পুনে টেস্টের প্রথম দিন পানসে কাটল নিউজিল্যান্ডের। দুই ফিফটিতে প্রথম ইনিংসে ২৫৯ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। সব উইকেটই নিয়েছেন ভারতের দুই স্পিনার—ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিন। দিন পার করার আগে ভারত করেছে ১ উইকেটে ১৬ রান।
আজ পুরো দিনে পড়েছে ১১ উইকেট। তার ৭টিই পেয়েছেন অফ স্পিনার সুন্দর। কিউইদের প্রথম তিন উইকেট গেছে অশ্বিনের ঝুলিতে। বাকি সব সুন্দরের। তার জন্য ২৩.১ ওভার হাত ঘুরিয়ে দিতে হয়েছে ৫৯ রান। প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট খেলতে নেমেই করলেন ক্যারিয়ারসেরা বোলিং। পেলেন প্রথমবারের মতন ৫ উইকেটের দেখা।
সিরিজের প্রথম টেস্টে হারা ভারত দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে পুনে টেস্টে। স্পিনার কুলদীপ যাদবের পরিবর্তে সুযোগ পেয়েছেন সুন্দর। আর লোকেশ রাহুলের পরিবর্তে ঢুকেছেন শুবমান গিল। পাওয়া সুযোগ কাজে লাগাতে বেশি সময় নেননি সুন্দর। মধ্যাহ্নভোজ থেকে ফিরেই শুরু করেন উইকেট গণনা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল নিউজিল্যান্ড। প্রথম সেশনে ২ উইকেট হারালেও ওপেনার ডেভন কনওয়ের (৭৬) সঙ্গে তৃতীয় উইকেটে ৬২ ও চতুর্থ উইকেটে ড্যারিল মিচেলের (১৮) সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে দলকে বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন বেঙ্গালুরু টেস্টে ম্যাচসেরা রাচিন রবীন্দ্র (৬৫)। তবে সুন্দর তাঁদের বেশি দূর বাড়তে দেননি। আরও ভয়ংকররূপে ফিরে আসেন চা পানের পর।
মিডলঅর্ডারদের প্রতিরোধ ভাঙতেই মিচেল স্যান্টনার (৩৩) ছাড়া কিউইদের লেজের ব্যাটারদের কেউ আর সেভাবে দাঁড়াতে পারেননি সুন্দরের সৌন্দর্যের সামনে। সফরকারীদের হয়ে যা একটু লড়াই করেছেন কনওয়ে ও রবীন্দ্র। সারা দিনের ৯০.১ ওভারের মধ্যে দিন শেষের আগে ভারত খেলেছে ১১ ওভার। তার মধ্যে আফসোস বলতে ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে রোহিত শর্মার শূন্য হাতে ফেরা। বোল্ড করে ভারত অধিনায়ককে আবারও হতাশা উপহার দিয়েছেন পেসার টিম সাউদি। আগামীকাল ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শুরু করবেন ওপেনার যশস্বী জয়সওয়াল (৬) ও গিল (১০)।
পুনে টেস্টের প্রথম দিন পানসে কাটল নিউজিল্যান্ডের। দুই ফিফটিতে প্রথম ইনিংসে ২৫৯ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। সব উইকেটই নিয়েছেন ভারতের দুই স্পিনার—ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিন। দিন পার করার আগে ভারত করেছে ১ উইকেটে ১৬ রান।
আজ পুরো দিনে পড়েছে ১১ উইকেট। তার ৭টিই পেয়েছেন অফ স্পিনার সুন্দর। কিউইদের প্রথম তিন উইকেট গেছে অশ্বিনের ঝুলিতে। বাকি সব সুন্দরের। তার জন্য ২৩.১ ওভার হাত ঘুরিয়ে দিতে হয়েছে ৫৯ রান। প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট খেলতে নেমেই করলেন ক্যারিয়ারসেরা বোলিং। পেলেন প্রথমবারের মতন ৫ উইকেটের দেখা।
সিরিজের প্রথম টেস্টে হারা ভারত দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে পুনে টেস্টে। স্পিনার কুলদীপ যাদবের পরিবর্তে সুযোগ পেয়েছেন সুন্দর। আর লোকেশ রাহুলের পরিবর্তে ঢুকেছেন শুবমান গিল। পাওয়া সুযোগ কাজে লাগাতে বেশি সময় নেননি সুন্দর। মধ্যাহ্নভোজ থেকে ফিরেই শুরু করেন উইকেট গণনা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল নিউজিল্যান্ড। প্রথম সেশনে ২ উইকেট হারালেও ওপেনার ডেভন কনওয়ের (৭৬) সঙ্গে তৃতীয় উইকেটে ৬২ ও চতুর্থ উইকেটে ড্যারিল মিচেলের (১৮) সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে দলকে বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন বেঙ্গালুরু টেস্টে ম্যাচসেরা রাচিন রবীন্দ্র (৬৫)। তবে সুন্দর তাঁদের বেশি দূর বাড়তে দেননি। আরও ভয়ংকররূপে ফিরে আসেন চা পানের পর।
মিডলঅর্ডারদের প্রতিরোধ ভাঙতেই মিচেল স্যান্টনার (৩৩) ছাড়া কিউইদের লেজের ব্যাটারদের কেউ আর সেভাবে দাঁড়াতে পারেননি সুন্দরের সৌন্দর্যের সামনে। সফরকারীদের হয়ে যা একটু লড়াই করেছেন কনওয়ে ও রবীন্দ্র। সারা দিনের ৯০.১ ওভারের মধ্যে দিন শেষের আগে ভারত খেলেছে ১১ ওভার। তার মধ্যে আফসোস বলতে ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে রোহিত শর্মার শূন্য হাতে ফেরা। বোল্ড করে ভারত অধিনায়ককে আবারও হতাশা উপহার দিয়েছেন পেসার টিম সাউদি। আগামীকাল ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শুরু করবেন ওপেনার যশস্বী জয়সওয়াল (৬) ও গিল (১০)।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৪ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে