়ার্স’ টুর্নামেন্টের গ্র্যান্ড মাস্টার্স দাবায় আলো ছড়াচ্ছেন বাংলাদেশের দুই দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড়।
সপ্তম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও নীড় যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন। আর ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাত খেলায় আড়াই পয়েন্ট পেয়েছেন।
এ দিকে অনূর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সাত খেলায় চার পয়েন্ট করে পেয়েছেন।
আজ শুক্রবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান স্লোভাকিয়ার গ্র্যান্ড মাস্টার পেচের মিলানকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা গুটি নিয়ে কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় গ্র্যান্ড মাস্টার পেচের মিলানের বিরুদ্ধে ২১ চালের মাথায় জয়ী হন।
ফিদে মাস্টার মনন রেজা নীড় জার্মানির ফিদে মাস্টার কোয়েনিন মাইকেলকে পরাজিত করেন। তিনি কালো নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে ৫২ চালে ফিদে মাস্টার কোয়েনিন মাইকেলের বিরুদ্ধে জয়ী হন। সপ্তম রাউন্ডে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দক্ষিণ কোরিয়া ফিদে মাস্টার উন সিহায়ুনের সঙ্গে ড্র করেন।
আর মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের নামালা ধানভিকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ লাটভিয়ার স্ট্যাইনার ইমিলসের সঙ্গে ড্র করেন।
‘সিক্স ডে বুদাপেস্ট টু ইয়ার্স’ টুর্নামেন্টের গ্র্যান্ড মাস্টার্স দাবায় আলো ছড়াচ্ছেন বাংলাদেশের দুই দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড়।
সপ্তম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও নীড় যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন। আর ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাত খেলায় আড়াই পয়েন্ট পেয়েছেন।
এ দিকে অনূর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সাত খেলায় চার পয়েন্ট করে পেয়েছেন।
আজ শুক্রবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান স্লোভাকিয়ার গ্র্যান্ড মাস্টার পেচের মিলানকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা গুটি নিয়ে কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় গ্র্যান্ড মাস্টার পেচের মিলানের বিরুদ্ধে ২১ চালের মাথায় জয়ী হন।
ফিদে মাস্টার মনন রেজা নীড় জার্মানির ফিদে মাস্টার কোয়েনিন মাইকেলকে পরাজিত করেন। তিনি কালো নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে ৫২ চালে ফিদে মাস্টার কোয়েনিন মাইকেলের বিরুদ্ধে জয়ী হন। সপ্তম রাউন্ডে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দক্ষিণ কোরিয়া ফিদে মাস্টার উন সিহায়ুনের সঙ্গে ড্র করেন।
আর মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের নামালা ধানভিকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ লাটভিয়ার স্ট্যাইনার ইমিলসের সঙ্গে ড্র করেন।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
৩০ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে